Daily Current Affairs Bangla 18th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- কোন রাজ্য অলিম্পিক পদক জয়ী ‘লাভলিনা বর্গোহাইন” কে DSP পদে নিয়োগ করলো ?
A. আসাম
B. পশ্চিমবঙ্গ
C. উত্তরাখন্ড
D. হরিয়ানা
Ans: A. আসাম
Exp- লাভলিনা 2020 টোকিও অলিম্পিকে বোক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।
- 2021 সালের আগস্ট মাসে, ভারতীয় দল বিশ্ব তীরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপে কতগুলি পদক জিতেছে ?
A. 15
B. 18
C. 20
D. 25
Ans: A. 15
Exp- বিশ্ব তীরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 15 টি পদক জিতেছে। 2021 ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ পোল্যান্ডের রক্লোতে অনুষ্ঠিত হয়েছিল।
Current Affairs Bangla 18th August
- কোন কেন্দ্রীয় মন্ত্রী “Operation Blue Flag” অভিযান চালু করলেন ?
A. নরেন্দ্র মোদি
B. ডঃ বীরেন্দ্র কুমার
C. নরেন্দ্র সিং তোমার
D. ধর্মেন্দ্র প্রধান
Ans: B. ডঃ বীরেন্দ্র কুমার
Exp- কেন্দ্রীয় সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘অপারেশন ব্লু ফ্রিডম’ নামে অভিযানের উদ্বোধন করেছেন।
- পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে ?
A. তাহমিনা অরিন
B. কৃষ্ণা রেড্ডি
C. আয়েশা মালিক
D. আশমিনা বেগম
Ans: C. আয়েশা মালিক
Exp- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।
Current Affairs Bangla 18th August
- আদিবাসী গবাদি পশুর খাঁটি জাত সংরক্ষণের জন্য ভারতের প্রথম গবাদি পশু জিনোমিক চিপ ইন্ডিগাউ” কে প্রকাশ করেছে ?
A. অমিত শাহ
C. নরেন্দ্র মোদী
B. রাজনাথ সিং
D. জিতেন্দ্র সিং
Ans: D. জিতেন্দ্র সিং
Current Affairs Bangla 18th August
Exp- কেন্দ্রীয় রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড ডঃ জিতেন্দ্র সিং ‘ইন্ডিগাউ’ প্রকাশ করেছেন। হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজির (NAIB) বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশীয় চিপটি তৈরি করা হয়েছে।
- . স্যাটেলাইট ফোন যুক্ত ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
A. সরিষ্কা
B. কাজিরাঙা
C. মানস
D. করবেট
Ans: B. কাজিরাঙা
Exp- আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (কেএনপি) ভারতের প্রথম জাতীয় উদ্যান হয়ে উঠেছে যা স্যাটেলাইট ফোনে সজ্জিত।
Current Affairs Bangla 18th August
- 2021 সালের আগস্ট মাসে কোন দেশে প্রাগৈতিহাসিক গুহাচিত্র পাওয়া গেছে?
A. জাপান
B. স্পেন
C. জার্মানি
D. ইতালি
Ans: B. স্পেন
Exp- দক্ষিণ স্পেনের মালাগার কাছে, আর্ডালেসের গুহায় স্ট্যালগমিটের উপর আবিষ্কৃত লাল গুদ রঙ্গক, প্রায় 65,000 বছর আগে নিয়ান্ডারথালরা তৈরি করেছিল, যা সম্ভবত পৃথিবীতে প্রথম শিল্পী ছিল।
- ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ ?
A. আমেরিকা
B. রাশিয়া
C. জাপান
D. কানাডা
Ans: D. কানাডা
Exp- কানাডার রাজধানী Ottawa.
- সম্প্রতি প্রকাশিত “Fateful Triangle” নামক বইটি কে লিখেছেন ?
A. তন্বী মদন
B. অমৃতা সেনগুপ্ত
C. রুপা লাহিড়ী
D. মেঘনা মজুমদার
Ans: A. তন্বী মদন
Exp- ভারত, চীন ও আমেরিকার ত্রিপাক্ষিক সম্পর্ক সম্বন্ধে লেখা রয়েছে এই বইতে।
- সম্প্রতি National Youth Award কে পেলেন ?
A. মহম্মদ আজম
B. মহম্মদ আনিস
C. অভিজিৎ ব্যানার্জি
D. কমলেশ শৰ্মা
Ans: A. মহম্মদ আজম
Exp- মহম্মদ আজম তেলেঙ্গানার বাসিন্দা।
আরও পড়ুন : –
Daily Current Affairs Bangla 17th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 16th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা