Daily Current Affairs Bangla 6th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
এখানে Daily Current Affairs Bangla 6th September 2021 এর ১০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা উত্তর সহ করা হলো। কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
1. আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23000 রান সংগ্রহকারী ক্রিকেটার কে হলেন ?
A. রোহিত শর্মা
B. সৌরভ গাঙ্গুলী
C. মহেন্দ্ৰ সিং ধনি
D. বিরাট কোহলি
Ans: D. বিরাট কোহলি
Exp- 490 ইনিংসে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। বিরাট কোহলি সর্বকালের সর্বাধিক রান সংগ্রহের তালিকায় সপ্তমে আছেন।
2. কোন দেশে অনুষ্ঠিত ZAPAD 2021 সামরিক অনুশীলনে অংশ নেবে ইন্ডিয়ান আর্মি ?
A. রাশিয়া
B. জাপান
C. কাজাখস্তান
D. ইজরায়েল
Ans: A. রাশিয়া
Exp- 12 টির বেশী দেশ এতে অংশ গ্রহণ করবে। ভারতের থেকে NAG Battalion group এতে অংশ গ্রহণ করেছিলো।
3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামী প্রভুপাদের জন্মদিনে কত টাকার একটি স্মারক কয়েন জারি করলেন ?
A. 110
B. 125
C. 175
D. 220
Ans: B. 125
Exp- স্বামী প্রভুপাদ হলেন ISKCON এর প্রতিষ্ঠান। ISKCON- The International Society for Krishna Consciousness
4. জাতীয় ইস্পাত নিগম লিমিটেডের CMD পদে কে নিযুক্ত হলেন ?
A. অর্জুন দেশ পান্ডে
B. অতুল ভট্ট
C. রাহুল অগ্রবাল
D. সুনীল অরোরা
Ans: B. অতুল ভট্ট
Exp- জাতীয় ইস্পাত নিগম লিমিটেডের সদর দপ্তর- বিশাখাপত্তনম।
5. গোপনীয়তা নীতি লঙ্ঘনের জন্য হোয়াটসঅ্যাপ কোম্পানীকে 225 মিলিয়ন ইউরো জরিমানা করলো কোন দেশ ?
A. ব্রাজিল
B. জার্মানি
C. আয়ারল্যান্ড
D. নরওয়ে
Ans: C. আয়ারল্যান্ড
Exp- আয়ারল্যান্ডের রাজধানী- ডাবলিন।
6. Mullah Hebatullah Akhundzada কোন দেশের সুপ্রিম লিডার হিসাবে ঘোষিত হলেন ?
A. পাকিস্তান
B. ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান
C. সৌদি আরব
D. সংযুক্ত আরব আমিরাত
Ans: B. ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান
Exp- 60 বছর বয়সি এই তালিবান নেতা কে আফগানিস্তানের সর্ব নায়ক করা হয়েছে।
7. All India Institute of Ayurveda তে নিউট্রি গার্ডেনের উদ্বোধন করলেন কে ?
A. স্মৃতি জুবিন ইরানি
B. নরেন্দ্র মোদী
C. অমিত শাহ
D. রাজনাথ সিং
Ans: A. স্মৃতি জুবিন ইরানি
Exp- তিনি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী
8. কোন দেশের প্রধানমন্ত্রী জোশিহিদে সুগা ইস্তফা নিলেন ?
A. ভিয়েতনাম
B. উত্তর কোরিয়া
C. জাপান
D. রাশিয়া
Ans: C. জাপান
Exp- জাপানের রাজধানী টোকিও ।
9. ভারতে কৃষকদের জন্য কিষান স্টোর লঞ্চ করলো কোন ই কমার্স কোম্পানী ?
A. Flipkart
B. Jio Mart
C. Snapdeal
D. Amazon
Ans: D. Amazon
Amazon এর হেড কোয়ার্টার ওয়াশিংটন এবং প্রতিষ্ঠা সাল- 1994 সালের 5 ই জুলাই।
10. ‘Save water to get free water’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
A. নাগাল্যান্ড
B. গোয়া
C. গুজরাট
D. উত্তরপ্রদেশ
Ans: B. গোয়া
Exp- এতে গোয়া সরকার জলের কোন বিল নেবে না। 16000 লিটার পর্যন্ত জল বিনামূল্যে ব্যাবহার করতে পারবে। ভারতের প্রথম রাজ্য হিসেবে এই উদ্যোগ নিলো গোয়া।
আরো পড়ুন :
Daily Current Affairs Bangla 5th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 4th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 3rd September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা