মডেল একটিভিটি টাস্ক

[ New ] Class 3 Model Activity Task Part 2 February 2022 | তৃতীয় শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Free

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

২৮ শে জানুয়ারি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ দ্বারা আবারো ফেব্রুয়ারী মাসে তৃতীয় শ্রেণীর জন্য Class 3 Model Activity Task Part 2 February 2022 দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর জন্য জানুয়ারী মাসে একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল। সেটা এখনো যারা করোনি তারা এই লিংক এ ক্লিক করে তৃতীয় শ্রেণীর জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কটি করে এটা করে নিও।

এই পোস্টে তৃতীয় শ্রেণীর জন্য ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমরা এটি তোমাদের খাতায় করার আগে অবশ্যই নিজে করার চেষ্টা করবে। তারপর অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।

তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।

আমাদের ওয়েবসাইট আমার টার্গেট এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তীকালে যদি তৃতীয় শ্রেণীর জন্য নতুন কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 3 Part 3) দেওয়া হয় আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

Class 3 Model Activity Task Part 2 February 2022 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

বাংলা

পূর্ণমান : ১৫

Class 3 Model Activity Task Part 2 February 2022

Class 3 Model Activity Task Part 2 February 2022 Bengali

2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 2 বাংলা

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :    ১×৩=৩

১.১ ডাক্তারবাবুর হাতে ছিল

(ক) চশমা

(খ) ব্যাগ

(গ) বই

(ঘ) স্যুটকেশ

উত্তরঃ (খ) ব্যাগ

১.২ ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে—

(ক) শিয়ালদহ

(খ) মেদিনীপুর

(গ) কারমাটার

(ঘ) বেলানগর

উত্তরঃ (গ) কারমাটার

১.৩ ‘কুলি’ যে নামে নিজের পরিচয় দিয়েছিল

(ক) বিদ্যাসাগর

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) ঈশ্বর

(ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা

উত্তরঃ (ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :       ১×৩=৩

২.১ ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে ‘কুলি-কুলি’ বলে চিৎকার শুরু করে দিলেন কেন?

উত্তরঃ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন কারণ তার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ করেছিল।

২.২ কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল?

উত্তরঃ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে কুলি ডাক্তারবাবুর ব্যাগ স্টেশনের বাইরে অপেক্ষায় থাকা পালকিতে তুলে দিয়েছিল।

২.৩ ‘তিনি প্রতিজ্ঞা করলেন…. – ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন?

উত্তরঃ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হবেন না।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :    ২×৩=৬

৩.১ ‘একটি ট্রেন এসে দাঁড়াল। এরপর কী দেখা গেল? –

উত্তরঃ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে ট্রেন এসে দাঁড়ানোর পর ট্রেন থেকে এক বাঙালি ডাক্তার হাতে একটি ব্যাগ নিয়ে নামলেন। তার নিজের ব্যাগ বইতে লজ্জা বোধ করায় তাকে ‘কুলি কুলি’ বলে চিৎকার শুরু করতে দেখা যায়।

৩.২ কুলি বলল, ‘পয়সা লাগবে না। – কেন সে একথা বলেছিল?

উত্তরঃ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে ডাক্তারবাবু নিজের ব্যাগ নিয়ে অসুবিধায় পড়েছিলেন। তাই কুলি ঈশ্বরচন্দ্র শর্মা তাকে শুধুমাত্র সাহায্য করেছিলেন। সেই কারণে তিনি পয়সা নিলেন না।

৩.৩ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তাঁর চমকে ওঠার কারণ কী?

উত্তরঃ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে যে কুলির কথা বলা হয়েছে সেই কুলির নাম বর্ণপরিচয় এর স্রষ্টা ঈশ্বর চন্দ্র এঁর। তাই তার নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠেছিলেন।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :      ৩

‘ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। – ডাক্তারবাবু কীভাবে ‘উচিত শিক্ষা লাভ করলেন?

উত্তরঃ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে এক ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে নিজের ব্যাগ নিজে বইতে অসম্মান বোধ করলে, এক কুলি কে ডাকেন। কুলিটি তার ব্যাগ পালকিতে তুলে দেওয়ার পর যখন ডাক্তারের কাছ থেকে পয়সা নিতে অস্বীকার করে তখন ডাক্তারবাবু জানতে পারেন কুলি টির নাম ঈশ্বর চন্দ্র শর্মা। তিনি যখন জানায় শুধুমাত্র ডাক্তারবাবুকে সাহায্য করার জন্যই ব্যাগ টি তুলেছিলেন, সেই কথা শুনে ডাক্তার বাবু লজ্জিত হয়ে ক্ষমা চান এবং তার উচিত শিক্ষা লাভ করেন।

Model Activity Task

Class– III

English

Full Marks : 15

Class 3 Model Activity Task Part 2 February 2022

Class 3 Model Activity Task Part 2 February 2022 English

2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 2 ইংলিশ

Read the passage carefully and answer the following questions :

Animals like cows, goats, sheep and horses eat grass and plants. Dogs eat meat, fish and even rice and bread. Cats eat fish and drink milk. All animals drink water.

We call a baby dog a puppy. The baby cat is called a kitten. A calf is the baby of a cow and a colt is the baby of a horse. The baby sheep is called a lamb while the baby goat is called a kid. The baby duck is called a duckling and the baby hen is called a chick.

The sounds of the animals are varied as well. Dogs bark, cats mew, cows moo, sheep bleat, donkeys bray and horses neigh. All these animals are different in nature. But they are our friends.

Activity 1

Complete the following sentences with information from the text: [1×3 =3]

(a) All animals _____________ .

Ans: drink water.

(b) The baby cat is ____________ .

Ans: called a kitten.

(c) All these are animals are _________ .

Ans: different in nature.

Activity 2

Write (T) for true and (F) for false statements in the given boxes: [1×4 = 4]

(a) Cows eat grass.

Ans: T

(b) All animals make same sound.

Ans: F

(c) A baby hen is called kid.

Ans: F

(d) Dogs moo.

Ans: F

Activity 3

Write the names of the babies of the following animals:  [2×2 =4]

(a) cat :

Ans: kitten.

(b) sheep :

Ans: lamb.

Activity 4

Write four sentences about a Cow. [4]

Ans: 1. Cow is a domestic animal.

2. Cows eat grass and plants.

3. They gives us milk.

4. It has two horns.

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

গণিত

পূর্ণমান : ১৫

Class 3 Model Activity Task Part 2 February 2022

Class 3 Model Activity Task Part 2 February 2022 Math

2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 2 অংক

ae78cf725f8b41af8c56a876795e23d3 0001 min
Class 3 Model Activity Task Part 2 February 2022
ae78cf725f8b41af8c56a876795e23d3 0002 min
Class 3 Model Activity Task Part 2 February 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

আমাদের পরিবেশ

পূর্ণমান : ১৫

Class 3 Model Activity Task Part 2 February 2022

Class 3 Model Activity Task Part 2 February 2022 Amader Paribesh

2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 2 আমাদের পরিবেশ

১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও : ১×৩=৩

বাম স্তম্ভ  ডান স্তম্ভ  
১.১ পেঁয়াজ  (ক) কুঁড়ি  
১.২ কাঁচকলা  (খ) কাণ্ড  
১.৩ ফুলকপি  (গ) রক্তাল্পতা  
  (ঘ) বীজ
Class 3 Model Activity Task Part 2 February 2022

উত্তর-

বাম স্তম্ভ  ডান স্তম্ভ  
১.১ পেঁয়াজ  (খ) কাণ্ড  
১.২ কাঁচকলা  (গ) রক্তাল্পতা  
১.৩ ফুলকপি  (ক) কুঁড়ি
(ঘ) বীজ  
Class 3 Model Activity Task Part 2 February 2022

২. একটি বাক্যে উত্তর দাও :  ১×৩ = ৩

২.১ লালার প্রধান কাজ কী?

উত্তর- লালার প্রধান কাজ হল লালা খাবারের সাথে মিশে খাবার কে নরম করে তুলে হজমে সহায়তা করে।

২.২ খাদ্য কাকে বলে?

উত্তর- জীবের দেহে শক্তি সরবারহ, দেহ গঠনে, জীবনকে বজায় রাখতে যেসব উপাদান গ্রহণ করে তাকে খাদ্য বলে।

২.৩ কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো।

উত্তর- কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম হল গাজর ।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :  ২×৩ = ৬

৩.১ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন?

উত্তর- অনেক সময় খাবার সঠিক ভাবে চিবিয়ে না খাওয়ার কারনে খাবার ঠিক ভাবে হজম হয় না।

৩.২ এমন দুটি আনাজের নাম লেখো যা মাটির নীচে হয়।

উত্তর- আলু ও  গাজর মাটির তলার আনাজ

৩.৩ নিমপাতা ও মোচা খাওয়ার উপকারিতা কী কী?

উত্তর-

১) নিমপাতা

ক) উচ্চরক্তচাপ কমায়

খ)  রোগ প্রতিরোধ  ক্ষমতা বাড়ায়।

) মোচা

ক) মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ, তাই দেহ গঠনে সাহায্য করে।

খ) মোচায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি শিশুদের দাঁত ও হাড়ের গঠন মজবুত করে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :   ৩×১ = ৩

“ফল শরীরের জন্য খুব দরকারী।” – এ বিষয়ে তোমার মতামত লেখো।

উত্তর-  ফলের উপকারিতা

ক) নিয়মিত ফল খেলে শরীরে সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ।

খ) ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি পূরণ করে থাকে।

গ) প্রতিটি ফলে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে।

ঘ) ফল কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান : ১৫

Class 3 Model Activity Task Part 2 February 2022

Class 3 Model Activity Task Part 2 February 2022 Swasthyo o Sarirsikkha

2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা

১। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

(ক) প্রতিদিন সু-অভ্যাস পালন করলে কী কী সুবিধা হয়।  ১

উত্তর-

প্রতিদিন সু-অভ্যাস পালন করলে –

(i) শরীর ও মন ভালো থাকবে।

(ii) রোগব্যাধি দূরে থাকবে

(খ) প্রতিদিন বাড়িতে তুমি কী কী কাজ করো তার তালিকা তৈরি করো।  ১

উত্তর-

(i) ভোর বেলা ঘুম থেকে উঠি  

(ii) যোগাসন করি

(iii) দাঁত ব্রাশ করি  

(iv) পড়ালেখা করি  

(v) স্নান করি

(vi) বিদ্যালয়ে যাই  

(vii) খেলাধুলা করি

(viii) রাতে সময় মতো ঘুমিয়ে পরি

(গ) প্রতিদিন কী অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে।  ১

উত্তর- প্রতিদিন যোগাসন ও ব্যায়াম অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। 

(ঘ) তুমি নিজে অনুশীলন করো এমন যেকোনো দুটি যোগাসানের নাম লেখো।  ১

উত্তর- আমি নিজে অনুশীলন করি এমন দুটি যোগাসানের নাম হল – (i)  শলভাসন,  (ii) ভুজঙ্গাসন।

(ঙ) স্কুলে কী কী শেখা যায়।  ১

উত্তর- স্কুলে শেখা যায় জ্ঞান ও শৃঙ্খলা পরায়ণ হতে।

(চ) কারা কারা তোমার গুরুজন তা লেখো।   ১

উত্তর- বয়সে বড় এবং সম্মানীয় ব্যক্তিরা আমার গুরুজন। 

(ছ) কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো।  ১

উত্তর- আমাদের নিজেদের করা উচিত তা হল – বই গোছানো,  জুতো পরিষ্কার,  জামা কাপড়  কাচা

(জ) কেন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো।  ১

উত্তর-

(ঝ) খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো।   ১

উত্তর- খাবার ঢেকে রাখতে হয় কারণ খাবারে মাছি বসলে নানারকমের রোগ হয়।

(ঞ) থুথু অতি নোংরা জিনিস ব্যাখ্যা করো।  ১

উত্তর- যক্ষা, কাশি, নিউমোনিয়া এসব থুথু থেকেই ছড়ায়। তাই যেখানে সেখানে  থুথু ফেললে জীবাণু  ছড়ায়।

(ট) প্রতিদিন শোয়ার আগে আমাদের কী কী করতে হবে।   ১

উত্তর- প্রতিদিন শোয়ার আগে আমাদের চোখে মুখে জল দিতে হবে ও মশারি টানাতে হবে ।

(ঠ) খেলাধুলো করলে আমাদের কী কী উপকার হয় তা লেখো।  ২

উত্তর- খেলাধুলা করলে –

১. স্বাস্থ্যের উন্নতি হয়

২. মানসিক বিকাশ ঘটে

৩. জাতীয়তা বোধ গড়ে ওঠে

৪. শৃঙ্খলা বোধ তৈরি হয়

৫. একাগ্রতা বৃদ্ধি পায়

৬. শরীর ও মন ভালো থাকে।

(ড) আমাদের কী কী খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো।  ২

উত্তর- আমাদের খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা হল –

১. সবুজ শাক সবজি

২. বিভিন্ন রকম ফল

৩. মাছ-মাংস ডিম

বিভিন্ন ঋতুর সকল ধরনের খাবার ও প্রাকৃতিক বিভিন্ন রং-এর খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের February Model Activity Task Class 3 Part 2 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে।

তোমাদের এই February Model Activity Task Class 3 Part 2 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।

February Model Activity Task Class 3 Part 2

তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের Pdf Book Download করতে নিচে ক্লিক করো :

আগের তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক :

January Model Activity Task Class 3 Part 1

Final Model Activity Task Class 3 Part 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!