2025 Class 1 CCE Sanjog Sthapone Sokhomota | প্রি প্রাইমারী সংযোগ স্থাপনে সক্ষমতা
Class 1 CCE Sanjog Sthapone Sokhomota: এটি প্রথম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আমাদের website এ Update করা হয়েছে ।
Class 1 CCE Sanjog Sthapone Sokhomota
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক-১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-১০ শ্রেণীঃ প্রথম বিষয়-সংযোগ স্থাপনে সক্ষমতা সময়-২০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………
১. ছবির নীচে ফাঁকা ঘরে ছবির সাথে সঠিক বর্ণ বসিয়ে সংযোগ স্থাপন করো :
১ x ২ =২




২. ছবি দেখে পাশাপাশি দুটি শব্দ থেকে মিলিয়ে নতুন শব্দ তৈরি করো :
১ x ২ =২




৩। বামদিকের ছবি দেখে ডানদিকের সঠিক সংখ্যায় গোল দাগ দিয়ে সংযোগ স্থাপন করো : ৪ x = ২




৪. ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসিয়ে সংযোগ স্থাপন করো :
১ x ২ = ২

উত্তর:



৫. দু’দিকের ছবি যোগ করে খালি করে খালি ঘরে সঠিক সংখ্যা বসিয়ে সংযোগ স্থাপন : ১ x ২ = ২

Class 1 CCE Sanjog Sthapone Sokhomota
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক-১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-১০ শ্রেণীঃ প্রথম বিষয়- সমন্বয় স্থাপনে সক্ষমতা সময়-২০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………
১. ছবি দেখে ছবির নীচের ফাঁকা ঘরে সঠিক বর্ণ লিখে সমন্বয় সাধন করো : ২ x ১ = ২





২. নীচের এলোমেলোভাবে লেখা বর্ণগুলো সঠিক ভাবে সাজাও :

উত্তর :

৩. সবচেয়ে বড়ো ও সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দিয়ে সমন্বয় সাধন করো : ২ x ১ = ২

৪. শূন্যস্থানে সঠিক ইংরাজি অক্ষর বসিয়ে সমন্বয় সাধন করো : ৪ x ১ = ৪


Class 1 CCE Sanjog Sthapone Sokhomota
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক-১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-১০ শ্রেণীঃ প্রথম বিষয়-সমস্যা সমাধানে সক্ষমতা সময়-২০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………
১. নির্দেশ মতো চিহ্ন যোগ করে শব্দ তৈরি করো :
২ x ১ = ২


২. ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসিয়ে সমস্যার সমাধান করো :
২ x ১ = ২

৩. ছবি দেখে ফাঁকা জায়াগায় সঠিক অক্ষর বসিয়ে সমস্যা সমাধান করো : ২ x ১ = ২



৪. ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসাও :
২ x ১ = ২

উত্তর :


উত্তর :

৫. ছক থেকে সঠিক শব্দ নিয়ে সমস্যার সমাধান করো : ২ x ১ = ২



Class 1 CCE Sanjog Sthapone Sokhomota
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক-১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-১০ শ্রেণীঃ প্রথম বিষয়-স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সময়-২০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………
১. সঠিক উত্তরটির পাশে ✓ চিহ্ন দাও :
৪ x ১ = ৪
ক) চিত হয়ে শুয়ে যে আসন করা হয় সেটি –
- বৃক্ষাসন (b) শবাসন (c) হলাসন (d) ভদ্রাসন
উত্তর : (b) শবাসন ✓
খ) সুখাসন করতে হয় –
(a) চিত হয়ে শুয়ে (b) বাবু হয়ে বসে (c) হেলান দিয়ে (d) দাঁড়িয়ে থেকে
উত্তর : (b) বাবু হয়ে বসে ✓
গ) খাবার আগে বা পরে হাত ধুতে হয় –
(a) তেল দিয়ে (b) মাটি দিয়ে (c) সাবান দিয়ে (d) গোবর দিয়ে
উত্তর : (c) সাবান দিয়ে ✓
ঘ) আমাদের বসা উচিত –
(a) সোজা হয়ে (b) সামনের দিকে ঝুঁকে (c) বাঁকা হয়ে (d) হেলান দিয়ে
উত্তর : (a) সোজা হয়ে ✓
২. শূন্যস্থান পূরণ কর :
২ x ১ = ২
ক) জাতীয় সংগীতের রচয়িতা __________________
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জাতীয় পতাকায় সবুজ রং ________________ প্রতীক
উত্তর : বিশ্বাস ও সমৃদ্ধি
৩. বাক্যটি সত্য বা মিথ্যা লিখ :
২ x ১ = ২

৪. দুটি প্রশ্নের উত্তর দাও : ২ x ১ = ২
ক) কোন পাখির গলার স্বর তোমার সব থেকে শুনতে ভালো লাগে ?
উত্তর : কোকিল
খ) কোন খেলা তোমার সব থেকে পছন্দের ?
উত্তর : ফুটবল
Class 1 CCE Sanjog Sthapone Sokhomota
আরও পড়ুন
West Bengal Class 1 Books for Free Download Click Here