Daily Current Affairs Bangla 25th September 2021| কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Current Affairs Bangla 25th September 2021 এর ১০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচপনা করা হলো।

  1. সম্প্রতি কোন রাজ্য অনিরুদ্ধ তিওয়ারিকে তার মুখ্য সচিব হিসেবে নিয়োগ করেছে ?

A. পাঞ্জাব
B. ওড়িশা
C. গুজরাট
D. উত্তর প্রদেশ

Ans: A. পাঞ্জাব

Exp- পাঞ্জাব সরকার মুখ্যসচিব ভিনি মহাজনকে সরিয়ে দিয়েছে এবং তার জায়গায় অনিরুদ্ধ তিওয়ারিকে নিযুক্ত করেছে। অনিরুদ্ধ তেওয়ারি বর্তমানে উন্নয়ন, খাদ্য , প্রক্রিয়াকরণ ও উদ্যানপালনের অতিরিক্ত মুখ্য সচিবের পদে অধিষ্ঠিত।

Current Affairs Bangla 25th September 2021

  1. পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ভারতের কত তম মহারত্ন কোম্পানি হতে চলেছে ?

A. 09 তম
B. 10 তম
C. 11 তম
D. 12 তম

Ans: C. 11 তম

Exp- এখন পর্যন্ত এটি নবরত্ন কোম্পানি ছিলো। মহারত্ন কোম্পানি হওয়ার জন্য টানা তিন বছর 5000 কোটি টাকার লাভ এবং 25000 কোটি টাকার টার্নওভার হতে হবে।

  1. কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস হিসেবে পালিত হয় ?

A. 17 সেপ্টেম্বর
B. 21 সেপ্টেম্বর
C. 23 সেপ্টেম্বর
D. 29 সেপ্টেম্বর

Ans: C. 23 সেপ্টেম্বর

Exp- 2021 সালের থিম ছিল- “We Sign for human Rights”

  1. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক সুস্বাস্থ্য ও কল্যাণ প্রচারের কাজের জন্য ‘2021 চেঞ্জমেকার’ অ্যাওয়ার্ডের জন্য কে নির্বাচিত হয়েছেন ?

A. বেইগুম অধিকারী
B. ফাইরোজ ফাইজাহ বীথার
C. মাসিয়া বাগচি
D. সীমা বন্দ্যোপাধ্যায়

Ans: B. ফাইরোজ ফাইজাহ বীথার

Exp- ফাইরোজ ফাইজাহ বীথার মনার স্কুলের সহ-প্রতিষ্ঠাতা যা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সক্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম। এটি যুবকদের সাথে প্রশিক্ষণের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের যত্নের গুরুত্ব সম্পর্কে তাদের শিক্ষিত করার জন্য কাজ করে।

Current Affairs Bangla 25th September 2021

  1. সম্প্রতি SAARC বিদেশ মন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে, এটি কোথায় আয়োজনের কথা ছিল ?

A. কানাডা
B. নিউ দিল্লি
C. কাঠমাণ্ডু
D. নিউইয়র্ক

Ans: D. নিউইয়র্ক

Exp- SAARC – South Asian Association for Regional Co-operation. SAARC এর হেডকোয়ার্টার কাঠমান্ডুতে।

  1. ভারতে 2080 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করার ঘোষণা করলো কোন দেশ ?

A. বাংলাদেশ
B. ভুটান
C. ইন্দোনেশিয়া
D. থাইল্যান্ড

Ans: A. বাংলাদেশ

Exp- বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  1. কোন প্রতিষ্ঠানটি সোলার ডিসি কুকিং সিস্টেম তৈরি করেছে ?

A. CSIR-CMERI
B. NIT Durgapur
C. IISc Bangalore
D. IIT Delhi

Ans: A. CSIR-CMERI

Exp- এটি একটি সৌর শক্তি ভিত্তিক রান্নার ব্যবস্থা যা সৌর পিভি প্যানেল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি ব্যাংক এবং রান্নার উনুন নিয়ে গঠিত।

Current Affairs Bangla 25th September 2021

  1. কোন দেশ সম্প্রতি IPL এর সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করলো ?

A. পাকিস্থান
B. আফগানিস্তান
C. ইন্দোনেশিয়া
D. জাপান

Ans: B. আফগানিস্তান

Exp- বর্তমানে আফগানিস্তানে তালিবান শাসনের ফলে প্রায় সমস্ত মনোরঞ্জনের ক্ষেত্রগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  1. সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন ?

A. বীরেন্দ্র সিং
B. মহেন্দ্ৰ নাথ যাদব
C. যোগেশ সিং
D. অনুরাগ রেড্ডি

Ans: C. যোগেশ সিং

Exp- তৎকালীন ভিসি প্রফেসর যোগেশ কুমার ত্যাগীর বরখাস্ত হওয়ার পর তিনি এই পদে নিযুক্ত হন।

Current Affairs Bangla 25th September 2021

  1. ‘Hindu University of America’ থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন ভারতীয় অভিনেতা ?

A. হৃত্বিক রোশন
B. অনুপম খের
C. শাহরুখ খান
D. আয়ুষ্মান খুরানা

Ans: B. অনুপম খের

Exp- 2004 সালে ভারত সরকার ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য তাকে পদ্মাশ্রী উপাধিতে সম্মানিত করা হয়।

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:

Daily Current Affairs Bangla 24th September 2021

Daily Current Affairs Bangla 23th September 2021

Daily Current Affairs Bangla 22th September 2021

আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটির / Current Affairs Bangla 25th September 2021 এর PDF পেতে এখানে ক্লিক করুন –

Exit mobile version