MCQ প্রশ্নভূগোল

Agriculture of West Bengal। পশ্চিমবঙ্গের কৃষিকাজ সম্পর্কিত প্রশ্ন-উত্তর 2023

Agriculture of West Bengal

প্রিয় ছাত্র-ছাত্রীরা,

এই পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কৃষিকাজ সম্পর্কিত প্রশ্ন-উত্তর 2023 ( Agriculture of West Bengal ) আলোচনা করলাম। প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী।

১. ভারতের খাদ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ কত শতাংশ সরবরাহ করে?

উত্তর- ৮%।

২. পশ্চিমবঙ্গের কত শতাংশ মানুষ কৃষি কাজের ওপর নির্ভরশীল?

উত্তর- ৭০%

৩. ধান উৎপাদনে ভারতের স্থান কত?

উত্তর- দ্বিতীয়

৪. পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলে?

উত্তর- বর্ধমান জেলাকে।

৫. পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তর- হুগলি জেলার চুঁচুড়া ও নদীয়ার কল্যাণীতে

৬. পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ধান উৎপাদন কোন জেলায় হয়?

উত্তর- বর্ধমান জেলায়।

৭. পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তর- উত্তর২৪ পরগনার ব্যারাকপুরে

৮. নারকেল উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে?

উত্তর- পঞ্চম স্থানে

৯. আখ উৎপাদনে ভারতের স্থান কত?

উত্তর- দ্বিতীয় স্থান

১০. পশ্চিমবঙ্গের কোথায় আখ উৎপন্ন হয়?

উত্তর- মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান।

Agriculture of West Bengal

১১. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় চা উৎপাদন হয়?

উত্তর- দার্জিলিং, তরাই ও ডুয়ার্স অঞ্চল, পুরুলিয়া।

১২. পশ্চিমবঙ্গের কোথায় আলু গবেষণাগার অবস্থিত?

উত্তর- শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির গৌড়সিংজোতে

১৩. পশ্চিমবঙ্গের কোথায় ডাল গবেষণাগার অবস্থিত?

উত্তর- বহরমপুর

১৪. পশ্চিমবঙ্গের প্রধান জীবিকা কি?

উত্তর- কৃষি

১৫. গুটি প্রকার চাষ কোন প্রকার কুটির শিল্পের উদাহরণ?

উত্তর- কৃষি নির্ভর শ্রম নিবিড় কুটির শিল্প

১৬. পশ্চিমবঙ্গের কোথায় তসর রেশম বয়ন হয়ে থাকে?

উত্তর- বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানের কিছু অংশে

১৭. পশ্চিমবঙ্গের কোথায় মুগা রেশম বয়ন হয়ে থাকে?

উত্তর- কোচবিহার জলপাইগুড়ি ও দার্জিলিং

১৮. শীত কালে কোন ধান চাষ করা হয়?

উত্তর- বোরো ধান

১৯. পিপাসার্ত ফসল কাকে বলা হয়?

উত্তর- ধানকে

২০. ওলেরি কালচার কাকে বলে?

উওর- শাকসবজি চাষকে

Agriculture of West Bengal

২১. ফলের চাষ কে কি বলা হয়?

উত্তর- পোমাম কালচার

২২. ফুলের চাষ কে কি বলা হয়?

উত্তর- ফ্লোরিকালচার

২৩. সবুজ বিপ্লবের জনক কে?

উত্তর- ড এম এস স্বামীনাথন

২৪. সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল কে কি বলা হয়?

উত্তর- জাইদ শস্য

২৫. একটি জায়িদ শস্যের উদাহরণ দাও।

উত্তর- তরমুজ

২৬. আমন ধান চাষ করা হয় কোন ঋতুতে?

উত্তর- বর্ষাকালে

২৭. সম্পূর্ণ শীতকালীন ফসল কে কি বলা হয়?

উত্তর- রবি শস্য

২৮. সম্পূর্ণ বর্ষাকালীন ফসল কে কি বলা হয়?

উত্তর- খারিফ শস্য।

২৯. একটি রবি শস্যের উদাহরণ দাও।

উত্তর- গম

৩০. সোনালী পানীয় কাকে বলা হয়?

উত্তর- চা

Agriculture of West Bengal

৩১. একটি দানা শস্যের উদাহরণ দাও।

উত্তর- ধান

৩২. চা চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি?

উত্তর- পডজল মাটি

৩৩. ধান চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি?

উত্তর- পলিমাটি

৩৪. পাট চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি?

উত্তর- পটাশ ও নাইট্রোজেন মিশ্রিত পলিমাটি

আরো পড়ুন :

পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত প্রশ্ন-উত্তর

West Bengal Geography MCQ

পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত প্রশ্ন-উত্তর 2023

Back to top button
error: Content is protected !!