[New] Class 1 Model Activity Task Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণি
Class 1 Model Activity Task Part 5 August Month
নিচে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ দ্বারা প্রথম শ্রেণীর জন্য যে Class 1 Model Activity Task Part 5 দেয়া হয়েছে তা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করা হলো। আপনারা এই Class 1 Model Activity Task Part 5 থেকে সমস্ত প্রশ্নের আলোচনা করতে পারবেন।
সংযোগ স্থাপনে সক্ষমতা
১. নীচের পাঠটি পড়। কী কী মাছ আর সবজির কথা বলা হয়েছে ফাঁকা জায়গা ভরাট
করো :
থালা ভরা কৈ মাছ, বাটা মাছ। সরা ভরা চিনি ছানা। গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা। ভারী আনে ঘড়া ঘড়া জল। মুটে আনে সরা খুরি কলা পাতা।
উত্তর :
মাছ | সবজি |
কৈ মাছ , বাটা মাছ | শাক , লাউ, আলু, কলা |
২. নীচের কোনগুলি গাছের অংশ লেখ
মুকুল, ঘুড়ি, পাতা, পাখি, ডাল, ছাতা, ফুল, ফল, মশা, বাকল
উত্তর : মুকুল, পাতা, ডাল, ফুল, ফল, বাকল
৩. Read the verse given below and circle the words indicating colour:
Rainbow violet, indigo, blue
Rainbow green and yellow, too.
Rainbow orange, rainbow red
Rainbow smiling overhead.
উত্তর :
Rainbow violet, indigo, blue
Rainbow green and yellow, too.
Rainbow orange, rainbow red
Rainbow smiling overhead.
৪. এর ভেতরে = বা বসাও :
(ক) ৬ + ২ ৯
(খ) ৫ + ৩ ৮
(গ) ৩ + ৬ ৯
(ঘ) ২ + ৫ ৬
উত্তর :
(ক) ৬ + ২ = ৯
(খ) ৫ + ৩ = ৮
(গ) ৩ + ৬ =৯
(ঘ) ২ + ৫ = ৬
সমন্বয় স্থাপনে সক্ষমতা
১. নীচের খোপগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝে পাশাপাশি বসাও :
ক | খ | গ |
আমি | গান | আঁকো। |
রবি | ছবি | খাই৷ |
তুমি | ফল | গায়। |
উত্তর :
১. আমি ফল খাই ৷
২. রবি গান গায়।
৩. তুমি ছবি আঁকো।
২. Match the following:
উত্তর :
৩. Look at the chart and make meaningful words :
(i)___________ + at = ______________
(ii)___________ + at = ______________
(ii)___________ + at = ______________
(iv) ___________+ at = ______________
উত্তর :
(i)__c___ + at = cat
(ii)__r___+ at = rat
(ii)__f__ + at = fat
(iv) __m__+ at = mat
৪. ছবি দেখো আর কটা মুরগী আছে তা ফাঁকা জায়গায় লেখো :
সমস্যা সমাধানে সক্ষমতা
সহজ পাঠ এর চতুর্থ পাঠ :
১. নীচের প্রশ্নের উত্তর বাক্যে লেখো :
(ক) দীনু কোন পাখীটি পোষে ?
উত্তর : দীনু টিয়া পাখীটি পোষে ।
(খ) পাখীটিকে কে দানা দেয় ?
উত্তর : রানীদিদি পাখীটিকে দানা দেয় ।
(গ) পাখীটি উড়তে পারে না কেন ?
উত্তর : পাখীটি উড়তে পারে না কারন পাখীটির পায়ে বেড়ি পরানো থাকে ।
২. সাজিয়ে লেখো :
(ক) শা / পো / ক ______________
(খ) র / বাঁ / দ ________________
(গ) কা / শে / আ _______________
(ঘ) ল / গা / শৃ _________________
উত্তর :
(ক) শা / পো / ক পোশাক
(খ) র / বাঁ / দ বাঁদর
(গ) কা / শে / আ আকাশে
(ঘ) ল / গা / শৃ শৃগাল
Select English letters from the cloud to form meaningful words. Write them in the given Space :
(ক) _______
(খ) ______
(গ) ______
(ঘ) ______
উত্তর :
(ক) Sun
(খ) Fun
(গ) Nut
(ঘ) Run
8. সমাধান করো
(ক) টেবিলে ৪টি আম ছিল। বাবা আরও ৫ টি আম কিনে আনলো। এখন টেবিলে কটা আম রইল ?
উত্তরঃ এখন টেবিলে মোট আম রইল ৯ টি ।
(খ) আজ বাজার থেকে ৯ টি লেবু কেনা হয়েছে। ভাই ৩টে লেবু খেয়ে ফেলল। এখন তাহলে কটা লেবু থাকল ?
উত্তরঃ এখন তাহলে লেবু থাকল ৬ টি ।
(গ) সকালবেলায় এক দোকানদার ১০ টা মাছ নিয়ে বসল। কিছুক্ষণ পরে একটা লোক ১ টা মাছ কিনে নিল দোকানদারটার কাছে এখন কটা মাছ আছে ?
উত্তর : দোকানদারটার কাছে এখন মাছ আছে ৯ টা
মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
১. নীচের পাঠটি পড়ে, বুঝে, ছবি আঁকো এবং রঙ করো
বনে অনেক গাছ। গাছে গাছে নানা রঙের ফুল। বনে আছে পশু। বনের একধারে আছে নদী। নদীতে অনেক মাছ আছে।
২. (ক) Draw a red flower in the given space. Write the name of the flower:
(খ) Draw a fruit. Colour it. Write the name of the fruit:
৩. আঁকা ছবি থেকে খুঁজে বার করো কয়টি আকার আছে :
এসাে চিনতে শিখি আর এসাে লিখতে শিখি । শিক্ষার্থীরা বর্ণটির চেহারা দেখবে । কীভাবে বর্ণটি লিখতে হয় তা দেখবে । এবার বিন্দু বিন্দু জুড়ে বর্ণটি লিখবে , কাকা জায়গাটিতে নিজে নিজে বর্ণটি লিখবে । এরপর ছবিতে রং করবে । এই সমগ্র কাজটি শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের বুঝিয়ে দেবেন । এছাড়াও অভিভাবকেরাও শিক্ষার্থীদের প্রশ্ন পড়ে বুঝিয়ে দিয়েও সহায়তা করতে পারেন ।
১। নীচের ছকের নির্দেশমতাে কাজগুলি করাে ।
৩. যেমন খুশি একটা ছবি আঁকো
উপরের Class 1 Model Activity Task Part 5 এরর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আপনাদের এই Class 1 Model Activity Task Part 5 কেমন লাগলো সেটা আপনি কমেন্ট দেবেন।
আরও পড়ুন :
[New] Model Activity Task Class 2 Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক
[New] Model Activity Task Class 4 Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক