[ New ] Final Model Activity Task Class 2 Part 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক Free
আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমরা আবারো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা দ্বিতীয় শ্রেণি জন্য October মাসে Model Activity Task Class 2 Part 8 দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন বিষয় থেকে দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার জন্য এটির ( Model Activity Task Class 2 Part 8 ) সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( Model Activity Task Class 2 Part 8 ) থেকে হয়তো তোমাদের পরবর্তী পরীক্ষার মূল্যায়ন হতে পারে তাই এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক খুব গুরুত্ব সহকারে করবে।
আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী Model Activity Task Class 2 Part 9 সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।
Final Model Activity Task Class 2 Part 8 All Subject
- Final Model Activity Task Class 2 Part 8 All Subject
- Model Activity Task Class 2 Part 8 Sangjog Sthapone Sakhomota
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 সংযোগ স্থাপনে সক্ষমতা
- Model Activity Task Class 2 Part 8 Samonoy Sthapone Sakhomota
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 সমন্বয় স্থাপনে সক্ষমতা
- Model Activity Task Class 2 Part 8 Samosya Samadhane Sakhomota
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 সমস্যা সমাধানে সক্ষমতা
- Model Activity Task Class 2 Part 8 Manosik o Saririk Samanoy Sadhan
- মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
Model Activity Task Class 2 Part 8
Model Activity Task Class 2 Part 8 Sangjog Sthapone Sakhomota
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 সংযোগ স্থাপনে সক্ষমতা
(১) নীচের পাঠটি পড় এবং প্রশ্নগুলির উত্তর লেখো : ২ x ২ = ৪
শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এল। ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন, এক পোড়ো মন্দির। জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুরদম আর পাঁঠার মাংস।
ক) ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কী দেখতে পেলেন?
উত্তর : ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম একটি পোড়া মন্দির দেখতে পেলেন।
খ) শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন?
উত্তর: শক্তিবাবু পোড়ো মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন।
2) Tick the correct answer : ১ x ২ = ২
(i) (It/There) is a garden in our school.
উত্তর : There is a garden in our school.
(ii) (It / There) is Sunday today.
উত্তর : It is Sunday Today.
৩) সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো : 1 x ২ = ২
(ক) একটি দোকানে ১২টি লাল টুপি ও ১৬টি সবুজ টুপি আছে। দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি টুপি আছে।
উত্তর :
লাল টুপি আছে ১২ টি
সবুজ টুপি আছে ১৬ টি
+
_____________________________
মোট টুপি আছে ২৮ টি
উত্তর : দুটি মিলিয়ে দোকানে মোট ২৮ টি টুপি আছে।
(খ) আমাদের বাগানে ৪টি নারকেল গাছ আছে। প্রত্যেকটা গাছে ৫টি করে নারকেল হয়েছে। তাহলে মোট কয়টি নারকেল আছে?
উত্তর :
১ টি গাছে নারকেল আছে ৫ টি
৪ টি গাছে নারকেল আছে ( ৫ x ৪ ) = ২০ টি
উত্তর : প্রত্যেকটি গাছে ৫ টি করে নারকেল হলে বাগানে মোট ২০ টি নারকেল আছে।
Model Activity Task Class 2 Part 8 Samonoy Sthapone Sakhomota
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 সমন্বয় স্থাপনে সক্ষমতা
১) ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে শব্দ গঠন করো : ১ x ২ = ২
ক)
উত্তর :
খ )
(2) Match the colours with the objects: ১×৩ = ৩
Objects | Colours | |
(i) | Tomato | red |
(ii) | Leaf | green |
(iii) | Hair | black |
৩) ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ আর ‘খ’ স্তম্ভের সাথে ‘গ’ দাগ দিয়ে মেলাও : ১×৩ = ৩
উত্তর :
Model Activity Task Class 2 Part 8 Samosya Samadhane Sakhomota
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 সমস্যা সমাধানে সক্ষমতা
১) নিচের শব্দ গুলিকে বাক্যের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করো :
ক ) জল
উত্তর:
১. জলের আরেক নাম জীবন।
২. মাছ জলে থাকে।
৩. পৃথিবীর একভাগ স্থল তিন ভাগ জল।
খ) সবুজ
উত্তর :
১. সবুজ রঙ আমার খুব প্রিয়।
২. আকাশে সবুজ রঙের ঘুড়ি উড়ছে।
৩. গাছের পাতার রঙ সবুজ।
২) Fill in the table :
About me | What I do | I am | |
(i) | Float in the sky. Take many shapes. | Bring rain. | Cloud |
(ii) | Ball of fire. Shine in the sky | Give light and heat. | Sun |
(iii) | Looks small. Can be seen in the sky at night. | Twinkle like diamonds. | Star |
৩) সমাধান করো : ২ x ২ = ৪
(ক) ২৪ জন লোক নদীর পারে দাঁড়িয়ে আছে। তিনটে নৌকা ঘাটে বাঁধা আছে। প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে। তাহলে প্রতিটি নৌকায় কতজন লোক উঠবে?
উত্তর :
২৪ জন লোক নদীর পারে দাঁড়িয়ে আছে।
ঘাটে নৌকা বাঁধা আছে ৩টে
সমান সংখক লোক উঠলে প্রতিটি নৌকায় (২৪ ÷ ৩) = ৮ জন করে লোক উঠবে।
(খ) আফরুজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে ৬ ডজন পাকা কলা কিনল। ১ ডজনে ১২টা থাকে। তাহলে মোট কটা কলা কিনল?
উত্তর :
১ ডজনে কলা থাকে ১২ টা
৬ ডজনে কলা থাকে ( ১২ x ৬ ) = ৭২ টা
উত্তর : আফরুজা মোট কলা কিনল ৭২ টা।
Model Activity Task Class 2 Part 8 Manosik o Saririk Samanoy Sadhan
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 2 Part 8 মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
১) ছবিগুলো আঁকো, রং করো এবং প্রতিটি ছবির ওপর তিনটি করে বাক্য লেখো।
উত্তর :
১) এটি একটি ফুল।
২) আমার গোলাপ ফুল খুব ভালো লাগে।
৩) পুজোতে ফুল ব্যবহার করা হয়।
উত্তর :
১) এটি একটি মাছ।
২) মাছ জলে থাকে।
৩) আমি ছিপে করে মাছ ধরি।
উত্তর :
১) এটি একটি পাখি।
২) পাখি আকাশে উড়তে পারে।
৩) পাখিরা ফল ও পোকামাকড় খায়।
২) Draw the picture of a school. Write three sentences on the school.
- My school name is Saradapalli Vidyapith.
- It is located beside the playground.
- I read in class 2 .
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো।
(ক) আমার প্রতিজ্ঞা
সব কাজে সব খানে যেন হই সৎ,
ভালো হয়ে চলবই নিয়েছি _____________
(i) শপথ (ii) প্রতিজ্ঞা
উত্তর: (i) শপথ
(খ) আমার প্রতিজ্ঞা :
সব জাতি ধর্মকে
দেব সম্মান,
_______________ যে একজাতি আর এক প্রাণ।
(i) সকলে (ii) আমরা
উত্তর : (ii) আমরা
(গ) সুস্বাস্থ্য:
শরীর ও _________________ যদি তুমি
সুস্থ রাখতে চাও।
(i) স্বাস্থ্য (ii) মন
উত্তর : (ii) মন
(ঘ) সুস্বাস্থ্য :
সময়মতো ________________ এবং
নিয়মমতো খাও।
(i) পড়ো (ii)ঘুমাও
উত্তর : (ii)ঘুমাও
(ঙ) সুস্বাস্থ্য :
পড়ালেখার পাশাপাশি
করবে _______________________।
(i) খেলাধুলো (ii) গল্পগুলো
উত্তর : (i) খেলাধুলো
(চ) সুস্বাস্থ্য:
মনের থেকে দূরে রাখবে
_________________ ভাবনাগুলো।
(i) মন্দ (ii) দন্দ্ব
উত্তর : (i) মন্দ
(ছ) সুস্বাস্থ্য :
স্নান করবে, হাত পা ____________
পোশাক পরবে ঠিক,
(i) ধোবে (ii) ঘষবে
উত্তর : (i) ধোবে
জ) সুস্বাস্থ্য :
_______________ চলবে যখন
দেখবে চতুর্দিক।
(i) ঘরের মধ্যে (ii) রাস্তাঘাটে
উত্তর : (ii) রাস্তাঘাটে
(ঝ) সুস্বাস্থ্য :
শরীরটাকে ফিট রাখতে
_____________ যোগাসন,
(i) করবে (ii) দেখবে
উত্তর : (i) করবে
(ঞ) সুস্বাস্থ্য :
বাবা __________________ কথা শুনে
চলবে সারাক্ষণ।
(i) ভাইয়ের (ii) মায়ের
উত্তর : (ii) মায়ের
(ট) দাঁতের যত্ন :
দাঁতে _______________ রোগ হতেই পারে
তাই বলি বারবার
নিয়মিত করতে হবে
দাঁত ________________________ ।
(i) ক্ষয়, পরিষ্কার (ii) নয়, পরিষ্কার
উত্তর : (i) ক্ষয়, পরিষ্কার
(ঠ) চোখের যত্ন :
_________________ আছে বলেই যেন
আমরা দেখতে পাই, চোখের মতো _________________ আর
কোনো কিছুই নাই।
(i) দাঁত, দামি (ii) চোখ, দামি
উত্তর : (ii) চোখ, দামি
(ড) নখ ও চুলের যত্ন :
(i) নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ,
নয়তো রোগ বা অসুখ হলে _________ ভয়ানক।
(i) বিপদ (ii) আনন্দ
উত্তর : (i) বিপদ
(ঢ) হাঁচি ও কাশি :
হাঁচি আর __________________,
থাকে পাশাপাশি।
যদি হয় রোগ,
বাড়ে দুর্ভোগ।
(i) কাশি (ii) জ্বর
উত্তর : (i) কাশি
ত) কানের যত্ন :
যানবাহনের বিকট ________________,
সহ্য হয় না আর,
কারখানারও তীব্র শব্দ
করবে পরিহার।
(i) আওয়াজ (ii)শব্দ
উত্তর : (ii)শব্দ
(থ) ত্বকের যত্ন :
খোসা – পাঁচড়া ছোয়াচে রোগ –
সাবধানেতে থাকো,
চর্মরোগে নিজেরই ক্ষত
___________________ করে রাখো।
(i) আড়াল (ii) ওষুধ
উত্তর : (i) আড়াল
২ । ঠিক শব্দ গুলির পাশে দাও
(ক) যিনি অসহায় তাকে _____________ করে সুখী হবো।
(i) উপকার / (ii) অপকার
উত্তর : (i) উপকার
(খ) এসো শত্রু ___________ হই।
(i) শত্রু / (ii) বন্ধু
উত্তর : (ii) বন্ধু
(গ) কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে _____________ করে।
(i) জিভ দিয়ে / (ii) কুলকুচি
উত্তর : (ii) কুলকুচি
(ঘ) বেশি মাত্রায় টিভি মোবাইল বা কম্পিউটারে কাজ করলে _______________ ক্ষতি হতে পারে।
(i) চোখের / (ii) ত্বকের
উত্তর : (i) চোখের
(ঙ) বেড়ে উঠলে সময়মতো কাটতে হবে।
(i) দাঁত / (ii) নখ
উত্তর : (ii) নখ
(চ) যেকোনো জায়গায় __________ ফেললে অন্যকে রোগজীবাণু দেওয়া হয়।
(i) মাটি / (ii) থুথু
উত্তর : (ii) থুথু
(ছ) বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে ______ ধুতে হবে।
(i) হাত-পা / (ii) কাগজপত্র
উত্তর : (i) হাত-পা
(জ) __________রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে।
(i) পরিবেশ / (ii) দূষণ
উত্তর : (ii) দূষণ
৩ । বামদিকের সাথে ডানদিক মিলিয়ে দেখাও :
উত্তর :
উপরের Model Activity Task Class 2 Part 8 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই Model Activity Task Class 2 Part 8 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।
Model Activity Task Class 2 Part 8
এটি তোমাদের স্কুল খোলা হলে জমা দিতে বলা হতে পারে। তাই জন্য এটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে Whatsapp, Facebook ইত্যাদিতে শেয়ার করে দিও।
Model Activity Task Class 2 Part 8
October Model Activity Task Class 2 Part 7
September Model Activity Task Class 2 Part 6