[New] September Model Activity Task Class 2 Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নিচে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ দ্বারা দ্বিতীয় শ্রেণীর জন্য যে September মাসের Model Activity Task Class 2 Part 6 দেওয়া হয়েছে তা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করা হলো। তোমরা এই Model Activity Task Class 2 Part 6 থেকে সমস্ত প্রশ্নের আলোচনা দেখতে পারবে। এখানে Model Activity Task Class 2 Part 6 All Subject এর সমাধান দেওয়া আছে।
আমাদের ওয়েবসাইটে সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়। পরবর্তী Model Activity Task Class 2 Part 7 সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।
Model Activity Task Class 2 Part 6 All Subject
- Model Activity Task Class 2 Part 6 All Subject
- Model Activity Task Class 2 Part 6 Sangjog Sthapone Sakhomota
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 সংযোগ স্থাপনে সক্ষমতা
- Model Activity Task Class 2 Part 6 Samanyoy Sthapone Sakhomota
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 সমন্বয় স্থাপনে সক্ষমতা
- Model Activity Task Class 2 Part 6 Somosya Samadhane Sakhomota
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 সমস্যা সমাধানে সক্ষমতা
- Model Activity Task Class 2 Part 6 Manosik o Saririk Samonyoy Sadhon
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
- Model Activity Task Class 2 Part 6 Swastho Sachetona o Khelte Khelta Sekha
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 স্বাস্থ্য সচেতন ও খেলতে খেলতে শেখা
Model Activity Task Class 2 Part 6 Sangjog Sthapone Sakhomota
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 সংযোগ স্থাপনে সক্ষমতা
১) নিচের পাঠটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর লেখ:
শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এল। ঘোর অন্ধকার। কিছু দুরে গিয়ে দেখেন, এক পোড়া মন্দির। জনপ্রাণী নেই। শক্তি বাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস।
ক) ঘন জঙ্গলের মধ্যে শক্তি বাবু আর আক্রম কি দেখতে পেলেন ?
উত্তর : ঘন জঙ্গলের মধ্যে শক্তি বাবু ও আক্রম দেখতে পেলেন একটি পোড়া মন্দির।
খ) শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন ?
উত্তর : শক্তিবাবু পোড়া মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন।
গ) তিনি কি আহার করলেন ?
উত্তর : তিনি লুচি, আলুর দম এবং পাঁঠার মাংস আহার করলেন।
২) অর্থ লেখো :
(ক) ঘন = গভীর
(খ) পোড়ো = মন্দির
৩) (ক) Fill in the blanks with correct verb forms:
Yesterday | Today | |
(i) | I worked in the garden. | I work in the garden. |
(ii) | They played with me. | They play with me. |
(iii) | We enjoyed the food. | We enjoy the food. |
(iv) | My parents started for the market. | My parents start for the market. |
(v) | You talked to me. | You talk to me. |
(খ) Tick the correct answer.
(i) (It / There) is a garden in our school.
Ans: There is a garden in our school.
(ii) (It / There) is Sunday today.
Ans: It is Sunday today.
৪) সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো:
(ক) একটি দোকানে ১২টি লাল টুপি ও ১৬ টি সবুজ টুপি আছে। দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি আছে?
উত্তর:
দোকানে লাল টুপি আছে ১২ টি
দোকানে সবুজ টুপি আছে ১৬ টি
_____________________________
মোট দোকানে টুপি আছে ২৮ টি
(খ) আমাদের বাগানে ৪টি নারকেল গাছ আছে। প্রত্যেকটা গাছে ৫টি করে নারকেল হয়েছে তাহলে মোট কয়টি নারকেল আছে ?
উত্তর:
বাগানে নারকেল গাছ আছে ৪টি
প্রত্যেকটা গাছে নারকেল হয়েছে ৫টি
________________________________
মোট নারকেল আছে (৪ x ৫) = ২০ টি
(গ) স্কুলে আমার 24 জন বন্ধু। আমার জন্মদিনে তাদের প্রত্যেককে আমি ২টি করে লজেন্স দেবো। তাহলে আমার মোট কতগুলি লজেন্স লাগবে ?
উত্তর:
আমার বন্ধু আছে ২৪ জন
প্রত্যেককে লজেন্স দেবো ২টি করে
____________________x________
মোট লজেন্স লাগবে = ৪৮ টি
Model Activity Task Class 2 Part 6 Samanyoy Sthapone Sakhomota
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 সমন্বয় স্থাপনে সক্ষমতা
১) ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো :
২) বন্ধনী থেকে একই অর্থবিশিষ্ট শব্দ দিয়ে শূন্যস্থান বসাও :
(ক) ছেলে পুত্র
(খ) ফুল পুষ্প
(গ) মাথা মস্তক
(ঘ) রাত রাত্রি
(ঙ) দাম মূল্য
(মস্তক, মূল্য, রাত্রি, পুত্র, পুষ্প)
৩) Select words from each column and construct sentences:
৪) ‘ ক ‘ স্তম্ভের সাথে ‘ খ ‘ আর ‘ খ ‘ স্তম্ভের সাথে ‘ গ ‘ দাগ দিয়ে মেলাও :
Model Activity Task Class 2 Part 6 Somosya Samadhane Sakhomota
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 সমস্যা সমাধানে সক্ষমতা
১.১) নিচের শব্দগুলির কে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করো।
ক) জল
খ) সবুজ
গ) বৃষ্টি
ক) জল =
জল মানে জীবন ।
আমি জল খাব।
নদীতে অনেক জল।
খ) সবুজ :
সবুজ রংটা দাও।
আমি সবুজ রংয়ের জামা নেব।
পাতার রং সবুজ।
গ) বৃষ্টি:
বৃষ্টি পড়ছে।
খুব বৃষ্টি পড়ছে।
আজ খুব বৃষ্টি।
১.২) নিচের শব্দগুলির থেকে যুক্তব্যঞ্জন খুঁজে ও তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো :
(ক) গুঞ্জন খ) বাস্তব গ) দক্ষ
ক) গুঞ্জন = ঞ্জ – অঞ্জন
খ) বাস্তব = স্ত – পুস্তক
গ) দক্ষ = ক্ষ – ক্ষমতা
২) বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে কি কি করা হয় তা নিয়ে কয়েকটা বাক্য লেখো :
প্রতিবছর ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে আমাদের বিদ্যালয়ের সাথে পতাকা উত্তোলন করা হয়ে থাকে। তার সাথে জাতীয় সংগীত গাওয়া হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি।
৩) Fill in the table :
About Me | What I do | I am | |
(i) | Float in the sky. Take many shapes. | Bring rain. | Cloud |
(ii) | Ball of fire. Shine in the sky. | Give light and heat. | Sun |
(iii) | Looks small. Can be seen in the sky at night. | Twinkle like diamonds. | Star |
৩.২) Correct the following sentences :
(ক) That are running cars.
Ans: Those are running cars.
(খ) This are our favourite places.
Ans: This is our favourite place.
৪) সমাধান করো :
(ক) ২৪ জন লোক নদীর পারে দাঁড়িয়ে আছে। তিনটে নৌকা ঘাটে বাঁধা আছে। প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। তাহলে প্রতিটি নৌকায় কতজন লোক উঠবে ?
(খ) আজ আমরা বাগানে ৩২তা ছাড়া লাগাবো। যদি বাবা, মা,আমি আর ভাই সমান সংখ্যক গাছ লাগাই, তাহলে এক একজন কটা করে গাছ লাগবে ?
(গ) আফরুজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে ৬ ডজন পাকা কলা কিনল। ১ দুজনে ১২ টা থাকে। তাহলে মোট কটা কলা কিনলো ?
(ঘ) আজ বাগান থেকে রাজু মোট ৩৬০ টি আম এনেছে। আমগুলি বাক্সে ভরতে হবে। প্রত্যেকটা বাক্সে ৩০টা করে আম ভরা যাবে। তাহলে কয়টা বাক্স লাগবে ?
Model Activity Task Class 2 Part 6 Manosik o Saririk Samonyoy Sadhon
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
১) ছবিগুলো আঁকো, রং করো এবং প্রতিটি ছবির ওপর তিনটি করে বাক্য লেখো। ( ২ + ২ + ১ = ৫ )
আমি ফুল খুব ভালোবাসি।
হলুদ ফুল আমার খুব পছন্দ।
ফুল দিয়ে আমি মালা তৈরী করি।
মাছ জলে থাকে।
পুকুরে মাছ চাষ করা হয়।
ইলিশ মাছ আমার খুব প্রিয়।
পাখি গাছের ডালে বাসা তৈরী করে।
পাখির দুটি ডানা থাকে।
কোকিল পাখির ডাক খুব সুন্দর।
২) Draw the picture of a school. Write three sentences on the school. ( ২ + ২ + ১ = ৫ )
This is my school.
My School name is .
There is a playground in our school.
৩) ১২টা বল আছে। ছবি এঁকে দেখাও কিভাবে দুটো ঝুড়িতে সমান সংখ্যক বল রাখা যাবে। (২)
Model Activity Task Class 2 Part 6 Swastho Sachetona o Khelte Khelta Sekha
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 6 স্বাস্থ্য সচেতন ও খেলতে খেলতে শেখা
//***
১ । ঠিক শব্দগুলির পাশে দাও।
(ক) যিনি অসহায় তাকে করে সুখী হবো।
(i) উপকার /(ii) অপকার
(খ) এসো শত্রু নয় ___________ হই।
(i) শত্রু /(ii) বন্ধু
(গ) কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে ________ করে।
(i) জিভ দিয়ে /(ii) কুলকুচি
(ঘ) বেশি মাত্রায় টিভি,মোবাইল বা কম্পিউটার কাজ করলে __________ ক্ষতি হতে পারে
(i) চোখের /(ii) ত্বকের
(ঙ) _________ বেড়ে উঠলে সময়মতো কাটতে হবে ।
(i) দাঁত /(ii) নখ
(চ) যেকোনো জায়গায় __________ ফেললে অন্যকে রোগজীবাণু দেওয়া হয়।
(i) মাটি /(ii) থুথু
(ছ) বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে ___________ ধুতে হবে।
(i) হাত-পা /(ii) কাগজপত্র
(জ) _________ রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে ।
(i) পরিবেশ /(ii) দূষণ
২। ভুল বাক্যের পাশে চিহ্ন দাও এবং ঠিক বাক্যের পাশে চিহ্ন দাও।
(ক) শরীর সুস্থ রাখতে বেশি করে মশলাদার খাবার খেতে হবে।
(খ) নিয়মিত এখন সাবান দিয়ে হাত পা ধোয়া ও মাস্ক ব্যবহার করতে হবে।
(গ) নোংরা জামাকাপড় থেকে রোগ ছড়ায়।
(ঘ) যেকোনো জায়গায় কাটা ফল দেখলেই খেতে হবে।
৩। একটি বাক্যে উত্তর দাও।
(ক) খেলাধুলা করবে কেন ?
উত্তর : খেলাধুলা করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। তাই খেলাধুলা করবো
(খ) কানের যত্ন নিতে কি করবে ?
উত্তর : কানের যত্ন নিতে নিয়মিত কান পরিষ্কার করবো।
(গ) পরিবারের কাজে সাহায্য করতে বললে, তুমি কি করবে ?
উত্তর : পরিবারের কাজে সাহায্য করতে বললে আমি সেই কথা শুনে কাজ করবো।
৪। বামদিকের সাথে ডানদিক মিলিয়ে দেখাও :
উপরের Model Activity Task Class 2 Part 6 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই Model Activity Task Class 2 Part 6 কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে।
এটি তোমাদের ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে স্কুলে জমা দিতে বলা হয়েছে তাই জন্য এটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে Whatsapp, Facebook ইত্যাদিতে শেয়ার করে দিও।
আগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক :