[ বাংলা ] স্নায়ুতন্ত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর 2023। Nervous System Question Answer in Bengali
Nervous System Question Answer in Bengali
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ স্নায়ুতন্ত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর 2023 ( Nervous System Question Answer in Bengali ) আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।
1. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক কি?
উ: নিউরোন
2. নিউরোনের কোশদেহ থেকে নির্গত দীর্ঘ শাখাহীন প্রলম্বিত অংশের নাম কি?
উ: অ্যাক্সন
3. নিউরোনের যে স্থানে মায়েলিন সীদ থাকে না তাকে কি বলে?
উ: র্্যা্নভিয়ারের পর্ব
4. স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন?
উ: সেন্ট্রোজোম সক্রিয় থাকে না
5. দুটি নিউরোনের সংযোগস্থলকে কি বলে ?
উ: প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস্
6. মস্তিষ্ক ও সুষুম্নাকান্ডের গহ্বরে যে রস থাকে তাকে কি রস বলে?
উ: সেরিব্রোস্পাইনাল
7. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীটির নাম কি?
উ: মেনিনজেস
8. মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটির নাম কিম?
উ: গুরুমস্তিষ্ক
9. মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে তার নাম কি?
উ: লঘুমস্তিষ্ক
10. মানুষের দেহে কত জোড়া করোটি স্নায়ু আছে?
উ: 12
Nervous System Question Answer in Bengali
11. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া ?
উ: 31
12. স্নায়ুতন্ত্রে নিউরোগ্লিয়ার সংখ্যা স্নায়ুকোশের তুলনায় প্রায় কত গুন বেশি?
উ: 9
13. স্নায়ুকোশের কোশদেহ অংশের সাইটোপ্লাজমকে কি বলে?
উ: নিউরোপ্লাজম
14. ভেগাস স্নায়ু কি প্রকাশ স্নায়ু?
উ: মিশ্র স্নায়ু
15. সুস্বাদু খাবার দেখে লালা ক্ষরণ হয় এটি কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
উ: অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
Nervous System Question Answer in Bengali
16. যে প্রতিবর্ত চাপে অন্তর্বর্তী বা ইন্টার নিউরন থাকে না সেটিকে কি বলে?
উ: এক সন্ধি প্রতিবর্ত চাপ
17. সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত?
উ: অগ্র মস্তিষ্ক
18. অপটিক স্নায়ু কি ধরনের স্নায়ু?
উ: সংজ্ঞাবহ স্নায়ু
19. হাইপোগ্লোসাল স্নায়ু কি প্রকার স্নায়ু?
উ: চেষ্টীয় স্নায়ু
20. চেষ্টীয় স্নায়ু সুষুম্না কান্ডের কোন অংশ থেকে নির্গত হয়?
উ: অঙ্কীয় শৃঙ্গ
Nervous System Question Answer in Bengali
21. কোষ দেহ কোথায় থাকে?
উ: নিউরোনে
22. মানুষের সুষুম্না কান্ডের দৈর্ঘ্য কত?
উ: 45সেন্টিমিটার
23. পরিবেশের যে পরিবর্তন জীবদেহে বাহ্যিক বা অভ্যন্তরীণ কোন না কোন প্রতিক্রিয়া সৃষ্টিতে সক্ষম থাকে তাকে কি বলে?
উ: উদ্দীপক
24. উদ্দীপক জীবদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কি বলে?
উ: সাড়া
25. স্নায়ু কোষের কোষঝিল্লি বরাবর পরিবাহিত স্বতাড়িত ঋণাত্মক বৈদ্যুতিক তরঙ্গ কে কি বলে?
উ: স্নায়ু স্পন্দন
26. উদ্দীপক প্রাণীদেহে যে অনুভূতি সৃষ্টি করে তাকে কি বলে?
উ: সংবেদন
27. উদ্দীপকের উপস্থিতিতে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতা কে কি বলে?
