Daily Current Affairs 28th July, 2021 in Bengali

Daily Current Affairs 28th July, 2021 in Bengali ।। দৈনিক বাংলা সাম্প্রতিক ঘটনাবলী ২৮শে জুলাই , ২০২১

 

  1. কোন দেশ “Asia-Pacific Economic Cooperation 2021”-এর আয়োজন করেছে ?

A. নিউজিল্যান্ড
B. ভারত
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. রাশিয়া

Ans: A. নিউজিল্যান্ড

Exp- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন Jacinda Ardern.

  1. AMLEX নামে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করলো কোন প্রতিষ্ঠান ?

A. IIT Ropar
B. IIT Bombay
C. IIT Madras
D. IIT Guwahati

Ans: A. IIT Ropar

Exp- অপ্রয়োজনীয় ভাবে অক্সিজেন যাতে নষ্ট না হয় তাই এটি তৈরি করা হলো। এর ফলে মেডিকেল অক্সিজেন আরো তিন গুন বেশী সময় ব্যাবহার করা যাবে।

  1. সম্প্রতি কোন রাজ্য পণ নিষিদ্ধ নিয়মে সংশোধন করেছে ?

A. পশ্চিমবঙ্গ
B. তামিলনাড়ু
C. হরিয়ানা
D. কর্নাটকে

Ans: D. কর্নাটক

Exp- কর্নাটকে পণ প্রথার ক্রমবর্ধমান অভিযোগের কারণে রাজ্য সরকার পণ নিষিদ্ধ নিয়মে সংশোধন করেছে।

  1. National Highways Authority of India এর অতিরিক্ত চেয়ারম্যান কে হলেন ?

A. Karnam Malleswari
B. Mariyappan Thangavelu
C. Giridhar Aramane
D. Vinay Prakash

Ans: C. Giridhar Aramane

Exp- Giridhar Aramane 1988 IAS ব্যাচের অফিসার ছিলেন এবং বর্তমানে Ministry of Road Transport and Highway এর সচিব।

  1. সম্প্রতি কোন রাজ্য Undergraduate কোর্সে NCC কে ঐচ্ছিক বিষয় হিসাবে যুক্ত করেছে ?

A. তেলেঙ্গানা
B. তামিলনাড়ু
C. মেঘালয়
D. রাজস্থান

Ans: C. মেঘালয়

Exp- National Cadet Corps (NCC) প্রতিষ্ঠিত হয় 16 এপ্রিল 1948 সালে এবং এর সদর দপ্তর নয়াদিল্লি।

  1. Riding Free: My Olympic Journey নামে কে বই রচনা করলেন ?

A. Meghan Markle
B. Aakash Ranison
C. Tyuini Sourari
D. Imtiaz Anees

Ans: D. Imtiaz Anees

Exp- ইনি একজন Equestrian খেলোয়ার। যিনি তার জীবনের লড়াইয়ের কথা এই বইতে লিখেছেন।

  1. সম্প্রতি Airtel ভারতে 5G network-এর উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

A. Twitter
B. Intel
C. Amazon
D. Google

Ans: B. Intel

Exp- Intel Corporation একটি আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং আয়ের উপর নির্ভর করে এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।ইন্টেল প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই 18, 1968 সালে ইন্টিগ্রেটেড ইলেক্ট্রনিক্স কর্পোরেশন হিসেবে।

  1. 2020 টোকিও অলিম্পিকের মশাল জ্বাললেন কোন ক্রীড়া ব্যাক্তিত্ব ?

A. Naomi Osaka
B. Okahara Shinje
C. Akako Abe
D. Aimi Hasi

Ans: A. Naomi Osaka

Exp- Naomi Osaka একজন টেনিস প্লেয়ার। এই অলিম্পিকে করোনার কারনে মশাল Rally হয়নি। তিনি শুধুমাত্র মশালটি জ্বালিয়েছিলেন।

  1. ভারতের কোন রাজ্যের লোকের মদ্যপানের পরিমান
    সবচেয়ে বেশি ?

A. তামিলনাড়ু
B. নাগাল্যান্ড
C. ছত্রিশগড়
D. তেলেঙ্গানা

Ans: C. ছত্রিশগড়

Exp- ছত্রিশগড় প্রথম স্থানে আছে, ছত্রিশগড়ের প্রায় 35.6 % লোক অ্যালকোহল গ্রহন করে। দ্বিতীয় স্থানে আছে ত্রিপুরা, ত্রিপুরার প্রায় 34.7% লোক অ্যালকোহল গ্রহন করে ।তৃতীয় স্থানে পাঞ্জাব, যেখানের প্রায় 28.5% লোক অ্যালকোহল আসক্ত।

  1. বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের কে স্বর্ণ পদক জিতেছেন ?

A. প্রিয়া মালিক
B. প্রিয়াঙ্কা ফোগাত
C. সাক্ষী মালিক
D. ভিনাস ফোগাত

Ans: A. প্রিয়া মালিক

Exp- হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 73 কেজি বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছেন প্রিয়া মালিক।

Daily Current Affairs 28th July, 2021 in Bengali

Exit mobile version