এখানে আজকের অর্থাৎ Daily Current Affairs Bangla 1st September 2021 এর ১০টি প্রশ্ন বিশেষ ভাবে আলোচনা করা হলো। নিচের প্রশ্নগুলির সাথে উত্তর দেওয়া আছে | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- ভারত ও কোন দেশের মধ্যে এডেন উপসাগরে নৌসেনা অভ্যাস আয়োজিত হল ?
A. জার্মানি
B. ইতালি
C. ফ্রান্স
D. জাপান
Ans: A. জার্মানি
Exp- ইয়েমেন এর কাছে “এডেন ” উপসাগরে আয়োজিত হল।
- 2032 অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিলো কোন রাজ্য সরকার ?
A. গুজরাট
B. উড়িষ্যা
C. উত্তরপ্রদেশ
D. হরিয়ানা
Ans: C. উত্তরপ্রদেশ
Exp- উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি তে পেমেন্ট করার মান্যতা দিলো ?
A. শ্রীলংকা
B. ভিয়েতনাম
C. তুর্কি
D. কিউবা
Ans: D. কিউবা
Exp- দেশে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিলো সরকার। এর আগে AL Salvador এই সিদ্ধান্ত নিয়েছিলো।
- সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন ?
A. জ্ঞানসিং জৈল
B. রঘুরাম রাজন
C. অজয় কুমার
D. উর্জিত প্যাটেল
Ans: C. অজয় কুমার
Exp- ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- 29 আগস্ট 2021 ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
A. নরেন্দ্র মোদি
B. অনুরাগ ঠাকুর
C. ধর্মেন্দ্র প্রধান
D. রাজনাথ সিং
Ans: B. অনুরাগ ঠাকুর
Exp- কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এর উদ্বোধন করলেন। ফিট ইন্ডিয়া মুভমেন্ট 29 আগস্ট 2019 চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- রামনাথ কবিন্দ উত্তরপ্রদেশের কোথায় প্রথম আয়ুশ বিশ্ব বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন ?
A. গোরক্ষপুর
B. কানপুর
C. লখনৌ
D. রাই বরেলি
Ans: A. গোরক্ষপুর
Exp- নির্মাণ কাজ শেষ হবে 2023 সালে ।
- ITBP এর ডিরেক্টর জেনারেল কে হলেন ?
A. SS Deshwal
B. Sanjay Arora
C. P K Sing
D. Rakesh Asthana
Ans: B. Sanjay Arora
Exp- তামিলনাড়ু ক্যাডারের এই আইপিএস অফিসার SS Deshwal এর স্থানে এই পদে নিযুক্ত হলেন। এর সঙ্গে সঙ্গে সরকার Balaji Srivastava কে Vureau of Police Research and Development এর প্রধান নিযুক্ত করা হলো।
- ভারতের কোন মন্ত্রক “IndiaSize” নামে একটি সাইজ সমীক্ষা চালু করলো ?
A. Ministry of Textiles
B. Ministry of Cooperation
C. Ministry of AYUSH
D. Ministry of Education
Ans: A. Ministry of Textiles
Exp- এতে সাহায্য করবে National Institute of Fashion Technology-NIFT. এতে রেডিমেড পরিধানের ক্ষেত্রে নির্দিষ্ট সাইজ চার্ট করা হবে যেটি ভারতে ব্যাবসা করা সমস্ত কোম্পানি কে অনুসরন করতে হবে।
- অযোধ্যাতে ‘Ramayana Conclave’-এর উদ্বোধন করলেন কে ?
A. বাবা রামদেব
B. নরেন্দ্র মোদী
C. যোগী আদিত্যনাথ
D. রামনাথ কোবিন্দ
Ans: D. রামনাথ কোবিন্দ
Exp- রামনাথ কোবিন্দ ভারতের 14 তম এবং বর্তমান রাষ্ট্রপতি।
- কে “বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2021” জয়ী হলেন ?
A. ম্যাক্স ভার্স্টপন
B. জর্জ রাসেল উইলিয়াম
C. লুইস হ্যামিল্টন
D. নাথুরাম অন্টারিও
Ans: A. ম্যাক্স ভার্স্টপন
Exp- ম্যাক্স ভার্স্টপন নেদারল্যান্ডের অধিবাসী ও রেডবুল চালক।
আরো পড়ুন :
Daily Current Affairs Bangla 31st August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 30th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 29th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা