Daily Current Affairs Bangla 1st October 2021| কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Current Affairs Bangla 1st October 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।
- উত্তর ভারতের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন Palmetum এর উদ্বোধন হলো কোন রাজ্যে ?
A. দিল্লি
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. উত্তরাখণ্ড
Ans: D. উত্তরাখণ্ড
Exp- উত্তরাখণ্ড বন দপ্তর এটি স্থাপন করলো।
Current Affairs Bangla 1st October 2021
- সম্প্রতি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের
চেয়ারম্যান নিযুক্ত হলেন কে ?
A. অদিতি রায়
B. পিয়ালী সেনগুপ্তা
C. নেহা চক্রবর্তী
D. সুপর্ণা সিনহা
Ans: B. পিয়ালী সেনগুপ্তা
Exp- তিনি এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সচিব হিসেবে কাজ করেছেন।
- সম্প্রতি 11 জন “Shanti Swarup Bhatnagar” পুরষ্কার পেলেন। এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
A. ক্রীড়া
B. সাহিত্য
C. বিজ্ঞান
D. সঙ্গীত
Ans: C. বিজ্ঞান
Exp- এটি বিজ্ঞানে ভারতের সবথেকে বড় পুরস্কার। এবছর এর 80 তম বর্ষ ছিলো।
- সম্প্রতি কে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত
হলেন ?
A. সিয়েন চুং
B. ফুমিও কুশিদা
C. ওহিয়ে ইয়েম
D. জোশিহিদে সুগা
Ans: B. ফুমিও কুশিদা
Exp- পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন জোশিহিদে সুগা।
Current Affairs Bangla 1st October 2021
- T20 World Cup-এর জন্য ‘Live the Game’ শিরোনামে থিম সং লঞ্চ করলো ICC; এই গানটি কম্পোজ করেছেন কে ?
A. সঞ্জয় সিং
B. এ আর রহমান
C. অমিত ত্রিবেদী
D. কৌশিক বসু
Ans : D. অমিত ত্রিবেদী
Exp- এই গানে ফিচার করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে, আফগানিস্তানের রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের Kieron Pollard এবং অস্ট্রেলিয়ার Glenn Maxwell-কে।
- কোন রাজ্য পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী কে স্মরণ করে “গরিব কল্যাণ দিবস” পালন করলো ?
A. উত্তরপ্রদেশ
B. গুজরাট
C. রাজস্থান
D. মহারাষ্ট্র
Ans: A. উত্তরপ্রদেশ
Exp- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।
- 2021 “Ryder Cup” জিতলো কোন দেশ ?
A. রাশিয়া
B. চীন
C. আমেরিকা যুক্তরাষ্ট্র
D. ইউরোপ
Ans: C. আমেরিকা যুক্তরাষ্ট্র
Exp- এই কাপটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত । ইউরোপকে 19-9 পয়েন্টে পরাজিত করেই এই কাপ জিতলো আমেরিকা যুক্তরাষ্ট্র।
Current Affairs Bangla 1st October 2021
- সম্প্রতি PTI এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে ?
A. রুদ্রনীল তালুকদার
B. শ্রীধর ভট্টাচার্য
C. অমিত কুমার
D. অভিক সরকার
Ans: D. অভিক সরকার
Exp- অভিক সরকার আনন্দবাজার গ্রুপের ভাইস চেয়ারম্যান।
- কোন সংস্থা ভারতে “Future Engineer Campaign” চালু করবে ?
A. Facebook
B. Amazon
C. Microsoft
D. Google
Ans: B. Amazon
Exp- ভারতের কম্পিউটার সায়েন্সের প্রয়োগ বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি উন্নয়নের মাধ্যমে রোজগার প্রদানের লক্ষ্যে এই অভিযান চালু করা হবে।
- সম্প্রতি রাশিয়ান গ্ৰাপি কে জিতলেন ?
A. Max Werstepen
B. Voltari Vottas
C. Lewis Hamilton
D. Sebastian Vettel
Ans: C. Lewis Hamilton
Exp- এর সঙ্গে ইনি প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে 100 টি রেস জেতার রেকর্ড করলেন।
Current Affairs Bangla 1st October 2021
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :