Daily Current Affairs Bangla 22th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Daily Current Affairs Bangla 22th August 2021 এর ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ ?
A. কানাডা
B. আমেরিকা
C. রাশিয়া
D. জাপান
Ans: A. কানাডা
Exp- এর আগে অন্য দেশ থেকে বিনা করোনা প্রতিষেধক নেওয়া কোন নাগরিকের আসায় নিষেধাজ্ঞা জারী করেছিলো। এর পর নিজের দেশের নাগরিক দের বিদেশে যাওয়ার আগে করোনা ভ্যাক্সিনেশন বাধ্যতা মূলক করলো কানাডা।
- সম্প্রতি কোথায় World Athletics U20 Championship_2021 কোথায় শুরু হল ?
A. দিল্লি
B. টোকিও
C. নাইরোবি
D. প্যারিস
Ans: C. নাইরোবি
Exp- 17 থেকে 22 আগস্ট আয়োজিত হবে। 2020 সালে আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারনে 2021 আয়োজিত হচ্ছে।
- কোথায় জাজবা-ই-তিরঙ্গা নামে 400 কিমি ম্যারাথনের আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি ?
A. লাদাখ
B. সিকিম
C. জম্মু-কাশ্মীর
D. হিমাচলপ্রদেশ
Ans: C. জম্মু-কাশ্মীর
Exp- লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা।
- কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন খেলোয়াড় ?
A. অভিনব বিন্দ্রা
B. নীরাজ চোপড়া
C. রবি কুমার দোহিয়া
D. পারাত্তু রবীন্দ্রন সৃজেশ
Ans: D. পারাত্তু রবীন্দ্রন সৃজেশ
Exp- পারাত্তু রবীন্দ্রন সৃজেশ ভারতীয় হকি দলের গোল রক্ষক এবং প্রাক্তন অধিনায়ক।
- দক্ষিণ চীন সাগরে ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌসৈন্য অভ্যাস আয়োজিত হল ?
A. নেদারল্যান্ড
B. ভিয়েতনাম
C. জাপান
D. অস্ট্রেলিয়া
Ans: B. ভিয়েতনাম
Exp- ভারতীয় নৌজাহাজ INS Ranvijay ও INS Kora অংশগ্রহণ করলো।
- কোথায় ভারতের প্রথম “স্মগ টাওয়ার” নির্মিত হল ?
A. তামিলনাড়ু
B. মহারাষ্ট্র
C. দিল্লি
D. রাজস্থান
Ans: C. দিল্লি
Exp- প্রত্যেক সেকেন্ডে 1000 কিউবিক মিটার বায়ু পরিশ্রুত করতে পারবে।
- সম্প্রতি প্রয়াত Maki Kaji, কোন পাজল গেমের স্রষ্টা ছিলেন ?
A. ক্যান্ডি ক্রাশ
B. সুডোকু
C. রুবিকস কিউব
D. ব্রেন টিজার
Ans: B. সুডোকু
Exp- 1980 এর দশকে তিনি এই বিখ্যাত পাজল গেমের ধারনা দেন। ক্যান্সারের কারনে 70 বছর বয়সে তিনি টোকিও তে মারা গেলেন। ইনি ছিলেন জাপানের বাসিন্দা।
- কোন দিনটি প্রত্যেক বছর World Mosquito Day হিসাবে পালিত হয় ?
A. 20 আগস্ট
B. 21 আগস্ট
C. 22 আগস্ট
D. 23 আগস্ট
Ans: B. 21 আগস্ট
Exp- World Mesquita Day ‘ম্যালেরিয়া সংক্রান্ত সচেতনতা প্রচার করতে পালিত হয়। এই বছরের Theme – Reaching the Zero Malaria Target.
- কোন দেশ ভারতের সাথে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করলো ?
A. পাকিস্থান
B. আমেরিকা
C. আফগানিস্তান
D. চীন
Ans: C. আফগানিস্তান
Exp- ভারত আফগানিস্তানের নাগরিকদের জন্য e-Visa জারি করলো।
- ভারত ও কোন দেশের মধ্যে “জায়ের-আল-বাহার” সৈন্য অভ্যাস আয়োজিত হল ?
A. কাতার
B. ইরাক
C. কাজাখস্তান
D. সৌদি আরব
Ans: A. কাতার
Exp- “নাসিম আল-বাহার’ আয়োজিত হয় ভারত ও ওমানের মধ্যে।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 21th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 20th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 19th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা