Daily Current Affairs Bangla 27th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নীচে আজ অর্থাৎ Daily Current Affairs Bangla 27th August 2021 এর দশটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- 2021 এর জন্য বাংলার মালদা থেকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন ?
A. হরিস্বামী দাস
B. পুলকিত পাল
C. অসীম মুখোপাধ্যায়
D. অনুপম হাজরা
Ans: A. হরিস্বামী দাস
Exp- মালদার শোভনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিস্বামী দাসকে সালের জন্য বাংলার মালদা থেকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 2020 সালে কোভিড-এর সময়ে তৈরি করা তার ডিজিটাল শিক্ষাগত মডেলের জন্য তাকে পুরস্কৃত করা হবে যাতে নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দোরগোড়ায় ডিজিটাল শিক্ষা পৌঁছে যায়।
- কোন রাজ্য সরকার Gorakh Dhanda শব্দটি ব্যাবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলো ?
A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. কর্ণাটক
D. কেরালা
Ans: B. হরিয়ানা
Exp- অনৈতিক কাজের জন্য এই কথা টি ব্যাবহার করা হতো। Gorakhnath সম্প্রদায়ের সঙ্গে কথা বলে এই সিন্ধান্ত নিলো হরিয়ানা সরকার। এই শব্দটি Gorakhnath সম্প্রদায় কে অপমানিত করতো।
- কোন দেশে নাগরিকদের ফিরিয়ে আনতে “অপারেশন দেবী শক্তি” লঞ্চ করলো ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক ?
A. ভুটান
B. পাকিস্তান
C. নেপাল
D. আফগানিস্তান
Ans: D. আফগানিস্তান
Exp- আফগানিস্তানের রাজধানী কাবুল।
- Jorhat এর সেন্ট্রাল জেল কে হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ করার কথা ঘোষণা করলো কোন রাজ্য ?
A. মনিপুর
B. সিকিম
C. আসাম
D. পশ্চিমবঙ্গ
Ans: C. আসাম
Exp- স্বাধীনতা আন্দোলনের সময় বিভিন্ন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যেমন Fakiruddin Ali Ahmed, Gopinath Boradoli প্রমুখ এখানে বন্দি ছিলেন। তাই এই সিদ্ধান্ত নিয়াছে আসাম সরকার।
- কে নিউইয়র্কের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছেন ?
A. ক্রিস্টিন গারল্যান্ড
B. ক্যাথি হোচুল
C. অ্যালিসন জে নাথান
D. লরি রিম্যান
Ans: B. ক্যাথি হোচুল
Exp- ক্যাথি হোচুল নিউইয়র্কের প্রথম মহিলা গভর্নর হয়েছেন। প্রথমবারের মতো নিউইয়র্ক রাজ্য সরকারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বের সংখ্যাগরিষ্ঠ নারী।
- Advanced Chaff Technology তৈরি করলো কোন সংস্থা ?
A. ISRO
B. HAL
C. DRDO
D. BARC
Ans: C. DRDO
Exp- ভারতীয় জেট বিমান গুলি কে শত্রুর মিসাইলের হাত থেকে রক্ষা করার জন্য এই টেকনোলজি তৈরি করলো।
- দিল্লির আদর্শ নগরের সরকারি শিশু বিদ্যালয়ের নাম কোন অলিম্পিক জয়ীর নামে রাখা হলো ?
A. রবি কুমার দহিয়া
B. নিরাজ চোপড়া
C. পিভি সিন্ধু
D. মীরা বাই চানু
Ans: A. রবি কুমার দহিয়া
Exp- তিনি টোকিও অলিম্পিকে রেসলিং ইভেন্টে রুপোর মেডেল জিতেছেন।
- কোন দেশের সাথে KAZIND-21 নামে যৌথ ট্রেনিং অনুশীলন শুরু করবে ভারত ?
A. কিরগিস্তান
B. পাকিস্তান
C. কাজাখস্তান
D. ভিয়েতনাম
Ans: C. কাজাখস্তান
Exp- কাজাখস্তানের রাজধানী- নূর সুলতান।
- ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি সংখ্যক ভিসা ইস্যু করলো কোন দেশ?
A. অস্ট্রেলিয়া
B. কানাডা
C. দক্ষিণ কোরিয়া
D. জাপান
Ans: A. অস্ট্রেলিয়া
Exp- অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা
- কোন রাজ্য Karkhandar প্রকল্প চালু করলো ?
A. জম্মু এবং কাশ্মীর
B. লাদাখ
C. হিমাচল প্রদেশ
D. উত্তরাখন্ড
Ans: A. জম্মু এবং কাশ্মীর
Exp- তাতি এবং কারিগর দের জন্য এই প্রকল্প চালু করা হলো। এতে শিক্ষার্থীদের মাসে 2000 টাকা ফেলোসিপ এবং কাচা মাল কেনার জন্য 25000 টাকার অর্থ সাহায্য করা হবে।
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 26th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 25th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 24th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা