[ MCQ ] রেচন সম্পর্কিত প্রশ্ন উত্তর । Excretion Question Answer in Bengali 2022 New

রেচন সম্পর্কিত প্রশ্ন উত্তর

Excretion Question Answer in Bengali

রেচন

Excretion

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট এ রেচন এর উপর (Excretion Question Answer in Bengali) ৬৬ টি প্রশ্ন উত্তর আলোচনা করা হলো।

১. কোন উপক্ষারটি সর্পগন্ধা গাছের মূলে থাকে?

উত্তর : রেসারপিন

২. উপক্ষার উদ্ভিদের এক প্রকার কি ঘটিত রেচন পদার্থ?

উত্তর : নাইট্রোজেনঘটিত

৩. আফিম গাছের ফলে কি পাওয়া যায়?

উত্তর : মরফিন

৪. কোন গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত হয়?

উত্তর : প্যারা রবার

 ৫. পতঙ্গ শ্রেণির প্রাণীদের রেচন অঙ্গের নাম কি?

উত্তর :ম্যালপিজিয়ান

৬. নেফ্রিডিয়াম কার রেচন অঙ্গ ?

উত্তর:  কেঁচো

৭.  মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের নাম লেখ?

উত্তর : গ্লুকোজ

৮. রাফাইড পাওয়া যায় কোন গাছে?

উত্তর : কচুতে

৯. সিনকোনা গাছ থেকে কোন   উপক্ষার পাওয়া যায়?

উত্তর : কুইনাইন

১০. বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম কি?

উত্তর :অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। (ADH)

Excretion Question Answer in Bengali 2022

১১.  প্রাণীদেহে কি বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয়?

উত্তর : প্রোটিন

১২. মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন অঙ্গের নাম কি?

উত্তর :বৃক্ক

১৩. গ্লোমেরুলাস কোন কনিকার অংশ?

উত্তর :ম্যালপিজিয়ান

১৪. বোজানাসের অঙ্গ কার রেচন অঙ্গ?

উত্তর : ইউনিও (ঝিনুক)

১৫. কোন গাছের রজন নালিতে রজন থাকে?

উত্তর: পাইন

১৬. কি জাতীয় ক্ষতিকারক অপ্রয়োজনীয় পদার্থকে রেচন পদার্থ বলে?

উত্তর : বিপাকজাত

১৭. অর্জুন, পেয়ারা ইত্যাদি উদ্ভিদ কিছু কিছু রেচন পদার্থকে কোন অংশে সাময়িকভাবে জমা রাখে?

উত্তর : ছালে

১৮. বাবলা, আমড়া, শিরিষ ইত্যাদি উদ্ভিদের বক্ললের ফাটল বা ক্ষত দিয়ে কি নিঃসৃত হয়?

উত্তর : গঁদ

১৯. কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কঠিন রজন  কিসে দ্রবীভূত হয়?

উত্তর : অ্যালকোহলে

২০. নাক্সভোমিকা গাছের বীজে কি নামক উপক্ষার থাকে?

উত্তর : স্ট্রিকনিন

Excretion Question Answer in Bengali 2022

২১. বেলেডোনা গাছের মূলে ও পাতায় কি নামক উপক্ষার থাকে?

উত্তর : অ্যাট্রোপিন

 ২২. এফিড্রিন নামক উপক্ষার থাকে কোন গাছের কান্ড ও মূলের ছালে?

উত্তর : এফিড্রা

২৩. বৃক্কীয় নালিকার ‘U’ আকৃতির অংশকে কি বলা হয়?

উত্তর :হেনলির লুপ

২৪. গ্লোমেরুলাসের সন্নিকটে অবস্থিত বৃক্কীয় নালিকার প্রথম অংশকে কি বলা হয়?

উত্তর :পরাসংবর্ত নালিকা

২৫. হেনলির লুপের অধোগামী বাহুতে কি শোষণ হয়?

উত্তর :জল

২৬. হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহুতে  কোন আয়নের শোষণ হয়?

উত্তর : সোডিয়াম

২৭. বৃক্কীয় নালিকার শেষ অংশ  কি?

উত্তর : সংগ্রাহী নালিকা

২৮. নেফ্রনের কি যান্ত্রিক ছাঁকনির ন্যায় কাজ করে?

উত্তর : গ্লোমেরুলাস

২৯. ত্বকস্থিত কোন গ্রন্থির মাধ্যমে সিরাম ক্ষরিত হয়?

উত্তর : সিবেসিয়াস

Excretion Question Answer in Bengali 2022

৩০. বুকের সঙ্গে সংশ্লিষ্ট অংশটি কি?

উত্তর : ম্যাকুলা ডেনসা

৩১. ম্যাকুলা ডেনসা কোথায়  থাকে?

উত্তর : দূরবর্তী সংবর্ত নালিকাতে

৩২. মানুষের দুটি বৃক্কের সব নেয়ন পরপর যোগ করলে তার দৈর্ঘ্য  কত হবে?

উত্তর : প্রায় 40 মাইল

৩৩. বৃক্কের পাতলা আবরণীর নাম কি?

উত্তর : ক্যাপসুল

৩৪. বৃক্কের অবতল মধ্য কিনারায় যে অংশে গবিনী বৃক্কিয় শিরা এবং বৃক্কৃয় ধমনি যুক্ত থাকে তাকে কি বলে?

উত্তর : হাইলাস

৩৫. সংগ্রাহক নালিকাগুলি যেসব নালিতে গিয়ে মেশে তাদের কি বলে?

উত্তর : ডাক্ট অব্ বেলিনি

৩৬. চ্যাপটা কৃমির রেচন-অঙ্গের নাম কি?

উত্তর : ফ্লেমকোশ,

৩৭. হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে ব্যবহৃত উপক্ষারের নাম কি?

উত্তর : ডাটুরিন

৩৮. গদ কি?

উত্তর : একপ্রকার পলিস্যাকারাইড

৩৯. রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটির নাম কি?

উত্তর : রজন

৪০. কানাডা বালসাম কি?

উত্তর : রজন

৪১.ধুনা, হিং প্রভৃতি কি ?

উত্তর : একপ্রকার  রজন

৪২. চা পাতায় যে উপক্ষারটি পাওয়া যায় তার নাম কি?

উত্তর : থিইন

৪৩. মূত্রাশয়ে সঞ্চিত মূত্রের পরিমাণ কত মিলিলিটার হলেই মূত্রত্যাগের ইচ্ছা অনুভূত হয়?

উত্তর : 400  মিলিলিটার

৪৪. কর্ণকুহরের চর্মে অবস্থিত সেরুমিনাল গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়?

উত্তর : সেরুমেন

৪৫. বৃক্কে উৎপন্ন মূত্র মাধ্যমে কিসের মূত্রাশয়ে এসে জমা হয়?

উত্তর : গবিনীর

৪৬. যকৃতে  কি থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়?

উত্তর : অ্যামোনিয়া

৪৭. বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পদ্ধতিকে কি বলে?

উত্তর : ক্ষরণ

 ৪৮. ট্যানিন উদ্ভিদের  কি স্বাদযুক্ত কার্বন সমন্বিত রেচন পদার্থ?

উত্তর : তেতো

৪৯. পেঁপে গাছের কি প্রোটিন পরিপাকে সাহায্য করে?

উত্তর : প্যাপাইন

৫০. চল্লিশ বছর বয়সের পর প্রতি দশ বছরে কত শতাংশ নেফ্রন অকেজো হয়ে পড়ে?

উত্তর : 10%

Excretion Question Answer in Bengali 2022

৫১. ধুতুরা গাছের পাতা ও ফলে কি থাকে?

উত্তর : ডাটুরিন

৫২. মানবদেহের যকৃতে কি চক্র সাধিত হয়?

উত্তর : অরনিথিন

৫৩. রাফাইড কোথায়  পাওয়া যায়?

উত্তর : কচুতে

৫৪. সর্পগন্ধা গাছ থেকে কি পাওয়া যায়?

উত্তর : রেসারপিন

৫৫. মানুষের দেহের কোন অঙ্গে অ্যানিলিন চক্র সম্পন্ন হয়?

উত্তর : যকৃতে

৫৬. বৃক্কের একককে কি বলা হয়?

উত্তর : নেফ্রন

৫৭.মানুষের বৃক্ক কোন ধরনের?

উত্তর :মেটানেফ্রস

৫৮. মানবদেহের বৃক্কের মাধ্যমে যে পরিমাণ রেচনবস্তু দেহ থেকে নির্গত হয়, তা হল মোট রেচনবস্তুর কত শতাংশ ?

উত্তর : 75%

৫৯.পুরুষের দেহে বৃক্কের গড় ওজন কত ?

উত্তর : 125–170 গ্রাম

৬০. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?

উত্তর : 10 লক্ষ

Excretion Question Answer in Bengali 2022

৬১. মানব-নেফ্রনের গড় দৈর্ঘ্য কত?

উত্তর : 5 সেন্টিমিটার

৬২. প্রতি মিনিটে গ্লোমেরুলাস দ্বারা পরিস্ফুত তরলের গড় পরিমাণ কত?

উত্তর : 120 মিলিলিটার

৬৩. মানুষের স্ত্রীদেহে বৃক্ষের গড় ওজন কত?

উত্তর : 115-155 গ্রাম

৬৪. মানব-বুকের গড় দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হল যথাক্রমে কত?

উত্তর : 11cm, 5cm, 3cm

৬৫. মুখের রং হলুদ হওয়ার কারণ মূত্রে  কি থাকে বলে?

উত্তর : ইউরোক্রোম

৬৬. রেনিন এবং এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে কে?

উত্তর : বৃক্ক

Excretion Question Answer in Bengali 2022

আরও পড়ুন :

সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর | Saloksangslesh Photosynthesis Objective Question

পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিন, জল, উৎসেচক

সংবহন ও রক্ত প্রশ্ন উত্তর | Circulation and Blood

Exit mobile version