মডেল একটিভিটি টাস্ক

[ New ] January Model Activity Task Class 4 Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 Free

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা, Happy New Year 2022 |

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে চতুর্থ শ্রেণীর জন্য নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক (January Model Activity Task Class 4 Part 1) দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত স্কুল আপাতত বন্ধ আছে। স্কুল খুললে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের জমা দিতে হবে। তোমাদের জন্য এই পোস্টে আমাদের ওয়েবসাইটে চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। খুব ভালো করে উত্তর গুলি পড়ে তারপরে খাতায় উত্তর গুলি লিখবে।

চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।

আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তীকালে যদি চতুর্থ শ্রেণীর জন্য নতুন কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 4 Part 2) দেওয়া হয় আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

2022 January Model Activity Task Class 4 Part 1 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

চতুর্থ শ্রেণি

বাংলা

পূর্ণমান : ১৫

January Model Activity Task Class 4 Part 1 Bengali

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 1 বাংলা

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩

১.১ কবি ‘দিলখোলা’ হয়েছেন যার উপদেশে

(ক) আকাশ

(খ) বায়ু

(গ) বাতাস

(ঘ) খোলা মাঠ

উত্তর- (ঘ) খোলা মাঠ

১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে

(ক) সাগর

(খ) মাটি

(গ) সূর্য

(ঘ) ঝরনা

উত্তর- (গ) সূর্য

১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন—

(ক) সহিষ্ণু হতে

(খ) কর্মী হতে

(গ) কঠোর হতে

(ঘ) উদার হতে

উত্তর- (গ) কঠোর হতে

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :  ১×৩=৩

২.১ ‘আমায় দিল ভিক্ষা’। — কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন?

উত্তর- কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামবনানীর কাছ থেকে পাওয়া সরসতার ভিক্ষার কথা বলেছেন।

২.২ ‘মৌন’ শব্দের অর্থ কী?

উত্তর- মৌন শব্দের অর্থ হল নীরব থাকা বা চুপ থাকা ।

২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?

উত্তর- কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেন ।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬

৩.১ ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন?

উত্তর- ‘সবার আমি ছাত্র ‘ কবিতায় কবি সুনির্মল বসু বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র লাভ করেছেন।

৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে?

উত্তর- শিক্ষা ও জ্ঞানের সাহায্যে নিজের অন্তরকে ভরিয়ে তোলার শিক্ষা দিয়েছেন সাগর কবিকে।

৩.৩ ‘সন্দেহ নাই মাত্র’। – কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই?

উত্তর- কবি সুনির্মল বসু  এই পৃথিবীর বিরাট খাতার পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখছেন, সেই বিষয়ে কবির কোন সন্দেহ নেই।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো : ৩

‘বিশ্বজোড়া পাঠশালা মোর, / সবার আমি ছাত্র

– ‘সবার আমি ছাত্র’ কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো।

উত্তর- কবি সুনির্মল বসু ” সবার আমি ছাত্র” কবিতায় সমগ্র বিশ্বকে একটি পাঠশালা হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন এই প্রকৃতির আকাশ, বাতাস, পাহাড়, সূর্য, চন্দ্র, সাগর, নদী, মাটি, পাথর, ঝরনা, বনভূমি প্রত্যেকের থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে । আমরা পাঠশালায় যেভাবে জ্ঞান লাভ করে থাকি ঠিক সেভাবেই এই গোটা বিশ্ব প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই কবি বিশ্বপ্রকৃতির এই শিক্ষালয় থেকে প্রতিনিয়ত কিছু না কিছু জ্ঞান আহরণ করে চলেছেন। আর এমন ভাবেই সমগ্র বিশ্ব কবির কাছে পাঠশালা হয়ে উঠেছে।

MODEL ACTIVITY TASK

CLASS-IV

ENGLISH

Full Marks: 15

January Model Activity Task Class 4 Part 1 English

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 1 ইংরেজি

Activity-1

Write the past forms of the following verbs: 1×3 = 3

a) act :

Ans: acted

b) like :

Ans: liked

c) lift :

Ans: lifted

Activity-2

Fill in the by choosing the correct words given in brackets: 1×2 = 2

a) Students can __________________ (sees /see) the blackboard.

Ans:  see

b) He____________________ (like/likes) to sing.

Ans: likes

Activity-3

Write the sounds made by the following animals : 1 x 2 =2

a) lion :

Ans: roar

b) sheep :

Ans: bleat

Activity 4

Write four sentences about a Tiger     8

Ans:

 THE TIGER

(a) A tiger is a wild animal.

(b) It is a carnivorous animal.

(c) The cry of a tiger is called roar.

(d) A baby tiger is called cub.

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

চতুর্থ শ্রেণি

আমাদের পরিবেশ

পূর্ণমান : ১৫

January Model Activity Task Class 4 Part 1 Amader Paribesh

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 1 আমাদের পরিবেশ

১. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩

১.১ সাপ __________________ খায়।

উত্তর- ব্যাঙ

১.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো ____________________।

উত্তর- গিরগিটি

১.৩ মাছের সারা গায়ে __________________ থাকে।

উত্তর- আঁশ।

২. ঠিক বাক্যের পাশে ‘ image 48 ’ আর ভুল বাক্যের পাশে ‘ x ’ চিহ্ন দাও : ১× ৩ = ৩

২.১ পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়।

উত্তর- ঠিক, image 48

২.২ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলো জীব।

উত্তর- ভুল , x

২.৩ শামুকের শরীর নরম।

উত্তর- ঠিক, image 48

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৩ = ৬

৩.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো।

উত্তর- পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে – এমন দুটি প্রাণী হল রয়েল বেঙ্গল টাইগার ও একশিঙ্গ গন্ডার।

৩.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো।

উত্তর- মিল – প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে। তাই দুজনে উড়তে পারে।

 অমিল – প্রজাপতির শুঁড় আছে কিন্তু পাখির শুঁড় নেই।

৩.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর- মাছের দুটি বৈশিষ্ট্য হলো –

ক) মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে।

খ) জলে সাঁতার কাটার জন্য মাছ তার শরীরের নানা রকমের পাখনা গুলোকে ব্যবহার করে থাকে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ১ × ৩ = ৩

৪.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর- জীবের তিনটি বৈশিষ্ট্য হলো

ক) জীবের জন্ম ও মৃত্যু আছে।

খ) জীব এক স্থান থেকে অন্য স্থানে  চলাফেরা করতে পারে।

গ) জীব নিজের বংশবিস্তার করতে পারে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক – জানুয়ারি-২০২২

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

চতুর্থ শ্রেণি

পূর্ণমান-১৫

January Model Activity Task Class 4 Part 1 Swasthyo o Sharirsikkha

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 1 স্বাস্থ্য ও শারীর শিক্ষা

স্বাস্থ্য সচেতনতার অ আ… কখ…

১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো : ১×১৫ = ১৫

(ক) অসুখ বড়ো বিচ্ছিরি ভাই,

অসুখকে তাই  _________________ চাই।

উত্তর- এড়াতে

(খ) আমাশয় বা _________________রোগে,

ছেলেমেয়ে বড়োই ভোগে।

উত্তর- পেটের

(গ) ঈযৎ আলোয় পড়তেও নেই,

_________________ ক্ষতি করতেও নেই।

উত্তর- চোখের

(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে,

পাতে কি _________________ খাওয়া চলে?

উত্তর- নুন

(ঙ) ঋতু-বদল খেয়াল রেখো,

_________________ তখন থেকো।

উত্তর- সাবধানেতে

(চ) __________________ জিনিসটা কী,

নতুন করে বলব তাকি?

উত্তর- ও. আর. এস

(ছ) ঔষধ যদি খেতেই চাও,

_________________ আগে দেখাও।

উত্তর- ডাক্তারকে

(জ) ঘুমোতে ভাই যখনই যাও,

__________________ টাঙিয়ে নাও।

উত্তর- মশারিটা

(ঝ)_________________দেওয়া সব খাবার কিনে,

মরতে কি চাও দিনে দিনে?

উত্তর- রঙ

(ঞ) চোখের রোগের ধরন নানা,

ছানি পড়া বা ___________________।

উত্তর- রাতকানা

(ট) ছাতু ছোলা যত খাবে,

__________________ তো ততই পাবে।

উত্তর- প্রোটিনও

(ঠ) জিভে যখন ময়লা জমে,

__________________তখন কমে।

উত্তর- হজম শক্তি

(ড) ঝরনার জল কাজে লাগে,

শরীর _________________ ভালো রাখে।

উত্তর- স্বাস্থ্য

(ঢ) টাটকা __________________ খেয়ে তো নাও,

সুস্থ যদি থাকতেই চাও।

উত্তর- খাবার

(ণ) ডায়ারিয়ায় __________________ হয়,

ও.আর.এস-এই সারে নিশ্চয়।

উত্তর- জলাভাব

শব্দঝুড়ি : এড়াতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ও.আর.এস. ডাক্তারকে, মশারিটা, রঙ, রাতকানা, প্রোটিনও, হজমশক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক – জানুয়ারি-২০২২

গণিত

চতুর্থ শ্রেণি

পূর্ণমান-১৫

January Model Activity Task Class 4 Part 1 Math

জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 1 গণিত

0d47378ba78b496fb3f05fb72ca59205 0001
0d47378ba78b496fb3f05fb72ca59205 0002

চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের January Model Activity Task Class 4 Part 1 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই January Model Activity Task Class 4 Part 1 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।

January Model Activity Task Class 4 Part 1

চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের Pdf Book Download করতে নিচে ক্লিক করো :

আগের চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক : January Model Activity Task Class 4 Part 1

Final Model Activity Task Class 4 Part 8

September Model Activity Task Class 4 Part 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!