Daily Current Affairs Bangla 17th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 17th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- চীন কত সালের মধ্যে সমস্ত দেশকে কার্বন নিউট্রাল করার কথা ঘোষণা করলো ?
A. 2025
B. 2030
C. 2060
D. 2067
Ans: C. 2060
Exp- চীনের রাষ্ট্রপতি হলেন সি জিনপিং।
- তালিবান ফোর্সের দ্বারা ক্ষমতা দখল হওয়ায় কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলো Ashraf Ghani ?
A. আফগানিস্তান
B. পাকিস্তান
C. কিরগিস্থান
D. উজবেকিস্তান
Ans: A. আফগানিস্তান
Exp- আফগানিস্তানের রাজধানী কাবুল।
- কোন পৌর কর্পোরেশন একটি মোবাইল চালিত অ্যাপ্লিকেশন নিমড ক্লিনসিটি চালু করেছে ?
A. কড়াপা পৌর কর্পোরেশন
B. পাটনা পৌর কর্পোরেশন
C. বেগুসরাই পৌরসভা কর্পোরেশন
D. উত্তর দিল্লী পৌর কর্পোরেশন
Ans: D. উত্তর দিল্লী পৌর কর্পোরেশন
Exp- উত্তর দিল্লি পৌর কর্পোরেশন (NDMC) ‘ক্লিনসিটি’ চালু করেছে। এটি একটি মোবাইল চালিত অ্যাপ্লিকেশন যা ওই এলাকার বাসিন্দাদের সেই এলাকায় আবর্জনা তোলার বিষয়ে অভিযোগ নথিভুক্ত করতে সাহায্য করবে।
Daily Current Affairs Bangla 17th August 2021
- কোন রাজ্য তাদের নিজস্ব “পদ্ম পুরস্কার” চালু করার কথা ঘোষণা করলো ?
A. রাজস্থান
B. পশ্চিমবঙ্গ
C. কেরালা
D. তেলেঙ্গানা
Ans: C. কেরালা
Exp- কেন্দ্রীয় পদ্মশ্রী, পদ্মভূষণ, বিভূষন ও ভারতরত্নের মতো কেরালা রত্ন, কেরালা শ্রী প্রভৃতি চালু করলো।
- ভারতের প্রথম Drone Forensic Lab & Research Centre তৈরি হচ্ছে কোন রাজ্যে ?
A. তামিলনাড়ু
B. কৰ্ণাটক
C. মহারাষ্ট্র
D. কেরালা
Ans: D. কেরালা
Exp- কেরালার রাজধানী তিরুবন্তপূরম।
- Honour First অভিযান চালু করার জন্য ভারতীয় নৌসেনা কোন ব্যাংকের সাথে চুক্তি করলো ?
A. IDFC First bank
B. Indian Bank
C. ICICI
D. HDFC
Ans: A. IDFC First bank
Exp- ভারতীয় নৌসৈনিকদের প্রিমিয়াম ব্যাংকিং পরিষেবা প্রদান করার জন্য।
- 2021 সালের আগস্ট মাসে কোন রাজ্যে প্রথমবারের মতো কৃষির জন্য আলাদা বাজেট পেশ করা হয় ?
A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. তামিলনাড়ু
D. পশ্চিমবঙ্গ
Ans: C. তামিলনাড়ু
Exp- তামিলনাড়ু বিধানসভায় কৃষি খাতের সার্বিক উন্নয়ন এবং গ্রামে খামার বৃদ্ধির জন্য বিশেষভাবে কৃষির জন্য একটি বাজেট পেশ করে। এই প্রথম তামিলনাড়ুতে কৃষির জন্য আলাদা বাজেট পেশ করা হল।
Daily Current Affairs Bangla 17th August 2021
- সম্প্রতি কোন সংস্থা সাবসনিক ক্রুজ মিসাইল “Nirbhay” -এর সফল পরীক্ষণ করেছে ?
A. BDL
B. DRDO
C. ISRO
D. BEL
Ans: B. DRDO
Exp- উড়িষ্যা উপকূলের চাঁদিপুর থেকে সফলভাবে এই মিসাইলের পরীক্ষা করা হলো। মাটি, সমুদ্র, আকাশ তিন প্রকার উৎক্ষেপণ কেন্দ্র থেকেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া যায়।
- কোন রাজ্যর মুখ্যমন্ত্রী তরুণদের মনে দেশপ্রেম জাগানোর জন্য স্বাধীনতার 75তম বার্ষিকীতে তার স্কুলে “দেশভক্তি পাঠ্যক্রম” ঘোষণা করলেন ?
A. গুজরাট
B. দিল্লি
C. মহারাষ্ট্র
D. রাজস্থান
Ans: B. দিল্লি
Exp- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তরুণদের মনে দেশপ্রেম জাগানোর জন্য স্বাধীনতার 75 তম বার্ষিকীতে তার স্কুলগুলিতে দেশভক্তি পাঠ্যক্রম ঘোষণা করলেন। এর লক্ষ্য সাংবিধানিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং মূল্যবোধ এবং কর্মের মধ্যে ব্যবধান দূর করার চেষ্টা করা।
Daily Current Affairs Bangla 17th August 2021
- কোন রাজ্য e-FIR রেজিস্ট্রেশন পরিষেবা চালু করলো ?
A. দিল্লি
B. উত্তরপ্রদেশ
C. মহারাষ্ট্র
D. মধ্যপ্রদেশ
Ans: D. মধ্যপ্রদেশ
Exp- 2022 সালের মধ্যে সমস্ত গ্রামীন পরিবারে জল সংযোগ করবে।
Daily Current Affairs Bangla 17th August 2021
আরও পড়ুন : Daily Current Affairs Bangla 17th August 2021
Daily Current Affairs Bangla 16th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 15th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 14th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা