Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. সম্প্রতি মমতা ব্যানার্জি কোথায় আয়োজিত “আন্তর্জাতিক শান্তি সম্মেলনে” আমন্ত্রিত হলেন ?

A. ইতালি
B. ব্রিটেন
C. জার্মানি
D. ব্রাজিল

Ans: A. ইতালি

Exp- 6 ও 7 অক্টোবর 2021 ইতালির রোমে আয়োজিত হবে।

  1. 2021 সালের ইন্টারন্যাশনাল আর্মি গেমস কোন দেশ আয়োজন করবে ?

A. ভারত
B. রাশিয়া
C. চীন
D. আমেরিকা

Ans: B. রাশিয়া

Exp- 22 আগস্ট থেকে 4 ঠা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতের তরফ থেকে 101 সদস্যের দল যাচ্ছে। 42 টি দেশ এতে অংশ গ্রহণ করবে।

Daily Current Affairs Bangla 15th August 2021

  1. 2021 সালের Internet Governance Forum আয়োজন করবে কোন দেশ ?

A. ভারত
B. চীন
C. অ্যামেরিকা
D. রাশিয়া

Ans: A. ভারত

Exp- ভারত এই প্রথমবার এটি আয়োজনের দায়িত্ব পেলো। অক্টোবার মাসের 20 তারিখ থেকে এটি অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন ইন্টারনেট পলিসি নিয়ে আলোচনা হবে।

  1. সম্প্রতি স্ট্রিট ভেন্ডরদের বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?

A. উত্তরপ্রদেশ
B. দিল্লি
C. রাজস্থান
D. বিহার

Ans: C. রাজস্থান

Exp- রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলট।

Daily Current Affairs Bangla 15th August 2021

  1. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2020 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের নাম কি ?

A. ইরাক
B. পাকিস্থান
C. ভারত
D. বাংলাদেশ

Ans: D. বাংলাদেশ

Exp- 2020 সালে একটি ব্রিটিশ সংস্থা সার্ভে অনুযায়ী। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দূষিত শহর হল পাকিস্থান ও তৃতীয় স্থানে ভারত।

  1. কোন দিনটি প্রত্যেক বছর “আন্তর্জাতিক অঙ্গদান দিবস” হিসেবে পালিত হয় ?

A. 11 আগস্ট
B. 12 আগস্ট
C. 13 আগস্ট
D. 14 আগস্ট

Ans: C. 13 আগস্ট

Exp- অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পালিত হয়।
ভারতের মধ্যে অঙ্গদান প্রথম স্থানে অবস্থিত তামিলনাড়ু।

Daily Current Affairs Bangla 15th August 2021

  1. 130 তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে কোথায় ?

A. চেন্নাই
B. কলকাতা
C. মুম্বাই
D. লখনৌ

Ans: B. কলকাতা

Exp- এই কাপটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 5 ই সেপ্টেম্বর থেকে 3 রা অক্টোবর পর্যন্ত চলবে এই খেলা।

  1. ভারতীয় বায়ুসেনা কোথায় বিশ্বের উচ্চতম “Air Traffic Control” (ATC) Tower তৈরি করবে ?

A. লাদাখ
B. দার্জিলিং
C. কুলু
D. অরুনাচলপ্রদেশ

Ans: A. লাদাখ

Exp- IAF গঠিত হয় 1932 সালে এবং এর হেডকোয়ার্টার দিল্লিতে।

  1. সম্প্রতি প্রয়াত গোপাল ভেংরা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

A. ক্রিকেট
B. ফুটবল
C. হকি
D. ব্যাডমিন্টন

Ans: C. হকি

Exp- মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 75 বছর।

Daily Current Affairs Bangla 15th August 2021

  1. প্রথম “হিমালয়ান চলচিত্র উৎসব” কোথায় আয়োজিত হবে ?

A. জম্মু ও কাশ্মীর
B. লাদাখ
C. দেরাদুন
D. গ্যাংটক

Ans: B. লাদাখ

Exp- 24 থেকে 28 সেপ্টেম্বর 2021 তারিখে লাদেখের লেহতে আয়োজিত হবে।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 14th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 13th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 12th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Exit mobile version