Scholarship

রতন টাটা সকল ছাত্র-ছাত্রীকে দিচ্ছে ১২০০০ টাকা স্কলারশিপ। কিভাবে আবেদন করবেন | Ratan Tata Scholarship 2024

Ratan Tata Scholarship 2024: রতন টাটা ১২০০০ টাকা করে সকল ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দিচ্ছেন। কিভাবে আবেদন করতে হবে জেনে নিন।

Ratan Tata Scholarship 2024

উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সরকারিি স্কলারশিপ কার্যকর করা হয়ে থাকে। এছাড়াও, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের স্কলারশিপ প্রদান করা হচ্ছে। এই সব বেসরকারি স্কলারশিপের মধ্যে টাটা ক্যাপিটাল লিমিটেড এর টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই স্কলারশিপের অধীনে রাজ্যব্যাপী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে। টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ ( Ratan Tata Scholarship 2024 )সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পুরোটা পড়ুন।

আবেদনের জন্য যোগ্যতা

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। এটা মাধ্যমিক শিক্ষার উপর নির্ভর করে, যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। তবে, বিএ, বি কম., বিএসসি, পলিটেকনিক বা ডিপ্লোমা স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য যোগ্য বিবেচিত হবে। আবেদনকারী শিক্ষার্থীদের সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অবলম্বন করতে হবে এবং তাদের পরিবারের বাৎসরিক আয় দুই লক্ষ পাঁচ হাজার টাকা বা তার কম হতে হবে।

 

স্কলারশিপ এর অনুদান

টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের ( Ratan Tata Scholarship 2024 )অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ১০,০০০ টাকা বেতন প্রদান করা হয়। যেখানে স্নাতক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১২,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

আবেদন করার পক্রিয়া

এই স্কলারশিপের ( Ratan Tata Scholarship 2024 ) জন্য আবেদন করতে শুরুতেই আপনাকে buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পরবর্তীতে “Apply Now” বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে লগইন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। লগইন করার পরে আপনার সামনে টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় পেজটি আসবে। এরপর ওই পেজে থাকা “Start Application” বাটনে ক্লিক করুন। পরে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নথি আপলোড করুন। তারপর “Terms and Condition” চেকবক্সে ক্লিক করে “Preview” বাটনে ক্লিক করুন। সমস্ত তথ্য এবং নথি ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

প্রয়োজনীয় নথি

  • আবেদনকারী পরিবারের ইনকাম সার্টিফিকেট।
  • আবেদনকারী শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি।
  • নতুন শ্রেণীতে অথবা কলেজে ভর্তির প্রমাণ পত্র।
  • নতুন শ্রেণীতে অথবা কলেজে ভর্তির ভর্তির রশিদ।
  • ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য।
  • আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট।
  • মার্কশিট।

টাটা স্কলারশিপ আবেদন করার লিংক – ক্লিক করুন

আরও পড়ুন :

Madhyamik Scholarship 2024 | কিভাবে মাধ্যমিক পরীক্ষার পরেই স্কলারশিপ পাবে তা জানতে পুরোটা পড়ো!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!