উ: উত্তেজিতা
28. স্নায়ু কোষের নিউক্লিয়াসযুক্ত এবং সব থেকে প্রশস্ত অংশকে কি বলে?
উ: কোশ দেহ
29. অ্যাক্সনস্থিত সাইটোপ্লাজম কে কি বলে?
উ: অ্যাক্সোপ্লাজম
30. সন্নিধি স্ফীতির কোষঝিল্লিকে কি ঝিল্লি বলে?
উ: প্রাকসন্নিধি
Nervous System Question Answer in Bengali
31. প্রাকসন্নিধি অঞ্চলে স্নাযুস্পন্দন পৌছলে সন্নিধিথলি থেকে কি নির্গত হয়?
উ:নিউরো হিউমার
32. প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে কি বলে?
উ: প্রতিবর্ত চাপ
33. মেরুদন্ডী প্রাণীর মস্তিষ্ক কোন গহ্বরে অবস্থান করে ?
উ: করোটি
34. জীবদেহের যে অঙ্গ উদ্দীপনায় সাড়া দেয় তাকে কি বলে?
উ: কারক
35. নিউরোপ্লাজমে বর্তমান ডেনড্রন থেকে অ্যাক্সন পর্যন্ত বিস্তৃত সূত্রাকার পদার্থসমূহ কে কি বলে?
উ: নিউরো ফাইব্রিল
36. কোষ দেহ থেকে নির্গত সূক্ষ্ম সূত্রাকার প্রোটোপ্লাজমীয় অংশগুলি কে কি বলে?
উ: প্রবর্ধক
37. কোষদেহের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয় তাকে কি বলে?
উ: অ্যাক্সন হিলক
38. স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টি 90% কি থাকে?
উ: নিউরোগ্লিয়া
39. স্নায়ুর প্রধান কাজ কি?
উ: স্নাযুস্পন্দন পরিবহন করা
40.জন্ম থেকে যে প্রতিবর্ত ক্রিয়া গুলি অর্জিত হয় সেগুলোকে কি প্রতিবর্ত ক্রিয়া বলে?
উ: সহজাত
Nervous System Question Answer in Bengali
41. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্গত সমস্ত স্নায়ু নিয়ে কি গঠিত হয়?
উ: প্রান্তীয় স্নায়ুতন্ত্র
42. লঘু মস্তিষ্কের অঙ্কিয় তলে সুস্পষ্ট একটি ছোট উত্তল অংশ দেখা যায় তাকে কি বলে?
উ: পনস্
43. লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয় যে স্নায়ুযোজক দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত তাকে কি বলে?
উ: ভারমিস
44. গুরু মস্তিষ্কে গোলার্ধদ্বয় যে স্নায়ুযোজক দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত তাকে কি বলে?
উ: করপাস ক্যালোসাম
45. অ্যাক্সনের শেষ প্রান্ত সূক্ষ্ম শাখান্বিত হয়ে যে ব্রাশের আকার গঠন করে তাকে কি বলে?
উ: প্রান্তবুরুশ
46. কোষদেহের সংগ্রাবহ প্রবর্ধক এর নাম কি?
উ: ডেনড্রন
47. মেশনসেফালন কোন মস্তিষ্কের অংশ?
উ: মধ্য মস্তিষ্ক
48. সুষুম্নাকাণ্ডের গহ্বর কে কি বলে?
উ: কেন্দ্রীয় নালী
49. টেলনসেফালন কোন মস্তিষ্কের অংশ?
উ: অগ্র মস্তিষ্ক
50. অগ্র মস্তিষ্কের সর্বাপেক্ষা বড় অংশের নাম কি?
উ: সেরিব্রাম
Nervous System Question Answer in Bengali
51. সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে যে তরল পদার্থ থাকে তাকে কি বলে?
উ: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF)
52.স্নায়ুতন্ত্রের যে কোষগুলি ধারক কোষের কাজ করে তাদের কি বলে ম?
উ: নিউরোগ্লিয়া
53.কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশে স্নায়ু পন্দন বহনকারী স্নায়ুকে কি বলে?
উ: চেস্টীয় স্নায়ু
54. গ্রাহক অংশ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুস্পন্দন বহনকারী স্নায়ুকে কি বলে?
উ: সংজ্ঞাবহ স্নায়ু
55. একটি স্নায়ুর বাইরের আবরকটির নাম কি?
উ: পেরিনিউরাম
56. একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে সুষুম্না কান্ডের ওজন কত?
উ: 35 গ্রাম
57. সুষুম্নাকান্ডের গ্রীবাদেশ থেকে বহির্গত্র স্নায়ুর সংখ্যা কত?
উ: আট জোড়া
58. গুরু মস্তিষ্কের প্রতি গোলার্ধে যে খণ্ডকে দৃষ্টিকেন্দ্র থাকে তার নাম কি?
উ: অক্সিপিটাল লোব
59. ভেগাস নার্ভ কি প্রকৃতির নার্ভ?
উ: মিশ্র প্রকৃতির
60. দুটি নিউরনের সংযোগস্থলে যেখানে একটি নিউরোন শেষ হয় এবং অপর নিউরন শুরু সেই অংশকে কি বলা হয়?
উ: প্রান্তসন্নি
Nervous System Question Answer in Bengali
61. গুরু মস্তিষ্কের বহির্ভাগ কে কি বলে?
উ: সেরিব্রাল কর্টেক্স
62. গুরু মস্তিষ্কের বহিঃর দেশের ভাগগুলি কে কি বলে?
উ: জাইরাস
63. প্রথম কোন বহুকোষী প্রাণীর দেহে স্নায়বিক পদ্ধতি পরিলক্ষিত হয়?
উ: হাইড্রা
64. থ্যালামাস মস্তিষ্কের কোন অংশের সঙ্গে যুক্ত?
উ: অগ্র মস্তিষ্ক
65.”Tree of life” নামে মস্তিষ্কের কোন অংশ পরিচিত?
উ: সেরিবেলাম
66. মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি?
উ: অগ্র মস্তিষ্ক
67. শরীরের ভারসাম্য বজায় রাখে মস্তিষ্কের কোন অংশ?
উ: সেরিবেলাম
68. মস্তিষ্কের কোন অংশ হাঁচি, নাক ডাকা এগুলো নিয়ন্ত্রণ করে?
উ: মেডুলা অবলংগাটা
69. ব্রেনের কোন অংশে স্পাইনাল কট থেকে বার্তা হাইপোথ্যালামাসের পৌঁছায়?
উ: পন্ডস
70. ব্রেনের কোন অংশটি সবচেয়ে ছোট?
উ: মধ্য মস্তিষ্ক
Nervous System Question Answer in Bengali
71. আমাদের ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কে অংশ ?
উ: হাইপোথ্যালামাস
72. সেরিব্রামের কোন অংশকে মস্তিষ্কের হার্ডডিক্স বলে?
উ: হিপো কাক্কাস
73.মানবদেহে সুষুনা কান্ডের দৈর্ঘ্য কত?
উ: 16 ইঞ্চি
74.আমাদের ফিলিংস নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
উ: হাইপোথ্যালামাস
75.নিসাল বডি কি?
উ: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
76. একটি নিউরন অপরটির সঙ্গে কিভাবে যুক্ত থাকে?
উ: বৈদ্যুতিক ও রাসায়নিক উভয়
77. মায়োলিন সিদ উৎপন্ন করে কে ?
উ: সোয়ান কোষ
78. ব্রেনের কোন অংশ চিন্তা নিয়ন্ত্রণ করে?
উ: অগ্র মস্তিষ্ক
79. মেডুলা অবলংগাটা কোন মস্তিষ্কের অংশ?
উ: পশ্চাৎ মস্তিষ্ক
Nervous System Question Answer in Bengali
আরও পড়ুন:
[ 90টি ] সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর
It’s really good and very helpful 😊😊👍🏾👍🏾