Others

[ LINK ] Review and Scrutiny in West Bengal Madhyamik 2024 | কিভাবে মাধ্যমিক ২০২৪ রেজাল্ট স্ক্রুটিনি বা রিভিউ করতে হবে

বৃহস্পতিবারে এই বছর এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে যারা ফলাফলে সন্তুষ্ট নন, তারা এই ওয়েবসাইট থেকে রিভিউ এবং স্ক্রুটিনির Review and Scrutiny in West Bengal Madhyamik 2024 জন্য আবেদন করতে পারবেন।

মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষের ৮০ দিনের মধ্যে প্রকাশিত হল। কিছু ছাত্রছাত্রীরা ফলাফল দেখে অত্যন্ত খুশি, যেখানে কিছু ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল প্রত্যাশিত মতো হয়নি।

How to appeal for Review and Scrutiny in West Bengal Madhyamik 2024

গত কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে হাজার হাজার ছাত্র-ছাত্রী স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল। কিছু মানুষ আবার তথ্যের অধিকার আইনে খাতা দেখতে চেয়েছিলো। এই ধরনের ঘটনায় প্রায় প্রতিটি ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নম্বর বাড়াতে প্রশাসনের প্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসতে হয়েছে। এতে মেধাতালিকাও পরিবর্তন হয়েছে। ফলে বোর্ডের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সংশয় তৈরি হয়েছে। এবার প্রশাসন কোনও প্রশ্নের মুখে পড়ার সহিত কোনও ফাঁক রাখতে চান না।

Review and Scrutiny in West Bengal Madhyamik 2024

  • 2 মে দুপুর 12টা থেকে www.wbbsedata.com ওয়েবসাইটে গিয়ে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে।
image 1
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পরের 18 মে-র মধ্যরাত অবধি । তার মধ্যেই আবেদন জানাতে হবে পড়ুয়াদের।
  • মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছে তারা রিভিউ এবং স্ক্রুটিনির জন্যও আবেদন করতে পারলেও যারা ফেল করেছে তারা শুধু্  রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে।
  • ফেল করা পরীক্ষার্থীদের নম্বর পুনর্মূল্যায়নের জন্য প্রতি বিষয়ে 100 টাকা জমা দিতে হবে। পাস
  •  করা  পরীক্ষার্থীদের নম্বর যাচাই করার জন্য প্রতি বিষয়ে 80 টাকা জমা দিতে হবে।
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশীটের কপি এবং নাম, রোল নম্বর বিদ্যালয়ের মাধ্যমে জমা দেওয়ার জন্য পড়ুয়াদের সহায়তা করা হবে।
  • ব্যক্তিগতভাবে কেউ আবেদন জানালে তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে পরিষদ।

এই বছর থেকেই প্রথম মাধ্য়মিকে অনলাইনে নম্বর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পর্ষদ। যার ফলে বোর্ডের পরীক্ষা নিয়ামক বিভাগের কর্তা-ব্যক্তিরা প্রতিটা পড়ুয়ার বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর দেখতে পারবেন।

Madhyamik 2024 Scrutiny (PPS) and Review (PPR) Notice  – Click Here

আরও পড়ুন :

West Bengal Madhyamik Result 2024 Out | ২ মে মাধ্যমিকের রেজাল্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button