MCQ প্রশ্ন

[ NEW ] WBBSE Class 8 MCQ Adaptation Package Geography | অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোল বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান | Free

আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা এই পোস্টে আমরা অক্টোবর মাসে WBBSE Class 8 MCQ Adaptation Package Geography তে যে MCQ প্রশ্ন গুলি দেওয়া হয়েছিল তা উত্তর সহ আলোচনা করা হল । তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেখতে পারবে।

আমাদের ওয়েবসাইট Amartarget.com এ সবসময় যেকোনো শ্রেণীর MCQ Adaptation Package খুব দ্রুততার সাথে আপলোড করা হয়ে থাকে । পরবর্তী WBBSE Class 8 MCQ Adaptation Package Geography সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেইসবুক পেজ Join করে রাখো।

WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

Table of Contents

পরিবেশ ও ভূগোল বিষয়ের 15 টি MCQ প্রশ্ন WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

ভূগোল

অষ্টম শ্রেণি

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

পরিবেশ ও ভূগোল

অষ্টম শ্রেণি

১. যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই সেটি হলো

ক) নিরক্ষীয়

খ) ক্রান্তীয়

গ) উপক্রান্তীয়

ঘ) মেরুদেশীয়

উত্তর : ঘ) মেরুদেশীয়

image 41

২. উপরের রেখাচিত্রের চিহ্নিত অংশের image 44 অক্ষাংশগত বিস্তৃতি কত?

ক) ২৩ image 45 উঃ – ৬৬ image 45 , উঃ

খ) ২৩ image 45 উঃ – ২৩ image 45 দঃ

গ) ২৩ image 45 দঃ – ৬৬ image 45 দঃ

ঘ) ৬৬ image 45 দঃ- ৯০ দঃ

উত্তর : খ) ২৩ image 45 উঃ – ২৩ image 45 দঃ

৩. তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিমদিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর
দিয়ে যেতে হবে তা হলো

ক) মায়ানমার

খ) নেপাল

গ) বাংলাদেশ

ঘ) পাকিস্তান

উত্তর : গ) বাংলাদেশ

WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

৪. কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?

ক) জীববৈচিত্র্য হ্রাস

খ) মৃত্তিকা ক্ষয়

গ) অতিরিক্ত বৃষ্টিপাত

ঘ) ধস

উত্তর : গ) অতিরিক্ত বৃষ্টিপাত

image 43

৫. উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে?

ক) আগ্নেয় পর্বত

খ) স্তূপ পর্বত

গ) লাভা মালভূমি

ঘ) মহাদেশীয় মালভূমি

উত্তর : খ) স্তূপ পর্বত

৬. ক্ষয়, বহন ও সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়াই কার্যকর হলে তবেই তৈরি হয়

ক) প্লাবনভূমি

খ) বদ্বীপ

গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

ঘ) ক্যানিয়ন

উত্তর : খ) বদ্বীপ

image 42

৭. ভারতের মানচিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত?

ক) পাকিস্তান ও নেপাল

গ) নেপাল ও ভুটান

ঘ) ভুটান ও মায়ানমার

উত্তর : গ) নেপাল ও ভুটান

WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

৮. কোন ফসলের জন্য আৰ্দ্ৰ, পলিমাটিযুক্ত নীচু জমি আদর্শ?

ক) চা

খ) পাট

গ) গম

ঘ) বাজরা

উত্তর : খ) পাট

Class 8 এর অন্য বিষয় গুলি

new গণিত : Click Here

new বিজ্ঞান : Click Here

new বাংলা : Click Here

new ইতিহাস : Click Here

৯. শহরতলিতে শাক-সব্জি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কী
বলে?

ক) স্থানান্তর কৃষি

খ) ট্রাক ফার্মিং

গ) ধাপ চাষ

ঘ) বাগিচা কৃষি

উত্তর : খ) ট্রাক ফার্মিং

WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

১০. কোনও স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নীচের কোনটি আবশ্যিক নয়?

ক) বিদ্যুতের পর্যাপ্ত যোগান

খ)কাঁচামালের প্রাপ্যতা

গ) উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা

ঘ) নদী তীরবর্তী অবস্থান

উত্তর : ঘ) নদী তীরবর্তী অবস্থান

১১. ঠিক জোড়াটি নির্বাচন করো

ক) ইয়োকোহামা – মিশর

খ) ডেট্রয়েট – কানাডা

গ) রূঢ় – জার্মানি

ঘ) উইনিপেগ – আমেরিকা যুক্তরাষ্ট্র

উত্তর : গ) রূঢ় – জার্মানি

WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

১২. খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনও বড়ো শিল্প গড়ে ওঠেনি

ক) পম্পাসে

খ) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে

গ) ছোটোনাগপুর মালভূমিতে

ঘ) লণ্ডন অববাহিকায়

উত্তর : ক) পম্পাসে

১৩. এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের ৬০ শতাংশ রয়েছে?

ক) উপদ্বীপীয় ভারতে

খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায়

গ) দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায়

ঘ) দক্ষিণ আমেরিকার পূর্বাংশে

উত্তর : খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায়

WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

১৪. জিওগ্রাফিকাল পোজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না?

ক) উচ্চতা

খ) অক্ষাংশ

গ) উন্নতা

ঘ) দ্রাঘিমা

উত্তর : ক) উচ্চতা

১৫. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো ?

ক) পর্যাপ্ত উন্নয়ন

গ) স্থিতিশীল উন্নয়ন

খ)পরিবেশ সংরক্ষণ

ঘ) অর্থনৈতিক উন্নয়ন

উত্তর : গ) স্থিতিশীল উন্নয়ন

WBBSE Class 8 MCQ Adaptation Package Geography

এখানে শুধুমাত্র Class 8 এর পরিবেশ ও ভূগোল বিষয়টির MCQ প্রশ্ন- উত্তর দেওয়া হয়েছে। অন্য বিষয় দেখার জন্য নিচের থেকে তোমার বিষয়টি বেছে নাও।

new গণিত : Click Here

new বিজ্ঞান : Click Here

new বাংলা : Click Here

new ইতিহাস : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!