[New] Model Activity Task Class 2 Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Model Activity Task Class 2
Model Activity Task Class 2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
দ্বিতীয় শ্রেণি
মূল্যবোধের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা
নিচে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ দ্বারা দ্বিতীয় শ্রেণীর জন্য যে Model Activity Task Class 2 দেয়া হয়েছে তা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করা হলো। আপনারা এই Model Activity Task Class 2 থেকে সমস্ত প্রশ্নের আলোচনা করতে পারবেন।
১. বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো।
(ক) আমার প্রতিজ্ঞা :
সব কাজে সব খানে যেন হই সৎ,
ভালো হয়ে চলবই নিয়েছি ______________
(i) শপথ (ii) প্রতিজ্ঞা
উত্তর : শপথ
পরবর্তী Model Activity Task Class 2
(খ) আমার প্রতিজ্ঞা :
সব জাতি ধর্মকে দেব সম্মান,
____________ যে একজাতি আর এক প্রাণ
(i) সকলে (ii) আমরা
উত্তর : আমরা
(গ) সুস্বাস্থ্য :
শরীর ও ______________ যদি তুমি সুস্থ রাখতে চাও।
(i) স্বাস্থ্য (ii) মন
উত্তর : মন
(ঘ) সুস্বাস্থ্য :
সময় মতো ___________ এবং নিয়মমতো খাও ৷
(i) পড়ো (ii) ঘুমাও
উত্তর : ঘুমাও
পরবর্তী Model Activity Task Class 2
(ঙ) সুস্বাস্থ্য :
পড়ালেখার পাশাপাশি করবে ____________ ।
(i) খেলাধূলো (ii) গল্পগুলো
উত্তর : খেলাধূলো
(চ) সুস্বাস্থ্য :
মনের থেকে দূরে রাখবে __________ ভাবনাগুলো ।
(i) মন্দ (ii) দ্বন্দ্ব
উত্তর : মন্দ
(ছ) সুস্বাস্থ্য :
স্নান করবে, হাত পা ______________ পোশাক পরবে ঠিক,
(i) ধোবে (ii) ঘষবে
উত্তর : ধোবে
(জ) সুস্বাস্থ্য :
____________ চলবে যখন
দেখবে চতুর্দিক।
(i) ঘরের মধ্যে (ii) রাস্তাঘাটে
উত্তর : রাস্তাঘাটে
(ঝ) সুস্বাস্থ্য :
শরীরটাকে ফিট রাখতে
__________যোগাসন,
(i) করবে (ii) দেখবে
উত্তর : করবে
(ঞ) সুস্বাস্থ্য :
বাবা _____________ কথা শুনে
চলবে সারাক্ষণ।
(i) ভাইয়ের (ii) মায়ের
উত্তর : মায়ের
(ট) দাঁতের যত্ন :
দাঁতে ……………………. রোগ হতেই পারে
তাই বলি বারবার,
নিয়মিত করতে হবে
দাঁত ………………… ।
(i) ক্ষয়, পরিষ্কার (ii) নয়, পরিষ্কার
উত্তর : ক্ষয়, পরিষ্কার
(ঠ) চোখের যত্ন :
…………………. আছে বলেই জেনো
আমরা দেখতে পাই,
চোখের মতো …………… আর
কোনো কিছুই নাই ৷
(i) দাঁত, দামি (ii) চোখ, দামি
উত্তর : চোখ, দামি
পরবর্তী Model Activity Task Class 2
(ড) নখ ও চুলের যত্ন :
নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ,
নয়তো রোগ বা অসুখ হলে ______________ ভয়ানক।
(i) বিপদ (ii) আনন্দ
উত্তর : বিপদ
(ঢ) হাঁচি ও কাশি :
হাঁচি আর _____________
থাকে পাশাপাশি।
যদি হয় রোগ,
বাড়ে দুর্ভোগ।
(i) কাশি (ii) জ্বর
উত্তর : কাশি
(ত) কানের যত্ন :
যানবাহনের বিকট ………………..
সহ্য হয় না আর,
কারখানারও তীব্র শব্দ
করবে পরিহার।
(i) আওয়াজ (ii) শব্দ
উত্তর : শব্দ
(থ) ত্বকের যত্ন :
খোস-পাঁচড়া ছোঁয়াচে রোগ—
সাবধানেতে থাকো,
চর্মরোগে নিজেরই ক্ষত
…………………….. করে রাখো।
(i) আড়াল (ii) ওষুধ
উত্তর : আড়াল
২. বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো :
(ক) কানামাছি ভোঁ ভোঁ , যাকে পাবি তাকে ছোঁ
তাকে ছোঁ –
বলো দেখি এই বার, নয় তো হবে হার
ঘরের ভেতরে ঘর ……………….
(i) মশারি (ii) ঠাকুরঘর (iii) রান্নাঘর
উত্তর : মশারি
(খ) কানামাছি ভোঁ ভোঁ , যাকে পাবি তাকে ছোঁ এইবার বলো ধাঁধা ভারী শক্ত………………….
বন থেকে বেরোলে টিয়ে
টোপর মাথায় দিয়ে
……………………..
(i) লঙ্কা (ii) গাজর (iii) টম্যাটো
উত্তর : লঙ্কা
(গ) কানামাছি ভোঁ ভোঁ , যাকে পাবি তাকে ছোঁ তাকে ছোঁ –
ছোটো ছোটো গাছে, কৃষ্ণ পেয়াদা নাচে।
………………………….
(i) জাম (ii) বেগুন (iii) করমচা
উত্তর : বেগুন
(ঘ) এইবার বলো দেখি, বুঝি তবে কেরামতি।
অলি অলি পাখিগুলো গলি গলি যায়।
মুদির দোকানে গিয়ে ডিগবাজি খায়
সে যে ডিগবাজি খায় ১, ২, ৩, ৪,
সময় দেবো না আর, পারলে না বলতে
…………………………..
(i) প্যাকেট (ii) ঠোঙা (iii) টাকা
উত্তর : টাকা
ঙ) ঘুরে ঘুরে বলো তো
‘সিংহ চড়ে দুর্গা এলো
সঙ্গে ছেলে মেয়ে
বন্যাভাসা আলো হাসি
ফেলে ভুবন ছেয়ে।”
সময় দেবো না আর ১, ২, ৩, ৪
(i) জগদ্ধাত্রী পুজো (ii) দুর্গাপুজো (iii) কালীপুজো
উত্তর : দুর্গাপুজো
(ছ) সারা পৃথিবীতে আজ
স্বস্তি ঝরুক
শান্তির মেখলায়
মুক্তি আসুক।’
(i) বড়োদিন (ii) নববর্ষ (iii) গুড ফ্রাইডে
উত্তর : বড়োদিন
(চ) “মিলনের উৎসবে
আমোদের গান
সব ছোটো দোয়া পায়
বড়োরা সেলাম।’
(i) ঈদ (ii) রমজান (iii) মহরম
উত্তর : ঈদ
৩। নিজের পছন্দমতো একটা ছবি আঁকো এবং ছবির সম্বন্ধে দু-একটি বাক্য লেখো।
এটি আমাদের ছোট্ট একটি গ্রাম। গ্রামে সকালবেলায় একটি সুন্দর মুহূর্ত আমি আমার খাতায় এঁকেছি।
পরবর্তী Model Activity Task Class 2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Model Activity Task Class 2
দ্বিতীয় শ্রেণি
সংযোগ স্থাপনে সক্ষমতা
১) নীচের পাঠটি পড়। যেখানে যেখানে যুক্ত বর্ণ ব্যবহার করা হয়েছে তার তলায় দাগ
দাও :
আর্মানি গির্জের কাছে আপিস। যাওয়া মুশকিল হবে। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম।
উত্তর : আর্মানি গির্জের কাছে আপিস। যাওয়া মুশকিল হবে। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম।
২) প্রশ্নের উত্তর লেখো
ক) আপিস যাওয়া মুশকিল হবে কেন ?
উত্তর – আপিস যাওয়া মুশকিল হবে কারণ ঘন মেঘ করেছে তার উপর শরীর অসুস্থ ।
(খ) পূর্ব আর পশ্চিম দিকের মেঘের রঙের তফাত লেখ।
উত্তর – পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো অন্যদিকে পশ্চিম দিকের মেঘ ঘন নীল।
৩. Fill in the blanks with the names of different seasons in a year:
৪. ফাঁকা ঘর ভর্তি করো
সংখ্যা | দশকের ঘরের প্রকৃত মান | এককের ঘরের প্রকৃত মান | দশকের ঘরের স্থানীয় মান | এককের ঘরের স্থানীয় মান | কথায় লেখো | |
ক) | ২৮ | ২ | ৮ | ২ x ১০ = ২০ | ৮ X ১ = ৮ | আটাশ |
খ) | ৫২ | ৫ | ২ | ৫ x ১০ = ৫০ | ২ X ১ = ২ | বাহান্ন |
গ) | ৭২ | ৭ | ২ | ৭ x ১০ = ৭০ | ২ x ১ = ২ | বাহাত্তর |
ঘ) | ৯৭ | ৯ | ৭ | ৯ X ১০ = ৯০ | ৭ x ১ = ৭ | সাতানব্বই |
সমন্বয় স্থাপনে সক্ষমতা
১) নীচের বন্ধনীর থেকে কোনগুলি ঋতুর নাম আর কোনগুলি মাসের নাম তা নির্দিষ্ট স্তম্ভে লেখো :
ঋতু | মাস |
গ্রীষ্ম | বৈশাখ |
বর্ষা | শ্রাবণ |
শীত | মাঘ |
বসন্ত | চৈত্র |
২) তলায় দাগ দেওয়া বিপরীতার্থক শব্দ বসিয়ে নীচে লেখা বাক্যগুলি সম্পূর্ণ করো :
ক) আজ বেশ ঠাণ্ডা, ______________ জলে স্নান করো।
উত্তর – গরম
খ) সুখ _______________ সবার জীবনেই আসে।
উত্তর- দুঃখ
গ) তার বাবা দিন ______________ পরিশ্রম করেন।
উত্তর- রাত
ঘ) সোজা ______________ সব ধরনের প্রশ্নের জন্য তৈরি হও।
উত্তর- কঠিন
৩. Select words from each column and make sentences :
This | is a are | dogs cat tree stars |
(b) These | ||
(c) Those | ||
(d) That |
Answer:
- (a) This is a cat
- (b) These are dogs
- (c) Those are Stars
- (d) That is a tree
৪. ছবির সাথে মিলিয়ে ফাঁকা ঘরে সংখ্যা লেখো:
সমস্যা সমাধানে সক্ষমতা
১) নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
ক) ‘গাছে গাছে’ কবিতাটিতে কবি কী কী ফলের কথা উল্লেখ করেছেন ?
উত্তর- ‘গাছে গাছে’ কবিতাটিতে কবি আম , জাম, লিচু, কুল, বেল, তাল, নাশপাতি , জামরুল, কলা, কাঁঠাল ফলের কথা উল্লেখ করেছেন।
খ) একটি ফলের নাম লেখো যে নামে একটি ফুলও আছে।
উত্তর- বেল
২) নীচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো :
অনায়াসে, ঘোষণা, খুশি, ভেঁপু
অনায়াসে = রাহুল অনায়াসে তাল গাছে উঠে পড়ল।
ঘোষণা = আমরা মাইকে অনেক ঘোষণা শুনে থাকি।
খুশি = দুর্গা পূজা এলে আমার মনটা খুশি হয়ে যায়।
ভেঁপু = ফারিওয়ালা ভেঁপু বাজাছে।
৩) Make meaningful words :
৪) সমাধান করো :
ক) আমার ক্লাসে ২৩ জন বন্ধু। জন্মদিনে আমি প্রত্যেক বন্ধুকে ৩টে করে লজেন্স দেব। তাহলে আমার মোট কত লজেন্স লাগবে ?
উত্তর- তাহলে আমার মোট ৬৯টি লজেন্স লাগবে।
খ) তানিয়া বাবার সঙ্গে বাজারে গিয়ে ৩ ডজন কলা কিনল। ১ ডজনে ১২টা কলা থাকে। তানিয়া কটা কলা কিনেছিল ?
উত্তর- তানিয়া ৩৬ টা কলা কিনেছিল।
গ) ক্লাসের দুই বন্ধু আজ আমার বাড়িতে এসেছে। আমার মা আমাদের তিনজনের জন্য ৯টা নাড়ু দিয়েছেন। আমরা তিনজন সমান ভাগে ভাগ করে নেব। তাহলে এক একজন কটা করে নাড়ু পাবে ?
উত্তর- তাহলে এক একজন ৩টা করে নাড়ু পাবে।
মানসিক ও শারীরিক সমন্বয় সাধন
১) বৃষ্টির মধ্যে নদীতে ভাসমান একটি নৌকোর ছবি আঁকো ? ছবিটি রং করো। তিনটি বাক্যে ছবিটি বর্ণনা করো।
আমি গ্রামে থাকি। আমাদের গ্রামের নাম সোনাঝুরি। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সোনাই নদী। বর্ষা কালে গ্রামের শোভা খুব ই সুন্দর।
২) নীচের ছবিগুলো সম্পূর্ণ করে রং করো। যে কোন একটি ছবির ওপর দুটি বাক্য লেখো।
৩) Which fruit you do like most? Draw a picture of that fruit. Colour the picture. In Which season do you have that fruit? Answer in a sentence.
I like mango. I have that fruit in Summer.
৪) দশকের কাঠিতে ৬ হলুদ বল এবং এককের কাঠিতে ৪টি লাল বল বসিয়ে ছবি আঁকো।
উপরের Model Activity Task Class 2 এরর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আপনাদের এই Model Activity Task Class 2 কেমন লাগলো সেটা আপনি কমেন্ট দেবেন।
আরও পড়ুন –