এখানে Current Affairs in Bengali 9th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
- সম্প্রতি কোথায় 130 তম ডুরান্ড কাপ শুরু হল ?
A. কলকাতা
B. নিউ দিল্লি
C. রায়পুর
D. রাঁচি
Ans: A. কলকাতা
Exp- যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্ভোধন করলেন মমতা ব্যানার্জি। 5 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত 16 টি দল অংশগ্রহণ করবে।
- Times World University Ranking এ প্রথম স্থানে আছে কোন ইউনিভার্সিটি ?
A. MIT
B. Harvard
C. Oxford
D. Stanford
Ans: C. Oxford
Exp- ব্রিটেনের এই বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে আছে। ভারতের মধ্যে সবথেকে ভালো স্থানে আছে IISc Bangaluru.
- Lovlina Borgohen কোন রাজ্যের সমগ্র শিক্ষা অভিজানের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হলেন ?
A. পশ্চিমবঙ্গ
B. আসাম
C. হিমাচল প্রদেশ
D. বিহার
Ans: B. আসাম
Exp- অলিম্পিকে পদক জয়ী এই বক্সার আসামের গোলঘাট জেলার বাসিন্দা। ইনি প্রথম অসমীয়া হিসেবে অলিম্পিকে পদক জিতলেন।
- কত জন শিক্ষক এবং শিক্ষিকাকে “জাতীয় শিক্ষক পুরস্কার 2021” দ্বারা সম্মানিত করা হল ?
A. 154
B. 85
C. 44
D. 31
Ans: C. 44
Exp- 5 সেপ্টেম্বর রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ ভার্চুয়ালি পুরস্কার প্রদান করলেন। 44 জনের মধ্যে 9 জন হলেন শিক্ষিকা।
- আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কত তারিখ ?
A. 6 ই মে
B. 19 শে অগাস্ট
C. 8 ই সেপ্টেম্বর
D. 21 শে অক্টোবর
Ans: C. 8 ই সেপ্টেম্বর
Exp- এ বছরের থিম হলো- “Literacy for a human-centered recovery: Narrowing the digital divide.
- “Watan Prem Yojana” চালু করলো কোন রাজ্য ?
A. হরিয়ানা
B. তামিলনাড়ু
C. গোয়া
D. গুজরাট
Ans: D. গুজরাট
Exp- এতে যেসমস্ত মানুষ যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তারা গুজরাটের বিভিন্ন প্রজেক্টে দরিদ্র মানুষের জন্য সাহায্য করতে পারবেন।
- সম্প্রতি অনলাইন বেটিং এবং গ্যামলিং ব্যান করলো কোন রাজ্য সরকার ?
A. কেরালা
B. তামিলনাড়ু
C. কৰ্ণাটক
D. অন্ধ্রপ্রদেশ
Ans: C. কৰ্ণাটক
Exp- কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ বোম্মাই।
- এশিয়ার প্রথম দেশ হিসেবে Plastic Pact লঞ্চ করতে চলেছে কোন দেশ ?
A. ভারত
B. চীন
C. জাপান
D. দক্ষিণ কোরিয়া
Ans: A. ভারত
Exp- এর ফলে 2030 সালের মধ্যে অপ্রয়জনিয় প্লাস্টিক উৎপাদন বন্ধ করা এবং তাঁর সঙ্গে এমন প্লাস্টিক তৈরি করা হবে যা 100% পুন: ব্যাবহারযোগ্য।
- সম্প্রতি কোন রাজ্যে দুটি নতুন প্রজাতির পিঁপড়া পাওয়া গেল ?
A. নাগাল্যান্ড
B. উত্তরাখন্ড
C. মনিপুর
D. অরুনাচলপ্রদেশ
Ans: D. অরুনাচলপ্রদেশ
Exp- ব্যাঙ্গালুরু এর অশোক ট্রাস্টের গবেষকরা Eaglenesh Wildlife Sanctuary তে এগুলি খুঁজে পেয়েছেন।
- ভারত ও কোন দেশের মধ্যে “সূর্যকিরণ সৈন্য অভ্যাস আয়োজিত হবে ?
A. ভুটান
B. নেপাল
C. জাপান
D. চীন
Ans: B. নেপাল
Exp- ভারতের পিঠরাগড়ে নামক স্থানে আয়োজিত হবে। এবং ভারতের সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভন।
9th September Current Affairs এর PDF পেতে
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:
Daily Current Affairs Bangla 8th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 7th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা