[ FREE ] দশম শ্রেণী বাংলা সাজেশন | WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025: আমাদের website এ দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য বাংলা সাজেশন দেওয়া হল।
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
পূর্ণমান ৪০
জ্ঞানচক্ষু
৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. ‘এবিষয়ে সন্দেহ ছিল তপনের’- কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনের ?
২. “লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয়”- কার মধ্যে কখনোই অনুভূতি হয়েছিল ?
৩. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে” – কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল ?
৪. “ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে” – কোন কথাটা কেন ছড়িয়ে পড়েছিল ?
৫. “আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম”- আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে ?
৬. “গভীরভাবে সংকল্প করে তপন” – তপন কি সংকল্প করে ? তার এইরূপ সংকল্পের কারণ কি ?
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো।
২. “রত্নের মূল্য জহুরীর কাছেই”- কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে? এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরীই বা কে ? বক্তার কেন মনে হয়েছিল জহুরী রত্নটিকে চিনে নিতে পারবে?
৩. “তপনার পড়তে পারে না বোবার মতন বসে থাকে” – তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো।
৪. ‘আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’- তার বলতে কাকে বোঝানো হয়েছে? আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেটি কি কারণে বক্তার কাছে?
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
আয় আরো বেঁধে বেঁধে থাকি
৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. ‘আমাদের মাথায় বোমারু’ – ” বলতে কী বোঝানো হয়েছে? আমাদের মাথায় বোমারু কেন?
২. ‘আমাদের পথ নেই কোন’- এখানে কোন পথের কথা বলা হয়েছে? পথ না থাকার কারণ কি?
৩. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’- কবি কাদের ডেকেছেন ? বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কোথায়?
৪. ‘আমরা ভিখারি বারো মাস’- আমরা বলতে কাদের বোঝানো হয়েছে?
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. “আমরাও তবে এইভাবে/ এ মুহূর্তে মরে যাব নাকি ?” – এমনটা মনে হচ্ছে কেন ?
২. আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর ।
৩. “আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস”- ঊর্ধিত অংশটির তাৎপর্য আলোচনা কর
আফ্রিকা
৩ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. “হায় ছায়াবৃতা”- কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে?
২. “বিরূপের ছদ্মবেশে”- বিরূপের ছদ্মবেশে কে কি করেছিল?
৩. “বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়” – বনস্পতির নিবিড় পাহারা বলতে কী বোঝানো হয়েছে ?
৪. “এলো ওরা লোহার হাত করে নিয়ে,”- যারা এলো তাদের এভাবে আসার কারন কি ?
৫. “দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে,”- কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কি?
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন :
১. ‘অপরিচিত ছিল তোমার মানবরূপ’- ‘তোমার’ বলতে কার কথা বলা হয়েছে? তার রূপ অপরিচিত ছিল কেন? সেই মানবরূপের পরিচয় দাও।
২. এসো যুগান্তের কবি,’- ‘যুগান্তের কবি’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে? তাঁকে কী বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন?
৩. এল ওরা লোহার হাতকড়ি নিয়ে,’/নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে,/এল মানুষ-ধরার দল’-‘মানুষ-ধরার দল’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ? উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো।
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
অসুখী একজন
৩ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. “যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন” বলা হয়েছে কেন?
২. একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।’-সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কী বোঝানো হয়েছে? এই সময়ের মধ্যে কী কী ঘটল?
৩. পর পর পাথরের মতো’-পাথরের মতো কী? তাকে পাথরের মতো বলা হয়েছে কেন?
৪. ‘শিশু আর বাড়িরা খুন হলো।”- ‘শিশু’ ও ‘বাড়িরা’ বলতে কী বোঝানো হয়েছে? তারা কেন খুন হল?
৫. ‘রক্তের একটা কালো দাগ।’-রক্তের দাগকে ‘কালো’ বলা হয়েছে কেন? এই উক্তিতে কোন্ বীভৎসতার ইঙ্গিত আছে?
৬. ‘সব চূর্ণ হয়ে গেল-কী কী চূর্ণ হয়ে গেল? কেন চূর্ণ হয়ে গেল?
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
৫ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা’- ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো
২. শান্ত হলুদ দেবতারা’ এতদিন কী করেছিলেন? তাঁদের কীরূপ পরিণতি হয়েছিল? তাঁদের এই পরিণতি সমাজের কোন্ দিককে তুলে ধরে?
৩. সেই মেয়েটির মৃত্যু হলো না।’-মেয়েটির পরিচয় দাও। মেয়েটির মৃত্যু হতে পারত কেন? তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
৪. ‘আর সেই মেয়েটির অপেক্ষায়।’-অপেক্ষারত সে মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশপ্রেম তথা মানবপ্রেমের যে শ্বাশতরূপ তুলে ধরেছেন, তা আলোচনা করো সবচেয়ে দুঃখের দিন?
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
হারিয়ে যাওয়া কালি কলম
৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. “কথায় বলে-কালি কলম মন, লেখে তিনজন।”-এখানে ‘কথা’ বলতে কী বোঝানো হয়েছে? কথায় এরূপ বলে কেন?
২. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”- আমরা কারা ?কিভাবে কালি তৈরি করা হতো?
৩. কুইল কী? শ্রীপান্থ কলমের বিবর্তনের যে কাহিনি শুনিয়েছেন, তা প্রবন্ধ অনুসরণে লেখো।
৪. “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।”-কাদের কাছে কলম অস্পৃশ্য? প্রাবন্ধিকের এরূপ বক্তব্যের কারণ কী?
৫. ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।
৬. সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু।”-কে, কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? কীসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয়?
WBBSE Class 10 Bengali First Unit Test Question Paper 2025
কোনি
৪ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো।
২. ‘কোনি’ উপন্যাস অবলম্বনে লীলাবতীর চরিত্র আলোচনা করো।
৩. বিষ্টধরের বিরক্তির কারণ হাত পনেরো দুরের একটা লোক’ – বিস্টুধর কে? তার বিরক্তির কারণ কী?
৪. জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল?
৫.খাওয়ার আমার লোভ নেই। ডায়েটিং করি।’ বক্তা কে? তার ডায়েটিং-এর পরিচয় দাও।
৬. “প্রজাপতি ডানা মেলে দিয়েছে।” কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কীভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হল?
Read More:
Class 10 Free Pdf Book Download
WBBSE Class 10 History First Unit Test Question Paper 2025