Daily Current Affairs Bangla 4th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এই পোস্টটিতে Daily Current Affairs Bangla 4th September 2021এর ১০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তরসহ আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- এজেন্টদের জন্য ANANDA নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা ?
A. LIC
B. HDFC Bank
C. NTPC
D. SBI Bank
Ans: A. LIC
Exp- এর পুরো কথা Atma Nirbhar Agents New Business Digital Application. LIC এর চেয়ারম্যান এমআর কুমার এটি রিলিজ করলেন। এটি একটি পেপারলেস সলিউসন।
- বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের এবং বিশেষজ্ঞদের স্টার্টআপের অনুপ্রেরণার জন্য “ইনোভেশন মিশন পাঞ্জাব” চালু করেন কে ?
A. শচীন পাইলট
B. প্রতাপ সিং বাজওয়া
C. অমরিন্দর সিং
D. রণিন্দর সিং
Ans: C. অমরিন্দর সিং
Exp- মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং 1 সেপ্টেম্বর 2021 ‘ইনোভেশন মিশন পাঞ্জাব’ (IMPunjab) চালু করেন।
- Orang National Park-এর থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে কোন রাজ্য ?
A. পশ্চিমবঙ্গ
B. ত্রিপুরা
C. মধ্যপ্রদেশ
D. আসাম
Ans: D. আসাম
Exp- ন্যাশনাল পার্কটির নাম- রাজীব গান্ধী ওরাং রাষ্ট্রীয় উদ্যান । 1985 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1999 সালে এটিকে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয়।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন শহরে GST কাউন্সিলের 45 তম সভায় সভাপতিত্ব করবেন ?
A. লখনউ
B. জয়পুর
C. রাঁচি
D. কলকাতা
Ans: A. লখনউ
Exp- জিএসটি কাউন্সিলের সভা 17 সেপ্টেম্বর 2021 এ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উত্তর প্রদেশের লখনউতে জিএসটি কাউন্সিলের 45 তম সভায় সভাপতিত্ব করবেন।
- সম্প্রতি ” ইন্ডিয়ান আইডল 12 ” জয়ী শিল্পী পবনদীপ রাজন কোন রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?
A. কেরালা
B. পাঞ্জাব
C. উত্তরাখণ্ড
D. হিমাচল প্রদেশ
Ans: C. উত্তরাখণ্ড
Exp- উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধার্মী এই ঘোষণা করলেন।
- কোন IIT সম্প্রতি বিশ্বের প্রথম উদ্ভিদ ভিত্তিক স্মার্ট এয়ার পিউরিফায়ার ‘উব্রিথ লাইফ’ লঞ্চ করলো ?
A. IIT Kharagpur
B. IIT Delhi
C. IIT Madras
D. IIT Ropar
Ans- D. IIT Ropar
Exp- IIT Ropar প্রতিষ্ঠা সাল 2008.
- ‘Y-Break’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্ৰীয় মন্ত্রী ?
A. অনুরাগ ঠাকুর
B. নরেন্দ্র মোদী
C. সর্বানন্দ সনোয়াল
D. রাজনাথ সিং
Ans: C. সর্বানন্দ সনোয়াল
Exp- সর্বানন্দ সনোয়াল তিনি বর্তমানে কেন্দ্রীয় আয়ুশ মন্ত্ৰী।
- Save water to get free water’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
A. নাগাল্যান্ড
B. গোয়া
C. গুজরাট
D. উত্তরপ্রদেশ
Ans: B. গোয়া
Exp- গোয়ার রাজধানী- পানাজি এবং মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
- জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় ?
A. 2 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর
B. 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর
C. 3 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর
D. 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর
Ans: B. 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর
Exp- পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতিবছর এই সপ্তাহ উদযাপন করা হয়।
- সম্প্রতি প্রয়াত হলেন Sidharth Shukla, উনি কি জন্য খ্যাত ছিলেন ?
A. Actor
B. Cricketer
C. Journalist
D. Political leader
Ans: A. Actor
Exp- মাত্র 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন Sidharth Shukla.
আরও পড়ুন :
Daily Current Affairs Bangla 3rd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 1st September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা