Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- সম্প্রতি মমতা ব্যানার্জি কোথায় আয়োজিত “আন্তর্জাতিক শান্তি সম্মেলনে” আমন্ত্রিত হলেন ?
A. ইতালি
B. ব্রিটেন
C. জার্মানি
D. ব্রাজিল
Ans: A. ইতালি
Exp- 6 ও 7 অক্টোবর 2021 ইতালির রোমে আয়োজিত হবে।
- 2021 সালের ইন্টারন্যাশনাল আর্মি গেমস কোন দেশ আয়োজন করবে ?
A. ভারত
B. রাশিয়া
C. চীন
D. আমেরিকা
Ans: B. রাশিয়া
Exp- 22 আগস্ট থেকে 4 ঠা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতের তরফ থেকে 101 সদস্যের দল যাচ্ছে। 42 টি দেশ এতে অংশ গ্রহণ করবে।
Daily Current Affairs Bangla 15th August 2021
- 2021 সালের Internet Governance Forum আয়োজন করবে কোন দেশ ?
A. ভারত
B. চীন
C. অ্যামেরিকা
D. রাশিয়া
Ans: A. ভারত
Exp- ভারত এই প্রথমবার এটি আয়োজনের দায়িত্ব পেলো। অক্টোবার মাসের 20 তারিখ থেকে এটি অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন ইন্টারনেট পলিসি নিয়ে আলোচনা হবে।
- সম্প্রতি স্ট্রিট ভেন্ডরদের বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?
A. উত্তরপ্রদেশ
B. দিল্লি
C. রাজস্থান
D. বিহার
Ans: C. রাজস্থান
Exp- রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলট।
Daily Current Affairs Bangla 15th August 2021
- সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2020 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের নাম কি ?
A. ইরাক
B. পাকিস্থান
C. ভারত
D. বাংলাদেশ
Ans: D. বাংলাদেশ
Exp- 2020 সালে একটি ব্রিটিশ সংস্থা সার্ভে অনুযায়ী। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দূষিত শহর হল পাকিস্থান ও তৃতীয় স্থানে ভারত।
- কোন দিনটি প্রত্যেক বছর “আন্তর্জাতিক অঙ্গদান দিবস” হিসেবে পালিত হয় ?
A. 11 আগস্ট
B. 12 আগস্ট
C. 13 আগস্ট
D. 14 আগস্ট
Ans: C. 13 আগস্ট
Exp- অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পালিত হয়।
ভারতের মধ্যে অঙ্গদান প্রথম স্থানে অবস্থিত তামিলনাড়ু।
Daily Current Affairs Bangla 15th August 2021
- 130 তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে কোথায় ?
A. চেন্নাই
B. কলকাতা
C. মুম্বাই
D. লখনৌ
Ans: B. কলকাতা
Exp- এই কাপটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 5 ই সেপ্টেম্বর থেকে 3 রা অক্টোবর পর্যন্ত চলবে এই খেলা।
- ভারতীয় বায়ুসেনা কোথায় বিশ্বের উচ্চতম “Air Traffic Control” (ATC) Tower তৈরি করবে ?
A. লাদাখ
B. দার্জিলিং
C. কুলু
D. অরুনাচলপ্রদেশ
Ans: A. লাদাখ
Exp- IAF গঠিত হয় 1932 সালে এবং এর হেডকোয়ার্টার দিল্লিতে।
- সম্প্রতি প্রয়াত গোপাল ভেংরা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
A. ক্রিকেট
B. ফুটবল
C. হকি
D. ব্যাডমিন্টন
Ans: C. হকি
Exp- মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 75 বছর।
Daily Current Affairs Bangla 15th August 2021
- প্রথম “হিমালয়ান চলচিত্র উৎসব” কোথায় আয়োজিত হবে ?
A. জম্মু ও কাশ্মীর
B. লাদাখ
C. দেরাদুন
D. গ্যাংটক
Ans: B. লাদাখ
Exp- 24 থেকে 28 সেপ্টেম্বর 2021 তারিখে লাদেখের লেহতে আয়োজিত হবে।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 14th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 12th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা