WBBSE Class 10 Geography 1st Unit Test Suggestion Important | দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল
প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই পোস্টে দশম শ্রেণীর জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর ভূগোল বিষয়ের ( Class 10 Geography 1st Unit Test Suggestion ) অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হল । এই প্রশ্নগুলি ভালো করে অধ্যায়ন করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এ অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে । তার সাথে প্রশ্নগুলি তোমাদের আসন্ন ২০২৩ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব সাহায্য করবে।
বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।
Class 10 Geography 1st Unit Test Suggestion
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
Class 10 Geography 1st Unit Test Suggestion
১. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি ?
উত্তর: ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত
২. যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি ?
উত্তর: জলবিভাজিকা
৩. ভূমির সমতলীকরন প্রক্রিয়ার নাম কি ?
উত্তর: পর্যায়ন
৪. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয় ?
উত্তর: নিম্নগতি
৫. ভূমিরূপ বিদ্যায় ‘গ্রেড’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: গিলবার্ট
৬. আবহবিকার , ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপ কে কি বলা হয় ?
উত্তর : নগ্নীভবন
৭. যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কি বলা হয় ?
উত্তর: আদর্শ নদী
৮. পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি ?
উত্তর : গ্র্যান্ড ক্যানিয়ন
৯. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর : কুঞ্চিকাল জলপ্রপাত
১০. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি ?
উত্তর : আমাজন
১১. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত এর নাম বল
উত্তর : নায়াগ্রা
১২. লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কি ?
উত্তর : দ্রবণ ক্ষয়
১৩. কঠিন শিলা যুক্ত অঞ্চলে কম ঢাল যুক্ত ছোট ছোট জলপ্রপাত কে কি বলা হয় ?
উত্তর: র্যাপিড
১৪. পাখির পায়ের মতো আকৃতি ব-দ্বীপ দেখতে পাওয়া যায় কোন নদীর মোহনায় ?
উত্তর : মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় ।
১৫. মিয়েন্ডার নামটি এসেছে কোন নদীর নাম থেকে ?
উত্তর : মেনডারেস
১৬. পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্ত কে কি বলা হয় ?
উত্তর : মন্থকূপ
১৭. নদী প্রবাহ পরিমাপের একক কি ?
উত্তর : কিউসেক
১৮. হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে কি বলা হয় ?
উত্তর : গ্রাবরেখা
১৯. হিমশৈলের কত পরিমান অংশ জলের উপর ভেসে থাকে ?
উত্তর : 1/10
২০. ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উত্তর : সিয়াচেন
২১. রসে মতানে কোন ক্ষয় এর ফলে সৃষ্ট হয় ?
উত্তর : হিমবাহের ক্ষয় এর ফলে
২২. ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে ?
উত্তর : ড্রামলিন কে
২৩. হিমবাহের পৃষ্ঠদেশে ফাটলগুলিকে কি বলা হয় ?
উত্তর: ক্রেভাস
২৪. সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহ কে কি বলা হয় ?
উত্তর : হিমশৈল
২৫. হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট গর্ত কে কি বলা হয়?
উত্তর : আবর্তরেখা
২৬. হিমবাহ ও জলধারাবাহিত নুরি , বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মত ভূমিরূপকে কি বলা হয় ?
উত্তর : এসকার
২৭. জমাটবদ্ধ তুষারকণাকে কি বলা হয়?
উত্তর: ফার্ন
২৮. দীর্ঘতম হিমবাহের নাম কি ?
উত্তর : আন্টার্টিকা ল্যাম্বার্ট
২৯. মরুস্থলি কথার অর্থ কি ?
উত্তর : মৃতের দেশ
৩০. পাথুরে মরুভূমিকে মিশরে কি বলা হয় ?
উত্তর: সেরীর
৩১. মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট পাহাড় গুলোকে কি বলা হয় ?
উত্তর : ইনসেলবার্গ
৩২. মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ এর নাম বল
উত্তর : পেডিমেন্ট
৩৩. মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাত কে কি বলা হয় ?
উত্তর : ওয়াদি
৩৪. ভারতের লবণাক্ত হ্রদ গুলি কে কি বলা হয়?
উত্তর : প্লায়া
Class 10 Geography 1st Unit Test Suggestion
২/৩ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন – Class 10 Geography 1st Unit Test Suggestion
১. ক্যানিয়ন কাকে বলে
২. নদী কাকে বলে উদাহরণ দাও
৩. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র লেখ
৪. নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো ?
৫. পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয় ?
৬. বদ্বীপ সৃষ্টি হওয়ার তিনটি শর্ত লেখ
৭. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে তৈরি হয় ?
৮. গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখ
৯. হিমশৈল কাকে বলে
১০. ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে
১১. U আকৃতির উপত্যকা কাকে বলে
১২. নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ
১৩. ফিয়র্ড এবং ফিয়ার্ড এর মধ্যে পার্থক্য লেখ
১৪. রসেমতানে এবং ড্রামলিন মধ্যে পার্থক্য লেখ
১৫. ভেন্টিফ্যাক্ট ও ড্রেইকান্টার কি ?
১৬. বাজাদা / ব্লো আউট / প্লায়া কাকে বলে?
১৭. মরুকরণ কাকে বলে ?
১৮. মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন ?
১৯. মেসা এবং বিউটি এর মধ্যে পার্থক্য লেখ
২০. ইয়ারদাং ও বার্খান এর মধ্যে পার্থক্য লেখ
৫ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি বর্ণনা করো
২. হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি বর্ণনা করো
৩. বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
৪. নদী এবং হিমবাহের কার্যের পার্থক্য লেখ
Class 10 Geography 1st Unit Test Suggestion
বায়ুমন্ডল
১. বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কি ?
উত্তর : নাইট্রোজেন
২. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে ?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে
৩. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যবর্তী সীমাকে কি বলা হয় ?
উত্তরঃ ট্রপোপজ
৪. বায়ুমন্ডলে কি থাকার জন্য আকাশ নীল দেখায় ?
উত্তর: ধূলিকণা
৫. বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমন্ডলের কোন স্তরে ?
উত্তর : ট্রপোস্ফিয়ার স্তরে
৬. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কে ?
উত্তরঃ ওজোন
৭. ট্রপোস্ফিয়ারের প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার কত?
উত্তর : ৬.৪° সে
৮. হোমোস্ফিয়ারের অপর নাম কি ?
উত্তর : সমমন্ডল
৯. বায়ু মন্ডলের কোন স্তরে অতিবেগুনী রশ্মি শোষিত হয় ?
উত্তর : স্ট্রাটোস্ফিয়ারে
১০. রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে ?
উত্তরঃ আয়োনোস্ফিয়ার
১১. ওজোন অনু ধ্বংসকারী গ্যাসের নাম বল
উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন
১২. ওজন গহবর এর অস্তিত্ব প্রথম দেখতে পাওয়া যায় কোথায় ?
উত্তরঃ আন্টার্টিকায়
১৩. হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর টির নাম বল
উত্তরঃ হাইড্রোজেন স্তর
১৪. ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থান গুলিকে যুক্ত করে কোন রেখা ?
উত্তরঃ সমোষ্ণ রেখা
১৫. সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছয় ?
উত্তর : এক ভাগ
১৬. বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উত্তরঃ থার্মোমিটার
১৭. সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কে কি বলা হয় ?
উত্তর: উষ্ণতার প্রসর
১৮. ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে ?
উত্তর সাতটি
১৯. ITCZ বলা হয় কোন অঞ্চলকে?
উত্তর নিরক্ষীয় অঞ্চলকে
২০. এল নিনোর প্রভাব দেখতে পাওয়া যায় কোন মহাসাগরে
উত্তর: প্রশান্ত মহাসাগরে
২১. যে বায়ু প্রবাহ সারা বছর একই দিকে একই গতিতে প্রবাহিত হয় তার নাম কি ?
উত্তরঃ নিয়ত বায়ু
২২. আয়ন বায়ুর অপর নাম কি ?
উত্তর : বাণিজ্য বায়ু
২৩. বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক কি ?
উত্তর: নট
২৪. বায়ুর গতিবেগ মাপার যন্ত্র টির নাম কি
উত্তরঃ অ্যানিমোমিটার
২৫. পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি?
উত্তর : টর্নেডো
২৬. কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় ?
উত্তর : বাত পতাকা
২৭. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
উত্তর : টরিসেলি
Class 10 Geography 1st Unit Test Suggestion
২/৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন – Class 10 Geography 1st Unit Test Suggestion
১. ওজোন স্তর কাকে বলে ?
২. এরোসল কি ?
৩. শান্ত মন্ডল কাকে বলা হয় ?
৪. জেট বিমান গুলি বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে এবং কেন ?
৫. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যে পার্থক্য লেখ
৬. অ্যালবেডো কি ?
৭. বৈপরীত্য উষ্ণতা কাকে বলে ?
৮. বিশ্ব উষ্ণায়ন কি ?
৯. অ্যাডভেকশন কী?
১০. গর্জনশীল চল্লিশা কি ?
১১. ডোলড্রাম বলতে কী বোঝো
১২. কোরিওলিস বল কাকে বলে?
১৩. সমচাপ রেখা কি ?
১৪. মৌসুমী বায়ু কাকে বলে ?
১৫. জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখ
১৬. বাইশ ব্যালট সূত্র কি ?
১৭. অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো ?
১৮. মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো
১৯. সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য লেখ
২০. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ
২১. ধোঁয়াশা কি ?
২২. অধঃক্ষেপণ কাকে বলে
২৩. জলচক্র কাকে বলে?
২৪. সমবর্ষণ রেখা কি ?
২৫. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ?
২৬. আপেক্ষিক আদ্রতা কাকে বলে ?
২৭. নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন ?
Class 10 Geography 1st Unit Test Suggestion
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন – Class 10 Geography 1st Unit Test Suggestion
১. বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এর সংক্ষিপ্ত পরিচয় দাও
২. বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো
৩. বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি সংক্ষেপে লেখ
৪. বায়ুমন্ডলে বায়ুচাপের তারতম্যের কারণ গুলি কি কি ?
৫. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ও ক্রান্তীয় ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ
৬. বিভিন্ন ধরনের বৃষ্টিপাত এর প্রক্রিয়ার বর্ণনা দাও
ভারতের প্রাকৃতিক পরিবেশ
১. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর : সপ্তম
২. আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি ?
উত্তর : রাজস্থান
৩. ভারতের নবীনতম রাজ্যের রাজধানীর নাম কি ?
উত্তর : হায়দ্রাবাদ
৪. সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কত সালে ?
উত্তর : ১৯৭৫ সালে
৫. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কত ?
উত্তর : ২৯ টি
৬. কত সালে ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় ?
উত্তর : ১৯৭১
৭. সার্কের সদর দপ্তর কোথায় ?
উত্তর : কাঠমান্ডুতে
৮. ভারতের উত্তরতম স্থান কোনটি?
উত্তর : ইন্দিরা কল
৯. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম বল
উত্তর : গোয়া
১০. ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয় কত সালে ?
উত্তর : ১৯৫৬ সালে
১১. ভারতের নবীনতম রাজ্য টি গঠিত হয় কত সালে ?
উত্তর : ২০১৪ সালে
১২. ইন্দিরা পয়েন্ট এর অপর নাম কি?
উত্তর : পিগম্যালিয়ন পয়েন্ট
১৩. ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তে কি ?
উত্তর : ইন্দিরা পয়েন্ট
১৪. ভারত-চীন সীমারেখা কি নামে পরিচিত ?
উত্তর : ম্যাকমোহন লাইন
১৫. ভারত পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত
উত্তর : র্যাডক্লিফ লাইন
১৬. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?
উত্তর : লাক্ষাদ্বীপ
১৭. ইন্ডিয়া নামটি প্রথম কারা দেয় ?
উত্তর : গ্রীকরা
১৮. কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ?
উত্তর : ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ।
১৯. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
উত্তর : আরাবল্লী
২০. ভারতের সাতপুরা কি ধরনের পর্বত এর উদাহরণ ?
উত্তর : স্তুপ পর্বত
২১. প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয় ?
উত্তর : কাশ্মীর উপত্যকা
২২. ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড়ের নাম কি ?
উত্তর : পরেশনাথ
২৩. রাজস্থানে বালিয়াড়ি ঘেরা হ্রদ গুলি কে কি বলা হয় ?
উত্তর : ধান্দ
২৪. SAARC কথাটির পুরো নাম কি ?
উত্তর : South Asian Association for Regional Cooperaton
২৫. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর : মহেন্দ্রগীরি
২৬. ভারতের একমাত্র মরুস্থলিয় নদীর নাম কি ?
উত্তর : লুনি
২৭. “লা” শব্দের অর্থ কি ?
উত্তর : গিরিপথ
২৮. মালাই শব্দের অর্থ কি
উত্তর : পাহাড়
২৯. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ কোনটি ?
উত্তর : চিলকা
৩০. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?
উত্তর : কারাকোরাম গিরিপথ
৩১. শিবালিকের দুটি পর্বতের মাঝের অংশকে কি বলা হয় ?
উত্তর : দুন
Class 10 Geography 1st Unit Test Suggestion
২/৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন – Class 10 Geography 1st Unit Test Suggestion
১. কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্রিশগড় রাজ্য দুটি সৃষ্টি হয়েছে ?
২. ভারতে রাজ্য পুনর্গঠন এর ভিত্তি কি কি ছিল ?
৩. SAARC কি ?
৪. মরুস্থলি নামকরণ কেন হয়েছে ?
৫. হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখ ।
৬. আকসাই চীন কি ?
৭. ধ্রিয়ান কাকে বলে ?
৮. রান কাকে বলে ?
৯. মালনাদ কাকে বলে ?
১০. দোয়াব অঞ্চল কাকে বলে ?
১১. তরাই বলতে কী বোঝো ?
১২. বেট কি ?
১৩. কচ্ছের রান কি ? এর ভৌগলিক অবস্থান উল্লেখ করো ।
১৪. বাগার অঞ্চল কি ?
১৫. কয়াল কি ?
১৬. তাল কি ?
১৭. খাদার ও ভাঙ্গর কাকে বলে ?
১৮. রোহি কি ?
১৯. হামাদা কী ?
২০. চিলকা কি ? এটি কোথায় অবস্থিত ?
২১. ডেকান ট্রাপ বলতে কী বোঝো ?
২২. থর মরুভূমি সৃষ্টির কারণ গুলি লেখ ?
২৩. পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখ
২৪. ভাঙার ও খাদার এর মধ্যে পার্থক্য লেখ
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন – Class 10 Geography 1st Unit Test Suggestion
১. পশ্চিম হিমালয়ের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো।
২. ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব বর্ণনা করো।
৩. পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখ।
৪. ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ গুলি উল্লেখ করে যেকোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো।
Class 10 Geography 1st Unit Test Suggestion
Class 10 Geography 1st Unit Test Suggestion
অন্যান্য বিষয়ের সাজেশন : –
বাংলা – Click Here
English – Click Here
Read More :
দশম শ্রেণীর সমস্ত বিষয়ের বই ফ্রি তে
প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।
Class 10 Geography 1st Unit Test Suggestion
Class 10 Geography 1st Unit Test Suggestion
Thank you AMAR TARGET