Daily Current Affairs Bangla 12th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 12th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- পশ্চিমবঙ্গের কোন শহরে 2021 সালের আগস্টে প্রথম সিএনজি বাস চালানো হয়েছিল ?
A. বালুরঘাট
B. শিলিগুড়ি
C. খড়্গপুর
D. কলকাতা
Ans: D. কলকাতা
Exp- দুটি সিএনজি বাস পরীক্ষামূলক ভিত্তিতে চালানো হবে এবং যদি এটি কার্যকরীভাবে পাওয়া যায় তবে রূপান্তরটি প্রসারিত হবে। দুটি বাস ডিজেল থেকে রূপান্তরিত হয়েছে এবং পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন দ্বারা পরিচালিত হবে,যার বহরে প্রায় 1,000 বাস রয়েছে, এর মধ্যে 80 টি বৈদ্যুতিক।
- আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেন James Anderson. ইনি কোন দেশের খেলোয়াড় ?
A. ইংল্যান্ড
B. দক্ষিণ আফ্রিকা
C. অস্ট্রেলিয়া
D. আয়ারল্যান্ড
Ans: A. ইংল্যান্ড
Exp- ইনি 621 টি উইকেট নিয়ে ভারতের অনিল কুম্বলের 619 টি উইকেটের রেকর্ড অতিক্রম করলেন।
Current Affairs Bangla 12th August
- 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নিম্নের কোথায় ?
A. ব্রিসবেন
B. প্যারিস
C. টোকিও
D. লস এঞ্জেলেস
Ans: B. প্যারিস
Exp- এই গ্রীষ্মকালীন অলিম্পিক ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে 2024 সালে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।
- কোন রাজ্য সরকার “কোভিড 19 ডেথ ইনফরমেশন” পোর্টাল চালু করেছে ?
A. পশ্চিমবঙ্গ
B. কেরলা
C. কর্ণাটক
D. বিহার
Ans: B. কেরলা
Exp- কেরলা রাজ্য সরকার ‘ডেথ ইনফরমেশন পোর্টাল’ নামে একটি পোর্টাল চালু করেছে যার মধ্যে কোভিড -19 এ মারা যাওয়া ব্যক্তিদের নাম, বয়স এবং লিঙ্গের বিবরণ অন্তর্ভুক্ত থাকবে।
Current Affairs Bangla 12th August
- গল্ফে, কে আগস্ট 2021 সালে “স্কটিশ চ্যাম্পিয়নশিপে” তার প্রথম ইউরোপীয় ট্যুর শিরোপা জিতেছিল ?
A. গ্রান্ট ফরেস্ট
B. অ্যান্ডি সুলিভান
C. টাইরেল হ্যাটন
D. জেমস মরিসন
Ans: A. গ্রান্ট ফরেস্ট
Exp- স্কটল্যান্ডের গলফার গ্রান্ট ফরেস্ট 2021 সালের 4 আগস্ট স্কটিশ চ্যাম্পিয়নশিপে তার প্রথম ইউরোপীয় ট্যুর শিরোপা জিতেছিলেন।
- Vandana Katarina কে কোন রাজ্যের Women Empowerment এবং Child development এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো ?
A. হিমাচল প্রদেশ
B. হরিয়ানা
C. উত্তরাখন্ড
D. পাঞ্জাব
Ans: C. উত্তরাখন্ড
Exp- ইনি ভারতীয় মহিলা হকি দলের একজন খেলোয়ার। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধার্মী এই ঘোষণা করলেন। এর সঙ্গে উত্তরাখন্ড রাজ্য তাকে Tila Rauteli পুরস্কার এবং 25 লক্ষ টাকা দ্বারা সম্মানিত করবে।
- কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘Doorstep healthcare scheme’ চালু করেছেন ?
A. রাজস্থান
B. তামিলনাড়ু
C. মধ্যপ্রদেশ
D. মিজোরাম
Ans: B. তামিলনাড়ু
Exp-তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন।
- কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘ই-নগর’ মোবাইল অ্যাপ্লিকেশন এবং পোর্টাল চালু করেছেন ?
A. গুজরাট
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. হরিয়ানা
Ans: A. গুজরাট
Exp- গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ই-নগর মোবাইল অ্যাপ্লিকেশন এবং পোর্টাল চালু করেছেন।
Current Affairs Bangla 12th August
- প্রতিবছর কোন দিন ‘বিশ্ব সিংহ দিবস’ উৎযাপন করা হয় ?
A. 9 আগস্ট
B. 10 আগস্ট
C. 11 আগস্ট
D.12 আগস্ট
Ans: B. 10 আগস্ট
Exp- সিংহ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের সুরক্ষা ও সংরক্ষণের জন্য সমর্থন সংগ্রহের জন্য প্রতি বছর 10 আগস্ট বিশ্ব সিংহ দিবস পালিত হয়।
Current Affairs Bangla 12th August
- ক্যাবিনেট সেক্রেটারী রাজীব গৌবার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো ?
A. 1 বছর
B. 2 বছর
C. 3 বছর
D. 4 বছর
Ans: 1 বছর
Exp- রাজীব গৌবা তিনি একজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা ( IAS ) কর্মকর্তা যিনি ঝাড়খণ্ড (তৎকালীন বিহার) ক্যাডারের 1982 ব্যাচের অন্তর্গত।
Current Affairs Bangla 12th August
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 11th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 10th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা