Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025 | Class 5 নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন CCE 2025
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025 : নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (NSM) হলো শিক্ষার্থীদের সারা বছরের শেখার অগ্রগতি মূল্যায়নের একটি আধুনিক পদ্ধতি। ২০২৫ শিক্ষাবর্ষে Class 5 -এর জন্য এই মূল্যায়ন প্রক্রিয়ায় পাঠ্যবস্তুর পাশাপাশি শিক্ষার্থীর বোঝার ক্ষমতা, সৃজনশীলতা, অভ্যাস ও বাস্তব জীবনে প্রয়োগের দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশুদের ধাপে ধাপে শেখার উন্নতি পর্যবেক্ষণ করা হয় এবং তারা যেন আনন্দের সাথে শিক্ষার সাথে যুক্ত থাকতে পারে তা নিশ্চিত করা হয়।
এটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আমাদের website এ Update করা হয়েছে ।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন (CCE) ২০২৫
প্রাপ্ত নম্বর – পর্যায় ক্রমিক- ৩ শিক্ষকের স্বাক্ষর – ________________
পূর্ণমান- ৫০ শ্রেণীঃ পঞ্চম বিষয়-বাংলা সময়-১ ঘণ্টা ৩০ মিনিট
বিদ্যালয়ের নাম – ………………………………………………………………………………………………………………………..…
ছাত্র/ছাত্রীর নাম – ……………………………………………… বিভাগ – ……………………… রোল নং – ……………………
১. নীচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটিকে বেছে নাও: ( যে কোনো ৯ টি )
১ x ৯ = ৯
১.১ ক্ষুদিরাম ছিল ( কুমোর / চাষি / পুরোহিত )।
উত্তর : চাষি
১.২ পেটকাটা আর চাঁদিয়ালের বন্ধু হল ( নদী / আকাশ / গ্রুপাহাড় )।
উত্তর : আকাশ
১.৩ তাল পাকে ( শ্রাবণ / ভাদ্র / আশ্বিন ) মাসে।
উত্তর : ভাদ্র
১.৪ তাল সুপুরির বনে একলা থাকলেও কবির – ( কষ্ট / দুঃখ / বেদনা ) হয় না।
উত্তর : দুঃখ
১.৫ সবার চাইতে মিষ্টি যা চিবিয়ে খেতে হয় ( মধু / রসগোল্লা / আখ )
উত্তর : আখ
১.৬ মাস্টারদা কোনো স্কুলের শিক্ষক ছিলেন- ( উমাতারা হাইস্কুল / উমাশশী হাইস্কুল / চট্টগ্রাম হাইস্কুল / বঙ্গপল্লি হাইস্কুল )
উত্তর : উমাতারা হাইস্কুল
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
১.৭ ‘শোভন’-এর স্ত্রী লিঙ্গ বাচক শব্দ হল – ( শোভনা / শোভা / শোভনীয় )।
উত্তর : শোভনা
১.৮ তালনবমীর ব্রত হবে ( সোমবার/ মঙ্গলবার / শুক্রবার )
উত্তর : মঙ্গলবার
১.৯. চাঁদিয়াল বোধ হয় একটু -____________ হাসলো ( মুচকি /খিলখিল / বিকট )
উত্তর : বিকট
১.১০. কবি ছুটে ধরতে যান ( কাঠবেড়ালি / ভালুক ছানা / বেড়াল ছানা )
উত্তর : কাঠবেড়ালি
১.১১. ‘আমরা’-এর একবচন হল – ( মোরা / মোদের / আমি )।
উত্তর : আমি
১.১২. রাজার পিসি- (লাউ/লেবু/বেগুন/কুমড়ো) নিয়ে ক্রিকেট খেলে।
উত্তর : কুমড়ো
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
১.১৯. জোছনা রাতে সবাই চোখে মাখে- ( তেল / মধু / আলতা )
উত্তর : আলতা
১.২০ বোম্বাগড়ের রাজা ফ্রেমে বাঁধিয়ে রাখে ( বালিশ / আলতা / পাঁউরুটি )
উত্তর : আমসত্ত্ব
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
২. এককথায় উত্তর দাও (যে কোনো ৬ টি)
১ x ৬ = ৬
২.১ ‘একলা’ কবিতাটি শঙ্খ ঘোষের কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘একলা’ কবিতাটি নেওয়া হয়েছে শঙ্খ ঘোষের’ আমায় তুমি লক্ষ্মী বলো’- কাব্যগ্রন্থ থেকে।
২.২ ট্যাক কি ?
উত্তর : দুটি নদী মিশবার ফলে একটি ত্রিভুজ আকৃতির খন্ড সৃষ্টি হয়, সেই ত্রিভুজ খন্ডের মাথাটিকে ট্যাক বলা হয়।
২.৩ ব্রিটিশ পতাকার নাম কি?
উত্তর : ব্রিটিশ পতাকার নাম ইউনিয়ন জ্যাক
২.৪. “একটা আছে কাঠবেড়ালি”- কাঠবেড়ালি কার দিকে তাকিয়েছিল?
উত্তর : কাঠবেড়ালিটি কবি শঙ্খ ঘোষের দিকে তাকিয়েছিল।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
২.৫ আলু চাষের পর কুমির ও শিয়াল কী চাষ করতে গেল?
উত্তর : কুমির ও শিয়াল দুই বন্ধু আলু চাষের পরে মিলিত ভাবে ধান চাষ করতে গেল।
২.৬. মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন?
উত্তর : মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২.৭. কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?
উত্তর : গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তালপুকুর থেকে দুটি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল।
২.৮ চড়াই-উতরাই রাস্তা কোথায় দেখা যায়?
উত্তর : পাহাড়ি এলাকায় চড়াই-উতরাই রাস্তা দেখা যায়।
২.৯ বোম্বাগড়ে সর্দি হলে লোকেরা কি করে?
উত্তর : বোম্বাগড়ের লোকেদের সর্দি হলে তারা ডিগবাজি খায়।
২.১০. মৌমাছি তাড়ানোর মন্ত্র কে জানত?
উত্তর : মৌমাছি তাড়ানোর মন্ত্র ধনাই জানত
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
২.১১. ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং কী দেখল?
উত্তর : দীর্ঘ যাত্রা শেষে ব্যাং ভগবানের প্রাসাদে পৌঁছল। দেখল, সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ-উৎসব, ভগবান তাদের স্ত্রী ও মন্ত্রীদের সাথে মহানন্দে রয়েছেন।
২.১২. রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে’ নোটিশে কী লেখা ছিল ?
উত্তর : নোটিশে লেখাছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৩. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: (যে কোনো ৫ টি)
২ x ৫ = ১০
৩.১ মাস্টারদা কীভাবে ছেলেদের দেশ সম্পর্কে উজ্জীবিত করেছিলেন?
উত্তর : মাস্টারদা ছিলেন প্রকৃতই এক দেশপ্রেমিক। ছেলেদের তিনি বলতেন, দেশ আমাদের মা। সেই মাকে আমাদের যে-কোনো প্রকারে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হবে। এর জন্য তিনি দেশ সম্পর্কে নানান কথা, খেলাধুলো, বন্দুক চালানো ইত্যাদি সবকিছুই ছেলেদের উজ্জীবিত করেছেন। তাঁর প্রেরণায় সেই ছেলেরা একদিন সত্যিসত্যিই ব্রিটিশদের তাড়ানোর জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৩.২ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় ‘শালবন’ রয়েছে? শালপাতাকে মানুষ কী কী ভাবে ব্যবহার করে?
উত্তর : পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও কাড়গ্রাম জেলায় শালবন আছে।
শালপাতাকে মানুষ নানাভাবে ব্যবহার করে। যেমন- শালপাতায় খাবার খাওয়া, ফুল, মিষ্টি বিক্রির জন্য গ্রামাঞ্চলে শালপাতা মোড়ক করে ব্যবহৃত হয়। অনেক জায়গায় শালপাতা দিয়ে ঘরের ওপরের অংশ ঢাকা দেওয়া হয়।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৩.৩ “এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে?”- এটি কোন কবিতার অংশ ? কবির নাম কী ? এই কবিতায় রাজার পিসি, রাজার খুড়ো, পণ্ডিত কি করেন ?
উত্তর : এটি ‘বোম্বাগড়ের রাজা’ কবিতার অংশ।
কবির নাম সুকুমার রায়।
এই কবিতায় রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচেন ও পণ্ডিত টাকের ওপরে ডাকের টিকিট মারে।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৩.৪. আমরা তখন দুই বন্ধু মুক্ত’-দুই বন্ধু কে কে? তাদের দেখা হয়েছিল কীভাবে? তারা কীভাবে ‘মুক্ত’ হল ?
