Uncategorized

Daily Current Affairs Bangla 28th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Current Affairs Bangla 28th September 2021 এর ১১ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।

  1. কোন রাজ্যের বিধান সভার স্পিকার হিসাবে রতন চক্রবর্তী নির্বাচিত হলেন ?

A. নাগাল্যান্ড
B. পশ্চিমবঙ্গ
C. ত্রিপুরা
D. আসাম

Ans: C. ত্রিপুরা

Exp- ত্রিপুরার রাজধানী আগরতলা এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Current Affairs Bangla 28th September 2021

  1. সানা রামচাঁদ গুলবানি কোন দেশের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসাবে নিযুক্ত হলেন ?

A. নাগাল্যান্ড
B. বাংলাদেশ
C. আফগানিস্তান
D. পাকিস্তান

Ans: D. পাকিস্তান

Exp- ইনি Central Superior Services পরিক্ষায় পাস করে এই কৃতিত্ব অর্জন করলেন।

  1. সম্প্রতি প্রকাশিত “ডিজিটাল কোয়ালিটি লাইফ ইনডেক্স 2021” এ ভারতের রেঙ্ক কত ?

A. 124
B. 97
C. 74
D. 59

Ans: D. 59

Exp- 110 টি দেশের মধ্যে রেঙ্ক প্রকাশিত হয়েছে। প্রথম স্থানে অবস্থিত ডেনমার্ক, দ্বিতীয় স্থানে সাউথ কোরিয়া এবং তৃতীয় স্থানে ফিনল্যান্ড অবস্থিত।

  1. “Privateer Space” নামে স্পেস এজেন্সি তৈরি করলেন কে ?

A. জেফ বেজস
B. স্টিভ ওজনিয়াক
C. রিচার্ড ব্রানসন
D. এলোন মাস্ক

Ans: B. স্টিভ ওজনিয়াক

Exp- স্টিভ ওজনিয়াক Apple কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।

Current Affairs Bangla 28th September 2021

  1. কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন যোগেশ্বর সংবান ?

A. প্যারাগুয়ে
B. মালদ্বীপ
C. ইতালি
D. ইয়েমেন

Ans: A. প্যারাগুয়ে

Exp- যোগেশ্বর সংবান বর্তমানে বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন।

  1. কোন দিনটি প্রত্যেক বছর অন্ত্যেদ্যয় দিবস হিসেবে পালিত হয় ?

A. 21 সেপ্টেম্বর
B. 23 সেপ্টেম্বর
C. 25 সেপ্টেম্বর
D. 27 সেপ্টেম্বর

Ans: C. 25 সেপ্টেম্বর

Exp- সমাজের পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর মানুষদের উন্নয়নের প্রচার চালানোর জন্য এই দিনটি পালিত হয়।

  1. MasterCard-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বিখ্যাত দাবা খেলোয়াড় ?

A. কোনেরু হামপী
B. ম্যাগনাস কার্লসেন
C. বিশ্ব নাথন আনন্দ
D. আলেকজান্ডার মিখাইল

Ans: B. ম্যাগনাস কার্লসেন

Exp- ম্যাগনাস কার্লসেন তিনি নরওয়ের দাবা খেলোয়াড়। *MasterCard-এর হেড কোয়ার্টার হল নিউইয়র্ক।

Current Affairs Bangla 28th September 2021

  1. সম্প্রতি কে “গ্লোবাল গোলকিপার আওয়ার্ড 2021” পেলেন ?

A. চানসিমা রুকতা
B. চ্যান ফু সিউকি
C. অনুসুয়া উইকে
D. ফুমজিলে মালম্বো আঙ্গুকা

Ans: D. ফুমজিলে মালম্বো আঙ্গুকা

Exp- প্রত্যেক বছর এই পুরস্কার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রদান করে থাকে।

Current Affairs Bangla 28th September 2021

  1. উড়িষ্যার প্রধান তথ্য কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ?

A. নেহা মালিক
B. জলদা কুমার ত্রিপাঠী
C. যশবর্ধন কুমার সিনহা
D. যশপাল সিং

Ans: B. জলদা কুমার ত্রিপাঠী

Exp- ইনি তামিলনাড়ুর প্রাক্তন ডিজিপি।

  1. ভারতের প্রথম “Atal Community Innovation Center” উদ্বোধন করা হলো কোথায় ?

A. মুম্বাই
B. দিল্লি
C. জয়পুর
D. কানপুর

Ans: A. জয়পুর

Exp- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী হল জয়পুর।

  1. সম্প্রতি “400 Days” নামে কে বই রচনা করবেন ?

A. Chetan Bhagat
B. Amitav Ghosh
C. Jairam Ramesh
D. Aniruddha Roy

Ans: A. Chetan Bhagat

Exp- 4 অক্টোবার এটি প্রকাশিত হবে। ওয়েস্ট ল্যান্ড প্রকাশনী সংস্থা এটি প্রকাশ করবে।

বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স:

Current Affairs Bangla 27th September 2021

Current Affairs Bangla 26th September 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!