Daily Current Affairs Bangla 28th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Current Affairs Bangla 28th September 2021 এর ১১ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
- কোন রাজ্যের বিধান সভার স্পিকার হিসাবে রতন চক্রবর্তী নির্বাচিত হলেন ?
A. নাগাল্যান্ড
B. পশ্চিমবঙ্গ
C. ত্রিপুরা
D. আসাম
Ans: C. ত্রিপুরা
Exp- ত্রিপুরার রাজধানী আগরতলা এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
Current Affairs Bangla 28th September 2021
- সানা রামচাঁদ গুলবানি কোন দেশের প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসাবে নিযুক্ত হলেন ?
A. নাগাল্যান্ড
B. বাংলাদেশ
C. আফগানিস্তান
D. পাকিস্তান
Ans: D. পাকিস্তান
Exp- ইনি Central Superior Services পরিক্ষায় পাস করে এই কৃতিত্ব অর্জন করলেন।
- সম্প্রতি প্রকাশিত “ডিজিটাল কোয়ালিটি লাইফ ইনডেক্স 2021” এ ভারতের রেঙ্ক কত ?
A. 124
B. 97
C. 74
D. 59
Ans: D. 59
Exp- 110 টি দেশের মধ্যে রেঙ্ক প্রকাশিত হয়েছে। প্রথম স্থানে অবস্থিত ডেনমার্ক, দ্বিতীয় স্থানে সাউথ কোরিয়া এবং তৃতীয় স্থানে ফিনল্যান্ড অবস্থিত।
- “Privateer Space” নামে স্পেস এজেন্সি তৈরি করলেন কে ?
A. জেফ বেজস
B. স্টিভ ওজনিয়াক
C. রিচার্ড ব্রানসন
D. এলোন মাস্ক
Ans: B. স্টিভ ওজনিয়াক
Exp- স্টিভ ওজনিয়াক Apple কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
Current Affairs Bangla 28th September 2021
- কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন যোগেশ্বর সংবান ?
A. প্যারাগুয়ে
B. মালদ্বীপ
C. ইতালি
D. ইয়েমেন
Ans: A. প্যারাগুয়ে
Exp- যোগেশ্বর সংবান বর্তমানে বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন।
- কোন দিনটি প্রত্যেক বছর অন্ত্যেদ্যয় দিবস হিসেবে পালিত হয় ?
A. 21 সেপ্টেম্বর
B. 23 সেপ্টেম্বর
C. 25 সেপ্টেম্বর
D. 27 সেপ্টেম্বর
Ans: C. 25 সেপ্টেম্বর
Exp- সমাজের পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর মানুষদের উন্নয়নের প্রচার চালানোর জন্য এই দিনটি পালিত হয়।
- MasterCard-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বিখ্যাত দাবা খেলোয়াড় ?
A. কোনেরু হামপী
B. ম্যাগনাস কার্লসেন
C. বিশ্ব নাথন আনন্দ
D. আলেকজান্ডার মিখাইল
Ans: B. ম্যাগনাস কার্লসেন
Exp- ম্যাগনাস কার্লসেন তিনি নরওয়ের দাবা খেলোয়াড়। *MasterCard-এর হেড কোয়ার্টার হল নিউইয়র্ক।
Current Affairs Bangla 28th September 2021
- সম্প্রতি কে “গ্লোবাল গোলকিপার আওয়ার্ড 2021” পেলেন ?
A. চানসিমা রুকতা
B. চ্যান ফু সিউকি
C. অনুসুয়া উইকে
D. ফুমজিলে মালম্বো আঙ্গুকা
Ans: D. ফুমজিলে মালম্বো আঙ্গুকা
Exp- প্রত্যেক বছর এই পুরস্কার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রদান করে থাকে।
Current Affairs Bangla 28th September 2021
- উড়িষ্যার প্রধান তথ্য কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন ?
A. নেহা মালিক
B. জলদা কুমার ত্রিপাঠী
C. যশবর্ধন কুমার সিনহা
D. যশপাল সিং
Ans: B. জলদা কুমার ত্রিপাঠী
Exp- ইনি তামিলনাড়ুর প্রাক্তন ডিজিপি।
- ভারতের প্রথম “Atal Community Innovation Center” উদ্বোধন করা হলো কোথায় ?
A. মুম্বাই
B. দিল্লি
C. জয়পুর
D. কানপুর
Ans: A. জয়পুর
Exp- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী হল জয়পুর।
- সম্প্রতি “400 Days” নামে কে বই রচনা করবেন ?
A. Chetan Bhagat
B. Amitav Ghosh
C. Jairam Ramesh
D. Aniruddha Roy
Ans: A. Chetan Bhagat
Exp- 4 অক্টোবার এটি প্রকাশিত হবে। ওয়েস্ট ল্যান্ড প্রকাশনী সংস্থা এটি প্রকাশ করবে।
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স: