[ New ] January Model Activity Task Class 5 Part 1 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 Free
আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা, Happy New Year 2022 |
নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে পঞ্চম শ্রেণীর জন্য নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক (January Model Activity Task Class 5 Part 1) দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত স্কুল আপাতত বন্ধ আছে। স্কুল খুললে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের জমা দিতে হবে। তোমাদের জন্য এই পোস্টে আমাদের ওয়েবসাইটে পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। খুব ভালো করে উত্তর গুলি পড়ে তারপরে খাতায় উত্তর গুলি লিখবে।
পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।
আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তীকালে যদি পঞ্চম শ্রেণীর জন্য নতুন কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 5 Part 2) দেওয়া হয় আর সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।
2022 January Model Activity Task Class 5 Part 1 All Subject
- 2022 January Model Activity Task Class 5 Part 1 All Subject
- January Model Activity Task Class 5 Part 1 Bengali
- জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 বাংলা
- January Model Activity Task Class 5 Part 1 English
- জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 ইংরেজি
- January Model Activity Task Class 5 Part 1 Amader Paribesh
- জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 আমাদের পরিবেশ
- January Model Activity Task Class 5 Part 1 Swasthyo o Sharirsikkha
- জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 স্বাস্থ্য ও শারীর শিক্ষা
- January Model Activity Task Class 5 Part 1 Math
- জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 গণিত
January Model Activity Task Class 5 Part 1 Bengali
জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 বাংলা
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩
১.১ ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়ো এসেছেন।
(ক) শরৎকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তর- (খ) শীতকালে
১.২ ‘দেখবি যদি জলদি আয়।’ ‘জলদি’ শব্দের অর্থ
(ক) ভোরবেলায়
(খ) তাড়াতাড়ি
(গ) ছুটে
(ঘ) ঘুম থেকে উঠে
উত্তর- (খ) তাড়াতাড়ি
১.৩ ‘প্রখর প্রত্যুষে’। ‘প্রখর’ শব্দের অর্থ
(ক) কনকনে
(খ) অসহ্য
(গ) তীব্র
(ঘ) আরামদায়ক
উত্তর- (গ) তীব্র
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩
২.১ গল্পবুড়োর তল্পিটি কোথায় রয়েছে ?
উত্তর- সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়োর তল্পিটি রয়েছে তার কাঁধে।
২.২ গল্পবুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে ?
উত্তর- গল্পবুড়োর ঝোলায় সার-বাঁধা কড়ির পাহাড়ের গল্প রয়েছে।
২.৩ ‘এই থলেতে বন্দিনি।’ – থলেতে কে ‘বন্দিনি’ অবস্থায় আছে ?
উত্তর- গল্পবুড়োর থলেতে কেশবর্তী নন্দিনী বন্দিনি অবস্থায় রয়েছে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৩=৬
৩.১ গল্পবুড়ো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন ?
উত্তর- সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়ো ভোর বেলায় গল্প শোনাতে আসেন।
৩.২ গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে কেন?
উত্তর- সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতায় “রূপকথা চাই, রূপকথা” বলে চেঁচিয়ে চেঁচিয়ে গল্পবুড়োর মুখে ব্যথা হয়েছে।
৩.৩ ‘বলব নাকো রূপকথা।’ —গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না ?
উত্তর- সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়োর ডাক শুনে যারা যারা শীতের সকালে তার কাছে আসছে না তারা তার শত্রু। তাই তিনি তাদের রূপকথার গল্প শোনাবেন না বলেছেন ।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো : ৩
গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো।
উত্তর- সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়োর ঝোলায় বিভিন্ন রকমের মন ভোলানো রূপকথার গল্প রয়েছে। এই সমস্ত গল্পে রয়েছে দত্যির গল্প, দানবের গল্প, যক্ষিরাজের গল্প, রাজপুত্রের গল্প, পক্ষীরাজের গল্প, সার-বাঁধা কড়ির পাহাড়ের গল্প। কখনও সেই গল্পে রয়েছে চোখ ধাঁধানো হীরা মানিক সোনার কাঠির কথা, কখনও বা ময়নামতির টলটলে জল, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট কেশবর্তী নন্দিনী ইত্যাদির কথা । তাই তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন “রূপকথা চাই, রূপকথা” ।
January Model Activity Task Class 5 Part 1 English
জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 ইংরেজি
Activity-1
Fill in the table appropriately:
Masculine Gender | Feminine Gender |
Ox | |
Queen | |
Man |
Ans:
Masculine Gender | Feminine Gender |
Ox | Cow |
King | Queen |
Man | Woman |
Activity-2
Change the Singular numbers to Plural numbers of the following words: 1×3=3
a) baby :
Ans: babies
b) mosquito :
Ans : mosquitoes
c) dog :
Ans: dogs
Activity-3
Identify the subject and the predicate of the following sentences and write them in table given below: 1×3=3
(i) Her hair was grey.
(ii) She went near the teacher and touched his feet
(iii) This coin is worth much more than those thousands
Subject | Predicate |
Ans:
Subject | Predicate |
Her hair | was grey |
She | went near the teacher and touched his feet |
This coin | is worth much more than those thousands |
Activity-4
Suppose you have seen a magic show. Write three sentences about the show. 6
Ans: Last Saturday, I had a chance to see a magic show. My father had got tickets for the evening show and he gave me a surprise. I went with my parents and we waited eagerly for the show to begin. The curtains on the stage lifted and the magician entered on the stage and he introduced himself and the show began.
January Model Activity Task Class 5 Part 1 Amader Paribesh
জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 আমাদের পরিবেশ
১. ঠিক বাক্যের পাশে চিহ্ন ‘ ’ আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও: ১×৩=৩
১.১ ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়।
উত্তর- ভুল, x
১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া।
উত্তর- ঠিক,
১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে।
উত্তর- ভুল, x
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো : ১×৩=৩
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ মেলানিন ২.২ হিউমেরাস ২.৩ ফিমার | ক) হাতের হাড় খ) লিগামেন্ট গ) ত্বক ঘ) পায়ের হাড়ঁ |
উত্তর-
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
২.১ মেলানিন | গ) ত্বক |
২.২ হিউমেরাস | ক) হাতের হাড় |
২.৩ ফিমার | ঘ) পায়ের হাড়ঁ |
খ) লিগামেন্ট |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২×৩=৬
৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো।
উত্তর- মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড়ঁ থাকে তাদের নাম হলো রেডিয়াস এবং আলনা।
৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনো দুটো কাজের উল্লেখ করো।
উত্তর- আমাদের পেশি যে সব কাজ করতে আমাদের সাহায্য করে তার দুটো কাজ হলো –
(i) লেখার সময় পেশীর সাহায্য লাগে।
(ii) জিভ হলো একপ্রকার পেশী। খাবার ওলোট পালোট করার সময় ও খাবার গিলতে জিভ সাহায্য করে।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী?
উত্তর- আমাদের সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য রক্ত পৌঁছে দেয়। ওষুধ খেলে সেই ওষুধের কণা গুলি রক্তের সঙ্গে গুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। এইভাবে রক্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩×১=৩
হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?
উত্তর- হাড়ের জোড় না থাকলে আমাদের বিভিন্ন
অসুবিধা হতো । যেমন –
ক) হাড়ের জোড় না থাকলে খেলাধুলা করা যেতনা।
খ) হাঁটাচলা ও বিভিন্ন কাজ করা যেত না।
গ) হাত দিয়ে কিছু ধরা যেত না।
January Model Activity Task Class 5 Part 1 Swasthyo o Sharirsikkha
জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 স্বাস্থ্য ও শারীর শিক্ষা
অনুকরণ জাতীয় খেলা—কৃষিকাজ
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো : ১ × ১৫ = ১৫
(ক) ________________ বাঙালির প্রিয়
চাল থেকে হয় ভাত,
___________________ চাষ করে
খাটে জানি দিন রাত।
উত্তর- ভাত, কৃষকেরা
(খ) শুকনো যে আছে _________________
চাষিরা তো নেমে পড়ে,
________________ ব্যবহারে
মাটি উর্বর করে।
উত্তর- মাঠ, লাঙলের
(গ) সারাদিন কত কাজ
নেই তার ___________________ ঘুম,
এই বুঝি শুরু হয়
_______________ মরশুম।
উত্তর- চোখে, বর্ষার
(ঘ) ওইতো ________________নামে
টাপুর টুপুর টুপ,
চাষিরা কি তার ঘরে
এখনও থাকবে ___________________ ?
উত্তর- বৃষ্টি, চুপ
(ঙ) _________________ বোনা হল শুরু
মাঠখানা ঘুরে ঘুরে,
বীজ _________________ কাজ
সারা হল মাঠ জুড়ে।
উত্তর- বীজ, ছড়ানোর
(চ) বর্ষার বৃষ্টিতে
মাটিখানা গেল ___________________ ,
জমি হল __________________
চাষি ভাই করে কী যে!
উত্তর- ভিজে, উর্বর
(ছ) মাটির _________________ হবে
ধান রোপণের কাজ,
বড়ো ব্যস্ততা তার
নাওয়া __________________ নেই আজ।
উত্তর- গর্ভে, খাওয়া
(জ) বঝলমলে সোনা ___________________
আকাশটা ঝলমল,
সোনালি ধানের __________________
আজ বড়ো চঞ্চল।
উত্তর- রোদে, খেত
(ঝ) _________________ এসেছে মাঠে
খুশিতে আত্মহারা,
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই __________________ পাড়া।
উত্তর- চাষীরা, পাড়া
(ঞ) ___________________ এসেছে মাঠে
খুশিতে আত্মহারা,
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই __________________
উত্তর- চাষীরা, পাড়া
(ট) চাষিরা যে কত __________________
খুশিতে ভরেছে মন,
দু মুঠো জুটবে ভাত
ভাবছে ___________________।
উত্তর- খুশি, সারাক্ষণ
(ঠ) লোকজন ছুটে গেল
___________________ কোণে আজ,
শুরু হল ওই দ্যাখো
ধান ___________________ কাজ।
উত্তর- উঠোনের, ঝাড়াইয়ের
(ড) ধান ___________________ ফেলা হল
রাশি রাশি __________________ ধান,
বাইরে রাখলে সব
হয়ে যাবে ম্রিয়মাণ।
উত্তর- ঝেড়ে, সোনা
(ঢ) তাই সব _________________ আজ
মড়াইয়েতে পেল স্থান,
কৃষকের ঘরে আজ
ফিরে __________________ সম্মান।
উত্তর- ধান, এলো
(ণ) এত যে ___________________
ধন্য যে হল আজ,
ঢেঁকিতেই শুরু ওই
ধান __________________ কাজ।
উত্তর- পরিশ্রম, ভাঙানোর
শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বর্ষার, বীজ, ছড়ানোর, গর্ভে, খাওয়া, রোদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সোনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বরা, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানোর।
January Model Activity Task Class 5 Part 1 Math
জানুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 1 গণিত
পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের পাঠন পাঠনের জন্য আমাদের Youtube Channel ভিজিট করে Subscribe করে রাখতে পারো।
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের January Model Activity Task Class 5 Part 1 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই January Model Activity Task Class 5 Part 1 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।
January Model Activity Task Class 5 Part 1
পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের Pdf Book Download করতে নিচে ক্লিক করো :
আগের পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক : January Model Activity Task Class 5 Part 1