Daily Current Affairs in Bengali 6th October 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Current Affairs in Bengali 6th October 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো।
- বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় ?
A. 3 অক্টোবর
B. 5 অক্টোবর
C. 7 অক্টোবর
D. 9 অক্টোবর
Ans: B. 5 অক্টোবর
Exp- 1995 সাল থেকে প্রতি বছর 5 অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
*Theme 2021: Teachers at the Heart of Education Recovery !
Current Affairs in Bengali 6th October 2021
- সম্প্রতি কে 2021 সালের চিকিৎসা বিদ্যায় নোবেল পেলেন ?
A. ড্যাভিদ জুলিয়াস ও অর্ডান প্যাটাপৌতিয়ান
B. রজার ডি সিলভা ও মাইকেল ভন
C. সিমরান ক্লার্ক ও হামরি ফেরি
D. এ. কে বন্ড ও উইলিয়াম কেরি
Ans: A. ড্যাভিদ জুলিয়াস ও অর্ডান প্যাটাপৌতিয়ান
Exp- পুরস্কার স্বরূপ একটি স্বর্ণ পদক ও 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার প্রদান করা হয়।
- Military Nursing Service (MNS)-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন ?
A. দেশবন্ধু মিত্র
B. সুদীপ ঘোষ
C. মোহিনী নায়ার
D. স্মিতা দেবরানী
Ans : D. স্মিতা দেবরানী
Exp- তিনি এর আগে আর্মি হাসপাতালের প্রিন্সিপাল ম্যাট্রন (গবেষণা ও রেফারেল) ছিলেন।
Current Affairs in Bengali 6th October 2021
- কোন রাজ্যের “সাদা পেঁয়াজ” GI Tag পেয়েছে ?
A. তামিলনাড়ু
B. মহারাষ্ট্র
C. পশ্চিমবঙ্গ
D. গুজরাট
Ans: B. মহারাষ্ট্র
Exp- মহারাষ্ট্রের মুখ্যামন্ত্রী উদ্ধব ঠাকরে।
- সম্প্রতি উত্তরপ্রদেশের প্রথম পলিউশন কন্ট্রোল টাওয়ারটি কোথায় তৈরি করা হবে ?
A. লখনৌ
B. গোরখপুর
C. নয়ডা
D. কানপুর
Ans : C. নয়ডা
Exp- উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- ভারত ও কোন দেশের মধ্যে যুগ্ম “মিত্রশক্তি -21” সৈন্য অভ্যাস আয়োজিত হবে ?
A. বাংলাদেশ
B. জাপান
C. পাকিস্থান
D. শ্রীলঙ্কা
Ans: D. শ্রীলঙ্কা
Exp- ভারত -শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক যৌথ অনুশীলন “মিত্র শক্তি -21” এর অষ্টম সংস্করণ 2021 সালের 4 থেকে 15 অক্টোবর শ্রীলঙ্কার আমবাড়ায় কম্ব্যাট ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হবে।
Current Affairs in Bengali 6th October 2021
- Ganga river dolphin day পালিত হয় কত তারিখ ?
A. 5 অক্টোবর
B. 6 অক্টোবর
C. 7 অক্টোবর
D. 8 অক্টোবর
Ans: A. 5 অক্টোবর
Exp- 2010 সালে এই দিনে গঙ্গা ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
- 130 তম ডুরান্ড কাপ ফুটবল ট্রফি জয়লাভ করলো কোন দল ?
A. Mohammedan sporting
B. FC Goa
C. Gokulam Kerala FC
D. Army Green
Ans: B. FC Goa
Exp- ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
- 2022 সালের জানুয়ারি মাসে 56th National Cross Country Championship হোস্ট করতে চলেছে ভারতের কোন রাজ্য ?
A. নাগাল্যান্ড
B. গুজরাট
C. মেঘালয়
D. মনিপুর
Ans : A. নাগাল্যান্ড
Exp- নাগাল্যান্ডের রাজধানী কোহিমা।
Current Affairs in Bengali 6th October 2021
- সম্প্রতি, 2 অক্টোবর তারিখে লাল বাহাদুর শাস্ত্রী কত তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে ?
A. 115 তম
B. 117 তম
C. 118 তম
D. 119 তম
Ans: C. 118 তম
Exp- বাহাদুর শাস্ত্রী জন্মগ্রহণ করেন 1904 সালের 2 রা অক্টোবর মুঘল সরাই তে।
বিগত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স: