Daily Current Affairs Bangla 8th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
নিচে আজকের Daily Current Affairs Bangla 8th September 2021 এর খুবই গুরুত্বপূর্ণ ১০টি পোস্ট নিয়ে আলোচনা করা হলো | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
- কোন দেশের সাথে সূর্য কিরণ নামে মিলিটারি অনুশীলনের 15 তম সংস্করণ হোস্ট করবে ভারত ?
A. ভুটান
B. নেপাল
C. মায়ানমার
D. বাংলাদেশ
Ans: B. নেপাল
Exp- এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথরাগড় জেলায় অনুষ্ঠিত হবে।
- কোন IIT বিশ্বের প্রথম গাছ ভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো ?
A. Guwahati
B. Delhi
C. Ropar
D. Madras
Ans: C. Ropar
Exp- Urban Air Laboratory এর তরফ থেকে এর পেটেন্ট নেওয়া হয়েছে।
- ভারত ও কোন দেশের মধ্যে SIMBEX-2021 নৌসেনা অভ্যাস আয়োজিত হল ?
A. সিঙ্গাপুর
B. জার্মানি
C. জাপান
D. ইন্দোনেশিয়া
Ans: A. সিঙ্গাপুর
Exp- ভারতীয় নৌ জাহাজ INS রনবিজয় অংশ গ্রহন করলো। এবছর 28 তম আয়োজিত হল।
- কোন দেশ সম্প্রতি Food Emergency ঘোষণা করলো ?
A. ভারত
B. বাংলাদেশ
C. আফগানিস্তান
D. শ্রীলঙ্কা
Ans: D. শ্রীলঙ্কা
Exp- দেশে বিদেশী মুদ্রাভান্ডার এর সঞ্চয় একদম কমে যাওয়ায় এটি ঘোষণা করা হলো।
- ‘ Pulse ‘ নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানী ?
A. Amazon
B. Flipkart
C. Phonepe
D. Google Pay
Ans: C. Phonepe
Exp- Phonepe হেড কোয়ার্টার- বেঙ্গালুরু এবং প্রতিষ্ঠা সাল- 2015।
- ভারতের প্রথম Dugong Conservation Reserve কোথায় তৈরি হচ্ছে ?
A. মহারাষ্ট্র
B. তামিলনাড়ু
C. পাঞ্জাব
D. কেরালা
Ans: B. তামিলনাড়ু
Exp- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন।
- কোন দেশের সেনা প্রধান “এস এম সাফিউদ্দিন আহমেদ” দু দিনের ভারত সফরে আসছেন ?
A. বাংলাদেশ
B. শ্রীলংকা
C. পাকিস্থান
D. কাজাখস্তান
Ans: A. বাংলাদেশ
Exp- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- কোন রাজ্য 2030 সালের মধ্যে শিক্ষা হার 100% করার লক্ষমাত্রা নিয়েছে ?
A. লাদাখ
B. কেরালা
C. সিকিম
D. নাগাল্যান্ড
Ans: D. নাগাল্যান্ড
Exp- বর্তমানে এখানে শিক্ষার হার 79.55 % 2030 সালের মধ্যে এই লক্ষমাত্রা অর্জনের জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।
- 2021 সালের Ramon Magsaysay পুরষ্কার প্রাপক কতজন ?
A. 2
B. 5
C. 9
D. 11
Ans: B. 5
Exp- এটি এশিয়ার নোবেল প্রাইজ নামে পরিচিত। এটি ছিলো এই পুরস্কারের 63 তম সংস্করণ।
- ‘ Be the Warrior ‘ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
A. কেরালা
B. মনিপুর
C. ত্রিপুরা
D. কৰ্ণাটক
Ans: A. কেরালা
Exp- কেরালার রাজধানী তিরুবন্তপুরম এবং মুখ্যমন্ত্রী হলেন পিনারায়ী বিজয়ন।
আরো পড়ুন :
Daily Current Affairs Bangla 7th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Daily Current Affairs Bangla 6th September 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা