Daily Current Affairs Bangla 31th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
আজ অর্থাৎ Daily Current Affairs Bangla 31th August 2021 এর সবথেকে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- প্রথম ভারতীয় মহিলা হিসাবে টোকিও প্যারাঅলিম্পিকে সোনার মেডেল জিতলেন কে ?
A. লভলীনা বর্গহাইন
B. অভনী লেখারা
C. শৈলী সিং
D. মনিকা পাল
Ans: B. অভনী লেখারা
Exp- অভনী লেখারা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে এই পদক জিতলেন।
- কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় ?
A. 26 আগস্ট
B. 27 আগস্ট
C. 28 আগস্ট
D. 29 আগস্ট
Ans: D. 29 আগস্ট
Exp- ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ এর জন্মদিবস কে স্মরণীয় করে রাখতে পালিত হয়। এবারে 116 তম জন্মদিবস পালিত হল।
- Advanced Chaff Technology তৈরি করলো কোন সংস্থা ?
A. ISRO
B. HAL
C. DRDO
D. BARC
Ans: C. DRDO
Exp- ভারতীয় জেট বিমান গুলি কে শত্রুর মিসাইলের হাত থেকে রক্ষা করার জন্য এই টেকনোলজি তৈরি করলো।
- আন্তর্জাতিক জলবায়ু শিখর সম্মেলন 2021 আয়োজন করবে কোন দেশ ?
A. ভারত
B. স্পেন
C. ইতালি
D. জার্মানি
Ans: A. ভারত
Exp- আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলন- ভারতের হাইড্রোজেন ইকোসিস্টেমকে শক্তিশালী করে 3 সেপ্টেম্বর 2021 তারিখে অনুষ্ঠিত হবে। 2030 সালের মধ্যে 450 GW নবায়নযোগ্য শক্তির ধারণক্ষমতা ভারতের দৃষ্টিভঙ্গির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হবে।
- সম্প্রতি কোন রাজ্য সরকার 1000 টি মডেল অঙ্গণওয়ারি সেন্টার তৈরির ঘোষণা করলো ?
A. পশ্চিমবঙ্গ
B. আসাম
C. উড়িষ্যায়
D. ত্রিপুরা
Ans: B. আসাম
Exp- আসামের রাজধানী দিসপুর।
- সম্প্রতি কে “বার্সেলোনা ওপেন দাবা খেতাব” জিতলেন ?
A. এস এস সান্ধু
B. মনোজ দেশ পাণ্ডে
C. এস পি সেতুরামন
D. রামগোপাল সিং
Ans: C. এস পি সেতুরামন
Exp- তিনি চেন্নাই এর অধিবাসী এবং একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার।
- কোন রাজ্যের মহিলাদের জন্য ‘My Pad, My Right প্রোজেক্ট লঞ্চ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিথারামন ?
A. পশ্চিমবঙ্গ
B. আসাম
C. ত্রিপুরা
D. উত্তরপ্রদেশে
Ans: C. ত্রিপুরা
Exp- ত্রিপুরার গোমতী জেলার কিল্লা গ্রামে এই প্রোজেক্ট লঞ্চ করা হলো NABARD এবং NAB FOUNDATION-এর সহায়তায়।
- সম্প্রতি প্রকাশিত Let’s go Time Travelling again বইটি কে লিখেছেন ?
A. শোভা দে
B. অঞ্জলি গাইকোয়াদ
C. মিতালি রাজ
D. সুভদ্রা সেনগুপ্ত
Ans: D. সুভদ্রা সেনগুপ্ত
Exp- এটি তার জীবনের শেষ লেখা কারন তিনি 2020 সালের মে মাসে কোভিড আক্রান্ত হয়ে মারা যান।
- প্রভু রাম শর্মা কোন দেশের সেনা প্রধান হিসাবে নিযুক্ত হলেন ?
A. শ্রীলংকা
B. নেপাল
C. ভুটান
D. মায়ানমার
Ans: A. নেপাল
Exp- নেপালের রাজধানী- কাঠমান্ডু।
- কোন রাজ্য মানসিক স্বাস্থ্য হেল্পলাইন SUKOON উদ্ভোধন করলো ?
A. হরিয়ানা
B. বিহার
C. পাঞ্জাব
D. জম্মু ও কাশ্মীর
Ans: D. জম্মু ও কাশ্মীর
Exp- উদ্ভোধন করলো SDRF- State Disaster Response Force
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 30th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 29th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 28th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা