বিজ্ঞানপদার্থ বিজ্ঞান

পরিমাপ পদ্ধতি MCQ সেট-1 ।স্কেলার ভেক্টর রাশি | Unit and Dimensions Bangla

পরিমাপ পদ্ধতি

ভৌত রাশি

পরিমাপ করা যায় যেকোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়।

উদাহরণ : দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ প্রভৃতি পরিমাপ করা যায় তাই এদের প্রত্যেকেই এক একটি ভৌত রাশি বলা হয়। 

জল, কাঠ, বায়ু এদের ভৌত রাশি বলা যায়না তার কারণ হলো এগুলোকে পরিমাপ করার জন্য আমাদের ভর, ওজন, আয়তন ইত্যাদির প্রয়োজন হয়। কিন্তু ভর, ওজন, আয়তন এগুলি নিজেই এক একটি ভৌত রাশি। তাই জল, কাঠ, বায়ু এদের ভৌত রাশি বলা হয় না। 

স্কেলার রাশি :

  • যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলা হয়। দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, সময় প্রভৃতি এক একটি স্কেলার রাশি। এদের প্রত্যেকেরই মান আছে কিন্তু অভিমুখ নেই। 

ভেক্টর রাশি:

  • যেসব রাশির মান এবং অভিমুখ আছে তাদের ভেক্টর রাশি বলে। বেগ, ত্বরণ,সরণ,ওজন, বল প্রভৃতি এক একটি ভেক্টর রাশি। এই সমস্ত রাশি গুলির মান অভিমুখ দুই- ই থাকে তাই এদের ভেক্টর রাশি বলা হয়।

একক  

যখন কোন ভৌত রাশি কে সঠিকভাবে পরিমাপ করা হয় তখন ওই রাশিটির একটি নির্দিষ্ট পরিমান কে প্রমাণ হিসাবে ধরে প্রদত্ত রাশিকে পরিমাপ করা হয়। নির্দিষ্ট পরিমাণ কে ভৌত রাশির একক বলা হয়।

একক পরিমাপের চারটি পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে সেগুলি হল –

1.সিজিএস বা মেট্রিক পরিমাপ পদ্ধতি(CGS) 

2. এফপিএস(FPS) ব্রিটিশ পরিমাপ পদ্ধতি 

3. এম কে এস(MKS) পরিমাপ পদ্ধতি 

4. এস আই পদ্ধতি বা আন্তর্জাতিক একক পরিমাপ পদ্ধতি

1.সিজিএস বা মেট্রিক পরিমাপ পদ্ধতি(CGS) :

  • এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক  সেন্টিমিটার ,ভরের একক গ্রাম এবং সময়ের একককে সেকেন্ড হিসাবে ধরা হয়। CGS নামকরণটি দৈর্ঘ্য, ভর, সময় ইংরেজি শব্দের প্রথম অক্ষর থেকে নিয়ে করা হয়েছে। 

2. এফপিএস(FPS) ব্রিটিশ পরিমাপ পদ্ধতি :

  • এই পদ্ধতিতে দৈর্ঘ্য এর একক ফুট, ভরের একক পাউন্ড ও সময়ের একক সেকেন্ড হিসাবে ধরা হয়। 

3. এম কে এস(MKS) পরিমাপ পদ্ধতি:

  • এই পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এবং সময়ের একক সেকেন্ড হিসেবে প্রকাশ করা হয়। 


4. এস আই পদ্ধতি বা আন্তর্জাতিক একক পরিমাপ পদ্ধতি :

  • এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, সময়ের একক সেকেন্ড, উষ্ণতার একক কেলভিন, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হল মোল ।

পরিমাপ পদ্ধতি ও পরিমাপের যন্ত্রসমূহ MCQ প্রশ্ন

১. যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয়েরই প্রয়ােজন তাকে বলে—

(ক) ভেক্টর রাশি

(খ) স্কেলার রাশি

(গ) রাসায়নিক রাশি

(ঘ) ভৌত রাশি

উত্তর : (ক) ভেক্টর রাশি

২. দৌড় প্রতিযােগিতায় ব্যবহৃত হয়—

(ক) দেওয়াল ঘড়ি

(খ) স্টপওয়াচ

(গ) স্মার্টওয়াচ

(ঘ) রিস্টওয়াচ

উত্তর : (খ) স্টপওয়াচ

৩.স্কেলার রাশিটি চিহ্নিত করাে—

(ক) ত্বরণ

(খ) ভরবেগ

(গ) বল

(ঘ) কার্য

উত্তর : (ঘ) কার্য

৪. একটি বস্তুর ঘনত্ব 4 গ্রাম/সিসি এবং আয়তন 20 সিসি হলে বস্তুটির ভর হবে

(ক) 10 গ্রাম

(খ) 5 গ্রাম

(গ) 40 গ্রাম

(ঘ) 80 গ্রাম

উত্তর : (ঘ) কার্য

৫. এস আই-তে ভরের একক কি ?

(ক) গ্রাম

(খ) লিটার

(গ) ফারেনহাইট

(ঘ) কিলোগ্রাম

উত্তর : (ঘ) কিলোগ্রাম

৬. আয়তনের একক কি ?

(ক) মূল একক

(খ) লব্ধ একক

(গ) একক হীন

(ঘ) উপরের কোনটিও নয়।

উত্তর : (খ) লব্ধ একক

৭. কোনাে ফাঁপা সােনার বস্তুর ঘনত্ব নিরেট সােনার বস্তুর ঘনত্বের তুলনা করে পাওয়া যায়

(ক) ফাঁপা বস্তুর কোনো ওজন নেই

(খ) ফাঁপা বস্তুর ক্ষেত্রে কম

(গ) উভয়ই সমান

(ঘ) ফাঁপা বস্তুর ক্ষেত্রে বেশি

উত্তর : (গ) উভয়ই সমান

৮. এস আই-তে কোনাে পদার্থের ঘনত্বের সাংখ্যমান সি জি এস পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের

সাংখ্যমানের –

(ক) সমান

(খ) বেশি

(গ) কম

উত্তর : (খ) বেশি

৯. সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর

(ক) ভর মাপা হয়

(খ) ওজন মাপা হয়

(গ) ওজন ও ভোর দুটি পরিমাপ করা হয়

(ঘ) ওপরের কোনটিও নয়

উত্তর : (ক) ভর মাপা হয়

১০. মন্দন মাত্রা হল –

(ক) [LT-1]

(খ) [LT-2]

(গ) [LT-3]

(ঘ) [LT-4]

উত্তর : (খ) [LT-2]

১১. এস আই-তে তাপমাত্রার একক হল—

(ক) কেলভিন

(খ) ডিগ্রী সেলসিয়াস

(গ) পারসেক

(ঘ) ক্যান্ডেলা

উত্তর : (ক) কেলভিন

১২. একটি সমজাতীয় সম্পর্ক হল—

(ক) মিনিট, সেকেন্ড, বছর

(খ)  গ্রাম, ডেকাগ্রাম, মিলিগ্রাম

(গ) গ্রাম, পাউন্ড, গ্যালন

(ঘ) ভর, দৈর্ঘ্য, ক্ষেত্রফল

উত্তর : (খ)  গ্রাম, ডেকাগ্রাম, মিলিগ্রাম

১৩. নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি ঠিক

(ক) কার্য একটি ভেক্টর রাশি

(খ)  আয়তন একটি স্কেলার রাশি

(গ) গ্রাম/সেকেন্ড2 ঘনত্বের একক

(ঘ) আলােকবর্ষ সময়ের একক

উত্তর : (খ)  আয়তন একটি স্কেলার রাশি

১৪. স্টপওয়াচের চাবি তৃতীয় বার টিপলে কাঁটাগুলির কি হবে ?

(ক) চলতে শুরু করবে

(খ)  বিপরীত দিকে ঘুরতে থাকবে

(গ) প্রারম্ভিক অবস্থানে আসবে

(ঘ) চলা বন্ধ করবে

উত্তর : (গ) প্রারম্ভিক অবস্থানে আসবে

১৫. 4°C উয়তায় 5 ঘনসেমি জলের ভর—

(ক) 5 গ্রাম

(খ) 50 কিলােগ্রাম

(গ) 5 কিলােগ্রাম

(ঘ) 5 পাউন্ড

উত্তর : (ক) 5 গ্রাম

১৬. অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল

(ক) তুলাযন্ত্র

(খ) মিটার স্কেল

(গ) মাপনীচোঙ

(ঘ) ফিতা

উত্তর : (ক) 5 গ্রাম

১৭. চাপের একক কি ?

(ক) নিউটন/মিটার2

(খ) নিউটন-মিটার

(গ) নিউটন

(ঘ) নিউটন/মিটার

উত্তর : (ক) নিউটন/মিটার2

১৮. আলোকবর্ষ কি ?

(ক) নিউটন/মিটার2

(খ) নিউটন-মিটার

(গ) নিউটন

(ঘ) নিউটন/মিটার

উত্তর : (ক) নিউটন/মিটার2

১৯. SI পদ্ধতিতে সময়ের একক কি ?

(ক) আলোকবর্ষ

(খ) ঘন্টা

(গ) সেকেন্ড

(ঘ) মিনিট

উত্তর : (গ) সেকেন্ড

২০. ১ এস্ট্রোনোমিকাল ইউনিট =

(ক) ১.৪৯৬ x ১০২১ m

(খ) ১.৪৯০ x ১০১১ m

(গ) ১.৪৯৬ x ১০১১ m

(ঘ) ১.৪৭৪ x ১০১০ m

উত্তর : (গ) ১.৪৯৬ x ১০১১ m

২১. মোট কতগুলি SI একক আছে ?

(ক) ৭ টি

(খ) ৯ টি

(গ) ১২ টি

(ঘ) ৩ টি

উত্তর : (খ) ৯ টি

২২. ঘনত্ব হল =

(ক) বল / আয়তন

(খ) কার্য x দৈর্ঘ্য

(গ) ভার / আয়তন

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তর : (গ) ভার / আয়তন

২৩. ফ্রিকোয়েন্সির SI ইউনিট কি ?

(ক) Hz

(খ) Wb

(গ) m3

(ঘ) Fq

উত্তর : (ক) Hz

২৪. একটি মাত্রাহীন ভৌত রাশি হলো –

(ক) দৈর্ঘ্য

(খ) ভর

(গ) সময়

(ঘ) আপেক্ষিক গুরুত্ব

উত্তর : ঘ) আপেক্ষিক গুরুত্ব

২৫. বেগ একটি ___________ রাশি ।

(ক) স্কেলার

(খ) ভেক্টর

(গ) স্কেলার এবং ভেক্টর

(ঘ) মাত্রাহীন রাশি

উত্তর : (খ) ভেক্টর

২৬. SI তে কোনো পদার্থের ঘনত্ব = cgs পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্ব x _____________ কিলোগ্রাম/ঘনমিটার

(ক) ১০০০

(খ) ১০০

(গ) ২০

(ঘ) ১০

উত্তর : (ক) ১০০০

২৭. সোনা বা হীরের ভার মাপার জন্য কি একক ব্যবহার করা হয়

(ক) কেলভিন

(খ) আম্পিয়ার

(গ) ফারাদ

(ঘ) ক্যারাট

উত্তর : (ঘ) ক্যারাট

Exp : ১ ক্যারাট = ২০০ মিলিগ্রাম

২৮. উপগ্রহ উৎক্ষেপনকালে কোন ঘড়ির সাহায্যে নির্ভুল ভাবে সময় পরিমাপ করা হয় ?

(ক) স্টপওয়াচ

(খ) সাধারণঘড়ি

(গ) টাইমট্রেকার

(ঘ) মেট্রনাম

উত্তর : (ঘ) মেট্রনাম

২৮. অনু, পরমাণুর ভার মাপার জন্য কি একক ব্যবহার করা হয় ?

(ক) সেন্টিমিটার

(খ) মিটার

(গ) amu / ডালটন

(ঘ) au

উত্তর : (গ) amu / ডালটন

২৮. অনু, পরমাণুর ভার মাপার জন্য কি একক ব্যবহার করা হয় ?

(ক) সেন্টিমিটার

(খ) মিটার

(গ) amu / ডালটন

(ঘ) au

উত্তর : (গ) amu / ডালটন

২৯. পৃষ্ঠচাপ এর মাত্রা কি ?

(ক) [M1L0T-2]

(খ) [M1L1T-2]

(গ) [M1L1T1]

(ঘ) [M1L0T2]

উত্তর : (ক) [M1L0T-2]

৩০. কার্য/ শক্তি এর মাত্রা কি ?

(ক) [M1L0T-2]

(খ) [M1L2T-2]

(গ) [M1L1T1]

(ঘ) [M1L2T2]

উত্তর : (খ) [M1L2T-2]

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

ভারতের স্বাধীনতা দিবস Quiz। Independence Day 2021 | ১৫ই আগস্ট MCQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button