নিচে Current Affairs Bangla 27th September 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।
- বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালন করা হয় ?
A. 22 শে সেপ্টেম্বর
B. 24 শে সেপ্টেম্বর
C. 26 শে সেপ্টেম্বর
D. 27 শে সেপ্টেম্বর
Ans: D. 27 শে সেপ্টেম্বর
Exp- বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1980 সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে।
Current Affairs Bangla 27th September
- “ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন” এর নাম পরিবর্তন করে কি রাখা হলো ?
A. প্রধানমন্ত্রীর ডিজিটাল হেলথ মিশন
B. অন্ত্যোদয় ডিজিটাল হেলথ মিশন
C. সুষমা স্বরাজ ডিজিটাল হেলথ মিশন
D. অটল বিহারী বাজপাই ডিজিটাল হেলথ মিশন
Ans: A. প্রধানমন্ত্রীর ডিজিটাল হেলথ মিশন
Exp- 27 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন এর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের আওতায় মানুষকে একটি অনন্য ডিজিটাল হেলথ আইডি দেওয়া হবে যাতে ব্যক্তির সমস্ত স্বাস্থ্য রেকর্ড থাকবে।
- Bah Ndaw কোন দেশের অন্তবর্তীকালীন রাষ্ট্রপতি( Interim president) পদে নিযুক্ত হলেন ?
A. Belgium
B. Lebanon
C. Mali
D. Ghana
Ans: C. Mali
Exp- Mali এর রাজধানী Bamako.
- সম্প্রতি Tata Power কোন রাজ্যে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা করেছে ?
A. কর্ণাটক
B. মহারাষ্ট্র
C. রাজস্থান
D. উত্তর প্রদেশ
Ans: B. মহারাষ্ট্র
Exp- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন উদ্ভব ঠাকরে।
Current Affairs Bangla 27th September
- কোথায় “বিজয় সাংস্কৃতিক মহোৎসব” আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি ?
A. মুম্বাই
B. চেন্নাই
C. বিশাখাপত্তনম
D. কলকাতা
Ans: C. কলকাতা
Exp- 26 শে সেপ্টেম্বর থেকে 29 শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- কে আগামী তিন বছরের জন্য International Monetary Fund এর নির্বাহী পরিচালক উপদেষ্টা পদে নিযুক্ত হলেন ?
A. Rudra Das
B. Arindom Awasthi
C. Suchismita Das
D. Simanchala Dash
Ans: D. Simanchala Dash
Exp- International Monetary Fund এর হেডকোয়ার্টার ওয়াশিংটন।
- “The Long Game: How the Chinese Negotiate with India” এই বইটির লেখক কে ?
A. বিজয় গোখলে
B. রনজিত বসাক
C. অমিত বানসাল
D. চেতন ভগত
Ans: A. বিজয় গোখলে
Exp- বিজয় গোখলের প্রথম বই “Tiananmen Square: The Making of a Protest”
Current Affairs Bangla 27th September
- বিশ্বের সবথেকে প্রবীণ যমজ দুই বোন কোন দেশের নাগরিক ?
A. দক্ষিণ আফ্রিকা
B. ক্যালিফোর্নিয়া
C. জাপান
D. রাশিয়া
Ans: C. জাপান
Exp- তাঁদের নাম হলো- Umeno Sumiyama এবং Koume Kodama. তাঁদের বর্তমান বয়স 107 বছর।
- কোন রাজ্য বিধানসভা বাল্যবিবাহ নিবন্ধনের জন্য একটি বিল পাশ করেছে ?
A. মধ্যপ্রদেশ
B. গুজরাট
C. রাজস্থান
D. কর্ণাটক
Ans: C. রাজস্থান
Exp- রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত।
- সম্প্রতি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি কোন রাজ্যে পরশুরাম কুন্ডের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ?
A. উত্তর প্রদেশ
B. হিমাচল প্রদেশ
C. মধ্যপ্রদেশ
D. অরুণাচল প্রদেশ
Ans: D. অরুণাচল প্রদেশ
Exp- কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি 23 সেপ্টেম্বর 2021 সালে অরুণাচল প্রদেশের লোহিত জেলায় পরশুরাম কুন্ডের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Current Affairs Bangla 27th September
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :