মডেল একটিভিটি টাস্ক

[ New ] October Model Activity Task Class 4 Part 7 Free | মডেল অ্যাক্টিভিটি টাস্ক

আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমরা আবারো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা চতুর্থ শ্রেণীর জন্য October মাসে যে Model Activity Task Class 4 Part 7 দেওয়া হয়েছে তার বিশদ ভাবে উত্তর সহ আলোচনা করা হলো। যেটি আশা করা যাচ্ছে পুজোর পর যখন স্কুল খোলা হলে জমা দিতে হবে আর তোমরা এই পোস্ট এ Model Activity Task Class 4 Part 7 এর সমস্ত প্রশ্নের বিষয়ভিত্তিক আলোচনা দেখতে পারবে। এখানে Model Activity Task Class 4 Part 7 All Subject এর সমাধান দেওয়া হলো।

আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর Model Activity Task খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী Model Activity Task Class 4 Part 8 সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

Model Activity Task Class 4 Part 7 All Subject

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

চতুর্থ শ্রেণি

বাংলা

Model Activity Task Class 4 Part 7

Model Activity Task Class 4 Part 7 Bengali

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 7 বাংলা

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  ২ x ৫ = ১০

১.১ ‘সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকাল। -“উবা’র পরিচয় দাও। কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়েছে?

উত্তরঃ  অমরেন্দ্র চক্রবর্তী লেখা ‘আমাজনের জঙ্গলে’ গল্পের উবা হল আমাজনের জঙ্গলে কথকের সঙ্গে পরিচয় হওয়া একটি বালক।

কথক নিজে কোথায় থাকে, কিভাবে স্কুলে যায় সেসব কথা ছবি এঁকে বোতো কে বোঝানোর চেষ্টা করে। কথক বোতো কে কলকাতার উঁচু উঁচু অট্টালিকা সম্বন্ধে ছবি এঁকে বলে। কলকাতায় স্কুল ভ্যানে করে ছোট ছোট ছেলেমেয়েরা গাদাগাদি করে স্কুলে যাচ্ছে সেই ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়ে ছিল।

১.২ ‘কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি। – বক্তা কে ? তিনি কোন ওষুধের কথা বলেছেন ?

উত্তরঃ লীলা মজুমদার রচিত ‘আলো’ নাটকে উদ্ধৃত অংশটি বক্তা হলেন নাটকের তা চরিত্র গুরুমশাই।

দাদুর পায়ের হাড় ভেঙে যাওয়ার জন্য সুসনি পাহাড়ের মাথায় হাড়ভাঙ্গা গাছের পাতার সাথে লাল মধু বেটে তৈরি করা ওষুধের কথা বলেছেন।

১.৩ ‘মাঠের বৃষ্টি বড়ো বিশাল। – সেই বৃষ্টির বিবরণ কথক কীভাবে দিয়েছে ?

উত্তরঃ মণীন্দ্র গুপ্তের রচিত অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কথক যে বৃষ্টির যে বিবরণ দিয়েছে সেখানে বলা হয়েছে, বৃষ্টি যেন পৃথিবিকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ সৃষ্টি করেছে। বাতাসের বেগ জলের রেখা কে থুরথুরে ধোয়া করে দিচ্ছে। পিঠের উপরে বৃষ্টি যেন কথকের পেরেক গাঁথাছড়া থ্যাবড়া হাতে চড়ের পর চড় মারছে।

১.৪ ‘আমার তরি বোঝাই করে দেবে উপহার। – কে, কী উপহার দেবে ?

উত্তরঃ  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘আমি সাগর পাড়ি দেবো’ কবিতায় কবি সমুদ্রের ঢেউয়ের দোলায় ময়ূরপঙ্খী বজরা নিয়ে বাণিজ্য করে বেড়াবেন এবং সমুদ্র থেকে উপহার স্বরূপ তিনি দুর্মূল্য রত্ন মানিক আহরণ করবেন অর্থাৎ সমুদ্র তাকে রত্ন মানিক উপহার দেবে।

১.৫ ‘দূরের পাল্লা’ কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে ? তারা নৌকোয় বসে কী করছেন ?

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘দূরের পাল্লা’ কবিতায় তিনজন মাঝির কথা বলা হয়েছে।

মাঝিরা সারাদিন ধরে নৌকা বায়। দিনের বেলা তাদের চোখে পরে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল, গজিয়ে ওঠা ঝোপঝাড়। নদীর জল শৈবালে পরিপূর্ণ, চরে জেগে থাকা কঞ্চির বন, বন-হাঁসের তার নিজের ডিম শেওলায় ঢেকে ফেলার দৃশ্যের দেখা মেলে । পানকৌড়ি জলে ডুব দেয়, নদীর পাড়ে দ্রুত স্নান সারে

ঘোমটা পরা বউ। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তারা নৌকার গতিবেগ কমায়। ধীর গতিতে যেতে যেতে গান শুরু করে মাঝির দল।

২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও : ১ x ৩ = ৩

২.১ সন্ধি বিচ্ছেদ করো :

২.১.১ অপেক্ষা

উত্তরঃ অপ + ঈক্ষা

২.১.২ ব্যবহার

উত্তরঃ  বেব + হার

২.১.৩ অধ্যুষিত

উত্তরঃ  অধি + উষিত

২.২ সন্ধি করো :  ১ x ২ = ২

২.২.১ অতি + উক্তি

উত্তরঃ  অত্যুক্তি

২.২.২ প্রতি + অক্ষ

উত্তরঃ প্রত্যক্ষ

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

আমাদের পরিবেশ

চতুর্থ শ্রেণি

Model Activity Task Class 4 Part 7

Model Activity Task Class 4 Part 7 Amader Paribesh

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 7 আমাদের পরিবেশ

১. ঠিক উত্তর নির্বাচন করো :  ১×৩=৩

১.১ সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের

(ক) উত্তর-পূর্ব দিকে

(খ) দক্ষিণ-পূর্ব দিকে

(গ) উত্তর-পশ্চিম দিকে

(ঘ) দক্ষিণ-পশ্চিম দিকে

উত্তরঃ (ক) উত্তর-পূর্ব দিকে

১.২ মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হলো—

(ক) লোহা

(খ) ব্রোঞ্জ

(গ) তামা

(ঘ) পিতল

উত্তরঃ  (গ) তামা

১.৩ নৌকা চালানোর সময় গাওয়া হয়

(ক) বাউল গান

(খ) ভাদু গান

(গ) টুসু গান

(ঘ) সারি গান

উত্তরঃ  (ঘ) সারি গান

২. ঠিক বাক্যের পাশে image 48 আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন হাও:  ১×৩=৩

২.১ চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা।

উত্তরঃ x

২.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।

উত্তরঃ image 48

২.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।

উত্তরঃ image 48

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:  ২×৩=৬

৩.১ মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিও-র অবদান উল্লেখ করো।

উত্তরঃ  বিজ্ঞানী গ্যালিলিও নিজেই দূরবীন আবিষ্কার করেন। তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরের গ্রহ কে দেখতে পান। তিনি বৃহস্পতি গ্রহের বারোটার মধ্যে চারটে গ্রহকে সেই দূরবীন এর মাধ্যমে দেখেন। এরপর থেকে মানুষ মহাকাশ নিয়ে আরও গবেষণা শুরু করে। এই গ্যালিলিওই সর্বপ্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটা পাথরের কঠিন বস্তু।

৩.২ দৈনন্দিন জীবনে নানারকম ‘টুল’-এর সাহায্য নেওয়া হয় কেন ?

উত্তরঃ  বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজকে সহজ করে নেয়। নানান যন্ত্রপাতি তৈরি কারতে পারে । সেই যন্ত্র পাতিকে ইংরেজিতে বলা হয় টুল।  টুল দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ, তাই দৈনন্দিন জীবনে নানান রকম টুল এর সাহায্য নেয় মানুষ ।

৩.৩ “কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে”—উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা কে ?

উত্তরঃ  অঞ্চল অনুযায়ী মানুষের জীবিকারও পরিবর্তন হয়ে যায়। যেমন দুর্গাপুর, রানিগঞ্জ প্রভৃতি অঞ্চলে মানুষ খনিতে কাজ করে । সমভূমি অঞ্চলের মানুষ কৃষিকাজ, মাছধরা, ব্যাবসা, অফিসে কাজ করে আবার যারা জঙ্গলের আশেপাশে থাকে তারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে। অনেকে মধু মোম পাতাও সংগ্রহ করে। আবার অনেকে নৌকা তৈরিকেও জীবিকা হিসেবে বেছে নেয়।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩

৪.১ ‘‘আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানারকম পরিবর্তনের সূচনা করে”—বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উত্তরঃ আগুন আবিষ্কার করার পর মানুষ আগুনকে অনেক কাজে ব্যবহার করল। আগে মানুষ ঠান্ডায় কষ্ট পেত কিন্তু আগুন আবিষ্কারের পর আগুন জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচল। খাবার আগুনে ঝলসে খেতে শুরু করে। ঝলসানো খাবার কাঁচা খাবারের তুলনায় নরম হয় সহজপাচ্য হয় আবার সুস্বাদু হয়। বন্য পশুরা আগুনকে ভয় পায় তাই মানুষ বন্য পশু হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো পেত ফলে অন্ধকারে চলাচলের সুবিধা হত। তাই মানুষ ধীরে ধীরে আগুনকে আরও নানান কাজে ব্যবহার করতে শুরু করল।

MODEL ACTIVITY TASK

CLASS – IV

ENGLISH

Model Activity Task Class 4 Part 7

Model Activity Task Class 4 Part 7 English

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 7 ইংরেজি

Activity 1

Pick out and write the Adverbs in the following sentences:  [1×4=4]

a) He is often late in doing the work.

Ans: often

b) She runs quickly.

Ans: quickly

c) She always speaks the truth.

Ans: always

d) He walked lazily.

Ans: lazily

Activity 2

Complete the following table: [1×4=4]

Masculine GenderFeminine Gender
 Bee 
Uncle  
 Daughter 
Brother  
Model Activity Task Class 4 Part 7

Ans:

Masculine GenderFeminine Gender
DroneBee 
Uncle Aunt
SonDaughter 
Brother Sister
Model Activity Task Class 4 Part 7

Activity 3

Make sentences with the following words:  [2×2=4]

a) freedom:

Ans: Mahatma Gandhi was a freedom fighter.

b) uneven:

Ans: Hills are uneven in nature.

Activity 4

Write five sentences on ‘Our National Flag’ :  

  1. Our national flag has three colours.
  2. Saffron stands for dignity.
  3. White stands for peace.
  4. Green stands for faith.
  5. The blue wheel in the middle stands as Dharma Chakra of King Ashoka.

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

স্বাস্থ্য ও শারীরশিক্ষা ২০২১

চতুর্থ শ্রেণি

বন্যা

Model Activity Task Class 4 Part 7

Model Activity Task Class 4 Part 7 Swastho o Sarirsikhya

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 7 স্বাস্থ্য ও শারীরশিক্ষা

১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো।  ১×৬=৬

(ক) বন্যা

অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়,

জলমগ্ন অবস্থা তাই _____________ যে নয়।

উত্তরঃ নিরাপদ

(খ) বন্যা

অস্থায়ী এই অবস্থাকে ________________ নামে ডাকি,

নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি।

উত্তরঃ বন্যা

(গ) বন্যা

বন্যা মানেই চারদিকেতেই জলে একাকার,

উঁচু জায়গায় আশ্রয় নেয় কত _________________।

উত্তরঃ পরিবার

(ঘ) বন্যা

গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে,

স্বেচ্ছাসেবক, __________________ এগিয়ে তখন আসে

উত্তরঃ সমাজ সেবী

(ঙ) বন্যা

ত্রাণ শিবিরে মেলে খাবার, _________________ খাদ্য, জল,

মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল।

উত্তরঃ  শিশুর

(চ) বন্যা ত্রাণ শিবিরে জানতে হবে তাদের _________________,

সুনিশ্চিত করতে হবে, জানায় প্রশাসন।

উত্তরঃ প্রয়োজন

শব্দঝুড়ি – নিরাপদ, বন্যা, পরিবার, সমাজসেবী, শিশুর, প্রয়োজন

২। নীচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো এবং ভুল থাকলে সংশোধন করো। ১×৫=৫

(ক) শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় নিয়ে যেতে হবে।

উত্তরঃ সত্য

(খ) দুর্যোগবার্তা শুনলে শুকনো খাবার, শিশুর খাদ্য, জল, জ্বালানির নিরাপদ জায়গায় রাখতে হবে। ওষুধ, টর্চ, দেশলাই, হারিকেন, মূল্যবান কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে।

উত্তরঃ সত্য

(গ) পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে, যাতে কল বন্যার জলে না ডুবে যায়।

উত্তরঃ সত্য

(ঘ) গুজবে কান দেবে ও গুজব ছড়াবে।

উত্তরঃ মিথ্যা

গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না।

(ঙ) বন্যায় ডোবা শাকসবজি, মাছ খাবে।

উত্তরঃ মিথ্যা

বন্যায় ডোবা শাকসবজি, মাছ খাবে না।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও। ১+৩=৪

(ক) বন্যা কাকে বলে?

উত্তরঃ বন্যা বলতে সাধারণ অর্থে নদী, খাল, বিলে স্বাভাবিক উচ্চতার চেয়ে অধিক পানি প্রবাহিত হয়, যার দরুন মানুষের ক্ষয়ক্ষতি ও দুঃখকষ্টের কারণ হয়, তখন তাকে বন্যা বলা হয়।

(খ) বন্যার সময় কী কী করা উচিত নয় ?

উত্তরঃ ক. গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না ।

খ. কুয়ো ও পুকুরের জল না ফুটিয়ে খাবে না ।

গ. দূষিত জলে স্নান করবে না ।

ঘ. বন্যায় ডোবা শাকসবজি, মাছ খাবে না ।

ঙ. বাসি খাবার খাবে না।   

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

গণিত

চতুর্থ শ্রেণি

Model Activity Task Class 4 Part 7

Model Activity Task Class 4 Part 7 Math

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 4 Part 7 গণিত / অংক

2ed985266b6443a9ab932c819212143a 0001 min
Model Activity Task Class 4 Part 7
2ed985266b6443a9ab932c819212143a 0002 min
Model Activity Task Class 4 Part 7

উপরের Model Activity Task Class 4 Part 7 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের এই Model Activity Task Class 4 Part 7 কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহিত করে।

এটি তোমাদের পুজোর পর স্কুল খোলা হলে জমা দিতে বলা হতে পারে। তাই জন্য এটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে Whatsapp, Facebook ইত্যাদিতে শেয়ার করে দিও।

আরও পড়ুন :

September Model Activity Task Class 4 Part 6

August Model Activity Task Class 4 Part 5

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!