[ New ] February Model Activity Task Class 1 Part 2 | প্রথম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 Free
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
২৮ শে জানুয়ারি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ দ্বারা আবারো ফেব্রুয়ারী মাসে প্রথম শ্রেণীর জন্য February Model Activity Task Class 1 Part 2 দেওয়া হয়েছে। প্রথম শ্রেণীর জন্য জানুয়ারী মাসে একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল। সেটা এখনো যারা করোনি তারা এই লিংক এ ক্লিক করে প্রথম শ্রেণীর জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কটি করে এটা করে নিও।
এই পোস্টে প্রথম শ্রেণীর জন্য ফেব্রুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমরা এটি তোমাদের খাতায় করার আগে অবশ্যই নিজে করার চেষ্টা করবে। তারপর অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।
প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।
আমাদের ওয়েবসাইট আমার টার্গেট এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তীকালে যদি প্রথম শ্রেণীর জন্য নতুন কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 1 Part 3) দেওয়া হয় আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।
- February Model Activity Task Class 1 Part 2 Swasthyo O Sarirsikkha
- ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা
- Model Activity Task Class 1 Part 10 Swasthyo O Sarirsikkha
- February Model Activity Task Class 1 Part 2 Sangjog Sthapone Sakhamota
- ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 2 সংযোগ স্থাপনে সক্ষমতা
- Model Activity Task Class 1 Part 10 Sangjog Sthapone Sakhamota
- সমন্বয় সাধনে সক্ষমতা
- সমস্যা সমাধানে সক্ষমতা
- মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা
February Model Activity Task Class 1 Part 2 Swasthyo O Sarirsikkha
ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা
Model Activity Task Class 1 Part 10 Swasthyo O Sarirsikkha
১। ঠিক কথাগুলো বেছে নিয়ে দাও :
(ক) আমরা খাওয়ার সময় খেয়াল করবো যাতে ____________________ সোজা থাকে।
(i) হাত
(ii) পা
(iii) মেরুদণ্ড
(iv) মাথা
উত্তর- (iii) মেরুদণ্ড
(খ) সময় নিয়ে ঠিকমতো __________________ খাবার খেতে হবে।
(i) গিলে
(ii) চিবিয়ে
(iii) নাক চেপে
(iv) জল দিয়ে
উত্তর- (ii) চিবিয়ে
২। যে যে ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে হবে তার পাশে দাও।
(i) খাওয়ার আগে ও পরে [ ]
(ii) বাইরে থেকে বাড়ি ফিরে [ ]
(iii) রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে [ ]
(iv) মল ত্যাগের পরে [ ],
(v) হাত ময়লা মনে হলে [ ],
(vi) রান্না করবার আগে [ ],
(vii) খবরের কাগজ পড়ার আগে [ ]
উত্তর- (i) খাওয়ার আগে ও পরে [ ]
(ii) বাইরে থেকে বাড়ি ফিরে [ ]
(iii) রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে [ ]
(iv) মল ত্যাগের পরে [ ]
(v) হাত ময়লা মনে হলে [ ]
(vi) রান্না করবার আগে [ ]
(vii) খবরের কাগজ পড়ার আগে [ ]
৩। ফাঁকা জায়গায় ঠিক কথাগুলো লেখো : ১×৩=৩
(ক) আমাদের দেশের জাতীয় পতাকার উপরে আছে, _________________ (গেরুয়া / সাদা / হলুদ) রঙ।
উত্তর- গেরুয়া
(খ) আমাদের দেশের জাতীয় পতাকার মাঝে আছে, __________________ (সবুজ / সাদা / লাল) রঙ। এখানে নীল রঙের চাকাটি হলো অশোক চক্র।
উত্তর- সাদা
(গ) আমাদের দেশের জাতীয় পতাকার নিচে আছে _____________________ (নীল / গেরুয়া / সবুজ রঙ।
উত্তর- সবুজ
৪। আমাদের দেশের জাতীয় পতাকার ছবি আঁকো। ২
February Model Activity Task Class 1 Part 2 Sangjog Sthapone Sakhamota
ফেব্রুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 1 Part 2 সংযোগ স্থাপনে সক্ষমতা
Model Activity Task Class 1 Part 10 Sangjog Sthapone Sakhamota
১। নীচের পাঠটি পড়ো ও কয়েকটি কথায় লেখো : ১×২=২
রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি। জবা ফুল তোলে। বেল ফুল তোলে। বেল ফুল সাদা।
(ক) কার পরনে লাল শাল?
উত্তরঃ রামের পরনে লাল শাল।
(খ) পাঠটিতে সাদা ও লাল ফুলের নাম কী কী?
উত্তরঃ সাদা ফুলের নাম হল বেল ফুল এবং লাল ফুলের নাম হল জবা ফুল।
সমন্বয় সাধনে সক্ষমতা
২। দাগ দিয়ে মেলাও : ১×৩=৩
উত্তরঃ
সমস্যা সমাধানে সক্ষমতা
৩। ছবি দেখে ফাঁকা জায়গায় কথা লেখো : ১
(খ) ফাঁকা জায়গায় সংখ্যা লেখো: ৩
উত্তরঃ
মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা
৪। নীচের ছবিটি রঙ করো ও ব্যাঙের ক’টি পা লেখো: ১
উত্তরঃ ব্যাঙের চার টি পা।
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের February Model Activity Task Class 1 Part 2 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে।
তোমাদের এই February Model Activity Task Class 1 Part 2 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।
February Model Activity Task Class 1 Part 2
প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের Pdf Book Download করতে নিচে ক্লিক করো :
আগের প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক :
January Model Activity Task Class 1 Part 1