মডেল একটিভিটি টাস্ক

[ New ] January Model Activity Task Class 2 Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 Free

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা, Happy New Year 2022 |

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দ্বিতীয় শ্রেণীর জন্য নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক (January Model Activity Task Class 2 Part 1) দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত স্কুল আপাতত বন্ধ আছে। স্কুল খুললে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের জমা দিতে হবে। তোমাদের জন্য এই পোস্টে আমাদের ওয়েবসাইটে দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। খুব ভালো করে উত্তর গুলি পড়ে তারপরে খাতায় উত্তর গুলি লিখবে।

দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।

আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তীকালে যদি দ্বিতীয় শ্রেণীর জন্য নতুন কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 2 Part 2) দেওয়া হয় আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

2022 January Model Activity Task Class 2 Part 1 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

পূর্ণমান-১০

সংযোগ স্থাপনে সক্ষমতা

January Model Activity Task Class 2 Part 1 Sangjog Sthapone Sakhomota

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 1 সংযোগ স্থাপনে সক্ষমতা

১. নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখ ? ১ x ২ = ২

বংশু ছাতা মাথায় কোথায় যাবে ? ও যাবে সংসার- বাবুর বাসায়। সেখানে কংস বধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। কংস-বধ অভিনয় তাকে দেখাবে।

(ক) বংশু ছাতা মাথায় কোথায় যাবে ?

উঃ বংশু ছাতা মাথায় সংসদ বাবুর বাসায় যাবে।

(খ) মহারাজ কেন আসবেন ?

উঃ মহারাজ কংস বধের অভিনয় দেখতে আসবেন।

২. Circle the capital letters : ১

Kolkata is the capital of West Bengal.

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

পূর্ণমান-১০

সমন্বয় স্থাপনে সক্ষমতা

January Model Activity Task Class 2 Part 1 Swamonoy Sthapone Sakhomota

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 1 সমন্বয় স্থাপনে সক্ষমতা

৩. ঘর পূরণ করো : ১

image 8
WhatsApp Image 2022 01 22 at 8.17.35 PM

৪. Match coloum A with coloum B : ১ x ২= ২

image 9
WhatsApp Image 2022 01 22 at 8.17.35 PM 1

ছাত্র-ছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

পূর্ণমান-১০

সমস্যা সমাধানে সক্ষমতা

January Model Activity Task Class 2 Part 1 Samosya Samadhane Sakhomota

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 1 সমস্যা সমাধানে সক্ষমতা

৫. দাগ দিয়ে শব্দ খুঁজে বার করে লেখ : ১ x ২ = ২

image 10
WhatsApp Image 2022 01 22 at 8.17.36 PM

৬. গুনে লেখো : ১

image 11
WhatsApp Image 2022 01 22 at 8.17.35 PM 2

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

পূর্ণমান-১০

শারীরিক ও মানসিক সমন্বয়ে সক্ষমতা

January Model Activity Task Class 2 Part 1 Saririk O Manosik Swamonoye Sakhomota

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 1 শারীরিক ও মানসিক সমন্বয়ে সক্ষমতা

৭. ছবিটি রং করো ছবিটি নিয়ে দুটি বাক্য লেখো : ১

image 12
Screenshot 2022 01 22 214727

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তার পাশে দুটি বড় গাছ আছে।

ছাত্র-ছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

পূর্ণমান-১০

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

January Model Activity Task Class 2 Part 1 Swasthyo O Sarirsikkha

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 1 স্বাস্থ্য ও শারীরশিক্ষা

১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ কর :

(ক) আমার প্রতিজ্ঞা :

_________________ মা-র কথা শুনে এগোতেই চাই,

শিক্ষক,না গুরুজনে যেন কাছে পাই –

উত্তর : বাবা

(খ) সুস্বাস্থ্য:

শরীরটাকে ফিট রাখতে

করবে ____________।

উত্তর : যোগাসন

(গ) আমার প্রতিজ্ঞা:

সব জাতি ধর্মকে দেব ____________

আমরা যে এক জাতি আর এক প্রাণ

উত্তর : সম্মান

(ঘ) সুস্বাস্থ্য:

_____________পাশাপাশি

করবে খেলাধুলা।

উত্তর : পড়ালেখার

(ঙ) সুস্বাস্থ্য:

শরীর ও ______________ যদি তুমি

সুস্থ রাখতে চাও ,

সময় মতো ঘুমাও

এবং নিয়মমতো খাও।

উত্তর : মন

(চ) দাঁতের যত্ন: খাবার খেলে

খাদ্যকণা দাঁতের জমে থাকে,

পরিষ্কার তাই করতে হবে

______________ ফাঁকে ফাঁকে।

উত্তর : দাঁতের

(ছ) চোখের যত্ন :

চোখ মোছারই জন্যে রেখো

_______________ বা তোয়ালে,

বই পড়ার সময় আলো

থাকবে রাত্রিকালে।

উত্তর : রুমাল

(জ) দাঁতের যত্ন:

____________ শোয়ার আগে, ভোরে

উঠবে যখন সবে,

মাজন বা পেজ দিয়ে তখন

দাঁত যে মাজতে হবে।

উত্তর : রাতে

(ঝ) চোখের যত্ন:

প্রতিদিন নিয়ম করে

চার থেকে পাঁচবার,

জলের ঝাপটা দিয়ে করো

চোখটা ___________________।

উত্তর : পরিষ্কার

(ঞ) চোখের যত্ন:

চোখ-ওঠা _____________ হলে কিন্তু

চোখটা ঘষতে নেই,

ডাক্তারের কাছে যেতে

বলবে সকলেই।

উত্তর : রোগ

শব্দঝুড়ি বাবা, যোগাসন, সম্মান, পড়ালেখার, মন, দাঁতের, রুমাল, রাতে, পরিষ্কার, রোগ।

দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের January Model Activity Task Class 2 Part 1 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই January Model Activity Task Class 2 Part 1 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।

January Model Activity Task Class 2 Part 1

দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের Pdf Book Download করতে নিচে ক্লিক করো :

আগের দ্বিতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক : January Model Activity Task Class 2 Part 1

Final Model Activity Task Class 2 Part 8

September Model Activity Task Class 2 Part 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!