West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর
West Bengal Geography MCQ
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর 2023 ( West Bengal Geography MCQ ) আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।
আয়তন ও প্রশাসনিক বিভাগ:
১। রাজ্যের মধ্যে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত তম?
উত্তর- ১৪ তম।
২। কত সালে পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্ভব হয়?
উত্তর- 1947 সালের দেশভাগের সময়।
৩। বর্তমান পশ্চিমবঙ্গের জেলা কয়টি?
উত্তর- ৩০ টি।
৪। পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে?
উত্তর- কলকাতা কে।
৫। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বনিম্ন?
উত্তর- সিকিম।
৬। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক?
উত্তর- ঝাড়খন্ড।
৭। গোর্খা কাদের বলে?
উত্তর- পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় বসবাসকারী নেপালি মানুষজনকে গোর্খা বোঝায়।
৮। পশ্চিমবঙ্গে অভয়ারণ্যের সংখ্যা কয়টি?
উত্তর- তিনটি, সজনেখালি লোথিয়ান ও হলিডে বদ্বীপ এ অবস্থিত।
৯। মহানন্দা করিডর কোথায় অবস্থিত?
উত্তর- পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার চোপড়া তে।
১০। পশ্চিমবঙ্গের আয়তন কত ?
উত্তর- ৮৮৭৫২ বর্গকিলোমিটার।
West Bengal Geography MCQ
১১। পশ্চিমবঙ্গের কোথায় স্থলবন্দর গড়ে তোলা হয়েছে?
উত্তর- নদীয়ার টুঙ্গিতে।
১২। কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- ১৯৫০ সালের ২৬ সে জানুয়ারী।
১৩। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত ?
উত্তর- ৯,১৩,৪৭,৭৩৬ জন (২০১১ আদমশুমারি অনুযায়ী)।
১৪। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তর- কলকাতা।
১৫। কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা বিস্তৃত ?
উত্তর- বাংলাদেশ (২২৭২ কিলোমিটার)।
১৬। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
উত্তর- চক্রবর্তী রাজাগোপালাচারী।
১৭। পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি?
উত্তর- কলকাতা।
১৮। পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত?
উত্তর- 117 টি।
১৯। পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগ কয়টি?
উত্তর- পাঁচটি।
২০। পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
উত্তর- কলকাতা।
West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি:
১। অর্কিডের শহর কাকে বলে?
উত্তর- কালিম্পং শহর কে।
২। দার্জিলিং পর্বতশ্রেণী প্রধান শৃঙ্গ কোনটি?
উত্তর- টাইগার হিল (২৫৭৩ মিটার)।
৩। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উত্তর- সান্দাকফু (৩৬৩০ মিটার)।
৪। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণপ্রস্রবণ দেখতে পাওয়া যায়?
উত্তর- বীরভূম জেলার বক্রেশ্বরে।
৫। ডুংরি কি?
উত্তর- মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড় গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলে।
৬। শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর বাঁকুড়া জেলায়।
৭। পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা কাকে বলে?
উত্তর- বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড় কে।
৮। ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি?
উত্তর- পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত ঘুম রেলস্টেশন।
৯। তরাই শব্দের অর্থ কি?
উত্তর- স্যাঁতসাঁতে নিম্নভূমি।
১০। কোন নদী তরাই এবং ডুয়ার্সকে আলাদা করেছে?
উত্তর- তিস্তা নদী।
West Bengal Geography MCQ
১১। বাগড়ী অঞ্চল কাকে বলে?
উত্তর- পশ্চিমবঙ্গের মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চল কে।
১২। পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমি কোন অঞ্চলকে বলে?
উত্তর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পূর্বভাগ অঞ্চলটি, বরেন্দ্রভূমি নামে পরিচিত।
১৩। বাংলা ও নেপাল সীমান্তে কোন পাহাড় রয়েছে ?
উত্তর- সিঙ্গলিলা।
১৪। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কি প্রকৃতির ?
উত্তর- তরঙ্গায়িত প্রকৃতির।
১৫। পেডং কথার অর্থ ?
উত্তর- অর্কিডের শহর।
১৬। রাঙামাটির দেশ কাকে বলা হয় ?
উত্তর- রাঢ় অঞ্চলকে।
১৭। বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর- গোর্গাবুরু।
১৮। পশ্চিমবঙ্গের একটি গ্রস্ত উপত্যকার নাম লেখ।
উত্তর- দামোদর উপত্যকা।
১৯। পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম লেখ।
উত্তর- বক্সাদুয়ার।
২০। পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় ব-দ্বীপ দেখা যায়?
উত্তর- সুন্দরবনে।
West Bengal Geography MCQ
২১। দার্জিলিং জেলার কোন মহকুমা উত্তরের পার্বত্যাঞ্চলের অন্তর্গত নয়?
উত্তর- শিলিগুড়ি মহকুমা।
২২। পশ্চিমের মালভূমি অঞ্চল মূলতঃ ভারতের কোন মালভূমির অংশ ?
উত্তর- ছোটনাগপুর মালভূমির।
২৩। পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তর- গ্রানাইট ও নাইস।
২৪। সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা কত ?
উত্তর- সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4 মিটার।
২৫। পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী সমভূমি কি নামে পরিচিত ?
উত্তর- রাঢ় অঞ্চল।
২৬। সুন্দরবন অঞ্চলে নবগঠিত দ্বীপের নাম কি ?
উত্তর- পূর্বাশা বা নিউমুর।
২৭। দার্জিলিং কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তর- নিস শিলা দ্বারা।
২৮। মুমূর্ষ বদ্বীপ কোন অংশে অবস্থিত ?
উত্তর- নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়।
২৯। তরাই অঞ্চলের কোন অংশ ডুয়ার্স নামে অভিহিত ?
উত্তর- তিস্তার পূর্ব অংশ।
৩০। দার্জিলিং পর্বত শ্রেণীর অপর নাম কি ?
উত্তর- ঘুম পর্বত শ্রেণী ।
West Bengal Geography MCQ
আরও পড়ুন: