Daily Current Affairs Bangla 29th July 2021
Daily Current Affairs Bangla 29th July 2021
1. সম্প্রতি ভারতীয় রেল কোন দেশকে 200 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে ?
A. চীন
B. নেপাল
C. পাকিস্তান
D. বাংলাদেশ
Ans: D. বাংলাদেশ
Exp- ভারতীয় রেল বাংলাদেশে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে 10 টি কন্টেনারে মোট 200 মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে।
2. কোন সংস্থা সম্প্রতি “বৃহস্পতি গ্রহে” রকেট লঞ্চ করার কথা ঘোষণা করলো ?
A. JAXA
B. NASA
C. ISRO
D. DRDO
Ans: B. NASA
Exp- NASA এর জন্যে Space-X এর সঙ্গে চুক্তি করলো ।
* NASA – National Aeronautics and Space Administration
3. কোন দেশ প্রথম “সোনালী চালের” চাষ করার অনুমতি দিল ?
A. ফিলিপিন্স
B. রাশিয়া
C. ফ্রান্স
D. অস্ট্রেলিয়া
Ans: A. ফিলিপিন্স
Exp- সাধারণত চালের রঙ সাদা হলেও এই চালের রঙ হয়ে থাকে হলদে সোনালি। এটি আসলে জেনেটিক্যালি মডিফাইড একটা শস্য। উজ্জ্বল হলুদ বর্ণের কারণে এটি নামকরণ করা হয়েছে।
4. সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করলো ?
A. ইটালি
B. সুইডেন
C. গ্রীস
D. জার্মানি
Ans: B. সুইডেন
Exp- সুইডেন বহুদিন ধরে পুনঃনবীকরণ যোগ্য শক্তি নিয়ে কাজ করছে। সেই অভিজ্ঞতা দিয়ে তারা সাহায্য করবে।
5. Nadi ko jano অ্যাপ্লিকেশনের উদ্বোধন করল কোন কেন্দ্রীয় মন্ত্রী?
A. Anurag Thakur
B. Sarbananda Sonowal
C. G. Kishan Reddy
D. Dharmendra Pradhan
Ans. D. Dharmendra Pradhan
Exp- ইনি বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রী। ভারতের সমস্ত নদী সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করতে এটি চালু করা হলো। এটি ডেভলপ করছে Resurgence Foundation.
6. সম্প্রতি কোন রাজ্যের পুলিশ কিশোরী ও মহিলাদের সুরক্ষার জন্য ‘Special 40’ স্কোয়াড গঠন করেছে ?
A. মধ্যপ্রদেশ
B. তামিলনাড়ু
C. উত্তর প্রদেশ
D. উড়িষ্যা
Ans: A. মধ্যপ্রদেশ
Exp- মধ্যপ্রদেশের রাজধানী: ভোপাল এবং মুখ্যমন্ত্রী হল শিবরাজ সিং চৌহান।
7. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি “ব্যাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের” উদ্ভোধন করলেন ?
A. পশ্চিমবঙ্গ
B. ওড়িশা
C. আসাম
D. ত্রিপুরা
Ans: C. আসাম
Exp- হিমন্ত বিশ্ব সরমা মন্দারডিসা গ্রামে একটি বাঁশ শিল্প উদ্যানের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পটি একবার শেষ হয়ে গেলে এই অঞ্চলের অর্থনীতিতে একটি নতুন যুগের সূচনা হবে এবং স্থানীয় যুবকদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
8. কোন রাজ্যের “রুদ্রেম্বর মন্দির” কে “ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের” অন্তর্ভুক্ত করা হল ?
A. পাঞ্জাব
B. কর্ণাটক
C. মহারাষ্ট্র
D. তেলেঙ্গানা
Ans: D. তেলেঙ্গানা
Exp- ভারতের 39 তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল তেলেঙ্গানা । রুদ্রেম্বর মন্দির হল ভগবান বিষ্ণু ও শিবের মন্দির এবং এই মন্দিরটি তেলেঙ্গানার ওয়ারেঙ্গাল জেলায় অবস্থিত ।
9. 2020 Norman Borlaug পুরস্কার কে পেলেন ?
A. Kajal Chakraborty
B. Tiyana Harsi
C. Maria Ressa
D. Thomas Vijayan
Ans. A. Kajal Chakraborty
Exp- ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর তরফ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। কাজল চক্রবর্তী সেন্ট্রাল মেরিন ফিসারিস রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক।
10. বিশ্বের সবথেকে বড় ভাসমান সোলার ফাম তৈরি হবে কোন দেশে ?
A. ভারত
B. সিঙ্গাপুর
C. ইন্দোনেশিয়া
D. নেদারল্যান্ড
Ans. C. ইন্দোনেশিয়া
Exp- Sunsip Group এটি তৈরি করছে । এদের ক্যাপাসিটি 2.2 গিগা ওয়াটের। বাটাম দ্বীপে এটি তৈরি হচ্ছে।
Daily Current Affairs Bangla 29th July 2021