Daily Current Affairs Bangla 2nd October 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে Current Affairs Bangla 2nd October 2021 এর 10 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- উত্তর সহ আলোচনা করা হলো।
- মিড ডে মিল যোজনার নাম পরিবর্তন করে কি রাখা হল ?
A. পি এম পোষন স্কিম
B. প্রধানমন্ত্রী মিড ডে মিল স্কিম
C. মধ্যান্ন ভোজন যোজনা
D. পি এম খাদ্য যোজনা
Ans: A. পি এম পোষন স্কিম
Exp- এর ফলে 11.2 লক্ষ সরকারি ও সরকার পোষিত স্কুলে মিড ডে মিল পাবে 11.8 কোটি পড়ুয়া।
- সম্প্রতি KVIC কোন রাজ্যে একটি “তুষার সিল্ক” সুতা উৎপাদন কেন্দ্র’ স্থাপন করেছে ?
A. কর্ণাটক
B. পশ্চিমবঙ্গ
C. গুজরাট
D. উড়িষ্যা
Ans: D. উড়িষ্যা
Exp- তুষার সিল্ক হল সিল্কের অন্যতম সেরা জাত, যা তার মোটা এবং ছিদ্রযুক্ত বুননের জন্য পরিচিত। ওড়িশায় মোট খাদি কাপড় উৎপাদনের প্রায় 75% রেশম।
Current Affairs Bangla 2nd October 2021
- সম্প্রতি কে “All India Management Association” এর প্রেসিডেন্ট নিযুক্ত হলেন ?
A. আর রাঘবন
B. এন কে মিত্র
C. সি কে রঙ্গনাথন
D. রামকিঙ্কর বেরি
Ans: C. সি কে রঙ্গনাথন
Exp- তিনি বর্তমানে Cavin Care private limited এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত।
- বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে জ্যোথি সুরেখা ভেন্নাম সম্প্রতি কোন পদক জিতলেন ?
A. রৌপ্য
B. স্বর্ণ
C. ব্রোঞ্জ
D. কোনোটিই নয়
Ans: A. রৌপ্য
Exp- মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ইয়াঙ্কটনে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জেতার লক্ষ্যে নেমেছিল ভারত কিন্তু মিক্সড ডাবল ইভেন্টে ফাইনালে ভারতের অভিষেক ভর্মা ও জ্যোথি সুরেখা ভেন্নামকে রুপোতেই থাকতে হল সন্তুষ্ট।
Current Affairs Bangla 2nd October 2021
- কাকে ” গ্লো বয়েল লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড 2021″ দ্বারা সম্মানীত করা হল ?
A. দীনেশ সাহারা
B. সামিরুল হাসান
C. কুলদ্বীপ যাদব
D. অজিত কুমার জৈন
Ans: A. দীনেশ সাহারা
Exp- ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পেলেন।
- ‘My Life in Full Work Family and Our Future’ শিরোনামে স্মৃতি গ্রন্থ কে লিখলেন ?
A. স্মৃতি জুবিন ইরানি
B. রোশনি নাদার
C. ইন্দ্ৰা নুয়ি
D. নির্মলা সিথারামণ
Ans: C. ইন্দ্রা নুয়ি
Exp- তিনি Pepsico Inc.-এর প্রাক্তন চেয়ারম্যান ও CEO.
- কোন মন্ত্রণালয় ‘এল্ডার লাইন’ নামে প্রবীণ নাগরিকদের জন্য ভারতের প্রথম প্যান-ইন্ডিয়া হেল্পলাইন চালু করেছে ?
A. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়
B. ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
C. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
D. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়
Ans: C. সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
Exp- সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দপ্তরের আওতাধীন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল তপশীলি জাতি(এসসি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী(ওবিসি)র- জন্য বিনামূল্যে প্রশিক্ষণ এবং তপশীলি জাতির মধ্যে উচ্চশিক্ষার জন্য জাতীয় বৃত্তি প্রদান।
Current Affairs Bangla 2nd October 2021
- সম্প্রতি কে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করলেন ?
A. ডাঃ হর্ষবর্ধন
B. মনসুখ মান্ডভিয়া
C. পীযূষ গোয়েল
D. নরেন্দ্র মোদী
Ans: D. নরেন্দ্র মোদী
Exp- নরেন্দ্র মোদী ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী।
- সম্প্রতি কে “NIDHI 2.0” স্কিম লঞ্চ করলেন ?
A. এম ভেঙ্কাইয়া নাইডু
B. রামনাথ কবিন্দ
C. নরেন্দ্র মোদি
D. ওম বিড়লা
Ans: D. ওম বিড়লা
Exp- বিশ্ব পর্যটন দিবসের দিনে পর্যটন মন্ত্রম দ্বারা এটা চালু করা হয়েছে।
Current Affairs Bangla 2nd October 2021
- সম্প্রতি কোন রাজ্যের “Judima Rice Wine” কে Gl Tag দেওয়া হয়েছে ?
A. তামিলনাড়ু
B. আসাম
C. মনিপুর
D. মেঘালয়
Ans: B. আসাম
Exp- আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স :