Current Affairs

Daily Current Affairs Bangla 5th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

এখানে Daily Current Affairs Bangla 5th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

  1. 2021 সালের অক্টোবরে কোন রাজ্যের ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠিত হবে ?

A. পশ্চিমবঙ্গ
B. মহারাষ্ট্র
C. ওড়িশা
D. বিহার

Ans: A. পশ্চিমবঙ্গ

Exp- পশ্চিমবঙ্গ ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ফাংশন 6 অক্টোবর, 2021-এ অনুষ্ঠিত হবে।

  1. Rabobank’s 2021 Global Top 20 Dairy Companies তালিকা Amul-এর স্থান কত ?

A. 12
B. 14
C. 18
D. 24

Ans: C. 18

Exp- এই লিস্টে প্রথম স্থানে আছে ফ্রান্সের Lactalis কোম্পানী।

  1. সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা কোন রাজ্যের “বেটি বাঁচাও বেটি পড়াও” ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ?

A. উত্তরাখন্ড
B. রাজস্থান
C. হরিয়ানা
D. মহারাষ্ট্র

Ans: B. রাজস্থান

Exp- ইনি প্রথম ভারতিয় মহিলা যিনি প্যারালিম্পিকে সোনা জিতেছেন।

  1. কোনটি অ্যাসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD) 2021 সেরা পুরস্কারে ভূষিত হয়েছে ?

A. এনটিপিসি লিমিটেড
B. তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন
C. হিন্দুস্তান পেট্রোলিয়াম
D. পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড

Ans: D. পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড

Exp- পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (POWERGRID) 2 সেপ্টেম্বর 2021 এ অ্যাসোসিয়েশন ফর . ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD) 2021 সেরা পুরস্কারে ভূষিত হয়েছে।

  1. সম্প্রতি Apple এবং Google পেমেন্ট অ্যাপ ব্যান করলো কোন দেশ ?

A. চীন
B. জাপান
C. দক্ষিণ কোরিয়া
D. অস্ট্রেলিয়া

Ans: C. দক্ষিণ কোরিয়া

Exp- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।

  1. 2021 সালের সেপ্টেম্বরে, কোন রাজ্যটি একটি নতুন প্ল্যাটফর্ম ই-রিসিপ্ট 2.0 চালু করেছে ?

A. ওড়িশা
B. রাজস্থান
C. বিহার
D. গুজরাট

Ans: A. ওড়িশা

Exp- ওড়িশা সরকার 2 সেপ্টেম্বর 2021-এ একটি নতুন প্ল্যাটফর্ম ই-রিসিপ্ট 2.0 চালু করে। নতুন ব্যবস্থায় ভারতীয় ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাংকের পেমেন্ট গেটওয়ে পরিষেবা প্রদানকারীদের ওড়িশা ট্রেজারি পোর্টালের সাথে একীভূত করা হয়েছিল
সমস্ত কম্পিটিস্তিয় পরীক্ষার জন্য।

  1. সম্প্রতি New Development Bank-এর নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো কয়টি দেশ ?

A. 2 টি
B. 3 টি
C. 6 টি
D. 8 টি

Ans: B. 3 টি

Exp- তিনটি দেশ হলো- বাংলাদেশ, উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত।

  1. সম্প্রতি অবসর ঘোষণাকারী Dale Steyn, কোন দেশের ক্রিকেটার ?

A. ওয়েস্ট ইন্ডিজ
B. নিউজিল্যান্ড
C. দক্ষিণ আফ্রিকা
D. ইংল্যান্ড

Ans: C. দক্ষিণ আফ্রিকা

Exp- Dale Steyn দক্ষিণ আফ্রিকার একজন ফাস্ট বোলার ছিলেন। তার অভিষেক হয় 2004 সালে।

  1. “Bird Photographer of the Year 2021” জিতলেন Alejandro Prieto, তিনি কোন দেশের ফটোগ্রাফার ?

A. মেক্সিকো
B. জাপান
C. ফিলিপাইন
D. ইউক্রেন

Ans: A. মেক্সিকো

Exp- তাঁর তোলা ছবিটির নাম দেওয়া হয়েছে- ‘Blocked’.

  1. মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ‘Saath’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য ?

A. মনিপুর
B. পশ্চিমবঙ্গ
C. নাগাল্যান্ড
D. জম্মু-কাশ্মীর

Ans: D. জম্মু-কাশ্মীর

Exp- জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর-মনোজ সিনহা।

আরও পড়ুন :

Daily Current Affairs Bangla 4th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 3rd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily Current Affairs Bangla 2nd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!