উত্তর : আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে দুটি কাগজের ঘুড়ির দেখা হয়েছিল। ওই দুটি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই দুটি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচখেলার। কে যে ভোকাট্টা হয়ে কোথায় পড়বে, কেউ জানে না। তখন কে যে কোথায় কোন্ বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলান। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন দুই বন্ধু মুক্ত।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৩.৫. ব্রিটিশ-শাসিত ভারতবর্ষে কোন্ পতাকা উড়ত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল?
উওরঃ-ব্রিটিশ-শাসিত ভারতবর্ষে ইউনিয়ান জ্যাক পতাকা উড়ত।
ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তাঁর সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। দু-জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে, খেলাধুলো, বন্দুক-চালানো শিখি য়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক, মাস্টারদা।
৩.৬ একটা আছে কাঠবেড়ালি। কাঠবেড়ালির সঙ্গে শিশু কবির সম্পর্কটি ‘একলা’ কবিতা অবলম্বনে লেখো।
উত্তর : কবিতার ছোট্ট শিশুটি যখন বাড়িতে একলা থাকে তখন কাঠবেড়ালির সঙ্গে তার খেলা চলে। কাঠবেড়ালিটি কথকের দিকে চেয়ে থাকে। তারপর এদিক-ওদিক নেচে বেড়িয়ে কথক শিশুটিকে আকৃষ্ট করতে থাকে। তাকে ধরতে যাওয়ামাত্র সে পালিয়ে যায়। শিশুটি সমস্ত হিসাব ভুলে যায়, দুরস্ত কাঠবেড়ালি ছুটতে থাকলে তাকে থামানো অসম্ভব হয়ে পড়ে। মাটিতে, পাথরে লাফ দিয়ে সে দৌড়ে চলে। এইভাবে সে শিশুটির সঙ্গে খেলতে থাকে এবং ক্রমে নাগালের বাইরে চলে যায়।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৪. নিচের প্রশ্নগুলির উত্তর দাও
৫ x ২ = ১০
৪.১ তাকে সবাই মাস্টারদা বলে ডাকে’-এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? মাস্টারদার আসল নাম কী? তিনি কোন্ স্কুলের কোন্ বিষয়ের শিক্ষক ছিলেন? মাস্টারদা কেমন মানুষ ছিল তা লেখো?
উত্তর : উদ্ধৃত অংশটি অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
মাস্টারদার আসল নাম সূর্যকুমার সেন।
তিনি উমাতারা হাইস্কুলের অংক বিষয়ের শিক্ষক ছিলেন।
মাস্টারদা সূর্য সেন কম কথা বলতেন। তাঁর পরনের পোশাক ছিল সাধারণ মানের। বাঙালির চিরাচরিত ধুতি-পাঞ্জাবি বা ধুতি শার্ট-ই ছিল তাঁর পছন্দের। রঙিন জামা তিনি পরতেন না। মাস্টারদার হাঁটাচলাতেও কোনো শব্দ হত না। এরকম চুপচাপ স্বভাবের মানুষকে বাইরে থেকে দেখে তাই সহজ, সরল ও সাদাসিধে বলে মনে হত। বোঝার উপায় ছিল না যে তিনি কত বড়ো নেতা।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৪.২ কে, কীভাবে এবং কেন জটি পিসিমাকে তাল এনে দিয়েছিল? বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল?
উত্তর : তালনবমী গল্পে গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তালপুকুর থেকে দুটি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে তালনবমীর অনুষ্ঠানের জন্য এনে দিয়েছিল।
বর্ষারাতে গোপাল স্বপ্ন দেখেছিল জটি পিসিমা ও তাঁর মেয়ে লাবণ্যদি তাকে আদর করে তালনবমী উপলক্ষ্যে নানান সুস্বাদু খাবার খাওয়াচ্ছেন কিন্তু ঘুম ভাঙতেই সে দেখে বেলা অনেক হয়েছ তবুও সে নেমন্তন্ন খেতে আদৌ যায়নি, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে মাত্র। একটু বেলা বাড়তেই কুড়োরাম, হারু, হিতেন, দেবেনদের বাপ-কাকাদের হাত ধরে জটি পিসির বাড়ি যেতে দেখে তার স্বপ্ন পুরোপুরি মিথ্যে হয়ে যায়।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৫. সমার্থক শব্দ লেখো :
১ x ২ = ২
৫.১ সাগর = ?
উত্তর : সমুদ্র
৫.২ বৃষ্টি = ?
উত্তর : বর্ষা
৬. বিপরীতার্থক শব্দ লেখো :
১ x ২ = ২
৬.১ খাঁটি = ?
উত্তর : ভেজাল
৬.২ অলস = ?
উত্তর : পরিশ্রমী
৭. বাক্য রচনা কর :
১ x ২ = ২
(ক) নেমন্তন্ন = ?
উত্তর : আমি নেমন্তন্ন খেতে খুব ভালবাসি
(খ) মুক্তি
উত্তর : পরিশ্রমই দুঃখ থেকে মুক্তির উপায়
৮. সঠিক উত্তরটি নির্বাচন কর :
১ x ৪ = ৪
৮. ১ নিচের শব্দগুলোর মধ্যে কোনটি একবচন?
ক) ফুল
খ) ফুলগুলো
গ) বইগুলি
ঘ) ছেলেরা
উত্তর : ক) ফুল
৮.২: ‘ছাত্র’ শব্দটির বহুবচন কী হবে?
ক) ছাত্রগণ
খ) ছাত্ররা
গ) ছাত্রটি
ঘ) ছাত্রজন
উত্তর : খ) ছাত্ররা
৮.৩ নিচের কোন বাক্যটিতে বহুবচন শব্দ ব্যবহৃত হয়েছে ?
ক) পাখিটি গান গায়।
খ) ছেলেরা মাঠে খেলে।
গ) মেয়ে ঘরে বসে।
ঘ) বিড়ালটি ঘুমাচ্ছে।
উত্তর : খ) ছেলেরা মাঠে খেলে।
৮.৪ উত্তম পুরুষের বহুবচন হল-
ক) তারা
খ) তোমরা
গ) তোমাদের
ঘ) আমরা
উত্তর : ঘ) আমরা
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
৯. রচনা লেখ : ( যে কোন ১ টি )
৫ x ১ = ৫
ক) একটি বর্ষার দিন
উত্তর : বর্ষাকাল আমার খুব প্রিয় ঋতু। এই ঋতুতে আকাশে মেঘ জমে, হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘে ঢাকা, সূর্যের আলো নেই। কিছুক্ষণ পরেই টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করল। আমার খুব আনন্দ হচ্ছিল। বাড়ির ছাদে দাঁড়িয়ে বৃষ্টির ধারা দেখতে দেখতে মনটা ভালো হয়ে গেল। গাছের পাতা সবুজ হয়ে উঠেছে, রাস্তা ভিজে চকচক করছে। পাশের পুকুরে বৃষ্টির ফোঁটা পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি হচ্ছে। কাক, চড়ুই ও দোয়েল পাখিরা ভিজে যাচ্ছে, তবে তারা মজা করেই উড়ে বেড়াচ্ছে। সেই দিন স্কুলে যেতে হয়নি, তাই বাড়িতে বসেই গরম খিচুড়ি আর ভাজা বেগুন খেলাম। মা খেয়ে নিয়ে বললেন, বৃষ্টি মানে আনন্দের দিন। আমি বই পড়লাম, ছবি আঁকলাম, আর জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনে স্বপ্নে ভেসে গেলাম। বর্ষার দিন সত্যিই খুব সুন্দর। প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে। আমি প্রতি বছর বর্ষাকাল আসার অপেক্ষায় থাকি।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
খ) তোমার প্রিয় কবি
উত্তর : আমার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিক। তিনি ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই কবিতা লিখতেন। তিনি আমাদের জাতীয় সংগীত “জন গণ মন” রচনা করেছেন। তিনি গীতাঞ্জলি নামে একটি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শিশুদের জন্য অনেক সুন্দর কবিতা লিখেছেন। তাঁর লেখা সহজ পাঠ, কাবুলিওয়ালা, আমাদের ছোটো নদী ইত্যাদি আমার খুব ভালো লাগে। তিনি শুধু কবি নন, তিনি একজন গল্পকার, নাট্যকার ও গান লেখকও ছিলেন। তাঁর লেখা গানগুলোকে রবীন্দ্রসঙ্গীত বলা হয়। তিনি শান্তিনিকেতন নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। আমি তাঁর কবিতা পড়ে খুব আনন্দ পাই। তাঁর লেখায় প্রকৃতি, ভালোবাসা আর দেশপ্রেমের সুন্দর অনুভূতি প্রকাশ পায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবি।
Class 5 Nirbichhinno Sarbik Mulyayon 2025
Read More: