Suggestion

WBBSE Class 10 History 1st Unit Test Suggestion Important | দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস

প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই পোস্টে দশম শ্রেণীর জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর ইতিহাস বিষয়ের ( Class 10 History 1st Unit Test Suggestion ) অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হল । এই প্রশ্নগুলি ভালো করে অধ্যায়ন করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এ অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে । তার সাথে প্রশ্নগুলি তোমাদের আসন্ন ২০২৩ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব সাহায্য করবে।

বিষয়ভিত্তিক সাজেশন এর জন্য আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ Join করে রাখতে পারো।

Class 10 History 1st Unit Test Suggestion

ইতিহাসের ধারনা

Class 10 History 1st Unit Test Suggestion

ইতিহাসের ধারনা প্রশ্ন – উত্তর

Class 10 History 1st Unit Test Suggestion

সংক্ষিপ্ত প্রশ্নঃ (2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন) – Class 10 History 1st Unit Test Suggestion

১. সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়?

২. নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় গুলি কি কি?

৩. আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?

৪. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?

৫. নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ।

৬. অ্যানাল স্কুল কি? অ্যানাল গোষ্ঠী কারা?

৭. খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি?

৮. জাতীয়তাবাদের জাগরনে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এর ভূমিকা কি ছিল?

৯. ইতিহাস চর্চার মাধ্যমে ভারতীয়দের খাদ্যাভ্যাসের মিশ্র সংস্কৃতি কিভাবে লক্ষ্য করা যায়?

১০. হারাধন ময়রা কে ছিলেন? তিনি ইতিহাসে উল্লেখযোগ্য কেন?

১১. নবীন চন্দ্র দাস কে ছিলেন?

১২. আধুনিক বাংলা নাটকে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম করো।

১৩. প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়?

১৪. প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনায় মুক্তি পায়?

১৫. চলচ্চিত্রের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো।

১৬. বাংলা চলচ্চিত্রের দুজন বিখ্যাত পরিচালক এর নাম লেখ।

১৭. আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোকচিত্র গুরুত্ব কি?

১৮. ভারতের রেলপথের প্রতিষ্ঠাতার কয়েকটি প্রভাব উল্লেখ করো।।

১৯. আধুনিক বাংলায় দৃশ্য শিল্পের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান কি ছিল?

২০. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝায়? এটি গুরুত্বপূর্ণ কেন?

২১. পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি?

২২. পরিবেশ রক্ষার দাবিতে ভারতের শুরু হওয়া দুটি আন্দোলনের নাম লেখ।

২৩. পরিবেশ ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো।

২৪. নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখ।

২৫. আধুনিক ইতিহাস চর্চা সংগঠনে সরকারি নথিপত্রের ভূমিকা কি?

২৬. আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?

২৭. ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো।

২৮. বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন?

২৯. কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়?

৩০. নারী জাতির উন্নয়নের ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকার দুটি বিশেষ অবদান কি ছিল?

৩১. ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা গুলি কি কি?

৩২. ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের অসুবিধা গুলি কি কি?

বিশ্লেষণধর্মী প্রশ্নঃ (4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন) – Class 10 History 1st Unit Test Suggestion

১. আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র সম্পর্কে আলোচনা করো।

২. খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি?

৩. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার গুরুত্ব কি?

৪. দৃশ্য শিল্পের ইতিহাস কে কেন নিরপেক্ষ উপাদান বলে ধরা হয়? এই ইতিহাস চর্চা কিভাবে আধুনিক ইতিহাস সমৃদ্ধ করে?

৫. ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি এবং চিকিৎসা বিদ্যা চর্চার ইতিহাস সম্পর্কে টীকা লেখ।

৬. নারী ইতিহাস সম্পর্কে কি জানো ব্যাখ্যা করো?

ব্যাখ্যামুলক প্রশ্নঃ (8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন)

১. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ?

২. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতি থেকে ইতিহাসের কোন উপাদান পাওয়া যায়?

৩. সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি?

৪. ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব কী?

৫. ইতিহাসের উপাদান রূপে বঙ্গ দর্শন এবং সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো।

৬. সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি?

৭. ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি কি কি?

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা

Class 10 History 1st Unit Test Suggestion

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন -উত্তর

Class 10 History 1st Unit Test Suggestion

সংক্ষিপ্ত প্রশ্নঃ (2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন) – Class 10 History 1st Unit Test Suggestion

১. ঊনিশ শতককে বাংলার প্রগতির যুগ বলা হয় কেন?

২.ঊনিশ শতক এর কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সাময়িক পত্রের নাম লেখ।

৩. ঊনিশ শতক এর কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সংবাদ পত্রের নাম লেখ।

৪. বামাবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখ।

৫. হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশের কি উদ্দেশ্য ছিল?

৬. সাঁওতাল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কি মনোভাব ছিল?

৭. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার কি কি বিষয় নিয়ে আলোচনা প্রকাশিত হতো?

৮. কে কবে হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রকাশ করেন এই গ্রন্থের সমাজ চিত্রটি কি?

৯. কে কবে নীলদর্পণ নাটক রচনা করেন? নাটকটির গুরুত্ব কী ছিল?

১০. দেশীয় শিক্ষা চর্চার উদ্দেশ্যে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত কয়েকটি কেন্দ্র সমূহের নাম লেখ।

১১. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?

১২. ইভ্যাঞ্জেলিস্ট কাদের বলা হয়?

১৩. প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী দ্বন্দ্ব কি?

১৪. সনদ আইন এর দুটি গুরুত্ব উল্লেখ করো।

১৫. চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়?

১৬. মেকলে প্রস্তাব কি?

১৭. চার্লস উডের নির্দেশনামাতে উল্লিখিত দুটি সুপারিশ আলোচনা করো।

১৮. চার্লস উডের নির্দেশনামাকে ম্যাগনাকার্টা বলা হয় কেন?

১৯. কোন কোন বাঙালি মনীষী এ দেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন?

২০. শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত?

২১. কবে কে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

২২. কে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

২৩. কাকে বাংলার আধুনিক গদ্য সাহিত্যের জনক বলা হয়?

২৪. কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন?

২৫. রাজা রামমোহন রায়ের পাশ্চাত্য শিক্ষার প্রসার এর উদ্দেশ্য কি ছিল?

২৬. কে কবে কি উদ্দেশ্যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?

২৭. মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?

২৮. কাদম্বিনী গাঙ্গুলী স্মরণীয় কেন?

২৯. ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

৩০. ব্রাহ্ম সমাজের প্রধান কয়েকজন নেতার নাম লেখ।

৩১. কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

৩২. তিন আইন কী?

৩৩. স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত বাদ কি?

৩৪. বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন?

৩৫. শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কি রকম ছিল?

৩৬. বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়?

৩৭. নব্য বঙ্গ আন্দোলন বলতে কী বোঝো?

৩৮. ইতালির রেনেসাঁ সঙ্গে বাংলার নবজাগরণের দুটি সাদৃশ্য লেখ।

বিশ্লেষণধর্মী প্রশ্নঃ (4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন) – Class 10 History 1st Unit Test Suggestion

টীকা লেখ:

১. বামাবোধিনী পত্রিকা

২. হিন্দু পেট্রিয়ট পত্রিকা

৩. নীলদর্পণ নাটক

৪. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা

৫. ডিরোজিও

৬. প্রথম আধুনিক মানুষ -রাজা রামমোহন রায়

ব্যাখ্যামুলক প্রশ্নঃ (8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন)

১. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের  আদর্শ ব্যাখ্যা দাও।

২. বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারীদের অবদান লেখ।

৩. সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কি ছিল?

৪. উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণমূলক পর্যালোচনা করো।

৫. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর অবদান লেখ।

৬. সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান।

প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

Class 10 History 1st Unit Test Suggestion

প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন – উত্তর

Class 10 History 1st Unit Test Suggestion

সংক্ষিপ্ত প্রশ্নঃ (2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন)

১. ব্রিটিশ সরকার অরণ্য আইন এর দ্বারা কি পদক্ষেপ নেয়?

২. ডিয়েট্রিক ব্রান্ডিস কে ছিলেন?

৩. উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল?

৪.  ঔপনিবেশিক অরণ্য আইন এর বিরুদ্ধে সংঘটিত বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্য কি ছিল?

৫. রংপুর বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো।

৬. চুয়াড় কারা ছিল? কোন বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত?

৭. চুয়াড় বিদ্রোহের ফলাফল কি ছিল?

৮. কোল বিদ্রোহের কারণ কি ছিল?

৯. কোল বিদ্রোহের ফল কি হয়েছিল?

১০. দামিন-ই-কোহ কি?

১১. সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল?

১২. সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল?

১৩. কেনারাম ও বেচারাম কী?

১৪. দিকু কাদের বলা হত?

১৫. মুন্ডা উলগুলান কি?

১৬. খুৎকাঠি প্রথা কাকে বলে? এই প্রথা কাদের মধ্যে লক্ষ্য করা যায়?

১৭. মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল?

১৮. রংপুর বিদ্রোহ কবে কাদের মধ্যে হয়?

১৯. ডিং খরচা কাকে বলে?

২০. সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে কোথায় হয়? এই বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ।

২১. সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব কী ছিল?

২২. ওয়াহাবি কাদের বলা হয়? ওয়াহাবি আন্দোলনের আসল নাম কি?

২৩. তারিকা ই মহম্মদীয়া এর গুরুত্ব কি?

২৪. তিতুমীর কেন বিখ্যাত?

২৫. বাংলায় ওয়াহাবি আন্দোলনের গুরুত্ব কী ছিল?

২৬. ফরাজী কথাটির অর্থ কি? ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল?

২৭. দুদুমিয়া স্মরণীয় কেন?

২৮. ফরাজি আন্দোলনকে কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলা চলে?

২৯. নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ভূমিকা কিরূপ ছিল?

৩০. অষ্টম আইন কি?

৩১. নীল বিদ্রোহ কে কেন ধর্ম নিরপেক্ষ আন্দোলন গণআন্দোলন বলা হয়?

৩২. কারা পাগলপন্থী নামে পরিচিত?

বিশ্লেষণধর্মী প্রশ্নঃ (4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন) – Class 10 History 1st Unit Test Suggestion

টীকা লেখঃ

১. নীল বিদ্রোহ

২. ওয়াহাবি আন্দোলন

৩. তারিখ ই মোহাম্মদিয়া

ব্যাখ্যামুলক প্রশ্নঃ  (8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন)

১. ভারতের সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

২. বাংলাদেশের ওয়াহাবি আন্দোলন এবং তার চরিত্র বিশ্লেষণ করো

৩. নীল বিদ্রোহের প্রতীক বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পায়?

অন্যান্য বিষয়ের সাজেশন :

বাংলা – Click Here

English – Click Here

ভূগোল – Click Here

ভৌতবিজ্ঞান – Click Here

ভূগোল – Click Here

Read More :

দশম শ্রেণীর সমস্ত বিষয়ের বই ফ্রি তে

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমাদের সাজেশন কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশই শেয়ার করো।

Class 10 History 1st Unit Test Suggestion

One Comment

  1. Suggestions ভালো লাগলো।
    এই suggestions আমাকে পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!