Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025 | Class 3 নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন CCE 2025
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025 : এটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য আমাদের website এ Update করা হয়েছে ।
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক- ১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-২০ শ্রেণীঃ তৃতীয় বিষয়-বাংলা সময়-৪০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………

১) শূন্যস্থান পূরণ কর:
১.১। _______ ভাবনারা মনে _______ যখনই।
উত্তর: হিজিবিজি, আসে
২.২। জোয়ার জলে _______ রাশি বাতাসে _______।
উত্তর: ফেনার, আজ
৩.৩। বউ যখন মনে করিয়ে দেয় ________ খোঁজার কথা তখন সে ________ করে।
উত্তর: সোনা, গজগজ
৩.৪। ________ গাছ পাখি আঁকি _________ কত কী।
উত্তর: হাতি ঘোড়া, আমি
৩.৫।ট্রেন থেকে এক বাঙাল _________ নামলেন।
উত্তর: ডাক্তার বাবু
৩.৬।রৌদ্র ওঠে ________ পড়ে।
উত্তর: বৃষ্টি
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
২) অর্থ লেখ: (যেকোনো চারটি)
১ x ৪=৪
২.১। লোটা –
উত্তর: ঘটির মতো এক ধরনের পাত্র
২.২। কুঁড়ি –
উত্তর: কলি
২.৩। রৌদ্র –
উত্তর: রোদ
২.৪। উদার –
উত্তর: মহৎ
২.৫। দাওয়া-
উত্তর: বারান্দা
২.৬। আপত্তি-
উত্তর: অসম্মতি
৩) এক কথায় প্রকাশ কর: (যেকোনো দুইটি)
২×১ =২
৩.১। যারা তীর ধনুক বা অন্যান্য অস্ত্র দিয়ে পশু পাখি মারে-
উত্তর: শিকারি
৩.২। যিনি কবিতা লেখেন-
উত্তর: কবি
৩.৩। যারা মালপত্র বহন করে-
উত্তর: কুলি
৪) বিপরীত শব্দ লেখ: (যেকোনো চারটি)
১ x ৪=৪
৪.১। পূর্ণিমা –
উত্তর: অমাবস্যা
৪.২। উদার –
উত্তর: অনুদার
৪.৩। মস্ত –
উত্তর: ক্ষুদ্র
৪.৪। যেতে –
উত্তর: আসতে
৪.৫। চমৎকার –
উত্তর: কুৎসিত
৪.৬। অনেক –
উত্তর: কম
৫) স্বরধ্বনি কাকে বলে? ২
উত্তর: স্বরধ্বনি হচ্ছে এমন কিছু ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে।
৬) বর্ণ কয় প্রকার ও কি কি? ২
উত্তর: বর্ণ দুই প্রকার : স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ।
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025

৭) নিজের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও:
৭.১। ভ্রমর কি করে?
উত্তর: ভ্রমর আলোতে মেতে উড়ে উড়ে বেড়ায়।
৭.২। গভীর জঙ্গলে সারারাত ফুল পরীরা কি করে?
উত্তর: গভীর জঙ্গলে ফুল পরীরা সারারাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে।
৮) বর্ণ বিশ্লেষণ কর:
২×১ =২
৮.১। স্টেশন-
উত্তর: স্ট্+এ+শ্+অ+ন
৮.২। পরিষ্কার
উত্তর: ম+আ+ন্+উ+ষ
৮.৩। মানুষ-
উত্তর: প+র+ই+ষ+ক+আ+র
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
First Summative Evaluation Test-2025

Name ____________________________________________________________ Roll No _________________________
Name of the School ____________________________________________________________________________________
1.Read the following paragraph and answer the following in brief: (any 2)
2×2=4
Once upon a time, some wild animals decided to hold a meeting. Animals came from all over the world to attend this meeting. The lion came from Africa, the tiger from India and the polar bear from Siberia.
a)Where did the polar bear come from?
Answer: The polar bear came from the Siberia.
b) Who was the king of the beasts?
Answer: Lion was the king of the beasts.
c) Which animal came from India?
Answer: Tiger came from India.
2. Write in the Bengali meaning: (any 3)
3×1=3
a) Animal= _______________
Answer: পশু
b) Friend= _______________
Answer: বন্ধু
c) Wags= _____________
Answer: নাড়া
d) Hump= _____________
Answer: পশুর কুঁজ
e) Growl= _____________
Answer: ভাল্লুকের ডাক
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
3. Underline the right answer: (any 4)
4×1=4
a) I (am/is) a student.
Answer: am
b) I (has/have) pencil.
Answer: have
c) She (is/are) my sister.
Answer: is
d) They (is/are) playing football.
Answer: are
e) The head of a prawn (have/has) antenna.
Answer: has
f) Some trees (is/are) big.
Answer: are


Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
5. Fill in the blank with a or an: (any 1)
1×1=1
a) She ate ______ apple.
Answer: an
b) this is _______ ball.
Answer: a
6. Here are five colours. Against each other right the name of one flower or fruit of that colour:
6×1=6


Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক- ১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-২০ শ্রেণীঃ তৃতীয় বিষয়-পরিবেশ সময়-৪০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ( যে কোন চারটি)
ক) একসাথে শরীরের সব অঙ্গের ব্যায়াম হয় (ক্রিকেট খেলায় / ঘুড়ি ওড়ানোয় / সাঁতারে)।
উত্তরঃ সাঁতারে
খ) হজমে সাহায্য করে (মোচা / পেঁপে / কাঁঠাল)।
উত্তরঃ পেঁপে
গ) খাবার (ভ্যাপসা গরমে/খুব শীতে/বর্ষায়) পচে যেতে পারে।
উত্তরঃ ভ্যাপসা গরমে
ঘ) মাছেরা যতক্ষণ খুশি (জলে/ ডাঙায়/আকাশে) থাকতে পারে।
উত্তরঃ জলে
ঙ) সজনে হল (ফুল/ফল/ বীজ)।
উত্তরঃ ফল
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
২। শূন্যস্থান পূরণ করঃ ×৪=৪
ক) মানুষের সবচাইতে বুদ্ধি_________।
উত্তরঃ বেশি
খ) ব্যায়াম করলে শরীরের_________দূর হয়।
উত্তরঃ ক্লান্তি
গ) ___________খেলে বুদ্ধি বাড়ে।
উত্তরঃ ব্রাহ্মীশাক।
ঘ) কাঠবিড়ালি_________ ধরে পেয়ারা খায়।
উত্তরঃ হাতে
ঙ) স্কিপিং করলে পুরো____________ কাজ হয়
উত্তরঃ শরীরের


Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৪। সত্য বা মিথ্যা চিহ্নিত করো:
১×৫=৫
(ক) পাখির ডানা আছে ।
উত্তরঃ সত্য
(খ) মানুষের থেকে হনুমানের বুদ্ধি বেশি।
উত্তরঃ মিথ্যা
(গ) বাজ পড়ার শব্দে চোখ জ্বালা করে।
উত্তরঃ মিথ্যা
(ঘ) রাতকানা এক ধরনের চোখের রোগ।
উত্তরঃ সত্য
(ঙ) দই ও ছানা তৈরি হয় দুধ থেকে।
উত্তরঃ সত্য
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (যেকোনো দুইটি)
২×২=৪
(ক) স্কিপিং করলে শরীরের কোন্ কোন্ অঙ্গের কাজ হয়?
উত্তরঃ স্কিপিং করতে গেলে পায়ের কাজ হয়। এছাড়া দুহাত দিয়ে দড়ি ধরে লাফানোর ফলে আঙ্গুল কব্জি কনুই কাঁধ সহ পুরো শরীরেরই কাজ হয়।
(খ) প্রাণীজ খাদ্য কাকে বলে?
উত্তরঃ নানা প্রাণীর কাছ থেকে আমরা যেসব খাবার পাই তাকে প্রাণিজ খাদ্য বলা হয়। যেমন ডিম মাংস মাছ দুধ ইত্যাদি।
(গ) জল আমাদের শরীরে কি কি উপকার করে?
উত্তরঃ জল আমাদের খাবার হজম করতে সাহায্য করে আমরা খাবারের সঙ্গে কিছু অখাদ্য ও খেয়ে ফেলি সেইসব জিনিস শরীর থেকে বের করতে জল সাহায্য করে।
(ঘ) উড়োজাহাজ কে তৈরি করেন?
উত্তরঃ অরভিল ও উলবার রাইট নামে দুই ভাই এরোপ্লেন তৈরির পরিকল্পনা করেন।
(ঙ) কখন আমরা রঙ চিনতে পারি না ?
উত্তরঃ রং চিনতে না পারা এক ধরনের চোখের অসুখ। আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। চোখের সেই অংশ যখন কাজ করে না তখন আমাদের রঙ চিনতে না পারার মতো রোগ হয়ে থাকে।
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক- ১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-২০ শ্রেণীঃ তৃতীয় বিষয়- স্বাস্থ্য ও শারীর শিক্ষা সময়-৪০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (যেকোনো চারটি)
৪×১=৪
(ক) পড়ালেখা করলে হবে (জ্ঞানের/অহংকারের) পরিচয়।
উত্তর: জ্ঞানের
(খ) সূর্যি মামা ওঠার আগে (বই ছেড়ে/বিছানা ছেড়ে) উঠতে হবে।
উত্তর: বিছানা ছেড়ে
(গ) রাস্তার (বাঁমদিক /ডানদিক ) ধরে সাইকেল চালাতে হবে।
উত্তর: বাঁমদিক
(ঘ) মশা বহু (রোগের /হজমের) জীবাণু বহন করে।
উত্তর: রোগের
(ঙ) সর্বদা খাবার (খোলা/ঢেকে) রাখতে হয়।
উত্তর: ঢেকে
২। শূন্যস্থান পূরণ করঃ
৪×১=৪
(ক) __________ কে ডায়রিয়ার ওষুধ বলে।
উত্তর: ORS
(খ) রাতে ___________ আগে ও ভোরে দাঁত মাজা উচিত।
উত্তর: শোবার
(গ) থুথু থেকে __________ রোগ ছড়ায়।
উত্তর: যক্ষ্মা
(ঘ) প্রার্থনা সভা বিদ্যালয়ে ক্লাস শুরুর ___________ মিনিট আগে শুরু করতে হবে।
উত্তর: ১৫
৩। বাক্যগুলিতে সত্য বা মিথ্যা লেখোঃ
৫×১=৫
(ক) ফলে ভিটামিন থাকে।
উত্তর: সত্য
(খ)শবাসন করার সময় অতি দ্রুত শ্বাস নিতে হয়
উত্তর: মিথ্যা
(গ)পানীয় জল ফুটিয়ে খেতে নেই।
উত্তর: মিথ্যা
(ঘ) যোগাসন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
উত্তর: মিথ্যা
(ঙ)শোবার আগে মশারি টাঙিয়ে নিতে হবে।
উত্তর: সত্য

৫।সংক্ষেপে দুটি প্রশ্নের উত্তর দাও: (যেকোনো পাঁচটি) ৫×১=৫
(ক) রোজ কি কি খাওয়া উচিত?
উত্তর: রোজ বিট গাজর বাঁধাকপি শাকসবজি ও ফল খাওয়া উচিত।
(খ) যোগাসন নিয়মিত করলে কী হবে?
উত্তর: নিয়মিত যোগাসন করলে অনেক রোগ সারে, শরীর মন সতেজ থাকে।
(গ) রাস্তাঘাটে কিভাবে চলাচল করতে হয়
উত্তর: রাস্তাঘাটে সবসময় সজাগ হয়ে চলাচল করতে হয় এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়।
(ঘ) কোন জল স্বাস্থ্যের পক্ষে ভালো?
উত্তর: নিরাপদ ও বিশুদ্ধ জল স্বাস্থ্যের পক্ষে ভালো।
(ঙ) রুমাল দৌড় খেলার একটি উপকারিতা লেখ।
উত্তর: ক্ষিপ্রতা ও দম বৃদ্ধি পাবে।
(চ) কি ধরনের জল ও খাবার খেলে রোগের সৃষ্টি হয়?
উত্তর: আঢাকা জল এবং আঢাকা ও বাসি-পচা খাবার খেলে নানা রোগের সৃষ্টি হয়ে থাকে।
(ছ) শোবার আগে কি করা উচিত?
উত্তর: শোবার আগে প্রতিদিন মশারি টাঙিয়ে শুতে হবে কারণ মশা কামড়ালে তা থেকে নানা রকম রোগ সৃষ্টি হতে পারে।
(জ) শরীরকে সুস্থ রাখার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি?
উত্তর: শরীরকে সুস্থ রাখতে সর্বশ্রেষ্ঠ পদ্ধতিটি হল যোগাসন।
Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক- ১ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান-২০ শ্রেণীঃ তৃতীয় বিষয়-গণিত সময়-৪০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………………………
ছাত্র/ছাত্রীর নাম – ………………………………………………………… বিভাগ – ……………………… রোল নং – …………………


Class 3 Nirbichhinno Sarbik Mulyayon 2025
Read More :