জীবন বিজ্ঞানবিজ্ঞান

[ MCQ ] হরমোন সম্পর্কিত প্রশ্ন উত্তর । Hormones Question Answer in Bengali 2023

Hormones Question Answer in Bengali

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ হরমোন সম্পর্কিত প্রশ্ন উত্তর ( Hormones Question Answer in Bengali ) আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।

উদ্ভিদ হরমোন হলো উদ্ভিদের শরীরে তৈরি হওয়া রসায়ন যা উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। এগুলি সাধারণত বৃদ্ধি, ফুলের প্রস্ফুটন, বিকাশ, উদ্ভিদের জীবনচক্র এবং উদ্ভিদের সংশ্লিষ্ট প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে।

উদ্ভিদ হরমোনের মধ্যে থাকে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন যেমন অক্সিন, জিব্বারেলিন, এথিলিন, অ্যাবসিসিন, সাইটোকিনিন ইত্যাদি।

প্রাণী হরমোন হলো শরীরের একটি রসায়ন যা প্রধানতঃ প্রস্তুত হয় এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে। এটি শরীরের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে, যেমন উচ্চতা, ওজন, লিঙ্গ, পাচনতন্ত্র, উপজাতি পরিবর্তন, হৃদয়ের কাজ ইত্যাদি। সাধারণত এর মধ্যে থাকে কয়েকটি প্রধান হরমোন যেমন প্রোস্টেরোন, টেস্টোস্টেরোন, এস্ট্রোজেন, টি এইচ, ইনসুলিন ইত্যাদি।

1. কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?

উ: অক্সিন

2. কৃষি ক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে কৃত্রিম হরমনের নাম লেখ?

উ: ডাই ক্লোরোফেনক্সি  অ্যাসিটিক অ্যাসিড

3. উদ্ভিদের কোষ বিভাজনের সাহায্যকারী হরমোনের নাম লেখ?

উ: কাইনিন

4. ডিজে সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন?

উ: জিব্বারেলিন

5. কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়?

উ: অ্যাড্রিনালিন

6. কোন হরমোন BMR বাড়িয়ে দেয়?

উ: থাইরক্সিন

7. অগ্নাশয়  কি প্রকার গ্রন্থ ?

উ: মিশ্র

8.  কাকে প্রভুগ্রন্থি বলে?

উ: পিটুইটারি

9. কোন হরমোনের অভাবে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়?

উ: ইনসুলিন

10. অ্যাড্রিনালিন  গ্রন্থিটি কোথায় অবস্থিত?

উ: বৃক্কের উপরে

Hormones Question Answer in Bengali

11. হরমোন কথাটি উদ্ভূত হয়েছে কোথা থেকে?

উ: গ্রীক শব্দ ‘হরমাও’ থেকে 

12. জীবদেহের বিভিন্ন অন্তক্ষরা গ্রন্থি সমন্বয়ে কি গড়ে ওঠে?

উ: অন্তঃক্ষরাতন্ত্র

13. প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কোন গ্রন্থটিকে?

উ: হাইপোথ্যালামাস

14. অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

উ: অ্যাড্রিনালিন

15. থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়?

উ: থাইরক্সিন

16. শৈশবে থাইরক্সিন এর কম ক্ষরণে যে রোগটি হয় তার নাম লেখ?

উ: ক্রেটিনিজম

17. BMR বাড়ায় কোন হরমোন ?

উ: থাইরক্সিন

18. কোন হরমোন গঠনে আয়োডিনের প্রয়োজন হয়?

উ: থাইরক্সিন

19. আপৎকালীন হরমোন কাকে বলে?

উ: অ্যাড্রিনালিন

20. ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরের সাহায্য করে কোন হরমোন?

উ: থাইরক্সিন

Hormones Question Answer in Bengali

21. কোন অন্তক্ষরা গ্রন্থি থেকে ACTH মিশ্রিত হয়?

উ: পিটুইটারি গ্রন্থি

22. STH নির্গত হয় কোন গ্রন্থি থেকে?

উ: অগ্র পিটুইটারি

23. হাইপ্রোফাইসিস কোন গ্রন্থি  কে বলা হয়?

উ: পিটুইটারি

24. একটি মিশ্র গ্রন্থির নাম লেখ?

উ: অগ্নাশয়

25. একটি অন্তক্ষরা গ্রন্থির নাম লেখ?

উ: থাইরয়েড 

26. কে হরমোন নামকরণটি করেন?

উ: স্টারলিং

27. উদ্ভিদ হরমোনের অস্তিত্ব কে প্রমাণ করেন?

উ: ফ্রান্সিস ও ডারউইন 

28. ক্লোরিজেন কি?

উ: এক প্রকার উদ্ভিদ হরমোন

29. ভ্রুনমুকুলাবরণীতে পাওয়া যায় কোন হরমোন?

উ: IAA

30. নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখ?

উ: জিব্বারেলিন

Hormones Question Answer in Bengali

31. বীজবিহীন ফল উৎপাদনের সাহায্য করে কোন হরমোন?

উ: অক্সিন

32. অক্সিন কি গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়?

উ: ক্যাম্বিয়াম

33. যেসব গ্রন্থি একইসঙ্গে বহিঃক্ষরা ও অন্তক্ষরা গ্রন্থির কাজ করে তাদের কি গ্রন্থি বলে?

উ: মিশ্রগ্রন্থী

34. কোচবিভাজনের কোন দশা কাইনি হরমোনের দ্বারা দ্রুত সংগঠিত হয়?

উ: সাইটোকাইনেসিস দশা

35. কোন গ্রন্থিকে অন্তক্ষরাতন্ত্রের সম্রাট বলা হয়?

উ: পিটুইটারি

36. প্রজেস্টেরনের উৎস কোথায়?

 উ: ডিম্বাশয়স্থিত পীতগ্রন্থি

37. পুরুষের শুক্রাশয়ের লেডিবর্ণিত আন্তর কোশ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

উ: টেস্টোস্টেরন

38. কোন হরমোস্টের লোকের মাসিক যৌনচক্রের প্রথম অর্ধাংশ নিয়ন্ত্রণ করে?

উ: ইস্ট্রোজেন

39. বয়স্কদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোন অধঃক্ষরণে কোন রোগ হয়?

উ: মিক্সিডিমা

40. কোন হরমোন রক্ত থেকে অধিকাংশ গ্লুকোজ দেহকোষে পাঠায় ?

উ: ইনসুলিন

Hormones Question Answer in Bengali

41. কোন হরমোন সরীসৃপ ও পক্ষী জাতীয় প্রাণীদের  বহিঃকঙ্কাল বা খোলস নির্মোচনে সাহায্য করে?

উ: থাইরক্সিন

42. কোন হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে?

উ: থাইরক্সিন

43. কোন হরমোন উদ্ভিদের ফটোট্রপিক ও জিও ট্রপিক চলন নিয়ন্ত্রণ বিশেষ ভূমিকা পালন করে?

উ: অক্সিন

44. বীজের দ্রুত অঙ্কুরোদগম  ঘটায় কোন হরমোন?

উ: জিব্বারেলিন

45. কোন হরমোন ব্রঙ্কিওরের গহবরকে প্রসারিত করে শ্বাসকষ্ট কমায়?

উ: অ্যাড্রিনালিন

46. কোন হরমোন কলাকোষে গ্লুকোজ বিশোষণে সাহায্য করে?

উ: ইনসুলিন

47. কোন হরমোন মাতৃ দেহের স্তন গ্রন্থির বৃদ্ধি ও স্তন দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে?

উ: প্রোল্যাকটিক

48. কোন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?

উ: ফ্লোরিজেন

49. কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে?

উ: ইথিলিন

50. সনালগ্রন্থি থেকে কি নিঃসৃত হয়ে নালিপথে বাহিত হয়?

উ: উৎসেচক

Hormones Question Answer in Bengali

51. নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে?

উ: পার্থেনোকার্পি

52. ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?

উ: অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থির বিটা কোষ

53. পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয় কোন হরমোনের পরিমাণ বেড়ে যায়?

উ: অক্সিন

54. উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কোষগুলির বিভাজনে কোন হরমোন সাহায্য করে?

উ: অক্সিন

55. জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়?

উ: জিব্বারেলা ফুজিকুরই নামক ছত্রাক থেকে

56. নাইট্রোজেনবিহীন বৃদ্ধি নিয়ন্ত্রক একটি উদ্ভিদ হরমোনের নাম লেখ?

উ: জিব্বারেলিন

57. বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমোনের নাম লেখ?

উ: অ্যাবসাইসিক অ্যাসিড

58. কলমে শিকড় গজাতে সাহায্য করে এমন একটি হরমোনের নাম লেখ?

উ: ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড

59. উদ্ভিদ দেহে হরমোন এর উৎসস্থল কোথায়?

উ: ভাজক কলা

60. যেসব হরমোন উৎপত্তিস্থলে ক্রিয়া করে তাদের কি হরমোন বলে?

উ: লোকাল হরমোন

Hormones Question Answer in Bengali

61. দুটির লোকাল হরমোনের নাম লেখ?

উ: সিক্রেটিন ও গ্যাসট্রিন

62. বৃক্কনালির উপর প্রভাব আছে এমন একটি হরমোনের নাম লেখ?

উ: অ্যান্টিডাইইউরেটিক হরমোন

63. একটি বৃক্ষ নিঃসৃত হরমোনের নাম লেখ?

উ: রেনিন

64. হৃদপিণ্ড নিঃসৃত একটি হরমোনের নাম লেখ?

উ: অ্যাট্রিয়্যাল  নাইট্রিইউরেটিক হরমোন

65. একটি প্রাকৃতিক হরমোনের নাম লেখ?

উ: অক্সিন

66. একটি কৃত্রিম হরমোনের নাম লেখ?

উ: IPA

67. একটি ক্যাসিও হরমোনের নাম লেখ?

উ: ইথিলিন

68. কোন উদ্ভিদে প্রথম অক্সিন সম্বন্ধে পরীক্ষা হয়?

উ: যই

69. অক্সিনের প্রবাহ কি মুখী?

উ: নিম্নমুখী

70. উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারে কোন হরমোনটি?

উ: জিব্বেরেলিন

Hormones Question Answer in Bengali

71.গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার বহুদিন পর পর্যন্ত পাতাটিকে সবুজ রাখতে কোন হরমোন সাহায্য করে?

উ: কাইনিন

72. প্রানী হরমোন কোথায় থেকে ক্ষরিত হয় ?

উ: অন্তঃক্ষরা গ্রন্থি

73. প্রোটিনধর্মী হরমোনের উদাহরণ দাও?

উ: ইনসুলিন

74. ট্রপিক হরমোনের উদাহরণ দাও

উ: ACTH, TSH ও GTH

75. কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্ৰভু গ্রন্থি কাকে বলা হয় ?

উ: হাইপোথ্যালামাস

76. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?

উ: ACTH, GH, ADH, TSH ও GTH.

77. ACTH হরমোনের অধিক ক্ষরনে কোন রোগ হয়?

উ: কুর্শি বর্ণিত

78. কোন হরমোন বেশি ক্ষরনে অতিকায়ত রোগ হয় ?

উ: GTH বা GH

79. কোন হরমোন কম ক্ষরনে বহুমূত্র রোগ হয় ?

উ: ADH

80. কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রন করে?

উ: মেলাটোলনিন

Hormones Question Answer in Bengali

81. কোন গ্রন্থি BMR নিয়ন্ত্রন করে?

উ: থাইরক্সিন

82. Hashimto রোগ দেখা যায় কোন গ্রন্থিতে ?

উ: থাইরয়েড

83. গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ?

উ: থাইরক্সিন

84. গয়টার রোগের ট্রিট্মেন্ট করা হয় কোন আইসোটোপের সাহায্যে ?

উ: আয়োডিন ১৩১

85. রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন?

উ: থাইরক্সিন

Hormones Question Answer in Bengali

আরও পড়ুন:

[ 90টি ] সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর

পুষ্টি, বিপাক, পরিপাক, ভিটামিন, জল, উৎসেচক ।

জনন ও বংশগতি প্রশ্ন উত্তর 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button