মডেল একটিভিটি টাস্ক

[New] Model Activity Task Class 4 Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Model Activity Task Class 4

নিচে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ দ্বারা দ্বিতীয় শ্রেণীর জন্য যে Model Activity Task Class 4 দেয়া হয়েছে তা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করা হলো। আপনারা এই Model Activity Task Class 4 থেকে সমস্ত প্রশ্নের আলোচনা করতে পারবেন।

মডেল  অ্যাক্টিভিটি  টাস্ক

বাংলা  ( প্রথমভাষা )

চতুর্থ  শ্রেণি

Model Activity Task Class 4

বাংলা  ( প্রথমভাষা )

নীচের  প্রশ্নগুলির  উত্তর  দাও :

১. “সেই  স্তব্ধতার  মধ্যে   উবার  ফিশফিশ  গলা  শুনতে  পেলাম’—  উবা  কোন্  কথা  ফিশফিশিয়ে  বলে উঠেছে।

উত্তর-  অমরেন্দ্র  চক্রবর্তীর  লেখা  আমাজনের  জঙ্গলে  গল্পে  উক্ত  কথায়  উবা  ফিসফিস  করে বলেছিল  বোতো ! বোতো !  অর্থাৎ  জলের  দিকে  আঙ্গুল  দেখিয়ে  বলতে  চাইছিল  যে  বোতোকে  দেখা  যাচ্ছে ।

Model Activity Task Class 4

২. জলের  নীচে  বোতোকে  দেখতে  দেখতে  আমি  মনে  মনে  বললাম . . . —কথক  ‘মনে  মনে’  কী বলেছিল ?

উত্তর- অমরেন্দ্র  চক্রবর্তীর  লেখা  আমাজনের  জঙ্গলে  গল্পকথক  মনে  মনে  বলেছিলেন  যে  বোতো যদি  সত্যিই  আমাজনের  রক্ষাকর্তা  হয়  তাহলে  সে  যেন  কথককে  তার  মা  বাবা  আর  স্কুলের বন্ধুদের  কাছে  ফিরে  যাওয়ার  উপায়  বলে  দেয় ।

৩. আমি  সাগর  পাড়ি  দেবো –  বক্তার  সাগর  পাড়ি  দেওয়ার  উদ্দেশ্য  কী ?

উত্তর- কাজী  নজরুল  ইসলামের  লেখা  আমি  সাগর  পাড়ি  দেবো  কবিতায়  বক্তার  সাগর  পাড়ি দেওয়ার  উদ্দেশ্য  হলো  বক্তা নিজেকে  সওদাগর  কল্পনা  করে  তার  শক্ত  মধুকর  ডিঙা  সাগরে ভাসিয়ে  দিতে  চান।  বক্তা  চান  সমস্ত  ঘাটে  সারা  বিশ্বজুড়ে চলবে  তার  কেনাবেচা।  সমুদ্রের ঢেউয়ের  দোলায়  তার  ময়ূরপঙ্খী  বাণিজ্য  করে  বেড়াবে  এবং  তিনি  দুর্মূল্য  রত্ন  মানিক আহরণ  করবেন।  এছাড়া  তিনি  চান  দ্বীপে  দ্বীপে  সকলে  তার  আগমনের  প্রত্যাশা  করে থাকবে  এবং  ঝিনুক  তাকে  নজরানা  হিসেবে  মুক্তমালা  উপহার  দেবে।

Model Activity Task Class 4

8. “দক্ষিণ  মেরু  অভিযান’  গদ্যাংশে  এঁদের  নাম  কোন  কোন  প্রসঙ্গে  এসেছে ?

নামপ্রসঙ্গ  
১. সার ক্লেমেন্টস মার্কহাম   
২. আর্নস্ট স্যাকলটন   
৩.  উইলসন   
৪. ইভানস   
৫. আমুন্ডসেন   
Model Activity Task Class 4

উত্তর-   ১. সার  ক্লেমেন্টস  মার্কহাম – রয়্যাল  জিও  গ্রাফিক্যাল  সোসাইটির  প্রেসিডেন্ট  ক্লেমেন্টস মার্কহামের  সঙ্গে  লন্ডনের  রাস্তায়  স্কটের  দেখা  হয়েছিল  এবং  তিনি  স্কটকে  অভিযানের অধিনায়কত্ব  গ্রহণ  করার  পরামর্শ  দিয়েছিলেন।

২. আর্নস্ট  স্যাকলটন –  ডিসকভারি  নামক  জাহাজের  একজন  খুব  বড়  নাবিক  ছিলেন স্যার  আর্নেস্ট  স্যাকলটন ।

৩.  উইলসন – উইলসন স্কট  ও  স্যাকলটনের  সঙ্গে  ১৯ টি  কুকুর  নিয়ে  ১৯০২  সালের নভেম্বর  মাসে  স্লেজ  যাত্রার  আয়োজন  করেছিলেন।

৪. ইভানস – অনাহারে  সর্ব  শরীর  অবসন্ন  হওয়াতে  দক্ষিণ  মেরু  অভিযানের  পর  ইভানস পড়ে  গিয়েছিলেন  এবং  তুষার  এসে  তার  মৃতদেহের  উপর  কবর  কবর  রচনা  করেছিল।

৫. আমুন্ডসেন – দক্ষিণ  মেরুর  প্রথম  আবিস্কারক  গৌরব  অর্জন  করেছিলেন  নরওয়ের বিখ্যাত  আবিষ্কারক  আমুন্ডসেন।

৫. ‘আলো’নাটকের  পাত্র-পাত্রী  কারা ?  তদের  মধ্যে  কাকে  তোমার  সবচেয়ে  ভালো  লেগেছে  এবং কেন ?

উত্তর-  লীলা  মজুমদারের  লেখা  আলো  নাটকে  পাত্র-পাত্রী  হলো  পিসি ,  শম্ভু , নিতাই , গুরুমশাই এছাড়া  বিড়াল, গায়কগণ  ইত্যাদি। এদের  মধ্যে  পিসিকে  আমার  সবচেয়ে  ভালো  লেগেছে  কারণ  পিসির  কথা  শুনে  শম্ভু ভয়  উপেক্ষা  করতে পেরেছে।  শম্ভুর  পিসি  তাকে  জানান  যে  তার  বাবা-মা  বিদেশে  গেলে তার  দাদু  তাকে  কোলে  পিঠে  করে  মানুষ  করেছিলেন।  দাদু  তাদের  সুস্থভাবে  বাঁচিয়ে  রাখতে প্রাণপণ  চেষ্টা  করেছিলেন ।  তিনি  কিনা  আজ  ওষুধের  অভাবে  বিনা  চিকিৎসায়  মারা  যাবেন। এই  কথা  শুনে  শম্ভুর  ভয়  কেটে  ছিল।

৬. …… আমাদের  দলটা  চলল  সেজোপিসিমার  বাড়ির  দিকে।’— সেজোপিসিমার  বাড়ি  কোন্  গ্রামে ? তাঁর  বাড়ি  যাওয়ার  পথে  কী  ঘটেছিল ?

উত্তর-  মণীন্দ্র  গুপ্তের  লেখা  অ্যাডভেঞ্চার  শীর্ষক  গল্পে  সেজো  পিসির  বাড়ি  চন্দ্রহার  গ্রামে। সেজে  পিসির  বাড়ি  যাবার  পথে  বিকেলবেলায়  ঝড়- বৃষ্টি  শুরু  হয়।  বৃষ্টি  ঝেপে  এলে  তারা গাছ  তলায়  দাঁড়ান  এবং  দেখতে  পান  দূরের  মাঠে  জল  দাঁড়িয়ে  গেছে।  বৃষ্টিতে  মাঠের গোড়ালি  ডোবা  জলের  পুকুর  থেকে  আসা  কৈ  মাছ  গুলিকে  কথকরা  তাদের  উল্টানো ছাতার  মধ্যে  ভরে নেন।

MODEL ACTIVITY TASK

ENGLISH

CLASS – IV

Model Activity Task Class 4

ENGLISH

Model Activity Task Class 4

Activity 1

Change  the  Gender  of  the  following  words:

a)  aunt          : ______________

Ans:  uncle

b)  brother   : ______________

Ans:  sister

c)  landlord   : ______________

Ans:  landlady

Model Activity Task Class 4

Activity 2

Choose  the  appropriate  adverbs  from  the  brackets  and  complete  sentences :

a) The  girl  speaks __________ (politely / attentively).

Ans:  politely

b) He  is __________ (completely / bravely)  safe  now.

Ans:  completely

c) I  sing __________ (twice / daily). Ans:  daily

Model Activity Task Class 4

Activity 3

Make  sentences  with  the  following  words:

a) friend

Papia  is  my  best  friend

b) danger

their lives are in danger.

c) extreme

Ans:  Penguins  are  live  in the extreme  cold  of  Antarctic

Model Activity Task Class 4

  Activity 4

Write  five  sentences  on  ‘A  Rainy  Day’.

Ans:  It  rained all  day yesterday. I  really enjoyed the  first  rain  of the Monsoon. Bathing in the rain  was a  wonderful feeling. I  made some paper boats to float in  the roof which is became a  pool! It was such a  memorable day for  me.

মডেল  অ্যাক্টিভিটি  টাস্ক

চতুর্থ  শ্রেণি

গণিত

Model Activity Task Class 4

গণিত

নীচের  প্রশ্নগুলির  উত্তর  লেখো :

. বহুমুখী  উত্তরধর্মী  প্রশ্ন  (MCQs) :

(ক)  সমান  ৩  ভাগের  ১  ভাগ  হলো

image 26

(খ) লব  ৩  ও  হর  ৮  হলে,  ভগ্নাংশটি  হবে-

image 27
Model Activity Task Class 4

(ঘ)  ১  কিগ্রা  আলুর  দাম  ১২  টাকা  হলে,     কিগ্রা  আলুর  দাম  হবে-

           (a) ৬ টাকা              (b) ৪ টাকা                (c) ৩ টাকা         (d) ৪৮ টাকা                     

উত্তর-   ৩ টাকা        

২. সত্য / মিথ্যা  লেখো (T/F) :

image 29

(খ)  ১০০  মিটার  =  ১ সেন্টিমিটার

উত্তর- মিথ্যা

(গ)  ৩ × ১০০০ গ্রাম = ৩ কিগ্রা.

উত্তর- সত্য

image 30

Model Activity Task Class 4

. ()  ছকটি  পূরণ  করো :            

 সামান্য  ভগ্নাংশ    দশমিক  ভগ্নাংশ  
a. সমান   ১০  ভাগের  ৫ ভাগ   ০.৫
b.   ০.৭
Model Activity Task Class 4

উত্তর-

  সামান্য  ভগ্নাংশ     দশমিক  ভগ্নাংশ  
সমান   ১০  ভাগের  ৫ ভাগ                ০.৫
সমান   ১০  ভাগের  ৭ ভাগ   ০.৭

  Model Activity Task Class 4

(খ)    a)  ৭-এর  একটি  জোড়  গুণিতক  এবং  একটি  বিজোড়  গুণিতক  লেখো।  

উত্তর-  ৭-এর  একটি  জোড়  গুণিতক  হল  ১৪  এবং  একটি  বিজোড়  গুণিতক  ২১

            b)   এবং  এর  দুটি  সাধারণ  গুণিতক  লেখো

 উত্তর-  ৩  এবং  ৫-এর  দুটি  সাধারণ  গুণিতক  হল   ১৫  ও  ৩০

Model Activity Task Class 4

৪. (ক)  চিকুর    মিটার  লম্বা  একটি  সবুজ  ফিতে  আছেসে  তার  থেকে  মিটার  ৩০ 

          সেমি  দৈর্ঘ্যের  একটি  টুকরো  কেটে  নিলে  কতটা  লম্বা  সবুজ  ফিতে  পড়ে  থাকবে  ? 

image 33
image 34

মডেল  অ্যাক্টিভিটি  টাস্ক

আমাদের  পরিবেশ

চতুর্থ  শ্রেণি

Model Activity Task Class 4

আমাদের  পরিবেশ

. ঠিক  উত্তর  নির্বাচন  করো :

১.১  চাঁদ  পৃথিবীর  চারদিকে  অনবরত  ঘুরছে –

(ক) উত্তর  থেকে  দক্ষিণ  দিকে

(খ) দক্ষিণ  থেকে  উত্তর  দিকে

(গ) পূর্ব  থেকে  পশ্চিম  দিকে

(ঘ) পশ্চিম  থেকে  পূর্ব দিকে

উত্তর- পশ্চিম  থেকে  পূর্ব দিকে

১.২  ব্রোঞ্জ  তৈরি  করা  হয়  যে  দুটি  ধাতু  মিশিয়ে  সেগুলি  হলো

(ক) লোহা  আর  টিন

(খ) তামা  আর  টিন

(গ) লোহা  আর  তামা

(ঘ) তামা  আর  সোনা

উত্তর- তামা  আর  টিন

১.৩  টুসু  পরব  পালন  করা  হয়  যে  মাসে  সেটি  হলো

(ক) চৈএ

(খ) বৈশাখ

(গ) শ্রাবণ

(ঘ) পৌষ

উত্তর- পৌষ

.  একটি  বাক্যে  উত্তর  দাও :

২.১  ধ্রুবতারাকে  আকাশের  কোন  দিকে  দেখা  যায় ?

উত্তর-  ধ্রুবতারাকে  আকাশের  উত্তর  দিকে  দেখা  যায়।

২.২  এমন  একটা  বর্জ্য  পদার্থের  নাম  লেখো  যা  সহজে  মাটিতে  মিশে  যায়  না।

উত্তর- প্লাস্টিকের  প্যাকেট  হল  এমন  একটা  বর্জ্য  পদার্থের  নাম   যা  সহজে  মাটিতে  মিশে  যায়  না।

২.৩  পশ্চিমবঙ্গের  কোথায়  রেল  ইঞ্জিন  তৈরির  কারখানা  আছে ?

উত্তর- পশ্চিমবঙ্গের  চিত্তরঞ্জনে  রেল  ইঞ্জিন  তৈরির  কারখানা  আছে।

. একটি  বা  দুটি  বাক্যে  উত্তর  দাও :

৩.১  কৃত্রিম  উপগ্রহগুলি  আমাদের  দৈনন্দিন  জীবনে  কীভাবে  সাহায্য  করে ?

উত্তর- কৃত্রিম  উপগ্রহগুলি  আবহাওয়ার  খবরাখবর  পাঠায়  আমাদের , মোবাইল  ফোনে  কথা  বলার

ক্ষেত্রে  সাহায্য  করে  এবং  রেডিও  ও  টিভিতে  সম্প্রচার  সাহায্য  করে থাকে।

৩.২  ডোকরার  পুতুল  কীভাবে  বানানো  হয় ?

উত্তর- মৌ-মোম  আর  ধুনোর  চাঁচে  গলানো  পিতল  ঢেলে  ডোকরার  পুতুল  বানানো  হয়।  প্রথমে  ধাতু

গলিয়ে  তা  ছাঁচে  ঢেলে  মূর্তি  বানানো  হয়  এবং  পরে  ছাঁচ  কেটে  মূর্তি  বের  করা  হয়।

. দুটি  বা  তিনটি  বাক্যে  উত্তর  দাও :

৪.১  বিষাক্ত  সাপ  কামড়ালে  সঙ্গে  সঙ্গে  কী  কী  করা  উচিত  বলে  তোমার  মনে  হয় ?

উত্তর- বিষাক্ত  সাপ  কামড়ালে  যা  যা  করা  উচিত  তা  হল

  • ক.  ক্ষতস্থান  ভালো  করে  ধুয়ে  ফেলতে  হবে  জল  দিয়ে।
  • খ. হাতের  বাহু  বা  পায়ের  উরুতে  দড়ি  দিয়ে  বাধন  দিতে  হবে।
  • গ. যত  তাড়াতাড়ি  সম্ভব  হাসপাতালে  নিয়ে  যেতে  হবে।        
  • ঘ.  রোগীর  শ্বাসকষ্ট  শুরু  হলে  তার  মুখে  মুখ  লাগিয়ে  শ্বাস  দিতে  হবে।

মডেল  অ্যাক্টিভিটি  টাস্ক  ২০২১

স্বাস্থ্য  ও  শারীরশিক্ষা

চতুর্থ  শ্রেণী

Model Activity Task Class 4

১। বহুর  মধ্যে  থেকে  সঠিক  উত্তরটি  খুঁজে  বার  করে  শূন্যস্থানটি  পূরণ  করো :

(ক) মেঘে  __________   ঘর্ষণে  যে  শক্তি  তৈরি  হয়,  বজ্র  তাকেই  বলে  থাকি,  জেনো  তা  নিশ্চয়।

(a) মেঘে  (b) পাহাড়ে

উঃ মেঘে

(খ) সেই  বজ্রই  ধেয়ে  আসে  ভূপৃষ্ঠের  পানে, ______  যে  তাকেই  বলি,  এতো  সবাই  জানে।

(a) বজ্রপাত  (b) বজ্রাঘাত

উঃ বজ্রপাত

(গ) বজ্রগর্ভ  মেঘ  দেখে  তাই  __________  থেকো,  বজ্রপাত  যে  বিপজ্জনক – এটুক  মনে  রেখো।

(a) বিপদে  (b) নিরাপদে

উঃ নিরাপদে

(ঘ) বজ্র  পড়ার  সময়  মাঠে  থাকবে  না  একদম, _______  আশ্রয়েতে  বিপদ  থাকে  কম।

(a) আপদশূণ্য  (b) গাছের  তলায়

উঃ  আপদশূণ্য

 (ঙ)  সুইচবোর্ডে  হাত  দেবে  না,  মোবাইলে  নয়  হাত, দরজা-জানলা  __________  রাখো,  থামুক  বজ্রপাত

(a)খোলা  (b) বন্ধ

উঃ বন্ধ

(চ) ভূমিকম্প  মাটির  নীচের  কম্পনকেই  এলে,  ভৃত্বক  হঠাৎ  কেঁপে  ওঠে  ________ ফলে

(a) ভূমিকম্পের  (b) ভূমিধসের

উঃ ভূমিকম্পের

(ছ) ভূমিকম্প  হলে  পরে  ভেঙে  যায় _______ ,  ধুলোয়  লুটায়  দরজা  জানলা,  দেয়াল  ও  আলমারি।

(a) জলবায়ু   (b) ঘরবাড়ি

উঃ ঘরবাড়ি

(জ) ভূমিকম্প  হওয়া  মানেই  অনেক  বড়ো  ক্ষতি,  মানুষ  মরে,  পশু  মরে,  কত  যে _______

(a) দুর্গতি   (b) বিপর্যয়

উঃ দুর্গতি

২। নীচের  ঘটনাগুলির  কোনটি  সত্য  ও  কোনটি  মিথ্যা  তা  লেখো :

১) আকাশে  বজ্রগর্ভ  মেঘ  দেখলে  নিরাপদ  স্থানে  আশ্রয়  নিতে  হবে।

উঃ সত্য

২) বাজ  পড়ার  সময়  খেলার  মাঠে  বা  খোলা  মাঠে  থাকা  নিরাপদ।

উঃ মিথ্যা

৩) বাজ  পড়ার  সময়  উঁচু  বাড়ির  ছাদে,  উচ্চ  ক্ষমতাসম্পন্ন  বিদ্যুৎ  পরিবাহী  স্তম্ভ,  পাহাড়ের  চূড়া  এসব  স্থান  থেকে  নিরাপদ  দূরত্বে  আশ্রয়  নিতে  হবে।

উঃ সত্য

৪) বজ্রপাত  নিরোধক  ব্যবস্থা  আছে  এমন  বাড়ির  ভিতরে  আশ্রয়  নিতে  হবে।

উঃ সত্য

৫) বজ্রপাতের  সময়  নৌকার  মধ্যে  থাকা  নিরাপদ।

উঃ মিথ্যা

৬) বজ্রপাতের  সম্ভাবনা  দেখা  দিলে  বাড়ি,  স্কুলের  বৈদ্যুতিক  সরঞ্ঝামের  সুইচ  অফ  করে,  প্লাগ  খুলে রাখতে  হবে।

উঃ সত্য

৭) বজ্রপাত  শুরু  হলে  ঘরের  জানালা-দরজা  বন্ধ  করে  ভিতরের  দিকে  কোনো  ঘরে  আশ্রয়  নিতে  হবে।

উঃ সত্য

৮) স্কুল  বা  বাড়িতে  বজ্রপাত  নিরোধক  পরিবাহীর  (Earthing)  ব্যবস্থা  করতে  হবে।

উঃ সত্য

৯) ভূমিকম্পের  আভাস  পাওয়া মাত্রই  ঘর  থেকে  বেরিয়ে  আসতে  হবে।

উঃ সত্য

১০) ভূমিকম্পের  সময়  ঘর  বা  স্কুলের  ঘর  থেকে  বেরোনোর  সময়  না  পেলে  মাথা  ঢেকে  মজবুত  টেবিল,  খাট,  ডেস্কের  নীচে  আশ্রয়  নিতে  হবে।

উঃ সত্য

১১) ভূমিকম্পের  সময়  খোলা  মাঠে  ফাঁকা  জায়গায়  গিয়ে  দাঁড়াতে  হবে।

উঃ সত্য

১২) ভূমিকম্পের  সময়  নিরাপদ  দুরত্বে  হাঁটু  গেড়ে  বসে  থাকতে  হবে।

উঃ সত্য

১৩) ভূমিকম্পের  সময়  বিছানায়  থাকলে  বালিশ,  কম্বল  দিয়ে  নিজেকে  ঢেকে  নিতে  হবে।

উঃ সত্য

 ১৪) ভূমিকম্পের  সময়  বাড়ির  দেয়াল,  বইয়ের তাক,  কাচের  দরজা-জানালা,  চলন্ত  গাড়ি,  আলমারি  থেকে  দূরে  থাকতে  হবে।

উঃ সত্য

৩। (ক) কাকে  বজ্রপাত  বলে?

উঃ মেঘে  মেঘে  ঘর্ষণের  ফলে  যে  বিকট  শব্দ  ও  বিদ্যুৎ  চমকায়  যা  বৈদ্যুতিক  শক্তি,  আলোক  শক্তি,  তাপ  শক্তি,  শব্দশক্তি  তে  রূপান্তরিত  হয়  তাকে  বজ্র  বলে।  এই  বজ্র  যখন  ভু-পৃষ্ঠের  দিকে  ধাবিত  হয়  তাকে  বজ্রপাত  বলে।

(খ) বজ্রপাত  হলে  কী  করতে  হবে  তা  বর্ণনা  করো।

উঃ ১) আকাশে  বজ্রগর্ভ  মেঘ  দেখলে  নিরাপদ  স্থানে  আশ্রয়  নিতে  হবে।

২) বাজ  পড়ার  সময়  খেলার  মাঠে  বা  খোলা  মাঠে  থাকা  নিরাপদ  নয়।

৩) বাজ  পড়ার  সময়  উঁচু  বাড়ির  ছাদে,  উচ্চ  ক্ষমতাসম্পন্ন  বিদ্যুৎ  পরিবাহী  স্তম্ভ,  পাহাড়ের  চূড়া  এসব  স্থান  থেকে  নিরাপদ  দূরত্বে  আশ্রয়  নিতে  হবে।

৪) বজ্রপাত  নিরোধক  ব্যবস্থা  আছে  এমন  বাড়ির  ভিতরে  আশ্রয়  নিতে  হবে।

৫) বজ্রপাতের  সময়  নৌকার  মধ্যে  থাকা  নিরাপদ  নয়।

৬) বজ্রপাতের  সম্ভাবনা  দেখা  দিলে  বাড়ি,  স্কুলের  বৈদ্যুতিক  সরঞ্জামের  সুইচ  অফ  করে,  প্লাগ  খুলে  রাখতে  হবে।

৭) বজ্রপাত  শুরু  হলে  ঘরের  জানালা-দরজা  বন্ধ  করে  ভিতরের  দিকে  কোনো  ঘরে  আশ্রয়  নিতে  হবে।

৮) স্কুল  বা  বাড়িতে  বজ্রপাত  নিরোধক  পরিবাহীর (Earthing)  ব্যবস্থা  করতে  হবে।

(গ) বজ্রপাতের  সময়  কী  করা  যাবে  না  তা  লেখো।

উঃ ১) কোনো  ধাতব  বস্তুতে  হাত  দেবে  না।

২) যতক্ষণ  বজ্রপাতের  শব্দ  শোনা  যাবে,  ততক্ষণ  নিরাপদ  আশ্রয়  ছেড়ে  বাইরে  বেরোবে  না।

৩) খোলা  আকাশের  নীচে  বা  মাঠে  থাকলে  গুঁড়ি  মেরে  পড়ে  থাকতে  হবে,  কিন্তু  চিত  হয়ে  বা  উপুড়  হয়ে  শুয়ে  থাকবে  না।

৪) বজ্রপাতের  সময়  বৈদ্যুতিক  সরঞ্জামগুলোতে  ও  সুইচবোর্ডে  হাত  দেবে  না।

৫) বজ্রপাতের  সময়  মোবাইল,  ল্যান্ডফোন  ব্যবহার  করবে  না।

৪। (ক) ভূমিকম্প  কেন  হয়?

উঃ পৃথিবীর  শিলামণ্ডল  বিভিন্ন  প্লেটের  (টেকটনিক  গাত্রের)  সমন্বয়ে  গঠিত।  এই  পাতগুলোর  স্থানচ্যুতির  ফলে  ভূপৃষ্ঠে প্রচণ্ড  কম্পনের  সৃষ্টি  হয়,  যা  ঢেউয়ের  মতো  পৃথিবীতে  ছড়িয়ে  পড়ে।  জলে  ঢিল  ফেললে  যেমন  তরঙ্গ  ওঠে  ঠিক  তেমনি।

(খ) ভূমিকম্প  হলে  কী  করতে  হবে?

উঃ ১) ভূমিকম্পের  আভাস  পাওয়া  মাত্রই  ঘর  থেকে  বেরিয়ে  আসতে  হবে।

২) ঘর  বা  স্কুলের  ঘর  থেকে  বেরোনোর  সময়  না  পেলে  মাথা  ঢেকে  মজবুত  টেবিল,  খাট,  ডেস্কের  নীচে  আশ্রয়  নিতে  হবে।

৩) খোলা  মাঠে  ফাঁকা  জায়গায়  গিয়ে  দাঁড়াতে  হবে।

৪) হাঁটু  গেড়ে  বসে  থাকতে  হবে।

৫) বিছানায়  থাকলে  বালিশ,  কম্বল  দিয়ে  নিজেকে  ঢেকে  নিতে  হবে।

৬) বাড়ির  দেয়াল,  বইয়ের  তাক,  কাচের  দরজা-জানালা,  চলন্ত  গাড়ি, আলমারি  থেকে  দূরে  থাকতে  হবে।

(গ) ভূমিকম্পের  সময়  কী  কড়া  যাবে  না,  তা  লেখো।

উঃ ১) ভূমিকম্প  চলাকালীন  সিঁড়ি  বা  ঝুলবারান্দায়  থাকবে  না।

২) বহুতল  বাড়ির  কাছাকাছি  থাকবে  না।

আরও পড়ুন

Class 1 Model Activity Task Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি  টাস্ক প্রথম  শ্রেণি

[New] Model Activity Task Class 2 Part 5 August Month | মডেল অ্যাক্টিভিটি টাস্ক

উপরের Model Activity Task Class 4 এর পুরোটাই সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আপনাদের এই Model Activity Task Class 4 কেমন লাগলো সেটা আপনি কমেন্ট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!