বিড়াল গল্পের প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: Biral MCQ Question Answer Class 11
Biral MCQ Question Answer Class 11
1. বিড়াল প্রবন্ধটি কার লেখা ?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ভারভাড়া রাও
উ : (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
2. বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) কমলাকান্তের দপ্তর
(খ) কমলাকান্তের ছোটবেলা
(গ) কমলাকান্তের হাজত জীবন
(ঘ) কমলাকান্তের পত্র
উ : (ক) কমলাকান্তের দপ্তর
3. ‘বিড়াল’ প্রবন্ধটি কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ?
(ক) বকুল কথা
(খ) বঙ্গদর্শন
(গ) দিগদর্শন
(ঘ) তত্ত্ববোধিনী
উ : (খ) বঙ্গদর্শন
4. ‘বিড়াল’ প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ?
(ক) ৫৬
(খ) ৩১
(গ) ২১
(ঘ) ১৩
উ : (ঘ) ১৩
Biral MCQ Question Answer Class 11
5. ‘বিড়াল’ প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
(ক) চৈত্র, ১২৮১
(খ) কার্তিক, ১২৮১
(গ) চৈত্র, ১২৮০
(ঘ) বৈশাখ, ১২৮২
উ : (ক) চৈত্র, ১২৮১
6. “কমলাকান্তের দপ্তর” কোন্ রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় ?
(ক) ম্যাজিক রিএলিজম
(খ) লরেন্স স্টার্নের ‘দ্য লাইফ অ্যান্ড ওপিনিয়ন্স অব ট্রিস্ট্রাম শ্যান্ডি, জেন্টলম্যান’
(গ) থমাস ডি-কুইন্সির ‘কনফেশনস্ অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার’
(ঘ)টমাস হার্ডির ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’
উ : (গ) থমাস ডি-কুইন্সির ‘কনফেশনস্ অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার’
Biral MCQ Question Answer Class 11
7. সঠিক বিকল্পটি বেছে নাও
A : কমলাকান্তের বড় আনন্দ হইল।
R : কমলাকান্ত একটি পতিত আত্মাকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে গেলেন।
বিকল্পসমূহ:
(ক) R, A-এর যথার্থ কারণ নয়
(খ) R, A-এর যথার্থ কারণ
(গ) R এবং A পরস্পরবিরোধী
(ঘ) R সঠিক, কিন্তু A ভুল
উ : (খ) R, A-এর যথার্থ কারণ
8. ‘বিড়াল’ প্রবন্ধে ‘নেপোলিয়ন’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) নেপোলিয়ন বোনাপার্ট (I)
(খ) নেপোলিয়ন বোনাপার্ট (II)
(গ) চার্লস লুই নেপোলিয়ন (III)
(ঘ) উইলিয়াম কিংসকে
উ : (ক) নেপোলিয়ন বোনাপার্ট (I)
9. কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিল?
(ক) রন্ধনগৃহে
(খ) বৈঠকখানায়
(গ) শয়নগৃহে
(ঘ) বারান্দায়
উ : (গ) শয়নগৃহে
Biral MCQ Question Answer Class 11
10. কমলাকান্ত কী হাতে নিয়ে ঝিমোচ্ছিল?
(ক) আফিং
(খ) হুঁকা
(গ) যষ্টি
(ঘ) কলম
উ : (খ) হুঁকা
11. ‘কমলাকান্তের দপ্তর’ প্রকাশিত হয়—
(ক) ১৮৬৯ সালে
(খ) ১৮৭৫ সালে
(গ) ১৮৭৮ সালে
(ঘ) ১৮৮৬ সালে
উ : (খ) ১৮৭৫ সালে
Biral MCQ Question Answer Class 11
12. কমলাকান্ত কীরূপভাবে ভাবনায় মগ্ন ছিল?
(ক)উন্মীলিত লোচনে
(খ) নিমীলিতলোচনে
(গ) শায়িতাবস্থায়
(ঘ) স্বপ্নমধ্যে
উ : নিমীলিতলোচনে
13. কমলাকান্ত নিমীলিতলোচনে ভাবছিল যে –
(ক) আমি যদি ওয়েলিংটন হইতাম
(খ) আমি যদি নেপোলিয়ন হইতাম
(গ) আমি যদি মার্জার হইতাম
(ঘ) আমি যদি মঙ্গলা হইতাম।
উ : (খ) আমি যদি নেপোলিয়ন হইতাম
Biral MCQ Question Answer Class 11
14. কমলাকান্ত যদি নেপোলিয়ন হত, তবে কোন্ যুদ্ধ জিততে পারত বলে সে ভাবছিল?
(ক) ওয়েলিংটনের যুদ্ধ
(গ) রাশিয়ার যুদ্ধ
(খ) পেনিনসুলারের যুদ্ধ
(ঘ) ওয়াটার্লর যুদ্ধ
উ : (ঘ) ওয়াটার্লর যুদ্ধ
15. “দেয়ালের উপর … প্রেতবৎ নাচিতেছে”–যার কথা বলা হয়েছে—
(ক) হ্যারিকেনের আলো
(খ) চঞ্চল ছায়া
(গ) ঝুলে আটকে থাকা মাকড়সা
(ঘ) ক্যালেন্ডার
উ: (খ) চঞ্চল ছায়া
16. ওয়াটার্লর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
(ক) ১৭১০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
উ : (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে
Biral MCQ Question Answer Class 11
17. ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) নেপোলিয়নকে
(খ) ফ্রান্সের রাজাকে
(গ) বিড়ালকে
(ঘ) ডিউক অব ওয়েলিংটন-আর্থার ওয়েলেসলিকে
উ : (ঘ) ডিউক অব ওয়েলিংটন-আর্থার ওয়েলেসলিকে
18. কমলাকান্তের কল্পনায়, ওয়েলিংটন কী প্রাপ্ত হয়েছিলেন ?
(ক) মানবত্ব
(খ) বিড়ালত্ব
(গ) বানরত্ব
(ঘ) ব্যক্তিত্ব
উ : (খ) বিড়ালত্ব
19. ওয়েলিংটন, কমলাকান্তের নিকট কী করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল?
(ক) দুগ্ধ ভিক্ষা করতে
(খ) জ্ঞান ভিক্ষা করতে
(গ) আফিং ভিক্ষা করতে
(ঘ) মৎস্য ভিক্ষা করতে
উ : (গ) আফিং ভিক্ষা করতে
20. কমলাকান্ত হুঁকা হাতে-কারণ-
(ক) আফিং শেষ
(খ) দুগ্ধ শেষ
(গ) ক্ষুধা পায়নি
(ঘ) আহার প্রস্তুত হয়নি
উ : (ঘ) আহার প্রস্তুত হয়নি
21. একটি ____________ আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি।
(ক) পতিত
(খ) অতৃপ্ত
(গ) জীব
(ঘ) পরম
উ : (ক) পতিত
22. অতএব ____________ ন্যায় আচরণ করাই বিধেয়।
(ক) মানুষের
(খ) জ্ঞানীর
(গ) বীরের
(ঘ) পুরুষের
উ : (ঘ) পুরুষের
23. কে, “মেও!” বলেছিল?
(ক) বিড়াল
(খ) কমলাকান্ত
(গ) ডিউক
(ঘ) ওয়েলিংটন
উ : (গ) ডিউক
Biral MCQ Question Answer Class 11
24. ‘কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন্ তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে?
(ক) জটিলবাদী তত্ত্ব
(খ) মিথস্ক্রিয়াবাদ তত্ত্ব
(গ) নারীবাদী তত্ত্ব
(ঘ) সাম্যবাদী তত্ত্ব
উ : (ঘ) সাম্যবাদী তত্ত্ব
25. “আমি শয়নগৃহে ____________ ওপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম।”
(ক) চারপায়ীর
(খ) চেয়ারের
(গ) বিছানার
(ঘ) মাদুরের
উ : (ক) চারপায়ীর
Biral MCQ Question Answer Class 11
26. বিড়াল কেন অতি মধুর স্বরে “মেও!” বলেছিল ?
(ক) ইঁদুর শিকার করে বীরত্ব প্রকাশ করার জন্য
(খ) ওয়াটার্লর যুদ্ধ জয়ের ঘোষণা করার অভিপ্রায়ে
(গ) নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হয়ে
(ঘ) দুগ্ধ চুরি করতে পেরে।
উঃ (গ) নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হয়ে
27. মার্জার মনে মনে হেসে, কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল যে-
(ক) “ক অক্ষর গোমাংস”
(খ) “কা কস্য পরিবেদনা”
(গ) “কেহ মরে কেহ হরি বলে”
(ঘ) “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।”
উঃ (ঘ) “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।”
28. “তোমার দুধ ত খাইয়া বসিয়া আছি- এখন বল কি?”- কার মনের ভাব ফুটে উঠেছে?
(ক) লেখকের
(খ) কমলাকান্তের
(গ) প্রসন্নর
(ঘ) বিড়ালের
উঃ (ঘ) বিড়ালের
Biral MCQ Question Answer Class 11
29. “দুধ আমার বাপেরও নয়।”- দুধ তাহলে কার ?
(ক) প্রসন্নর
(খ) গোয়ালার
(গ) মঙ্গলার
(ঘ) লেখকের
উঃ (গ) মঙ্গলার
30. বিড়াল প্রবন্ধে দুধ কে নিয়ে এসেছিল ?
(ক) প্রসন্ন
(খ) কমলাকান্ত
(গ) ওয়েলিংটন
(ঘ) নেপোলিয়ন
উঃ (ক) প্রসন্ন
Biral MCQ Question Answer Class 11
31. কমলাকান্ত রাগ করতে পারে না, কারণ –
(ক) সবাই উপহাস করবে
(খ) মনুষ্যকুলে তিনি কুলাঙ্গাররূপে পরিচিত হবেন
(গ) রাগ করা পুরুষের ন্যায় আচরণ নয়
(ঘ) দুগ্ধে কমলাকান্তের যে অধিকার, বিড়ালেরও তাই অধিকার
উঃ (ঘ) দুগ্ধে কমলাকান্তের যে অধিকার, বিড়ালেরও তাই অধিকার
32. চিরাগত প্রথাটি কী ?
(ক) বিড়ালকে নির্বিঘ্নে দুগ্ধ পান করতে দেওয়া
(খ) বিড়াল দুধ খেতে এলে দুধের পাত্রটি সরিয়ে নিতে হয়
(গ) বিড়াল দুধ খেতে এলে, তা বসে দেখতে হয়
(ঘ) বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়
উঃ (ঘ) বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়
33. চিরাগত প্রথার অবমাননা করলে, কমলাকান্ত –
(ক) মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হবে
(খ) মনুষ্যকুলে শ্রেষ্ঠ মনুষ্যস্বরূপ পূজিত হবে
(গ) বিড়ালের কাছে আদর্শ পুরুষরূপে গণ্য হবে
(ঘ) ধর্ম্মের ফলভাগী হবে
Biral MCQ Question Answer Class 11
উঃ (ক) মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হবে
34. ______________ ই পরম ধর্ম
(ক) লোকহিত
(খ) সদাচার
(গ) পরোপকার
(ঘ) আত্মনিবেদন
উ: (গ) পরোপকার
35. “কি জানি, এই মার্জারী যদি স্বজাতিমন্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে?”- অতএব কমলাকান্তের কী করণীয়?
(ক) বিড়ালের ন্যায় আচরণ করাই বিধেয়
(খ) পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়
(গ) বিড়ালকে দুগ্ধ খেতে দেওয়াই বিধেয়
(ঘ) আফিং খাওয়াই একমাত্র বিধেয়
উঃ (খ) পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়
36. “অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।”-এর কারণ কী?
(ক) নাহলে, বিড়াল “মেও!” বলে ব্যঙ্গ করবে
(খ) এটিই চিরাগত প্রথা
(গ) নতুবা, মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হবে
(ঘ) নতুবা, বিড়াল তার স্বজাতিমণ্ডলে, কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে
উঃ (ঘ) নতুবা, বিড়াল তার স্বজাতিমণ্ডলে, কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে
Biral MCQ Question Answer Class 11
37. অনেক অনুসন্ধানে, কমলাকান্ত কী আবিষ্কার করেছিল?
(ক) একটি ভগ্ন যষ্টি
(খ) এক বাটি দুগ্ধ
(গ) এক বাটি ক্ষীর
(ঘ) একটি হুঁকা
উঃ (ক) একটি ভগ্ন যষ্টি
38. বিজ্ঞ ____________ কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না ।
(ক) পণ্ডিতের
(খ) চতুষ্পদের
(গ) মার্জারের
(ঘ) চোরের
উ : (খ) চতুষ্পদের
39. মার্জারী, কমলাকান্তকে চিনিত; তাই-
(ক) সে ভীত হয়ে পলায়ন করল
(খ) সে দুগ্ধ ফেলে তৎক্ষণাৎ পলায়ন করল
(গ) সে ভীত হওয়ার কোন লক্ষণ প্রকাশ করল না
(ঘ) সে লেজ তুলে পলায়ন করল।
উঃ (গ) সে ভীত হওয়ার কোন লক্ষণ প্রকাশ করল না
Biral MCQ Question Answer Class 11
40. মার্জারী, ভীত না হয়ে কী করেছিল?
(ক) কমলাকান্তের মুখের দিকে চেয়ে, হাই তুলে, একটু সরে বসেছিল
(খ) কমলাকান্তকে “মেও!” বলে ব্যঙ্গ করেছিল
(গ) কমলাকান্তের দিকে সগর্ব্বে তেড়ে গিয়েছিল
(ঘ) কমলাকান্তের মুখের দিকে চেয়ে, হাই তুলে, নিদ্রা গিয়েছিল।
উঃ (ক) কমলাকান্তের মুখের দিকে চেয়ে, হাই তুলে, একটু সরে বসেছিল
41. বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কী করল?
(ক) পুনরপি সগর্ব্বে বিড়ালের দিকে ধাবমান হল
(খ) যষ্টি ত্যাগ করে পুনরপি শয্যায় এসে হুঁকা নিয়ে বসল
(গ) বিড়ালের জন্য এক বাটি দুগ্ধ নিয়ে এল
(ঘ) নিমীলিতলোচনে ভাবতে লাগল
উঃ (খ) যষ্টি ত্যাগ করে পুনরপি শয্যায় এসে হুঁকা নিয়ে বসল
42. কমলাকান্ত কী প্রাপ্ত হওয়ার কারণে, বিড়ালের বক্তব্যসকল বুঝতে পারলেন?
(ক) দিব্যচক্ষু
(খ) দৈব আদেশ
(গ) দিব্যকর্ণ
(ঘ) দৈববাণী
উঃ (গ) দিব্যকর্ণ
Biral MCQ Question Answer Class 11
43. বিড়াল কমলাকান্তকে কী বিচার করে দেখতে বলেছিল ?
(ক) বিড়ালের দুগ্ধ চুরির কারণ
(খ) বিড়ালের ভীত না হওয়ার কারণ
(গ) মঙ্গলা ও বিড়ালের পার্থক্য
(ঘ) মনুষ্য ও বিড়ালের পার্থক্য
উঃ (ঘ) মনুষ্য ও বিড়ালের পার্থক্য
44. আমরা কিছু পাইব না কেন?”- বিড়াল এখানে কী না পাওয়ার কথা বলেছে?
(ক) ফলমূল, সবজি, দুগ্ধ, মিষ্টি, মাছের কাঁটা
(খ) ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস
(গ) মিষ্টান্ন, পলান্ন, পরমান্ন, সন্দেশ, রসগোল্লা
(ঘ) কোনটি নয়
উঃ (খ) ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস
45. “আমাদের আপত্তি নাই”- বিড়াল জাতির কীসে আপত্তি নেই ?
(ক) মনুষ্যের খাওয়ায়
(খ) মনুষ্যের ঘুমোনোয়
(গ) মনুষ্যের আফিঙ্গ খাওয়ায়
(ঘ) মনুষ্যের ধর্মের
উঃ (ক) মনুষ্যের খাওয়ায়
Biral MCQ Question Answer Class 11
46. “তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না।”-মনুষ্যের কোন্ কার্যের কারণ বিড়াল খুঁজে পায়নি?
(ক) মনুষ্যদের চিরাগত প্রথাটি কী তা
(খ) মনুষ্যদের বিড়াল দেখে ভয় পাওয়ার কারণ
(গ) বিড়ালরা খেলেই, মনুষ্যরা কোন্ শাস্ত্রানুসারে লাঠি নিয়ে তাদের মারতে আসে তা
(ঘ) মনুষ্যদের বিড়ালকে ভালো না বাসার কারণ
উঃ (গ) বিড়ালরা খেলেই, মনুষ্যরা কোন্ শাস্ত্রানুসারে লাঠি নিয়ে তাদের মারতে আসে তা
47. “তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ কর।”-কোন উপদেশ?
(ক) পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়
(খ) পরোপকারই পরম ধর্ম
(গ) বিড়ালই কমলাকান্তের ধর্মসঞ্চয়ের কারণ
(ঘ) বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই
উঃ (ঘ) বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই
48. বিড়ালের মতে, ‘ধৰ্ম্ম কী?’
(ক) মনুষ্যধর্মই পরম ধর্ম
(খ) জীবপ্রেমই পরম ধর্ম।
(গ) পরোপকারই পরম ধর্ম
(ঘ) ঈশ্বরসেবাই পরম ধর্ম
উঃ (গ) পরোপকারই পরম ধর্ম
Biral MCQ Question Answer Class 11
49. “অতএব তুমি সেই পরম ধর্ম্মের ফলভাগী-” বিড়াল কেন এ কথা বলেছে ?
(ক) কমলাকান্তের আহরিত দুগ্ধে, বিড়ালের উপকার সাধিত হল বলে
(খ) কমলাকান্তের চিরাগত প্রথা রক্ষার কারণে বিড়াল তাড়া খেল বলে
(গ) কমলাকান্তের যষ্টি দেখে বিড়াল ভীত হল না বলে
(ঘ) বিড়াল চুরি করে দুগ্ধপান করল বলে
উঃ (ক) কমলাকান্তের আহরিত দুগ্ধে, বিড়ালের উপকার সাধিত হল বলে
50. সঠিক সম্পর্কটি বেছে নাও
বিবৃতি ১: বিড়াল লাঠি দেখেও বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না।
বিবৃতি ২: বিড়াল কমলাকান্তকে আগে থেকেই চিনত।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক, কিন্তু পরস্পরবিরোধী
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২, বিবৃতি ১-এর কারণ
(গ) বিবৃতি ১ সঠিক এবং বিবৃতি ২ ভুল
(ঘ) বিবৃতি ১ ভুল এবং বিবৃতি ২ সঠিক
উ : (খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২, বিবৃতি ১-এর কারণ
Biral MCQ Question Answer Class 11
51. কারা চোর অপেক্ষাও অধার্ম্মিক?
(ক) কমলাকান্ত ও তার বন্ধু
(খ) বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে
(গ) প্রসন্ন ও তার বউ
(ঘ) যারা কৃপণ
উঃ (খ) বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে
52. “কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া, একটু সরিয়া বসিল”–কে হাই তুলেছিল ?
(ক) কমলাকান্ত
(খ) বিড়াল
(গ) নেপোলিয়ন
(ঘ) ডিউক অফ ওয়েলিংটন
উ : (খ) বিড়াল
53. কারা চোরের চেয়েও শতগুণে দোষী ?
(ক) কমলাকান্ত
(খ) প্রসন্ন
(গ) সাধুরা
(ঘ) কৃপণ ধনী ব্যক্তিরা
উঃ (ঘ) কৃপণ ধনী ব্যক্তিরা
Biral MCQ Question Answer Class 11
54. “চোরের দন্ড হয়”- কাদের দন্ড হয় না ?
(ক) চুরির মূলে যে কৃপণ তার
(খ) কমলাকান্তের
(গ) প্রসন্নর
(ঘ) নেপোলিয়নের
উঃ (ক) চুরির মূলে যে কৃপণ তার
55. “তথাপি আমাকে ডাকিয়া দেয় না”-কী না দেওয়ায় কথা বলা হয়েছে?
(ক) দুধ, দধি
(খ) ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস
(গ) মাছের কাঁটা, পাতের ভাত
(ঘ) আফিঙ্গ, বিরিয়ানি
উঃ (গ) মাছের কাঁটা, পাতের ভাত
56. “আমাদের পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে!”-অভুক্ত বিড়ালের পেটের ক্ষুধা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ-
(ক) আমরা নেশাগ্রস্ত
(খ) আমাদের পেট ভরা
(গ) আমরা ব্যস্ত
(ঘ) আমাদের দিব্যকর্ণ নেই
উঃ (খ) আমাদের পেট ভরা
Biral MCQ Question Answer Class 11
57. “… তোমাদের কী কিছু অগৌরব আছে ?”- কীসে অগৌরব থাকার কথা নয় ?
(ক) বিড়ালের দুগ্ধপানে
(খ) কমলাকান্তের আফিং খাওয়ায়
(গ) সাধুদের প্রয়োজনের বেশি ধনসঞ্চয়ে
(ঘ) দরিদ্রের জন্য ব্যথিত হওয়ায়
উঃ (ঘ) দরিদ্রের জন্য ব্যথিত হওয়ায়
58. “লজ্জার কথা সন্দেহ নাই।”-কোন্ কথাটিকে বিড়াল লজ্জার কথা বলে সন্দেহ করেছে?
(ক) তাদের মতো দরিদ্রদের ব্যথায় ব্যথিত হওয়াকে
(খ) চুরি করে দুগ্ধ পান করাকে
(গ) মানুষের উচ্ছিষ্ট বিড়ালকে না দেওয়াকে
(ঘ) কোনোটিকেই নয়
উঃ (ক) তাদের মতো দরিদ্রদের ব্যথায় ব্যথিত হওয়াকে
Biral MCQ Question Answer Class 11
59. “তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন।”- কখন এরূপ সম্ভব হবে?
(ক) চোর আফিং-এর নেশায় ডুবে থাকলে
(খ) তিন দিন উপবাস করা বিচারকের, চুরি করে খাওয়ার ইচ্ছা না করলে
(গ) বিড়াল চুরি করা পরিত্যাগ করলে
(ঘ) চোর, চুরি করা বহাল রাখলে
উঃ (খ) তিন দিন উপবাস করা বিচারকের, চুরি করে খাওয়ার ইচ্ছা না করলে
Biral MCQ Question Answer Class 11
60. “সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। তবে …”- তবে সকলেই কী করতে রাজি হয় না ?
(ক) বিড়ালকে দুগ্ধ চুরি করতে দিতে
(খ) ছোটোলোকের দুঃখে কাতর হতে
(গ) বিড়ালের থেকে শিক্ষালাভ করতে
(ঘ) প্রাচীরে প্রাচীরে মেও মেও করে বেড়াতে
উঃ (খ) ছোটোলোকের দুঃখে কাতর হতে
61. “তবে তুমি কি তাঁহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে ?”- কাদের কথা উল্লেখ করা হয়েছে ?
(ক) বৈয়াকরণিকদের
(খ) বিড়ালদের
(গ) মনুষ্যদের
(ঘ) শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের
উঃ (ঘ) শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের
Biral MCQ Question Answer Class 11
62. শিরোমণি-ন্যায়ালঙ্কাররা, দুধ খেয়ে গেলে, কমলাকান্ত কী করত?
(ক) তাদেরকে ঠেঙ্গা নিয়ে মারতে যেত
(খ) তাদেরকে মুষ্টি ভিক্ষা দিত
(গ) তাদের সামনে জোড় হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত, আর একটু দুধ এনে দেবে কি না
(ঘ) তাদের ব্যথায় ব্যথিত হত।
উঃ (গ) তাদের সামনে জোড় হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত, আর একটু দুধ এনে দেবে কি না
63. মনুষ্যজাতির রোগ, হল –
(ক) অপাত্রে দান করা
(খ) তেলা মাথায় তেল দেওয়া
(গ) বিড়ালকে প্রহার করা
(ঘ) ছোটোলোকের দুঃখে কাতর হওয়া
উঃ (খ) তেলা মাথায় তেল দেওয়া
64. মনুষ্যজাতি তার জন্য ভোজের আয়োজন করে, যে –
(ক) খেতে বললে বিরক্ত হয়
(খ) তেলা মাথায় তেল দেয়
(গ) বিড়ালকে মেরে তাড়ায়
(ঘ) শয্যাশায়ী হয়ে হুঁকা টানে।
উঃ (ক) খেতে বললে বিরক্ত হয়
65. মনুষ্যজাতি চোর বলে কাদের দন্ড দেয়?
(ক) যারা খেতে বললে বিরক্ত হয়
(খ) যারা বড়লোকের দুঃখে কাতর হয়
(গ) যারা খিদের জ্বালায়, অন্যের অন্ন খেয়ে ফেলে
(ঘ) যারা তেলা মাথায় তেল দেয়
উঃ (গ) যারা খিদের জ্বালায়, অন্যের অন্ন খেয়ে ফেলে
66. “তবেই তাহার পুষ্টি।”-কাদের পুষ্টি?
(ক) মার্জারদের
(খ) মনুষ্যদের
(গ) সাধুদের
(ঘ) গৃহমার্জারদের
উঃ (ঘ) গৃহমার্জারদের
Biral MCQ Question Answer Class 11
67. “তবেই তাহার পুষ্টি।”- তাহার কীসে পুষ্টি?
(ক) বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীয়ের প্রিয় ভাই হয়ে এবং মূর্খ ধনীর, সতরঞ্চ খেলার সঙ্গী হয়ে থাকাতেই গৃহমার্জারের পুষ্টি
(খ) কমলাকান্তের জন্য বরাদ্দ দুগ্ধ খেয়ে নেওয়ায় গৃহমার্জারের পুষ্টি
(গ) কমলাকান্তের ব্যথায় ব্যথিত হলে গৃহমার্জারের পুষ্টি
(ঘ) কোনোটিই নয়
উঃ (ক) বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীয়ের প্রিয় ভাই হয়ে এবং মূর্খ ধনীর, সতরঞ্চ খেলার সঙ্গী হয়ে থাকাতেই গৃহমার্জারের পুষ্টি
68. ‘সতরঞ্চ’ কোন্ খেলা?
(ক) দাবা
(খ) ফুটবল
(গ) তাস
(ঘ) সুদুকু
উঃ (ক) দাবা
69. “অনেক মার্জার কবি হইয়া পড়ে”- কেন ?
(ক) কমলাকান্তের আফিঙ্গ খাওয়া দেখে
(খ) মঙ্গলাকে দেখে
(গ) যুবতী ভার্য্যা-কে দেখে
(ঘ) লেজ ফোলা, গায়ে লোম হওয়া গৃহমার্জারদের রূপের ছটা দেখে
উঃ (ঘ) লেজ ফোলা, গায়ে লোম হওয়া গৃহমার্জারদের রূপের ছটা দেখে
70. লেজ ফোলা গৃহমার্জারদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার –
(ক) মূর্ছা যায়
(খ) কবি হয়ে যায়
(গ) নিদ্রা যায়
(ঘ) হাই তোলে
উঃ (খ) কবি হয়ে যায়
Biral MCQ Question Answer Class 11
71. ‘সোশিয়ালিস্টিক’ কারা?
(ক) সমাজতান্ত্রিকরা
(খ) বাস্তববাদীরা
(গ) কল্পনাপ্রবণরা
(ঘ) আশাবাদীরা
উঃ (ক) সমাজতান্ত্রিকরা
72. “নহিলে চুরি করিব”- কী করতে দেওয়ার কথা বিড়াল বলেছে?
(ক) প্রাচীরে প্রাচীরে ঘুরতে দিতে
(খ) মেও মেও করে চারিদিকে দেখতে দিতে
(গ) এ পৃথিবীতে তাদের অধিকারের কিছু মৎস্য-মাংস তাদের খেতে দিতে
(ঘ) পরোপকার করতে দিতে।
উঃ (গ) এ পৃথিবীতে তাদের অধিকারের কিছু মৎস্য-মাংস তাদের খেতে দিতে
73. “তোমাদিগের কী দুঃখ হয় না?”- কী দেখে বা শুনে মনুষ্যজাতির দুঃখ না হওয়ার কথা বিড়াল বলেছে ?
(ক) তাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ দেখে ও ক্ষীণ সকরুণ মেও মেও শুনে
(খ) তাদের আহার করা দেখে
(গ) তাদের দুগ্ধপান দেখে
(ঘ) তাদের গায়ের লোম দেখে ও মেও মেও শুনে।
Biral MCQ Question Answer Class 11
উঃ (ক) তাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ দেখে ও ক্ষীণ সকরুণ মেও মেও শুনে
74. “ধনীর কার্পণ্যের দন্ড নাই কেন?” তাহলে কীসের দন্ড আছে?
(ক) কমলাকান্তের আফিঙ্গ খাওয়ায়
(খ) দরিদ্রের আহার সংগ্রহে
(গ) সাধুদের অতিরিক্ত ধন সংগ্রহে
(ঘ) মঙ্গলার দুধ দেওয়ার
উঃ (খ) দরিদ্রের আহার সংগ্রহে
75. কমলাকান্ত দূরদর্শী, কারণ –
(ক) সে দুগ্ধচোর
(খ) সে ধনী
(গ) সে নিদ্রামগ্ন
(ঘ) সে আফিংখোর
উঃ (ঘ) সে আফিংখোর
Biral MCQ Question Answer Class 11
76. কমলাকান্ত আফিংখোর বলে, সে –
(ক) অকালপক্ক
(খ) অসুস্থ
(গ) দূরদর্শী
(ঘ) বিবেচক
উঃ (গ) দূরদর্শী
77. “তুমিও কি দেখিতে পাও না যে”- কী না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে?
(ক) বিড়ালের দুগ্ধ চুরি করা
(খ) ধনীর দোষেই দরিদ্রের চোর হওয়া
(গ) বিড়ালের সকরুণ মুখ
(ঘ) ধনীর দুর্দশা
উঃ (খ) ধনীর দোষেই দরিদ্রের চোর হওয়া
Biral MCQ Question Answer Class 11
78. চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে আর কোন্ নিয়মটি চালু করার প্রস্তাব বিড়াল দিয়েছিল?
(ক) চোরকে ফাঁসি দেওয়ার আগে ভোজন করানোর প্রস্তাব
(খ) চোরকে কখনও প্রহার না করার প্রস্তাব
(গ) চোরকে ফাঁসি দেওয়ার আগে আফিং সেবন করতে দেওয়ার প্রস্তাব
(ঘ) চোরকে ফাঁসি দেওয়ার আগে, যে বিচারক তাকে সাজা দেবেন, তাকে আগে তিন দিন উপবাস করানোর প্রস্তাব
উঃ (ঘ) চোরকে ফাঁসি দেওয়ার আগে, যে বিচারক তাকে সাজা দেবেন, তাকে আগে তিন দিন উপবাস করানোর প্রস্তাব
79. “অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।”—এই পুরুষের মতো আচরণ হল—
(ক) ঘরে বিড়াল ঢুকতে না দেওয়া
(খ) দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা
(গ) বিড়াল দুধ খেলে আবার দুধ কেনা
(ঘ) বিড়াল তাড়াতে কুকুর পোষা
উ : (খ) দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা
Biral MCQ Question Answer Class 11
80. “তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে”- কারণ-
(ক) কেবল ধনীরা চুরি করবে, তা মান্য নয়
(খ) চুরি করা দরিদ্রের স্বভাব তাই তারা ছুরি করবে
(গ) এ পৃথিবীতে কেউই অনাহারে মরার জন্য আসেনি
(ঘ) দরিদ্রের অপরিমিত লোভ
উঃ (গ) এ পৃথিবীতে কেউই অনাহারে মরার জন্য আসেনি
81. তোমার কথাগুলি ভারি….”-মার্জারের কথাগুলি কেমন?
(ক) রিয়ালিস্টিক
(খ) নস্টালজিক
(গ) রোমান্টিক
(ঘ) সোশিয়ালিষ্টিক
উঃ (ঘ) সোশিয়ালিষ্টিক
Biral MCQ Question Answer Class 11
82. মার্জারের কথাগুলি কীসের মূল ?
(ক) শ্রেণিবৈষম্যের
(খ) সমাজ বিশৃঙ্খলার
(গ) সর্বনাশের
(ঘ) দ্বন্দ্বের
উঃ (খ) সমাজ বিশৃঙ্খলার
83. “আর আমাদিগের দশা দেখ”- বিড়ালদিগের দশা কীরূপ?
(ক) আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে
(খ) লেজ ফুলে, গায়ে লোম হইয়াছে
(গ) নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত
(ঘ) কমলাকান্তের নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে।
উঃ (ক) আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে
Biral MCQ Question Answer Class 11
84. এ সকল অতি ____________ কথা ।
(ক) গভীর
(খ) অর্থবহ
(গ) নীতিবিরুদ্ধ
(ঘ) অর্থহীন
উ : (গ) নীতিবিরুদ্ধ
85. “তবে কেহ আর ধনসঞ্চয়ে যত্ন করিবে না।”-এতে কী হবে?
(ক) সমাজের অকল্যাণ হবে
(খ) সমাজের শৃঙ্খলা বজায় থাকবে না
(গ) সমাজে চুরি বৃদ্ধি পাবে
(ঘ) সমাজের ধনবৃদ্ধি হবে না
উঃ (ঘ) সমাজের ধনবৃদ্ধি হবে না
86. তাহাতে ____________ ধনবৃদ্ধি হইবে না ৷
(ক) ব্যক্তির
(খ) সমাজের
(গ) মার্জারের
(ঘ) গরীবের
উ : (খ) সমাজের
Biral MCQ Question Answer Class 11
87. আমি বুঝাইয়া বলিলাম যে,”-কমলাকান্ত, মার্জারকে বুঝিয়ে বলল যে-
(ক) পরোপকারই পরম ধর্ম
(খ) সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই
(গ) বিশেষ অপরিমিত লোভ ভালো
(ঘ) কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই
উঃ (খ) সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই
88. কস্মিনকালে, কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না?
(ক) মার্জারদের
(খ) ন্যায়ালঙ্কারদের
(গ) বিচারক বা নৈয়ায়িকদের
(ঘ) মূর্খ ধনীদের
উঃ (গ) বিচারক বা নৈয়ায়িকদের
Biral MCQ Question Answer Class 11
90. নৈয়ায়িক কাদের বলা হয়?
(ক) সর্বদা ন্যায় করে এমন ব্যক্তিকে
(খ) নিয়ম মেনে চলে এমন ব্যক্তিকে
(গ) ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে এমন ব্যক্তিকে
(ঘ) নীতিকথা জানে এমন ব্যক্তিকে
উঃ (গ) ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে এমন ব্যক্তিকে
91. “…হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।”—কমলাকান্ত যা বুঝতে পারেননি—
(ক) কীভাবে ওয়াটার্লুর যুদ্ধে জয় সম্ভব
(খ) দেয়ালে কীসের নাচ চলছে
(গ) প্রসন্ন গোয়ালিনির দেরির কারণ
(ঘ) ‘মেও’শব্দটির তাৎপর্য
উ : (ঘ) ‘মেও’শব্দটির তাৎপর্য
92. “সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে” কিন্তু-কাদের বিশেষ প্রয়োজন আছে?
(ক) চোরদিগের ব্যাখ্যাত ফ্যানী
(খ) ধনীদিগের
(গ) মূর্খদের
(ঘ) কৃপণদের
উঃ (খ) ধনীদিগের
93. তাঁহারা অনেক চোর অপেক্ষাও ____________ ।
(ক) দক্ষ
(খ) অধার্মিক
(গ) বাস্তববুদ্ধিসম্পন্ন
(ঘ) জ্ঞানী
উ : (খ) অধার্মিক
94. ‘মেও’ শব্দে মার্জারের অভিপ্রায় ছিল—
(ক) নিজের আনন্দ প্রকাশের
(খ) নিজের অতৃপ্তি প্রকাশের
(গ) কমলাকান্তের মন বোঝার
(ঘ) চোর না শোনে ধর্মের কাহিনি
উ : (গ) কমলাকান্তের মন বোঝার
Biral MCQ Question Answer Class 11
95. “একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি”–এখানে ‘পতিত আত্মা’ হল—
(ক) কমলাকান্ত
(খ) মার্জার
(গ) প্রসন্ন গোয়ালিনি
(ঘ) সমাজের দুর্জন মানুষেরা
উ : (খ) মার্জার
96. তবে আমার বেলা ____________ কেন ?
(ক) লাঠি
(খ) বাকি
(গ) খালি
(ঘ) বিরুপ
উ : (ক) লাঠি
97. বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলেছে?
(ক) এক দিবস
(খ) দুই দিবস
(গ) তিন দিবস
(ঘ) চার দিবস
উঃ (গ) তিন দিবস
Biral MCQ Question Answer Class 11
98. কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে?
(ক) কমলাকান্তর ভাণ্ডারঘরে
(খ) প্রসন্নর ভাণ্ডারঘরে
(গ) মঙ্গলার গোয়ালঘরে
(ঘ) নসীরামবাবুর ভান্ডারঘরে
উঃ (ঘ) নসীরামবাবুর ভান্ডারঘরে
99. বিজ্ঞ লোকের মত হল
(ক) বিড়ালকে লাঠি মেরে তাড়ানো
(খ) বিচারে পরাস্ত হলে, গম্ভীরভাবে উপদেশ প্রদান করা
(গ) বিড়ালকে ডেকে দুগ্ধ খাওয়ানো
(ঘ) চিরাগত প্রথা রক্ষা করা
উঃ (খ) বিচারে পরাস্ত হলে, গম্ভীরভাবে উপদেশ প্রদান করা
100. বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে কী করা উচিত?
(ক) দুগ্ধপানে মনোনিবেশ
(গ) কবি হওয়া
(খ) চুরি
(ঘ) ধর্মাচরণে মন দেওয়া
উঃ (ঘ) ধর্মাচরণে মন দেওয়া
Biral MCQ Question Answer Class 11
101. কমলাকান্ত, বিড়ালকে যে গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিল, সেগুলি হল-
(ক) রামায়ণ ও মহাভারত
(খ) বেদ ও উপনিষদ
(গ) নিউমান ও পার্করের গ্রন্থ
(ঘ) ভাগবতপুরাণ ও চৈতন্য সমগ্র
উঃ (গ) নিউমান ও পার্করের গ্রন্থ
102. নিউমান ও পার্কর ছাড়াও যে গ্রন্থটি পড়লে উপকার হতে পারে, সেটি হল-
(ক) কমলাকান্তের জবানবন্দী
(খ) কমলাকান্তের দপ্তর
(গ) কমলাকান্তের পাঠাগার
(ঘ) কমলাকান্তের পত্র
উঃ (খ) কমলাকান্তের দপ্তর
103. কমলাকান্তের দপ্তর পড়লে কোন্ উপকারটি হবেই?
(ক) গ্রন্থপাঠের অভ্যাস হবে
(খ) চুরির মাহাত্ম্য বোঝা যাবে
(গ) বিড়ালের বক্তব্যসকল বোঝা যাবে
(ঘ) আফিং-এর অসীম মহিমা বুঝতে পারা যাবে
উঃ (ঘ) আফিং-এর অসীম মহিমা বুঝতে পারা যাবে
Biral MCQ Question Answer Class 11
104. প্রসন্ন কী দেবে বলেছে?
(ক) ছানা
(খ) ক্ষীর
(গ) দধি লামহাকাশ
(ঘ) মৎস্য
উঃ (ক) ছানা
105. কে, কিছু ছানা দেবে বলেছে?
(ক) মঙ্গলা
(খ) প্রসন্ন
(গ) ধনী ব্যক্তি
(ঘ) কমলাকান্ত
উঃ (খ) প্রসন্ন
106. কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলল?
(ক) দুপুরের খাবার খাওয়ার সময়
(খ) সান্ধ্যকালে
(গ) জলযোগের সময়
(ঘ) নৈশভোজের সময়
উঃ (গ) জলযোগের সময়
107. কমলাকান্ত জলযোগের সময় বিড়াল-কে আসতে বলেছিল কেন?
(ক) প্রসন্ন-র আনা ছানা উভয়ে ভাগ করে খাবে বলে
(খ) বিড়ালকে দুগ্ধ পান করতে দেবে বলে
(গ) বিড়ালকে পার্করের গ্রন্থ পড়াবে বলে
(ঘ) একত্রে দুগ্ধ চুরি করবে বলে
উঃ (ক) প্রসন্ন-র আনা ছানা উভয়ে ভাগ করে খাবে বলে
Biral MCQ Question Answer Class 11
108. যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন —
(ক) আফিং সেবন করলে
(খ) বিড়ালকে দুধ না দিলে
(গ) বিড়াল মারলে
(ঘ) চিরাগত প্রথার অবমাননা করলে
উ : (ঘ) চিরাগত প্রথার অবমাননা করলে
109. মার্জারটি ক্ষুধায় নিতান্ত অধীরা হলে কমলাকান্ত তাকে যা দেবে বলেছিল, তা হল –
(ক) এক বাটি দুগ্ধ
(খ) একটি ভগ্ন যষ্টি
(গ) এক সরিষাভোর আফিঙ্গ
(ঘ) এক মুষ্টি অন্ন
উঃ (গ) এক সরিষাভোর আফিঙ্গ
110. ‘সরিষাভোর’ কথাটির অর্থ কী?
(ক) একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের
(খ) সরিষার চেয়ে অধিক মাপের
(গ) সরিষার মতো রঙের
(ঘ) সরিষার মতো ঝাঁজালো
উঃ (ক) একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের
Biral MCQ Question Answer Class 11
111. মার্জারের কাছে যে জিনিসটির বিশেষ প্রয়োজন নেই, সেটি হল-
(ক) মৎস্য
(খ) আফিং
(গ) দুগ্ধ
(ঘ) ক্ষীর
উঃ (খ) আফিং
112. বিড়ালটি কোন্ কথাটি বিবেচনা করে দেখবে?
(ক) পুনর্বার চুরি করার কথা
(খ) আফিং খাওয়ার কথা
(গ) চোরকে ফাঁসি দেওয়ার কথা
(ঘ) হাঁড়ি খাওয়ার কথা
উঃ (ঘ) হাঁড়ি খাওয়ার কথা
Biral MCQ Question Answer Class 11
113. হাঁড়ি খাওয়ার কথাটি বিড়াল যেভাবে বিবেচনা করে দেখবে বলেছিল –
(ক) ক্রমানুসারে
(খ) ক্ষুধানুসারে
(গ) কার্যানুসারে
(ঘ) সময়ানুসারে
উঃ (খ) ক্ষুধানুসারে
Biral MCQ Question Answer Class 11
114. “কমলাকান্তের বড় আনন্দ হইল”-আনন্দ হওয়ার কারণ কী?
(ক) পরোপকার করে পরম ধর্ম্মের ফলভাগী হতে পারা
(খ) মার্জারকে শিক্ষাদান করতে পারা
(গ) মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা
(ঘ) কোনোটিই নয়
উঃ (গ) মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা
115. পতিত আত্মা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
(ক) ধনী ব্যক্তিদের
(খ) কৃপণ ধনীদের
(গ) সাধুদের
(ঘ) সমাজের পথভ্রষ্ট, অবনত ব্যক্তিদের তথা মার্জারদের
উঃ (ঘ) সমাজের পথভ্রষ্ট, অবনত ব্যক্তিদের তথা মার্জারদের
116. একটি পতিত আত্মকে অন্ধকার থেকে আলোকে এনে কমলাকান্তের মনে –
(ক) বড় দুঃখ হইল
(গ) বড় আনন্দ হইল
(খ) বড় ফুর্তি হইল
(ঘ) বড় আরাম হইল
উঃ (গ) বড় আনন্দ হইল
117. চোরের দণ্ড আছে, ____________ কি দণ্ড নাই ?
(ক) ধনীর
(খ) চৌকিদারের
(গ) নির্দয়তার
(ঘ) শাসকের
উ : (গ) নির্দয়তার
Biral MCQ Question Answer Class 11
118. প্রথমে কমলাকান্তের কী মনে হয়েছিল?
(ক) কমলাকান্ত ওয়াটার্লর যুদ্ধ জিতে গিয়েছেন
(খ) বিড়াল মানবত্বপ্রাপ্ত হয়ে দুগ্ধ ভিক্ষা করতে এসেছে
(গ) ওয়েলিংটন বিড়ালত্বপ্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে
(ঘ) বিড়াল দুগ্ধ পান করে ঘুমিয়ে পড়েছে।
উ : (গ) ওয়েলিংটন বিড়ালত্বপ্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে
119. “তবে চিরাগত একটি প্রথা আছে যে, …”—প্রথাটি হল—
(ক) বিড়াল মারতে নেই
(খ) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়
(গ) বিড়ালের সামনে খেতে নেই
(ঘ) বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয়
উ : (খ) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়
120. বিড়ালকে যেটি না খাওয়ার উপদেশ কমলাকান্ত দিয়েছিলেন, তা হল-
(ক) আর কাহারও মৎস্য
(খ) আর কাহারও ক্ষীর
(গ) আর কাহারও দুগ্ধ
(ঘ) আর কাহারও হাঁড়ি
উঃ (ঘ) আর কাহারও হাঁড়ি
121. “তাহা দরিদ্রকে দিবে না কেন?”-কী না দেওয়ার কথা বলা হয়েছে?
(ক) ধনীর, খাওয়ার পর যা পড়ে থাকে, তা দরিদ্রকে না দেওয়ার
(খ) চুরি করতে না দেওয়ার
(গ) পরোপকার করতে না দেওয়ার
(ঘ) ধনীর সকল সঞ্চিত সম্পত্তি দরিদ্রকে দিয়ে না দেওয়ার।
উঃ (ক) ধনীর, খাওয়ার পর যা পড়ে থাকে, তা দরিদ্রকে না দেওয়ার
Biral MCQ Question Answer Class 11
122. মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্ডের দৃষ্টি আকর্ষণ করেছিল—
(ক) সমাজের বৈষম্য
(খ) মানুষের লোভ
(গ) কমলাকান্ডের নিষ্ঠুরতা
(ঘ) বিড়াল সমাজের মহানুভবতা
উ : (ক) সমাজের বৈষম্য
123. মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল—
(ক) ল্যাজ নাড়ছিল
(খ) গড়গড় আওয়াজ করছিল
(গ) কমলাকান্ডের কোলে উঠে বসেছিল
(ঘ) মধুর স্বরে ‘মেও’ ডাকছিল
উ : (ঘ) মধুর স্বরে ‘মেও’ ডাকছিল
124. সঠিক উত্তরটি নির্বাচন কর
কমলাকান্ত পাঠার্থে, মার্জারটিকে দিতে চেয়েছিল –
(i) রামায়ণ (ii) বেদ
(iii) নিউমানের গ্রন্থ (iv) পার্করের গ্রন্থ
বিকল্পসমূহ:
(ক) কেবল (ⅰ) সঠিক এবং (ii), (iii), (iv) ভুল
(খ) (ii), (iii) সঠিক এবং (i), (iv) ভুল
(গ) (i), (iv) সঠিক এবং (ii), (iii) ভুল
(ঘ) (iii), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
উ : (ঘ) (iii), (iv) সঠিক এবং (i), (ii) ভুল
Biral MCQ Question Answer Class 11
125. যে পরিস্থিতি থাকলে, মার্জারের মতে, কেউ চুরি করে না—
(ক) চলার মতো সম্পদ থাকলে
(খ) নজরদারি ভালো থাকলে
(গ) প্রতিবেশী সদয় থাকলে
(ঘ) খেতে পেলে
উ : (ঘ) খেতে পেলে
126. যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা—
(ক) কখনও অসাধুদের সহ্য করতে পারে না
(খ) কেউ কেউ চোরদের প্রতি সহানুভূতিশীল হন
(গ) অনেকেই চোর অপেক্ষা অধার্মিক
(ঘ) চুরির কারণ বোঝার চেষ্টা করেন না
উ : (গ) অনেকেই চোর অপেক্ষা অধার্মিক
127. মার্জারের মতে ‘মনুষ্যজাতির রোগ’ হল—
(ক) অন্যকে হিংসা করা
(খ) শুধু নিজের স্বার্থ দেখা
(গ) মুখে জগৎ উদ্ধার করা
(ঘ) তেলা মাথায় তেল দেওয়া
উ : (ঘ) তেলা মাথায় তেল দেওয়া
128. “আমাদের কিছু অধিকার আছে”—যাতে এই অধিকার—
(ক) এ পৃথিবীর মৎস্য মাংসে
(খ) রাস্তাঘাটে
(গ) ধনীর খাদ্যদ্রব্যে
(ঘ) অন্যের বাসস্থানে
উ : (ক) এ পৃথিবীর মৎস্য মাংসে
Biral MCQ Question Answer Class 11
129. “দেখ, আমি চোর বটে,”-বিড়াল কেন চোর হয়েছে?
(ক) সাধ করে
(খ) ভুল করে
(গ) সাধ করে নয়, খেতে পায়নি বলে
(ঘ) কমলাকান্ত নেশায় আচ্ছন্ন ছিল বলে
উঃ (গ) সাধ করে নয়, খেতে পায়নি বলে
130. কমলাকান্তের মতে ‘সমাজের ধনবৃদ্ধি’ করতে হলে—
(ক) কৃষক শ্রমিকের উন্নতির প্রয়োজন
(খ) ব্যয় সংকোচ করতে হবে
(গ) ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে
(ঘ) সকলের হাতে যাতে অর্থ না যায় দেখতে হবে
উ : (গ) ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে
131. মার্জার কমলাকান্ডের চোখে ছিল —
(ক) নিরীহ গোবেচারা
(খ) ধুরন্ধর
(গ) সুবক্তা ও সুতার্কিক
(ঘ) সুতার্কিক ও সুবিচারক
উ : (ঘ) সুতার্কিক ও সুবিচারক
132. নসীরামবাবু কে ছিলেন ?
(ক) কমলাকান্ডের আশ্রয়দাতা
(খ) মঙ্গলার মালিক
(গ) প্রসন্ন গোয়ালিনির আশ্রয়দাতা
(ঘ) একজন সমাজতাত্ত্বিক
উ : (ক) কমলাকান্ডের আশ্রয়দাতা
133. মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন—
(ক) নিজের কাজে
(খ) পরোপকারে
(গ) ধর্মাচরণে
(ঘ) নিজের লক্ষ নির্ধারণে
উ : (গ) ধর্মাচরণে
134. কমলাকান্ত চোখ মেলে, ভালো করে চেয়ে কী দেখল?
(ক) ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরসাৎ করেছে
(খ) বিড়াল মৎস্য নিঃশেষ করে, উদরসাৎ করে ফেলেছে।
(গ) ওয়েলিংটন কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে ফেলেছে
(ঘ) বিড়ালটি এক বৃহৎ আকৃতির মাছ নিয়ে হাজির হয়েছে কমলাকান্তের বাড়ি
উ : (ক) ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরসাৎ করেছে
135. চোরের মতোই দণ্ড আছে—
(ক) গৃহস্বামীর
(খ) পুলিশের
(গ) নির্দয়তার
(ঘ) বিচারকের
উ : (গ) নির্দয়তার
Biral MCQ Question Answer Class 11
136. সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও
(i) মার্জার সমাজ-বিশৃঙ্খলার মূল।
(ii) চোরের দণ্ডবিধান কর্তব্য।
(iii) পরোপকারই পরম ধর্ম।
(iv) চোর, কৃপণ ধনী অপেক্ষা শত গুণে দোষী।
বিকল্পসমূহ:
(ক) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(খ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(গ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
উ : (গ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
137. বিড়াল কমলাকান্ডের কাছে যা চেয়েছিল —
(ক) পরামর্শ
(খ) বিচার
(গ) দয়া
(ঘ) সাহায্য
উ : (খ) বিচার
Biral MCQ Question Answer Class 11
আরও পড়ুন :
WBCHSE Class 11 New Syllabus Books Semester Wise | একাদশ শ্রেণীর বাংলা বই
পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির
Join our Telegram Channel : Click Here