[ NEW ] West Bengal Madhyamik Result 2024 Out | ২ মে মাধ্যমিকের রেজাল্ট এই লিংক এ ক্লিক করে দেখা যাবে
West Bengal Madhyamik Result 2024: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে সফলভাবে নেওয়া হয়েছে। এই পরীক্ষাটি ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছিল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল সকাল ৯টার সময়।
West Bengal Madhyamik Result 2024
এবছর রাজ্যে মোট ৯ লাখেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এ বছরে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস প্রতিরোধ করার জন্য পর্ষদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া গিয়েছিল। এই বছর প্রথমবার মাধ্যমিক এর প্রশ্নের সঙ্গে QR কোডেরও ব্যবহার করা হয়েছিল যাতে পরীক্ষার্থী কোনও ভাবে মোবাইল বা ইলেক্ট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রশ্ন ফাঁস না করতে পারে। পুরো পরীক্ষা কেন্দ্রটি সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখা হয়েছিল।
তবে পর্ষদের কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিছু অসৎ পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিয়েছে। তাদের দ্বারা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো হয়েছিল। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা Whatsapp, Telegram ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় সাহায্য নিয়েছিল। এর ফলে অনেক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে গেছে।
২রা মে সকল পরীক্ষার্থী ফল প্রকাশের পর অনলাইন এবং অফলাইনে তাদের ফলাফল দেখতে হবে। ২রা মে পর্ষদ দ্বারা সাংবাদিক বৈঠক এর পর ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবে।
Different ways to view West Bengal Madhyamik Result 2024
West Bengal Madhyamik Result 2024 Out |
মোট পরীক্ষার্থী – প্রায় ৯ লক্ষ |
ফলাফল প্রকাশের তারিখ – ২ মে, ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় |
রেজাল্ট চেক করো – Click Here |
ফলাফল ডাউনলোড করতে এসএমএসের মাধ্যমে, প্রার্থীরা WB 10 রোল নম্বর টাইপ করে এবং এটি পাঠিয়ে দিতে পারেন 56070 / 56263 নম্বরে। |
এই লিংক এ ক্লিক করে রেজাল্ট চেক করো – Click Here
ফলাফলে ছাত্র/ছাত্রীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ, পিতা/মাতার নাম, প্রতি বিষয়ে প্রাপ্ত নম্বর, মোট নম্বর, মোট গ্রেড, এবং শতকরা ইত্যাদি বিস্তারিত তথ্য থাকবে।
গত বছরে, মোট 6,82,321 ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 5,65,428 ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছিলেন এবং শতকরা পাশের মান 86.15% ছিল। এই বছর পাশের হার আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে।
গত বছরে, উত্তর বর্ধমান থেকে দেবদত্ত মাঝি পেয়েছিলেন ৬৯৭ নম্বর (৯৯.৫৭%), উত্তর বর্ধমান থেকে শুভম পাল এবং মালদা থেকে রিফাত হাসান সিরকার প্রত্যেকে ৬৯১ নম্বর (৯৮.৭১%) প্রাপ্ত করেছিলেন।
How to check West Bengal Madhyamik Result 2024
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল ২০২৪: পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ২০২৪ ফলাফলটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে নিম্নলিখিত স্টেপ গুলি Follow করতে হবে :
- wbresults.nic.in ভিজিট করতে হবে।
- তারপর “পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল ২০২৪ WB বোর্ড” নামক লিঙ্ক ক্লিক করতে হবে ।
- তারপর একটি Box এ পরীক্ষার্থীর জন্ম তারিখ এবং রোল নম্বর Submit করতে হবে।
- Submit করার পর পরীক্ষার্থী তার রেজাল্ট দেখতেও পারবে এবং সেটি ডাউনলোডও করতে পারবে।
FAQ – Frequently Asked Questions
How can I check my West Bengal Madhyamik Examination 2024 result?
You can check your West Bengal Madhyamik Examination 2024 result by visiting the official website of the West Bengal Board of Secondary Education (WBBSE) and navigating to the result section. Alternatively, results may also be available through SMS or other designated platforms as announced by the board.
What documents do I need to check my West Bengal Madhyamik Examination 2024 result?
To check your West Bengal Madhyamik Examination 2024 result, you typically need your examination roll number or registration number.
আরও পড়ুন :
Madhyamik Scholarship 2024 | কিভাবে মাধ্যমিক পরীক্ষার পরেই স্কলারশিপ পাবে
WBCHSE Class 11 New Syllabus Books Semester Wise | একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের বই