[ New ] Class 4 Model Activity Task Part 2 February 2022 | চতুর্থ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Free
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
২৮ শে জানুয়ারি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ দ্বারা আবারো ফেব্রুয়ারী মাসে চতুর্থ শ্রেণীর জন্য Class 4 Model Activity Task Part 2 February 2022 দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণীর জন্য জানুয়ারী মাসে একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল। সেটা এখনো যারা করোনি তারা এই লিংক এ ক্লিক করে চতুর্থ শ্রেণীর জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কটি করে এটা করে নিও।
এই পোস্টে চতুর্থ শ্রেণীর জন্য ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমরা এটি তোমাদের খাতায় করার আগে অবশ্যই নিজে করার চেষ্টা করবে। তারপর অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।
চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।
আমাদের ওয়েবসাইট আমার টার্গেট এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তীকালে যদি চতুর্থ শ্রেণীর জন্য নতুন কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 4 Part 3) দেওয়া হয় আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।
Class 4 Model Activity Task Part 2 February 2022 All Subject
- Class 4 Model Activity Task Part 2 February 2022 All Subject
- Class 4 Model Activity Task Part 2 February 2022 Bengali
- 2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 বাংলা
- Class 4 Model Activity Task Part 2 February 2022 English
- 2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 ইংলিশ
- Class 4 Model Activity Task Part 2 February 2022 Amader Paribesh
- 2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 আমাদের পরিবেশ
- Class 4 Model Activity Task Part 2 February 2022 Swasthyo O Sharirsikkha
- 2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা
- Class 4 Model Activity Task Part 2 February 2022 Math
- 2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 গণিত
Class 4 Model Activity Task Part 2 February 2022 Bengali
2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 বাংলা
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩
১.১ বনের ধারে আছে মস্ত
(ক) নদী
(খ) পাহাড়
(গ) মাঠ
(ঘ) গর্ত
উত্তর- (খ) পাহাড়
১.২ ছাগলছানার দেখা প্রথম বড়ো জন্তুটি হলো
(ক) ভালুক
(খ) বাঘ
(গ) সিংহ
(ঘ) ষাঁড়
উত্তর- (ঘ) ষাঁড়
১.৩ শিয়াল রাক্ষস ভেবেছে
(ক) বাঘকে
(খ) ছাগলছানাকে
(গ) ষাঁড়কে
(ঘ) ভালুককে
উত্তর- (খ) ছাগলছানাকে
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩
২.১ ছাগলছানা কোথায় থাকত?
উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘নরহরি দাস’ গল্পে বনের ধারে মস্ত পাহাড়ের একটি গর্তে ছাগলছানারা থাকত।
২.২ গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কী বলত?
উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘নরহরি দাস’ গল্পে গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খাবে এই বলে ভয় দেখিয়েছিল।
২.৩ ‘তুমি যাও, আমি কাল যাব।’ – ছাগলছানা কেন একথা বলেছিল?
উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘নরহরি দাস’ গল্পে ছাগলছানা ষাঁড়ের সাথে বনের মধ্যে গিয়ে এত পরিমাণে ঘাস খেয়েছিল যে তার আর চলার শক্তি ছিল না। একারণে সে কাল বাড়ি ফিরবে এই কথা বলেছিল।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৩=৬
৩.১ গর্তের ভিতর কে ও?’ – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল?
উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘নরহরি দাস’ গল্প থেকে নেওয়া প্রশ্নের উত্তরে ছাগলছানা যা বলেছিল তা হল ,
“লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি।
সিংহের মামা আমি নরহরি দাস।
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস!”
৩.২ ‘শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে।’ – বাঘ ভয় পেয়েছে কেন?
উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘নরহরি দাস’ গল্পে শিয়ালকে সঙ্গে নিয়ে বাঘ যখন শিয়ালের গর্ভের কাছাকাছি গেল। তখন ছাগলছানার বুদ্ধিদীপ্ত কথা শুনে বাঘ মনে করল, সত্যিই শিয়াল বুঝি বাঘকে ফাঁকি দিয়ে নরহরি দাসের খাদ্য হিসেবে তাকে নিয়ে এসেছে। এই কথা শুনে বাঘ ভয় পেয়েছিল ।
৩.৩ বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন?
উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘নরহরি দাস’ গল্পে বাঘ শিয়ালকে নিজের লেজে বেঁধে গিয়েছিল নরহরি দাসের সাথে মোকাবিলা করতে। কিন্তু নরহরি দাস রূপী ছাগলছানার বুদ্ধিদীপ্ত কথা শুনে প্রাণের ভয়ে বাঘ পঁচিশ হাত লম্বা লাফ দিয়ে শিয়াল সুদ্ধ দৌড়াতে লাগল। এরফলে শিয়াল আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, খেতের আলে ঠোক্কর খেয়ে সাজা পেয়েছিল। সেই কারণে বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
‘নরহরি দাস’ গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কীভাবে ফুটে উঠেছে?
উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ‘নরহরি দাস’ গল্পে দেখা যায় ছাগলছানা বনের মধ্যে পেট ভরে ঘাস খেয়ে পেটের ভারে নড়তে না পেরে সেদিন সন্ধ্যায় শিয়ালের গর্তে আশ্রয় নেয়। মামা বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে শিয়াল ফিরে এলে অন্ধকারে সে ছাগলছানাকে রাক্ষস-টাক্ষস ভাবে। ছাগলছানা শিয়ালকে আরও ভয় দেখিয়ে বলে সে সিংহের মামা নরহরি দাস, পঞ্চাশ বাঘে তার এক এক গ্রাস। শিয়াল ভয়ে দৌড়ে পালিয়ে মামা বাঘকে ডেকে আনলে ছাগলছানার বুদ্ধিদীপ্ত কথা শুনে বাঘ ও প্রচন্ড ভয় পেয়ে প্রাণের ভয়ে দৌড় দেয়। অর্থাৎ বলা যায় শারীরিক শক্তির দিক দিয়ে বাঘ ও শিয়ালের থেকে পিছিয়ে থাকলেও নিজের বুদ্ধির দ্বারা ছাগলছানা বাঘ ও শিয়ালকে ভয় দেখিয়ে নিজেকে বিপদ থেকে উদ্ধার করেছিল। এখানেই ছাগলছানার বুদ্ধির পরিচয় মেলে।
Class 4 Model Activity Task Part 2 February 2022 English
2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 ইংলিশ
Activity 1
Read the following passage and write any two Proper Nouns and two Common Nouns in the table given below: [1×4=4]
Akash is a little boy. His sister is Ashima. They have a rabbit. Its name is Pinku. They go to school every day. They are very obedient to their teacher.
Proper Nouns | Common Nouns |
Ans:
Proper Nouns | Common Nouns |
Akash | Boy |
Ashima | Teacher |
Activity 2
Write one rhyming word for each of the following words : [1×3=3]
(a) loud
Ans: proud
(b) old
Ans: gold
(c) soon
Ans: spoon
Activity 3
Underline and write the Common Gender and Neuter Gender from the sentence given below: [2×2=4]
The cat is sleeping under the table.
Common Gender.
Neuter Gender:
Ans: The cat is sleeping under the table.
Common Gender: cat
Neuter Gender: table
Activity 4
Make sentences with the following words: [2×2=4]
(i) broom
Ans: Mita is sweeping with a broom
(ii) cloud
Ans: There is no cloud in the sky
Class 4 Model Activity Task Part 2 February 2022 Amader Paribesh
2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 আমাদের পরিবেশ
১. ঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৩–৩
১.১ দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো
(ক) আকৃতি
(খ) ভর
(গ) দৈর্ঘ্য
(ঘ) আয়তন
উত্তর- (খ) ভর
১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলো –
(ক) জল থেকে বরফ হওয়া
(খ) জল থেকে বাষ্প হওয়া
(গ) বাষ্প থেকে জল হওয়া
(ঘ) বরফ থেকে জল হওয়া
উত্তর- (ঘ) বরফ থেকে জল হওয়া
১.৩ পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো
(ক) কাচ
(খ) লোহা
(গ) কাগজ
(ঘ) প্লাস্টিক
উত্তর- (খ) লোহা
২. একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩
২.১ চাল থেকে কাঁকর কীভাবে আলাদা করবে?
উত্তর- চালকে কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকর গুলোকে বেছে ফেলে দিয়ে আলাদা করতে হবে।
২.২ কঠিন, তরল আর গ্যাস – এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে?
উত্তর- কঠিনের নিজস্ব আকার আছে।
২.৩ “গ্যাস ছড়িয়ে পড়ে” – একটি উদাহরণ দাও। –
উত্তর- ধূপের ধোঁয়া, আগুনের ধোঁয়া প্রভৃতি গ্যাস ছড়িয়ে পড়ে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২×৩=৬
৩.১ নুনজল থেকে নুনকে আলাদা করবে কী করে?
উত্তর- নুন জল কে অনেক সময় ধরে রোদে রেখে দিলে জল বাষ্প হয়ে উড়ে যাবে আর নুন পরে থাকবে।
৩.২ “গ্যাসেরও ভর আছে” – একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
উত্তর- গ্যাস সিলিন্ডার যখন নতুন থাকে তখন তার ভর অনেক বেশী হয়। কিছুদিন রান্না করার পর ধীরে ধীরে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। এর থেকেই বোঝা যায় যে গ্যাসেরও ভর আছে।
৩.৩ পদার্থ বলতে কী বোঝো?
উত্তর- পদার্থ: যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে বল প্রয়োগে বাঁধা প্রদান করে, তাদেরকে পদার্থ বলে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩×১=৩
৪.১ মেঘ কীভাবে তৈরি হয়?
উত্তর- সমুদ্র, নদীনালা, পুকুর ইত্যাদির জল সূর্যের তাপে বাষ্পে পরিণত হয়। এই জলীয়বাষ্প বাতাসে মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং উপরে গিয়ে ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটা ধীরে ধীরে মেঘে পরিনত হয়। সেই জলের ফোঁটা গুলি আবার একত্রিত হয়ে বড় জলের ফোঁটা তৈরি করে। বড় জলের ফোঁটা যখন আর ভাসতে পারে না তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টি রূপে মাটিতে নেমে আসে। কিছু কিছু সময় সেই জল আরো ঠান্ডা হয়ে বরফের টুকরো তৈরি করে এবং শিল পড়ে।
Class 4 Model Activity Task Part 2 February 2022 Swasthyo O Sharirsikkha
2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ‘ ‘ চিহ্ন দাও : ১×৭ = ৭
(ক) কোনটি চোখের রোগ?
(i) পাইরিয়া
(ii) গলগণ্ড
(iii) রক্তাল্পতা
(iv) আঞ্জনি
উত্তর- (iv) আঞ্জনি
(খ) চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কী খেতে হবে??
(i) বেগুন ও আয়োডিনযুক্ত লবণ
(ii) লাল নটে শাক, গাজর, আম, পেঁপে
(iii) ভিটামিন D
(iv) ভিটামিন C
উত্তর- (ii) লাল নটে শাক, গাজর, আম, পেঁপে
(গ) শিশুদের কৃমি হলে কী ক্ষতি হয়?
(i) রাতকানা রোগ
(ii) রক্তাল্পতা
(iii) মাম্পস
(iv) মেদাধিক্য
উত্তর- (ii) রক্তাল্পতা
(ঘ) চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত?
(i) ১ ফুট
(ii) ১ ইঞ্চি
(iii) ৩ মিটার
(iv) ১ মিটার
উত্তর- (i) ১ ফুট
(ঙ) ছোটো শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দুরে রাখা উচিত?
(i) বই খাতা
(ii) তির-ধনুক, গুলি ডান্ডা, জলের বোতল
(iii) তির-ধনুক, ছুরি, কাঁচি, বঁটি
(iv) টিভি ও আলমারি
উত্তর- (iii) তির-ধনুক, ছুরি, কাঁচি, বঁটি
(চ) ‘পাইরিয়া’ রোগটি কোন অঙ্গের রোগ?
(i) নাক
(ii) দাঁতের মাড়ি
(iii) ত্বক
(iv) জিভ
উত্তর- (ii) দাঁতের মাড়ি
(ছ) কী ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে?
(i) আঘাতজনিত কারণে
(ii) অতিরিক্ত বায়ুর চাপে
(iii) সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে
(iv) সব কয়টি ক্ষেত্রে
উত্তর- (iv) সব কয়টি ক্ষেত্রে
২। নীচের প্রশ্নগুলির যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ২ = ৮
(ক) দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো।
উত্তর- দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি –
১) সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজতে হবে।
২) A, B, C ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত।
৩) দাঁত নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মুখগহবর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৪) প্রয়োজন মতো দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে
(খ) ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো।
উত্তর- ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি –
১) তেল বা ময়লা পদার্থ থেকে দেহকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে উষ্ণ জল ও সাবান ব্যবহার করতে হবে।
২) যাদের চর্ম শুষ্ক তাদের ক্রিম ব্যবহার করতে হবে।
৩) প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করতে হবে।
৪) সূতির পোশাক পরতে হবে।
৫) চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
(গ) চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো।
উত্তর- চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি –
১) দিনে অন্তত চার থেকে পাঁচবার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে।
২) চোখের ভিতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
৩) রাতে পড়ার সময় বইয়ের উপর যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে।
৪) চোখ থেকে অন্তত এক ফুট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে।
৫) অল্প আলোতে কাজ করা উচিত নয়।
৬) TV-র পর্দা থেকে অন্তত তিন মিটার দুরে বসে TV দেখতে হবে।
Class 4 Model Activity Task Part 2 February 2022 Math
2022 ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 2 গণিত
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের February Class 4 Model Activity Task Part 2 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে।
তোমাদের এই February Class 4 Model Activity Task Part 2 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।
February Class 4 Model Activity Task Part 2
চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের Pdf Book Download করতে নিচে ক্লিক করো :
আগের চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক :